
30/10/2024
দেরি না করে শুরু করে দিন সত্যিকারের ভুতুড়ে গল্প লেখা!
@ বাংলা বই 🧟🧟♀️🧟♂️
আজ ভূতচতুর্দশী উপলক্ষ্যে আজ মধ্যরাত হতে আগামী কাল মধ্যরাত পর্যন্ত (৩১ অক্টোবর, ২০২৪ খ্রি. রাত ০০.০০ হতে ০১ নভেম্বর, ২০২৪ খ্রি রাত ০০.০০) বাংলা বই গ্রুপে আপনার জীবনে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা লিখে জিতে নিন ভৌতিক বই।
প্রথম পুরস্কার: তারানাথ তান্ত্রিক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় পুরস্কার: ভৌতিক ও অলৌকিক গল্প - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং
তৃতীয় পুরস্কার: ভয় সমগ্র - বিমল মিত্র
আর এই পোস্টটি যারা শেয়ার করবেন তাদের ভেতর হতে একজন সৌভাগ্যবান ও একজন সৌভাগ্যবতীকে পুরস্কার হিসেবে দেয়া হবে হুমায়ূন আহমেদের লেখা 'ছায়াসঙ্গী' বইটি।
নিয়মাবলি ও শর্তাবলি:
১) অনূর্ধ্ব ২০০ শব্দের ভেতর লিখতে হবে।
২) ফরম্যাট:
নাম: ***
জেলা: ***
মোবাইল নং: (পার্সেল এর মোবাইল নাম্বার এর শেষ তিন ডিজিট)
৩) প্রতিযোগীকে অবশ্যই দেব অকম্পন এবং বাংলা বই পেইজের ফলোয়ার হওয়া লাগবে।
৪) বাংলাদেশে অবস্থানকারী বাংলাদেশি হতে হবে।
৫) মার্কিং হবে ক্রিটিক মার্কিং এবং রিএক্ট/শেয়ার এর সমন্বয়ে। (২রা নভেম্বর সকাল ৮ টা)
৬) পোস্ট শেয়ারকারীকে পোস্টটি পাবলিক শেয়ার দিতে হবে এবং এই পোস্টের নীচে কমেন্টে তার স্ক্রিনশট দিতে হবে।
তাই আর দেরি না করে শুরু করে দিন!
সবাইকে জানাই ভূত চতুর্দশীর ভৌতিক শুভেচ্ছা! 🧟🧟♀️🧟♂️
#ভূত #পেত্নী #ভুতুড়ে #ভৌতিক #গল্প #সত্যি #ঘটনা
#ভূতচতুর্দশী #উৎসব #বাংলা #বাংলাদেশ #বই 🧟♂️