Blind Emotion

Blind Emotion – যদি কারো সাথে, বন্ধুত্ব শেষ হয়ে যায়!

– তবে তার, গোপন কথাগুলো গোপন রেখো!’
(4)

26/07/2025

Some things you just have to see for yoursel

03/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

সবাই এমন একটা মানুষ চায় যাকে নির্দ্বিধায় বলা যায় জানো আজকে কি হয়েছে..!😊🌸
03/05/2025

সবাই এমন একটা মানুষ চায় যাকে নির্দ্বিধায় বলা যায় জানো আজকে কি হয়েছে..!😊🌸

Good Night
03/05/2025

Good Night

04/04/2025






বেহায়াপনা আর ভালোবাসা এক জিনিস নয়।এই যে ভালোবাসার নামে একজন মেয়ে নিজের সতীত্ব নষ্ট করে থাকে তার স্বামীর হক নষ্ট করে থাক...
13/02/2025

বেহায়াপনা আর ভালোবাসা এক জিনিস নয়।এই যে ভালোবাসার নামে একজন মেয়ে নিজের সতীত্ব নষ্ট করে থাকে তার স্বামীর হক নষ্ট করে থাকে এটাকে ভালোবাসা বলে না।একজন নারীর সতীত্ব এর ওপর একমাত্র তার স্বামীর অধিকার থাকে।তার গায়ে স্পর্শ করার হক একমাত্র তার স্বামীর।ভালোবাসার নামে যে বয়ফ্রেন্ড আছে সে হারাম তার ভালোবাসা হারাম।এমনকি বিয়ের আগে যতই গভীর পিরিতি হোক না কেন যেটা আবেগের ঠ্যালায় পবিত্র ভালোবাসা বলে চালিয়ে দেন তাহলে জেনে রাখুন যতদিন পর্যন্ত না বিয়ে হচ্ছে ততোদিন পর্যন্ত অই ভালোবাসার সম্পর্কটা হারাম হারাম হারাম সেটা যতই গভীর ভালোবাসার সম্পর্ক হোক না কেন।এমনকি বিয়ের আগে যে হারাম কাজগুলো করেছেন সেগুলো হারামই থাকবে হালাল আর হবে না।সেই হারাম কাজ গুলোর জন্য অবশ্যই মরার পর দুইজনকে শাস্তি ভোগ করতে হবে।

এখন একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে চলে যাওয়ার ভয় দেখিয়ে কিংবা তাকে ছাড়া বাচবে না কিংবা তাকে মরনের আগ পর্যন্ত ছেড়ে যাবে না কিংবা তাকেই বিয়ে করবে আরও নানান রকমের যুক্তি দিয়ে একজন আরেকজনের মন জয় করে থাকে সেটা ভালোবাসার একটা অংশ।কিন্তু এখন কথা হচ্ছে পরিস্থিতি এমনভাবে নেয় যে তাদের মধ্যে যখন শারীরিক সম্পর্ক করার ইচ্ছে হয় এবং যদি একজনের এতে দ্বিমত থাকে তাহলে অন্যজন তাকে এই বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আমরা তো বিয়েই করবো সমস্যা কি।এই আশা দিয়ে তাকে বাধ্য করে এই কাজে লিপ্ত হতে।অথচ দেখেন শারীরিক সম্পর্কের কিছুদিন না যেতেই শুরু হয় ঝগড়া-বিবাদ।এমন অনেক সম্পর্ক আছে নানান কারনে শেষমেষ নষ্ট হয়ে যায় অথচ তাদের সম্পর্কটা ছিলো কয়েক বছরের অনেক গভীর সম্পর্ক।একজন আরেকজনকে বলেছিলো বাচবে না তাকে ছাড়া বিয়ে করবে।অথচ শেষমেষ তো কেউ কাউকে পেলো না উল্টো একটা মেয়ে হারালো তার সতিত্ব যেটা ছিলো তার স্বামীর হক আর ঠিক একটা ছেলেও হারালো সতীত্ব যেটা ছিলো তার স্ত্রীর হক।একটা ছেলে শারীরিক সম্পর্কের পরে বুক ফুলিয়ে বলতে পারবেন তো আপনার স্ত্রীকে যে তোমার আগে আমি কাউকে স্পর্শ করি নাই।একজন মেয়ে তার সতীত্ব নষ্ট করার পর যখন অন্য একজন ছেলের সাথে বিয়ে হয় আর সে একজন স্বামী হয়ে আপনি স্ত্রীর কাছে যদি আপনার সতীত্ব চায় দিতে পারবেন তো??কীভাবে দিবেন বলতে পারবেন।কিছু কিছু হারানো জিনিস চাইলেও পাওয়া যায় না।আর সতীত্ব হচ্ছে একটি মহামূল্যবান সম্পদ যেটা হারালে আর পাওয়া যাবেনা।

