Azad002

Azad002 i am video creator follow my page

 #  How are you all friends?
22/01/2024

# How are you all friends?

27/12/2023

সময়টা ভালো যাচ্ছে না। একদিন এমন থাকবেনা। সেদিন সব ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা।

02/12/2023

সকাল ৯ টা ৩৭ মিনিটে ভূমিকম্প হয়েছে কেউ বুঝতে পারছেন

ঢাকা বনানী আসছি আমরা শনিক ক্লাবে
02/12/2023

ঢাকা বনানী আসছি আমরা শনিক ক্লাবে

22/11/2023

নারী কখনো খারাপ থাকে না।খারাপ থাকে তারা। জীবন থেমে যায়। মন থেকে ভালোবাসে তারা।

পুলিশ  পোশাক শ্রমিকদের গুলে করে মারে
31/10/2023

পুলিশ পোশাক শ্রমিকদের গুলে করে মারে

25/09/2023

আমি জানি তুমি সব পারো
আমার চোখের আড়ালে-
অন্য কাউকে জড়িয়ে ধরো।
আচ্ছা বলতো?
তোমার ভালোবাসা খুঁজতে খুঁজতে,
কেনো আমি নিজের ভালো থাকাটাই
ভুলে গেছি,
তোমার হাসির কারণ খুঁজতে খুঁজতে,
কেনো নিজের হাসিটাই ভুলে গেছি,

হয়তো, ভালোবাসা টাই ছিল অপরাধ-
তাই চোখ মুছে অকারণে কাদঁছি দিন রাত ।

মোঃ আজাদুল ইসলাম আজাদ_____✍️

25/09/2023

ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে তারা। যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী।

__মোঃ আজাদুল ইসলাম আজাদ

25/09/2023

তুমি কখনোই আমার ছিলে না
তোমার যা আমার ছিল তা হলো তোমার দেওয়া
ক্ষত আর হৃদয় বিজড়িত কিছু স্মৃতি!মোঃ আজাদুল ইসলাম আজাদ💜

25/09/2023

মানুষের বহুরূপী ছলনার আচরণ,
শুরুতেই চেনা যায়না বলেই!
বে'ঈমা'ন মানুষেরা দিব্যি দুর্ব'লতা'র-
সুযোগ নিয়ে আ'ঘা'ত করে!

লেখাঃ আজাদুল ইসলাম জীবনের পাচওয়াড আজাদ

24/09/2023

ভালোবেসে মানুষকে অতটা পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে হলে প্রচন্ড আঘাত করতে হয়। আঘাতই মানুষকে পরিবর্তন করতে সর্বোচ্চ সহযোগিতা করে।

24/09/2023

তোমাকে কেন এত ভালোবাসি বলতে পারিনা। চেয়েছিতা কখনোই জানি তুমি দিতে পারবা না। না পারবে ভালবাসতে না পারবে ঘৃণা করতে আমি তোমাকে ভালোবাসি। প্রিয়

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Azad002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad002:

Share