Masum & Arian

Masum & Arian বাইক ভ্রমণের পাশাপাশি ক্যামেরার লেন্সে অপরুপ বাংলার মাটি, মানুষ ও প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করি।

মাইলস্টোন ট্র্যাজেডি: আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
22/07/2025

মাইলস্টোন ট্র্যাজেডি: আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা

19/07/2025

যে ৪ টি 🖐️ কাগজ থাকলে ঘুরতে পারবেন সারা বাংলাদেশ || Masum & A***n

If you have four documents, you can travel all over Bangladesh. One of these is a driving license; the second thing is the digital registration certificate; number three is the tax token and the 4th additional document is the National ID Card.

If you do not have these four papers, you must have to face a police case in any part of Bangladesh and you will have to settle the case from there.

06/07/2025

Sreemangal Family Tour!

18/05/2025

Hero Extreme 160R 4V | First Impression, Key Features & Price | Masum & A***n

🏍 HERO EXTREME 160R 4V ২,৪০,০০০ টাকা দাম অনুযায়ী বাইকটা ভালো মার্কেট পাবে আশা করি!😊Hero Bangladesh
17/05/2025

🏍 HERO EXTREME 160R 4V ২,৪০,০০০ টাকা দাম অনুযায়ী বাইকটা ভালো মার্কেট পাবে আশা করি!😊

Hero Bangladesh

16/05/2025

ব্যান্ড সংগীত শিল্পী হাসান ভাই বহুদিন পর লাইভে গাইলেন কিছু প্রিয় গান!!

Radisson Blu Dhaka Water Garden

Date: 16 May 2025

15/05/2025

ধানমন্ডি ৩২ শে ব্যাটারী চালিত টেসলা এক বাইকার ভাইকে পেছন থেকে মেরে দিয়ে তার পায়ের মাংস উঠায় ফেলছে। উক্ত টেসলার যাত্রী ছিলো একজন ভদ্রমহিলা, তিনি নিজেও আহত হন এবং তিনি নিজে টেসলা চালকের বিরুদ্ধে উরাধুরা চালানোর অভিযোগ করেন। পরে পুলিশ কর্মকর্তা টেসলাসহ চালককে জনরোষ থেকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যান।

বিশেষ দ্রষ্টব্য: কিছুদিন আগে মিরপুরে আমার বন্ধু আসাদকে ঘাতক টেসলা পেছন থেকে মেরে দিয়ে হত্যা করে।

আজ আমার সামনে ঘটে যাওয়া এই ভিডিওটি তাদের জন্য যারা জেনেশুনে ঢাকা শহরের এই অবৈধ টেসলা নামক ঘাতক বাহনের পক্ষে না বুঝে মানবতার নামে জাস্টিফাই বা সাফাই করার চেষ্টা করছেন।

তাহলে তো ড্রাগ, অস্ত্র, খাদ্যে ভেজাল মিশানো, গরিব খুনী, গরিব ধর্ষক ও গরিব চোর, ডাকাত, ছিনতাইকারী সবাইকে মানবিকতার বিচারে জীবিকা নির্বাহের অজুহাতে ছাড় দেওয়া উচিত..!?


Deshi Biker

04/05/2025

শ্রীমঙ্গলে কম খরচে কই থাকবেন ও খাবেন | Masum & A***n

My sincere thanks to Deshi Biker for invite me to the Dhaka Moto Show 2025 to be held from 1-3 May 2025 at International...
21/04/2025

My sincere thanks to Deshi Biker for invite me to the Dhaka Moto Show 2025 to be held from 1-3 May 2025 at International Convention City Bashundhara - ICCB, Dhaka.

Cheers! See you Bikers..👍

ক্ষমতার গন্ধে রাজনৈতিক দেউলিয়াত্ব ও করনীয়!------------------------------------------------------------------কোন এক রাজন...
12/04/2025

ক্ষমতার গন্ধে রাজনৈতিক দেউলিয়াত্ব ও করনীয়!
------------------------------------------------------------------
কোন এক রাজনৈতিক দলের সিনিয়র কিছু নেতা যাদের মুখে শুধু নির্বাচন, নির্বাচন ছাড়া অন্য কোন বিষয় যেমন: দেশ, মাটি, মানুষ, ভারতীয় ষড়যন্ত্র, নিজের দলের চাঁদাবাজি, দল গোছানো, তারা ক্ষমতায় গেলে কী করবে, কীভাবে দেশ চালাবে, সংস্কার ছাড়া নির্বাচনে জিইতা কয়দিন টিকবে..!? এসব বিষয়ে কোন আলাপ নেই!

