অখণ্ড বঙ্গ প্রকাশনী

অখণ্ড বঙ্গ প্রকাশনী অখণ্ড বঙ্গের কবি ও সাহিত্যিকদের লেখা বই আকারে প্রকাশের প্রয়াসে এই প্রকাশনীর জন্ম।

দেরি না করে শুরু করে দিন সত্যিকারের ভুতুড়ে গল্প লেখা!@ বাংলা বই 🧟🧟‍♀️🧟‍♂️
30/10/2024

দেরি না করে শুরু করে দিন সত্যিকারের ভুতুড়ে গল্প লেখা!
@ বাংলা বই 🧟🧟‍♀️🧟‍♂️

আজ ভূতচতুর্দশী উপলক্ষ্যে আজ মধ্যরাত হতে আগামী কাল মধ্যরাত পর্যন্ত (৩১ অক্টোবর, ২০২৪ খ্রি. রাত ০০.০০ হতে ০১ নভেম্বর, ২০২৪ খ্রি রাত ০০.০০) বাংলা বই গ্রুপে আপনার জীবনে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা লিখে জিতে নিন ভৌতিক বই।

প্রথম পুরস্কার: তারানাথ তান্ত্রিক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় পুরস্কার: ভৌতিক ও অলৌকিক গল্প - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং
তৃতীয় পুরস্কার: ভয় সমগ্র - বিমল মিত্র

আর এই পোস্টটি যারা শেয়ার করবেন তাদের ভেতর হতে একজন সৌভাগ্যবান ও একজন সৌভাগ্যবতীকে পুরস্কার হিসেবে দেয়া হবে হুমায়ূন আহমেদের লেখা 'ছায়াসঙ্গী' বইটি।

নিয়মাবলি ও শর্তাবলি:

১) অনূর্ধ্ব ২০০ শব্দের ভেতর লিখতে হবে।
২) ফরম্যাট:
নাম: ***
জেলা: ***
মোবাইল নং: (পার্সেল এর মোবাইল নাম্বার এর শেষ তিন ডিজিট)
৩) প্রতিযোগীকে অবশ্যই দেব অকম্পন এবং বাংলা বই পেইজের ফলোয়ার হওয়া লাগবে।
৪) বাংলাদেশে অবস্থানকারী বাংলাদেশি হতে হবে।
৫) মার্কিং হবে ক্রিটিক মার্কিং এবং রিএক্ট/শেয়ার এর সমন্বয়ে। (২রা নভেম্বর সকাল ৮ টা)
৬) পোস্ট শেয়ারকারীকে পোস্টটি পাবলিক শেয়ার দিতে হবে এবং এই পোস্টের নীচে কমেন্টে তার স্ক্রিনশট দিতে হবে।

তাই আর দেরি না করে শুরু করে দিন!

সবাইকে জানাই ভূত চতুর্দশীর ভৌতিক শুভেচ্ছা! 🧟🧟‍♀️🧟‍♂️

#ভূত #পেত্নী #ভুতুড়ে #ভৌতিক #গল্প #সত্যি #ঘটনা
#ভূতচতুর্দশী #উৎসব #বাংলা #বাংলাদেশ #বই 🧟‍♂️

আগামী কাল ২২ অক্টোবর, ২০২৪ খ্রি রোজ মঙ্গলবার এই বাংলার মাটি ও মানুষের কবি জীবনানন্দ দাশের পঞ্চাশতম মৃত্যু-বার্ষিকী স্মরণ...
21/10/2024

আগামী কাল ২২ অক্টোবর, ২০২৪ খ্রি রোজ মঙ্গলবার এই বাংলার মাটি ও মানুষের কবি জীবনানন্দ দাশের পঞ্চাশতম মৃত্যু-বার্ষিকী স্মরণে রাত ০৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত কবির জীবনীর ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময়ের ভেতরে এই পেইজের ইনবক্সে নক দিলে প্রশ্ন দেয়া হবে এবং পরবর্তী ২০ মিনিটের মধ্যে ইনবক্সেই তার উত্তর দেয়া হবে।

fans

আগামী ২২ অক্টোবর, ২০২৪ খ্রি রোজ মঙ্গলবার এই বাংলার মাটি ও মানুষের কবি জীবনানন্দ দাশের পঞ্চাশতম মৃত্যু-বার্ষিকী স্মরণে রাত ০৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত কবির জীবনীর ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময়ের ভেতরে এই পেইজের ইনবক্সে নক দিলে প্রশ্ন দেয়া হবে এবং পরবর্তী ২০ মিনিটের মধ্যে ইনবক্সেই তার উত্তর দেয়া হবে।

৩ জন পুরুষ ও ৩ জন মহিলা প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।

১ম পুরস্কার: জীবনানন্দ দাশের যেকোনো ৩ টি কবিতার বই *
২য় পুরস্কার: জীবনানন্দ দাশের যেকোনো ২ টি কবিতার বই *
৩য় পুরস্কার: জীবনানন্দ দাশের যেকোনো ১ টি কবিতার বই *

[* বনলতা সেন, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি এবং মহাপৃথিবী এর মাঝে যেকোনো ৩/২/১ টি]

