Oishee's Archive

Oishee's Archive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oishee's Archive, Digital creator, Dhaka.
(3)

বাবা শুধু একটি সম্পর্ক নয়, বাবা এক নির্ভরতার নাম ❤️
24/08/2025

বাবা শুধু একটি সম্পর্ক নয়, বাবা এক নির্ভরতার নাম ❤️

আমার বেঁচে থাকার একমাত্র কারণ...........মাশা আল্লাহ ❤️
23/08/2025

আমার বেঁচে থাকার একমাত্র কারণ...........
মাশা আল্লাহ ❤️

22/08/2025

জীবনটা এতো কঠিন কঠিন নিয়ম দিয়ে কেনো বাঁধা‼️

মা তো তোমার জন্য এই রঙিন জামাগুলো রেখেছিলাম, কিন্তু তোমার যে সাদা রংটাই পছন্দ ছিলো সেটা তো মা বুঝতে পারিনি।
22/08/2025

মা তো তোমার জন্য এই রঙিন জামাগুলো রেখেছিলাম, কিন্তু তোমার যে সাদা রংটাই পছন্দ ছিলো সেটা তো মা বুঝতে পারিনি।

বেঁচে থাকলে আজ আমার সন্তানের একমাস পূর্ণ হতো।গত মাসের এই দিনে আমার সন্তান পৃথিবীতে এসেছিলো........২১ শে জুলাই,রাত ৮ টার ...
21/08/2025

বেঁচে থাকলে আজ আমার সন্তানের একমাস পূর্ণ হতো।গত মাসের এই দিনে আমার সন্তান পৃথিবীতে এসেছিলো........
২১ শে জুলাই,
রাত ৮ টার দিকে যখন ডাক্তার ডপলার মেশিন হাতে নিলো বাবুর হার্টবিট শোনার জন্য ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছিলো এখনই আমি সেই পরিচিত শব্দটা শুনতে পাবো, যেটা এতোগুলো মাস ধরে শুনে এসেছি।
কিন্তু না..............
কি যেনো হলো, কোনো শব্দ আসছে না ভিতর থেকে। ডাক্তার আবার দেখলো, কোনো শব্দ নাই......
ভাবলাম তাদের মেশিনে সমস্যা.... হয়তো ডাক্তার ও বিশ্বাস করছিলো না তাই আরো দুজনকে ডেকে চেক করতে বললো। তারাও ব্যার্থ..............

ডাক্তার আল্ট্রাসাউন্ড করতে পাঠালো। কলিজাটা হঠাৎ করে কেমন কেঁপে উঠলো। চোখের পানি ধরে রাখতে পারলাম না। তবুও মনে এক আশা নিয়ে আল্ট্রা করতে ডুকলাম। সনোলজিস্ট দেখতে লাগলো। আশেপাশে যারা ছিলো তারা ইশারায় কি যেনো বলছে, বুঝলাম নেগেটিভ কিছু...... ইগনোর করলাম।
কিন্তু কই সে শব্দ তো আর আসছে না।
সনোলজিস্ট ও চুপ.......

বুকটা ভারী হয়ে আসছিলো....চোখ বেয়ে অনবরত পানি পড়ছে... একবুক কষ্ট নিয়ে জিজ্ঞেস করলাম আমার বাবুটা কি আর নাই⁉️
ওই সময় এই প্রশ্নের উত্তর দেয়াটা হয়তো ওনার জন্য ও কঠিন ছিলো। উনি শুধু বললো "আপনি কষ্ট পাবেন না মা, আমার প্রথম সন্তানটাকেও আমি হারিয়েছিলাম"।
বুঝতে আর বাকি রইলো না আমার সব শেষ...........😭

ইজহানের বাবাকে ওরা ভিতরে আসতে বললো, ওকে দেখেই চিৎকার করে উঠলাম,
"রাশেদ বাবু তো আর নাই"‼️😭
মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছিলো না, চোখ ভিজে আসছিলো....... আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো।
বুকফাটা আর্তনাদ করছিলাম....
আমার চিৎকারে ভারী হয়ে উঠেছিলো পুরো হাসপাতাল....

বাহিরে ঝুম বৃষ্টি...........যেদিন আমার বাবুটাকে অন্ধকার ঘরটায় রেখে আসে ওইদিন রাতেও ঝুম বৃষ্টি নেমেছিলো। কি গর্জন মেঘের! ...
20/08/2025

