12/04/2025
ক্ষমতার গন্ধে রাজনৈতিক দেউলিয়াত্ব ও করনীয়!
------------------------------------------------------------------
কোন এক রাজনৈতিক দলের সিনিয়র কিছু নেতা যাদের মুখে শুধু নির্বাচন, নির্বাচন ছাড়া অন্য কোন বিষয় যেমন: দেশ, মাটি, মানুষ, ভারতীয় ষড়যন্ত্র, নিজের দলের চাঁদাবাজি, দল গোছানো, তারা ক্ষমতায় গেলে কী করবে, কীভাবে দেশ চালাবে, সংস্কার ছাড়া নির্বাচনে জিইতা কয়দিন টিকবে..!? এসব বিষয়ে কোন আলাপ নেই!
ইদানীং দেখছি সোশ্যাল মিডিয়া ও কিছু এ্যাক্টিভিস্টের পিছে লাগছে। অথচ সয়ং ট্রাম্প তার ছোট ছেলেকে দিয়ে পুরাদমে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে নির্বাচনের মোড় ঘুরাই দিছে। ভাইরে ভাই, বর্তমান বিশ্ব সম্পর্কে একটু খোঁজ-খবর রাখেন, পড়াশোনা করেন..!? বর্তমান শতাব্দীর জনতাকে বনি আমিনের ভাষায় নিজেদের মত "চোদু জনতা" ভাইবেন না।
ভুলে যাইয়েন না, এই সোশ্যাল মিডিয়াই হাসিনা সরকারের মত দৈত্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, যা আপনারা বিগত ১৭ বছরে করতে পারেন নাই। মনে রাখিয়েন, বর্তমান সোশ্যাল মিডিয়া একটা বারুদ আর তার উপর আপনারা আগুন নিয়ে দাপাদাপি করছেন --আপনারা এতোটাই বিকারগ্রস্ত হয়ে পড়েছেন।
সেদিন এক সো-কল্ড নেতাকে বলতে শুনলাম সোশ্যাল মিডিয়ার কোন জবাবদিহিতা নাই, মেইনস্ট্রিম মিডিয়ার তাও কিছুটা জবাবদিহিতা আছে; নেন, তাদের দুটি জরিপ নিচে শেয়ার করলাম। খালি, জনগণ নির্বাচন চাই, নির্বাচন চাই বলে ফেনা না তুইলা নিজেদের বাস্তব অবস্থানটা একটু মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, প্লিজ --সে যোগ্যতা যদি থাকে..!?
যদি ভাইবা থাকেন, কোন প্রতিবেশী দেশ বা গোষ্ঠী কাউকে ক্ষমতায় বসায় দিবে বা পতিত সরকারের তাবেদারী করলে তাদের কিছু ভোট পাওয়া যাবে; তাহলে আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন, ভাই।
আপনাদের নন-মেচিউড নেতৃত্ব ও কার্যকালাপ নিয়ে বললে সহজে শেষ হবে না!
শুধু একটু বলবো --দেশের মানুষ আপনাদের মতো বড় কোন রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে চাই এবং আগামীর সরকারে দেখতেও চাই; যারা বর্তমান জন-আকাঙ্খাকে ধারণ করতে সক্ষম হবে। জনগণের সেই আকাঙ্খা পূরণে আপনাদের কর্মকান্ড জন-আকাঙ্খার সাথে এলাইন্ড হওয়াটা বাঞ্ছনীয়! অন্যথায় রাজনৈতিক দল হিসেবে আপনাদের পরিনতি হবে খুবই ভয়াবহ! যেটি দেশ ও দেশের গনতন্ত্রের জন্য মোটেও মঙ্গলজনক নয়!
--
শেখ মহব্বত হোসেন (মাসুম)
উন্নয়ন কর্মী