এই পোস্ট শেয়ারকারীদের মাঝে যে কোনো ৪ জন (২ জন পুরুষ এবং ২ জন মহিলা) এর প্রত্যেককে দ্বৈবচয়ন এর মাধ্যমে উপর্যুক্ত তালিকার যে কোনো ১ টি বই উপহার দেয়া হবে।

fans

#বাংলার #কবি #জীবনানন্দ #কুইজ #প্রতিযোগিতা
#বাংলাদেশ #বাংলা #বই #উপহার #কবিতা #কাব্য

07/09/2024


এই ঘটনায় রাষ্ট্রের তরফ থেকে কোনো জোরালো প্রতিবাদ নেই কেনো? ভারত বিরোধীতার শ্লোগান তুলে রাজনীতি করবেন অথচ প্রয়োজনের সময় চ...
03/09/2024

এই ঘটনায় রাষ্ট্রের তরফ থেকে কোনো জোরালো প্রতিবাদ নেই কেনো? ভারত বিরোধীতার শ্লোগান তুলে রাজনীতি করবেন অথচ প্রয়োজনের সময় চুপ করে থাকবেন। এসব তো মেনে নেয়া যাবে না। দাঁতের বদলে দাঁত চাই, চোখের বদলে চোখ। খুবই দ্রুত এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দিতে হবে নয়তো বুঝবো ভারত বিরোধীতা শুধুমাত্র ফাঁকা বুলি।

#বাংলাদেশ #সীমান্ত #হত্যা #প্রতিবাদ #প্রতিরোধ #ভারত
#স্বর্ণা_হত্যার_বিচার_চাই #বিএসএফ_এর_শাস্তি_চাই

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে স্বর্ণা দাস (১৬) নামে অষ্টম শ্রেণির এ.....

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবসে কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা।
29/08/2024

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবসে কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা।

দুখু মিয়া মোর দুখেই বেঁচেছো জোটেনি তো সুখ মোটে।
দুখের জবাব লিখে রেখে গ্যাছো কাব্য-গানেরই নোটে।

জনমের কালে লিখে এনেছিলে কষ্টেয় ভরা ললাট।
সারাটি জনম লিখে লিখে গ্যালে কী জীর্ণ শীর্ণ মলাট!

লেটো দল হতে পায়ে হাঁটা সেনা মক্তব হতে ইস্কুল --
সব করে গ্যাছো দু'টো খাবে বলে, জুটেছে কেবল হুল!

হারিয়েছো ঘর, হারিয়েছো প্রেম, কখনো করেছো দ্রোহ।
বিদ্রোহে-বিপ্লবে জেল-অনশন, কাটে নি কবিতা মোহ।

মনে দাগা দিয়ে বুলবুল গ্যাছে। ব্রিটিশ ভেঙেছে দেশ,
দো'টানায় পড়ে অনটন সয়ে পেয়েছো কেবল ক্লেশ।

চিরকাল দ্রোহে আগুন জ্বালিয়ে রোগে শোকে গ্যালো রব,
চোখের কোণায় জল রেখে নিয়ে ভেবে ভেবে গ্যাছো সব।

ওপার ছেড়েছো, এপারেতে এসে পেয়েছো নতুন ঠাঁই;
চারদিক চেয়ে খুঁজে খুঁজে দ্যাখো, কোথা গ্যালো সব ভাই!

দ্রোহ-প্রেম-শোক পিছে ফেলে সব হাতছানি মরণেতে;
গানের রেকর্ড, কবিতার খাতা পড়ে 'রলো চরণেতে।

মরার পরেও হয় নি পূরণ তোমার ইচ্ছে -- কবর।
লাশটা যাবে না, ওপারে পেয়েছে খুব দেরিতে খবর!

মোর দুখু মিয়া কবরে ঘুমাও মসজিদেরই পাশে,
মরে গিয়ে তবু আছো বেঁচে তুমি আমার প্রতিটা শ্বাসে!

কবিতা: দুখু মিয়া
কবি: দেব অকম্পন

#দুখুমিয়া #কাজী #নজরুল #ইসলাম #কবি
#বিদ্রোহ #প্রেম #বিপ্লব #কাব্য #গান #মৃত্যু
#ভারত #বাংলাদেশ #বাংলা #জাতীয়_কবি

© Debasish Mukherjee

17/07/2024

#কোটা #বিরোধী #ছাত্র #আন্দোলন 🩸🇧🇩
#বাংলাদেশ #প্রাসঙ্গিক #কাল #জয় #বাংলা

স্বাধীনতা,তুমি মেধাবীর হয়ে রাজপথে নামো,সাম্য-আগুন জ্বালো!👣 দেব অকম্পন
17/07/2024

স্বাধীনতা,
তুমি মেধাবীর হয়ে
রাজপথে নামো,
সাম্য-আগুন জ্বালো!

👣 দেব অকম্পন

স্বাধীনতা,
তুমি মেধাবীর হয়ে
রাজপথে নামো,
সাম্য-আগুন জ্বালো!

👣 দেব অকম্পন

মূল কবিতা: একটি খোলা চিঠি
লিঙ্ক: [ https://www.facebook.com/share/p/X6K7jYDmFN4VXSnR/ ]

#ছাত্র #আন্দোলন #মেধা #বনাম #কোটা #স্বাধীনতা #সাম্যবাদ 🇧🇩
#বাংলাদেশ #বাংলাদেশী #বাংলা #কবিতা #অদ্বিত্ব #অকম্পন #দেব

© Debasish Mukherjee

17/06/2024

🌙 ঈদ মুবারক.. 🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অখণ্ড বঙ্গ প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category