বাহিরে ঝুম বৃষ্টি...........
যেদিন আমার বাবুটাকে অন্ধকার ঘরটায় রেখে আসে ওইদিন রাতেও ঝুম বৃষ্টি নেমেছিলো। কি গর্জন মেঘের! প্রতিটা গর্জন আমার বুকে এসে লাগছিলো।
হাসপাতালের বিছানায় শুয়ে ব্যাথায় কাতরাচ্ছিলাম আর বাবুর ছোট্ট রঙিন জামাগুলো বুকে নিয়ে বিকট চিৎকার দিচ্ছিলাম, ইজহানের বাবাকে বার বার ই বলছিলাম বাবুকে নিয়ে আসো, ওতো এই শব্দে ভয় পাচ্ছে, ভিজে যাচ্ছে তো বাবু, ওর তো আমার বুকে থাকার কথা ছিলো তাহলে ওখানে কেনো রেখে আসলা ওকে⁉️ কোনো উত্তর পেলাম না, তাকিয়ে দেখি ওই মানুষটাও কাঁদছে। বুঝলাম তার কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নাই।
জীবনে তো এতো এতো পরীক্ষা দিলো, এতো এতো উত্তর লিখলো খাতায়, তবে কেনো সেইদিন আমার প্রশ্নের উত্তর গুলো দিতে পারলো না❓প্রশ্নগুলো কি এতোই কঠিন ছিলো‼️‼️

ঘুমের ওষুধ নেয়ার পর ও সারারাত একবারের জন্য ও চোখ লাগাতে পারিনি।
আহা! কি কঠিন রাত কাটিয়েছি আমি সেদিন‼️

আল্লাহ তায়া’লার কাছে এটাই প্রার্থনা থাকবে যেনো আমার শত্রুকেও এমন কষ্ট না পেতে হয়।
কারণ আমি জানি একজন সন্তান হারা মায়ের শুন্য বুকের কষ্ট কতোটা ভারী। 😭😭

ভালো লাগলো কথাটা। পিতৃত্বকালীন ছুটিটা সত্যিই প্রয়োজন তবে এটাও নিশ্চিত হতে হবে ঐ সময়ে বাবা কতটুকু দায়িত্ব পালন করলো। বাবা...
20/08/2025

ভালো লাগলো কথাটা। পিতৃত্বকালীন ছুটিটা সত্যিই প্রয়োজন তবে এটাও নিশ্চিত হতে হবে ঐ সময়ে বাবা কতটুকু দায়িত্ব পালন করলো। বাবা যদি পিতৃত্বকালীন ছুটির নামে সারাদিন বাসায় ফোন নিয়ে আর ঘুমিয়ে সময় কাটিয়ে দেয় তাহলে সেই ছুটির কি প্রয়োজন❓তাই এটা জানা জরুরি যে বাবা কি মা আর বাচ্চার সেবা দিয়েছে নাকি অসুস্থ মা একাই বাচ্চা আর বাবা দুজনের সেবাই দিয়েছে‼️

19/08/2025

বিপদ যখন আসে সব দিক থেকেই আসে |
এমন ভুল যেনো কারো না হয়‼️

বিপদ যেনো পিছুই ছাড়ছে না। এই হাসিটা পেতে দিন সাতেক লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ্ সকল কিছুর জন্য।
18/08/2025

বিপদ যেনো পিছুই ছাড়ছে না। এই হাসিটা পেতে দিন সাতেক লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ্ সকল কিছুর জন্য।

ভুল ছিলো এটাই, আল্লাহকে সন্তুষ্ট করার চেয়ে মানুষকে সন্তুষ্ট করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম।
17/08/2025

ভুল ছিলো এটাই, আল্লাহকে সন্তুষ্ট করার চেয়ে মানুষকে সন্তুষ্ট করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম।

সোস্যাল মিডিয়াতে আমরা যা দেখি অথবা আমাদের যা দেখানো হয় তার বেশিরভাগ ই সঠিক নয়।একদিন আগে একটা ভিডিও বিভিন্ন পেইজ সব জায়গা...
17/08/2025

সোস্যাল মিডিয়াতে আমরা যা দেখি অথবা আমাদের যা দেখানো হয় তার বেশিরভাগ ই সঠিক নয়।

একদিন আগে একটা ভিডিও বিভিন্ন পেইজ সব জায়গায় ছড়িয়ে পড়ে, ভিডিওতে ঘটনা লেখা ছিলো যে ঠিক এমন

"'মৃ**ত্যু*র পর পিতা থেকে,টিপ স্বাক্ষরের মাধ্যমে সন্তানেরা সম্পত্তি ভাগ করে নিচ্ছে 😞"

কিন্তু ভিডিওতে আমরা যেমন দেখছিলাম,
আসল ঘটনা আসলে তেমন টা না।
মূলত এই লোকটি হচ্ছে একটা কোম্পানির মালিক এবং শারিরীক ভাবেও অসুস্থ তিনি ।
কিন্তু তিনি এই মুমূর্ষু অবস্থায়ও অফিসে যাওয়া আসা করেন প্রতিদিন ।
যার ফলে তিনি তার কোম্পানির কার্যকলাপ চলমান রাখার জন্য টিপ স্বাক্ষরের মাধ্যমে অন্যকাউকে হস্তান্তর করতে চান ।
আর এটাই হচ্ছে মূল বিষয় যা ইনবক্স-কমেন্টে মিলিয়ে তার আশেপাশের মানুষদের কাছ থেকে জানা গিয়েছে।

সুতরাং ,এই ভিডিওটি সামনে আসলে বিভ্রান্ত হবেননা।

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishee's Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oishee's Archive:

Share