ইদানীং দেখছি সোশ্যাল মিডিয়া ও কিছু এ্যাক্টিভিস্টের পিছে লাগছে। অথচ সয়ং ট্রাম্প তার ছোট ছেলেকে দিয়ে পুরাদমে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে নির্বাচনের মোড় ঘুরাই দিছে। ভাইরে ভাই, বর্তমান বিশ্ব সম্পর্কে একটু খোঁজ-খবর রাখেন, পড়াশোনা করেন..!? বর্তমান শতাব্দীর জনতাকে বনি আমিনের ভাষায় নিজেদের মত "চোদু জনতা" ভাইবেন না।

ভুলে যাইয়েন না, এই সোশ্যাল মিডিয়াই হাসিনা সরকারের মত দৈত্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, যা আপনারা বিগত ১৭ বছরে করতে পারেন নাই। মনে রাখিয়েন, বর্তমান সোশ্যাল মিডিয়া একটা বারুদ আর তার উপর আপনারা আগুন নিয়ে দাপাদাপি করছেন --আপনারা এতোটাই বিকারগ্রস্ত হয়ে পড়েছেন।

সেদিন এক সো-কল্ড নেতাকে বলতে শুনলাম সোশ্যাল মিডিয়ার কোন জবাবদিহিতা নাই, মেইনস্ট্রিম মিডিয়ার তাও কিছুটা জবাবদিহিতা আছে; নেন, তাদের দুটি জরিপ নিচে শেয়ার করলাম। খালি, জনগণ নির্বাচন চাই, নির্বাচন চাই বলে ফেনা না তুইলা নিজেদের বাস্তব অবস্থানটা একটু মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, প্লিজ --সে যোগ্যতা যদি থাকে..!?

যদি ভাইবা থাকেন, কোন প্রতিবেশী দেশ বা গোষ্ঠী কাউকে ক্ষমতায় বসায় দিবে বা পতিত সরকারের তাবেদারী করলে তাদের কিছু ভোট পাওয়া যাবে; তাহলে আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন, ভাই।

আপনাদের নন-মেচিউড নেতৃত্ব ও কার্যকালাপ নিয়ে বললে সহজে শেষ হবে না!

শুধু একটু বলবো --দেশের মানুষ আপনাদের মতো বড় কোন রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে চাই এবং আগামীর সরকারে দেখতেও চাই; যারা বর্তমান জন-আকাঙ্খাকে ধারণ করতে সক্ষম হবে। জনগণের সেই আকাঙ্খা পূরণে আপনাদের কর্মকান্ড জন-আকাঙ্খার সাথে এলাইন্ড হওয়াটা বাঞ্ছনীয়! অন্যথায় রাজনৈতিক দল হিসেবে আপনাদের পরিনতি হবে খুবই ভয়াবহ! যেটি দেশ ও দেশের গনতন্ত্রের জন্য মোটেও মঙ্গলজনক নয়!

--
শেখ মহব্বত হোসেন (মাসুম)
উন্নয়ন কর্মী

We are with Palestine ✊✊All the bikers of Bangladesh.Date: 7 April 2025Place: In front of National Parliament
07/04/2025

We are with Palestine ✊✊
All the bikers of Bangladesh.

Date: 7 April 2025
Place: In front of National Parliament

20/03/2025

‘স্রষ্টার এবাদত, সৃষ্টের সেবা’ প্রতিষ্ঠাকালীন এই দর্শনকে সমুন্নত রেখে ঢাকা আহ্ছানিয়া মিশন বিগত ৬৭ বৎসর যাবত বাংলাদেশের অসহায়, দুঃস্থ, দারিদ্র-পীড়িত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহায়তা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। এ সকল কার্যক্রম পরিচালনায় বেশ কয়েক বছর ধরে আমরা আপনাদের সহৃদয় সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছি, যা আমরা সর্বদাই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখি ও ধন্যবাদ পোষণ/জ্ঞাপণ করি।

মিশনের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের মধ্যে সমাজের সবচেয়ে নিঃস্ব, অবহেলিত, নির্যাতিত, এতিম, পথশিশু, ভিক্ষুকদের মতো সহায়-সম্বলহীন মানুষের জন্য কিছু বিশেষ প্রকল্প/কার্যক্রম রয়েছে, যেগুলো পরিচালনা ও বাস্তবায়নের জন্য আপনাদের মতো হৃদয়বান ব্যক্তিবর্গের জাকাত ও অনুদানের অর্থ একমাত্র অবলম্বন। আপনাদের থেকে প্রাপ্ত জাকাত ও অনুদানের অর্থ সংগ্রহ করে আমরা ঐ সকল শেকড়বিহীন মানুষগুলোর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও পুনর্বাসনসহ স্বাবলম্বী করার চেষ্টা অব্যাহত রেখেছি। সুতরাং আপনার জাকাত ও অনুদান ঢাকা আহ্ছানিয়া মিশনকে প্রদানপূর্বক বাধিত করুন। যেভাবে জমা দেয়া যাবে;

Website: ahsaniamission.org.bd

Bkash number: 01792-415011 (merchant)

Bank Details:
A/C Name: Ahsania Mission Zakat Fund
A/C Number: 1121001754277
Bank Name: Mercantile Bank PLC
Branch Name : Dhanmondi Branch
Routing Number: 140261183
SWIPT: MBLBBDDH006

অথবা ভিজিট করুন- www.ahsaniamission.org.bd/donate




#যাকাত

Address

Dhanmondi R/A
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Masum & Arian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum & Arian:

Share