The Daily News

The Daily News "প্রতিদিনের সকল সংবাদ" প্রতিদিনের সকল সংবাদ পেতে পেজ ফলো করুন

Multiple avatars, untold stories, one king. Shah Rukh Khan brings his most daring and stylish transformations yet, from ...
30/09/2025

Multiple avatars, untold stories, one king. Shah Rukh Khan brings his most daring and stylish transformations yet, from silver fox to rugged street style—each look rewriting the rules. "King" is about to own the screen like never before! ♥️🙌

With 2556 runs, Litton Das stands as Bangladesh’s highest run-scorer in T20Is. His absence from captaincy in the upcomin...
30/09/2025

With 2556 runs, Litton Das stands as Bangladesh’s highest run-scorer in T20Is. His absence from captaincy in the upcoming UAE series against Afghanistan due to injury will be deeply felt. Wishing him a speedy recovery and a strong return to the field.

‘অন্তরাত্মা’ হতে পারতো শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক। কিন্তু দুঃখজনকভাবে প্রযোজকের অপেশাদারিত্ব আর ভূল সময...
30/09/2025

‘অন্তরাত্মা’ হতে পারতো শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক। কিন্তু দুঃখজনকভাবে প্রযোজকের অপেশাদারিত্ব আর ভূল সময়ে মুক্তির কারণে ছবিটি তার প্রাপ্য সাফল্য পায়নি।

তবে সিনেমার শক্তি ছিল এর নির্মাণে নয়, বরং শাকিব-দর্শনার অনবদ্য কেমিস্ট্রিতে। দু’জনকে একসাথে স্ক্রিনে ভীষণ মানিয়েছে। বিশেষ করে শাকিব খানের অভিনয়, লুক আর উপস্থিতি পুরো সিনেমাটিকেই এক নতুন প্রাণ দিয়েছে।

গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর-এর সঙ্গে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আসিফ মাহ...
30/09/2025

গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর-এর সঙ্গে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুই দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চ্যুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সহিংসতার কালক্রম: রামু বৌদ্ধমন্দির হামলা থেকে ১৩ বছর এবং গণঅভ্যুত্থানের পরবর্তী বাং...
30/09/2025

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সহিংসতার কালক্রম: রামু বৌদ্ধমন্দির হামলা থেকে ১৩ বছর এবং গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের সহিংসতা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সরকারের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ‘‘রামুর ঘটনার সময় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটি জামায়াত-বিএনপির একটি ষড়যন্ত্র, যেন যুদ্ধাপরাধের বিচারের চেষ্টা ব্যাহত হয়। আজ যখন খাগড়াছড়ি জ্বলছে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি "মেড ইন ইন্ডিয়া"। এই অস্বীকারের ধারা একই—তারা কখনোই তদন্ত করে না, কারণ প্রায়শই এতে তাদের নিজেদের স্থানীয় নেতা জড়িত থাকে।’’

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যা...
30/09/2025

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও।

শাকিব খানের বাবা, মা, বোন এবং ভাগ্নে, ভাগ্নীদের সাথে নিয়ে ছেলে জয়ের জন্মদিন শাকিব খানের বাসায় পালন করেন অপু বিশ্বাস 💞Bea...
29/09/2025

শাকিব খানের বাবা, মা, বোন এবং ভাগ্নে, ভাগ্নীদের সাথে নিয়ে ছেলে জয়ের জন্মদিন শাকিব খানের বাসায় পালন করেন অপু বিশ্বাস 💞

Beautiful Family ❤️

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে...
29/09/2025

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম্ম ছাত্র-জনতা। এ ছাড়া সদর উপজেলা ও গুমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে। এদিকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে শুধুমাত্র খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা এ দুই সড়কে অবরোধ শিথিল করা হয়েছে।

প্রতিষ্ঠানটির করপোরেটর কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজার বরাবর আজ সোমবার এই নোটিশ পাঠিয়ে...
29/09/2025

প্রতিষ্ঠানটির করপোরেটর কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজার বরাবর আজ সোমবার এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা। তিনি নিজেকে আড়ংয়ের একজন নিয়মিত গ্রাহক উল্লেখ করেছেন নোটিশে। নোটিশের ভাষ্য, সবুজায়নের এরূপ উদ্যোগকে দেশের মানুষ সাধুবাদ জানায়। তবে তা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে, অর্থাৎ পণ্য বিক্রয়ের লাভ থেকে তা করলে আড়ং প্রশংসিত হবে। অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও এসব বিষয়ে সচেতন হবে। কিন্তু এ রকম নিম্নমানের কাগজের শপিং ব্যাগের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে মূল্য নিয়ে তা দিয়ে পরিবেশ রক্ষার কথা বলা এক ধরনের চাঁদাবাজি, জোরপূর্বক আদায় ও অসাধু ব্যবসায়িক মানসিকতার পরিচয় বহন করে।
প্রিয় পাঠক, এ ব্যাপারে আপনাদের মতামত কী?

29/09/2025
পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায়নি ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দে...
29/09/2025

পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায়নি ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই তারা জয়ের উৎসব পালন করেন।

Address

15/6 Shar Sha Suri Road
Dhaka
1214

Telephone

+8801716538229

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily News:

Share