Esmi Kitchen Vlogs

Esmi Kitchen Vlogs "Learn as if you will live forever,live like you will die tomorrow"--Mahatma Gandhi.

  কোন বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুইসাইড করলে বাবা মায়ের মনে বড় দুঃখ হয়।কি কষ্ট ছিল মেয়ের মনে একটুও বললনা?কিন্তু আসলেই ক...
08/08/2025


কোন বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুইসাইড করলে
বাবা মায়ের মনে বড় দুঃখ হয়।
কি কষ্ট ছিল মেয়ের মনে একটুও বললনা?

কিন্তু আসলেই কি বলেনাই?
আপনার তাই মনে হয়?
বলেছে।
বারবার বলেছে।
হাজার বার বলেছে শতবার বলেছে।

কিন্তু তারা সমাধান কি দিয়েছেন জানেন?

চাকরী ছেড়ে দেও
ব্যাবসা ছেড়ে দেও
সংসারে মন দাও
আরেকটা বাচ্চা নাও

কখনো অই মেয়ের স্বামীর মা কে বলতে শুনেছেন?
বাবা তুই সংসারে মন দে!
বাবা তুই এইযে প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাস সেটা বাদ দিয়ে বউকে সময় দে!
বাবা তুই জিম করতে না গিয়ে বাসায় বউকে সময় দে! বাবা তুই ব্যাবসা ছেড়ে দে এত যখন ব্যাস্ততা!
বাবা তুই অফিস থেকে আসার সময় বউ এর প্রয়োজনীয় জিনিস গুলো এনে দিস!
বাবা তুই বউকে মাঝে মধ্যে একটু ঘুরতে বাহিরে নিয়ে যাস!
বাবা তুই বউকে এত নির্যাতন করিস না।

কোন দিন শুনেন নাই।

কারন পুরুষ এর কম্প্রোমাইজ করতে হয়না!

তাদের সংসার করতে হয়না।

সংসার শুধু এক তরফা নারীরা করবেন।
সমস্ত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইজ তারা করবেন।

সন্তান ধারন করতে জীবন টাও বাজি রাখবেন।
এক সন্তানে কাজ না হলে তিন চার বার এটেম নেবেন।

তাও সংসার কে টাইট করে ধরে তাকে রাখতেই হবে।

এরপর কেউ সফল নারী চিকিৎসক হয়েও গায়ে আগুন ঢেলে সুইসাইড করবে
কেউ ছাদ থেকে লাফ দেবে।
কেউবা মানসিক চাপ থেকে স্টক করে মরবে।

লিখে রেখে যাবে আই কুইট।

কত দুখে একজন মানুষ কোথাও একটু আশ্রয় আর শান্তনা না পেয়ে এভাবে কুইট করে কেউ জানেনা।

সবার কাছে গিয়ে যখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনি সে কুইট করে।

আমি একে আত্নহত্যা বলবনা।

এটা খুন,এটা মার্ডার।

আফসোস এসব মার্ডারের কোন শাস্তি নেই।
সংগৃহীত

Address

Sec
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Esmi Kitchen Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esmi Kitchen Vlogs:

Share

Category