ইসলামে ভালোবাসা তখনই পবিত্র হয় যখন বিয়ে হয়ে স্বামী স্ত্রী হয়।এর আগের সম্পর্ক হারাম।
আর এই যে ভালোবাসার নামে নিজেদের শারীরিক স্বাদ-তৃপ্তি মিটানোর পরে একটা মেয়ে যে প্রেগনেন্ট হয় সে বাচ্চাটা হচ্ছে না জায়েজ।আমার মতে ৯৯% কাপল বাচ্চা নষ্ট করে ফেলে এবোর্শন করে।ছুরে ফেলে দেয় কোনো ডাস্টবিনে নর্দমায় পুকুরে কিংবা কোন ময়লা আবর্জনায়।মনে করে না এটা মানুষ এটা তাদের বাচ্চা। একজন মেয়ে তার মা হওয়ার ক্ষমতা দ্বারা এই বাচ্চা পেয়ে থাকে।একজন ছেলে তার পিতা হওয়ার ক্ষমতা দ্বারা বাপ হয়ে থাকে।অথচ শেষমেষ যে বাচ্চাটাকে ফেলে দিলেন ভয়ে পরিবার জানবে বলে অই বাচ্চাটাকে কুকুররা কামড়ে ছিড়ে ছিড়ে খায়।যদি বিয়েই করেন তাহলে বাচ্চাটা নষ্ট করলেন কেন??

ছি ধিক্কার জানাই আপনাদের মতো প্রেমিক-প্রেমিকাদের ওপর।আল্লাহ এর লানত পরুক ভালোবাসার নামে অশ্লীলতায় জড়িয়ে আল্লাহ এর দেওয়া নেওয়াত বাচ্চা নষ্ট করা মানুষগুলোর ওপর।যারা মা হতে পারে না বাবা হতে পারে না তারা জানে এটা কতটা কষ্টদায়ক কতটা আফসোস করে।আর আপনারা সেটাকে না জায়েজ বানিয়ে মজা লন।থু আপনাদের ভালোবাসার ওপর।

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং হেদায়ত দান করুক,আমিন।

লালডা না কালাডা..!🤦‍♀️😎
09/02/2025

লালডা না কালাডা..!🤦‍♀️😎

24/01/2025

মেসেঞ্জারে একটা ফিচার আছে "Just You"! হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখন অবশ্য নিজের নামটাই শো করে। নিজের ইনবক্স। নিজের নাম সার্চ দিলে আসে। যেখানে লেখা কথাগুলো নিজের কাছেই থাকে। সেন্ডার, রিসিভার দুটোই নিজে। কী দরকার এমন ফিচার? হয়তো অহেতুক! তবে, আমার কাজে আসে। অনেক সময় অনেক নোটস লিখে রাখি। অনেক সময় অনেক অভিমান জমা রাখি। মাঝেসাঝে এমন অনেক কথা লিখে ফেলি এখানে... যা হয়তো অন্য বক্সে লিখতে ইচ্ছা হচ্ছিলো, পারিনি! যা কেউ জানবে না, শুধু আমিই জানবো। হয়তো পাগলামি! কে জানে! তবুও... নিজের চ্যাটে নিজে অনেক কিছুই জমা রাখি! ভাল্লাগে!❤️

Nazmul Sakib Atul

আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই!😊💔
29/12/2024

আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই!😊💔

আমার অনেকগুলো কঠিন অসুখবিসুখ আছে। দু'একটা হয়তো তোমাকে বলেছিলাম। সবগুলো বলা হয়নি। বললে হয়তো আরো আগেই তুমি আমাকে ছেড়ে চলে ...
24/11/2024

আমার অনেকগুলো কঠিন অসুখবিসুখ আছে। দু'একটা হয়তো তোমাকে বলেছিলাম। সবগুলো বলা হয়নি। বললে হয়তো আরো আগেই তুমি আমাকে ছেড়ে চলে যেতে।

তোমারে বলেছিলাম আমার একটা অসুখের নাম "তোমাকে ভালোবাসি "! রোজ কয়েক হাজার বার তোমাকে ভালোবাসি বলতে না পারলে এ-অসুখ বড় যন্ত্রণা দেয়। আমি যন্ত্রণা বড় ভয় পাই। তাই মনে মনে হাজারবার তোমাকে ভালোবাসি বলে ফেলতাম।

তোমার কথা, সমুদ্রের বুক ছুঁয়ে আসা বাতাসের মতো শীতল। তোমারে বলেছিলাম আমার একটা অসুখের নাম " তোমার কথা "! ঔষধের মতো, রোজ পরিমাণ মতো শুনতে না পেলেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তাই ইচ্ছে যদি হতো ঘন্টার পর ঘন্টা ব্যবলার মতো তোমাকে শুনতাম।

আমার অনেকগুলো কঠিন অসুখবিসুখ আছে। তোমাকে বলা হয়নি, গোটা একটা জীবন তোমার সঙ্গে থাকার ভয়াবহ অসুখটাও আমার ছিলো। অথচ তুমি এসব জানার আগেই চলে গেছো। তোমার সঙ্গে জীবন বাঁধার কি ভীষণ ইচ্ছে নিয়ে, আজ কি ভীষণ রকম একা বেঁচে আছি। তুমি তার কিছুই জানলে না।🙂

Address

Bashbari Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blind Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share