Sajjad Vai - Visa Info

Sajjad Vai - Visa Info আমাদের এই পেইজটিতে ১০০% রিয়েল ভিসা ইনফরমেশন শেয়ার করা হয় । সুতরাং, লাইক দিয়ে সাথেই থাকুন �

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের নিয়ে ইমিগ্রেশনের নতুন ঘোষণা 👇মালয়েশিয়ায় ভ্রমণকারীদের অবস্থানকাল সংক্রান্ত বিষয়ে নতুন ব্যবস্থা ঘো...
06/09/2025

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের নিয়ে ইমিগ্রেশনের নতুন ঘোষণা 👇

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের অবস্থানকাল সংক্রান্ত বিষয়ে নতুন ব্যবস্থা ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ধার্য করা হবে। যা আগামী মাস থেকে কার্যকর হবে। খবর দ্য এজ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা আদালতে আনার প্রয়োজনীয়তা দূর করে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

জরিমানার নতুন কাঠামো নিয়ে তিনি জানান, ১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১ হাজার রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২ হাজার রিঙ্গিত জরিমানা। ৯০ দিনের বেশি অবস্থান করলে তদন্তপত্র খোলা হবে।

মন্ত্রী আরও জানান, এ পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।

এই পদ্ধতির মাধ্যমে যুক্তিসঙ্গত কারণে অতিরিক্ত সময় ধরে অবস্থানকারী বিদেশিদের দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় দেশব্যাপী ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশিকে চেক করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার ও বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন, কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতি অপব্যবহার করেছেন।

এ সময় ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে।

এ ছাড়া ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে।

#মালেশিয়া
#মালেশিয়া_ভিসা


04/09/2025

ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ইতালি 👇

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন যুক্ত ছিল। এই বিশেষ নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর আওতায় দেওয়া হয়, যা বার্ষিক ফ্লো ডিক্রির নির্ধারিত কোটার বাইরে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (কার্টা ব্লু) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই ভিসা কেবলমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। একটি নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই ভিসা মঞ্জুর হবে এমন নয়। আবেদনকারীর যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণসাপেক্ষে যাচাই করা হবে।

এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত। অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও সতর্ক করেছে, দালাল বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়তে। কারণ, তারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার আশ্বাস দিলেও, বৈধ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া এ ভিসায় ইতালিতে প্রবেশ সম্ভব নয়।

#ইতালি_ভিসা #ইতালি

28/08/2025

আমরা কোন ভিসার কাজ করি না । সুতরাং, যারা আমাদের কাছে ভিসা পাওয়ার আশায় কল/মেসেজ দিচ্ছেন, তারা বিরত থাকুন প্লীজ 🙏

একজন আ/বা/ল আমাদেরকে নিয়ে কমেন্টস করেছে আমরা নাকি ভিসা নিয়ে প্রতারণা করি, আরে ভাই আমরা তো ভিসার কাজই করি না প্রতারণা ক...
26/08/2025

একজন আ/বা/ল আমাদেরকে নিয়ে কমেন্টস করেছে আমরা নাকি ভিসা নিয়ে প্রতারণা করি, আরে ভাই আমরা তো ভিসার কাজই করি না প্রতারণা কি করব । এই আবালটারে বো/ঝা/বে কেডা 🤣🤣

উনি আমাদের নেদারল্যান্ড নিয়ে রিসেন্ট একটা ভিডিও কমেন্টস করেছেন। বাঙালির ভ..দাই গ্রুপের ভাবনা এমনই হওয়া উচিত 🤣 কোন বিষয়ের আগা জানা নাই, মাথা জানা নাই, আসছে কমেন্ট করতে । যাহোক, ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোর মধ্যে একটিও যদি ভুল ইনফরমেশন থাকে সেটা নিয়ে কথা বলতো, তাই তো মানতাম। ভিডিও দেখে নাই কি আলোচনা করা হয়েছে সেটাও দেখে নাই হুদাই মার্কা একটা কমেন্টস করে দিলো।

আর আমাদেরকে বলতেছে প্রতারক, আমরা নাকি ভিসা নিয়ে প্রতারণা করি । আরে ভাই আমরা তো ভিসার কাজই করি না তো আমরা প্রতারণা কি করব। 🤣 আমরা জাস্ট ইনফরমেশন শেয়ার করি, ভিসার কাজ করি না। এখানে আমাদের এক টাকার লাভও নাই লসও নাই।

নেদারল্যান্ডের ভিসা এবং সেখানকার বেতন সম্পর্কে রিসার্চ করে দেখেন আমি যা বলেছি, হিসাব করতে গেলে কমই বলেছি, এর থেকেও বেশি দেওয়া হয়ে থাকে।

ভিডিওটার লিংক কমেন্টে দিয়ে দিলাম।

26/08/2025

পুরো ভিডিওটির লিং-ক,
কমেন্টস বক্সে দেওয়া হয়েছে 👇 অবশ্যই দেখুন 👇

24/08/2025

কানাডাতে 🇨🇦 রেস্টুরেন্ট ওয়েটার জবে আবেদন করুন, অনেক গুলো জব রয়েছে, লিং-ক ক/মে/ন্টে দিয়ে দিলাম।

পুরো ভিডিওটির লিং/ক,কমে/ন্টস বক্সে দেওয়া হয়েছে 👇 অবশ্যই দেখুন 👇
22/08/2025

পুরো ভিডিওটির লিং/ক,
কমে/ন্টস বক্সে দেওয়া হয়েছে 👇 অবশ্যই দেখুন 👇

22/08/2025

পুরো ভিডিওটির লিংক,
কমেন্টস বক্সে দেওয়া হয়েছে 👇 অবশ্যই দেখুন 👇

কানাডা 🇨🇦 JOB BANK সাইটে এখন ১২৩০০ জব রয়েছে, দ্রুত আবেদন করুন 👇 লিংক কমেন্টে দেওয়া হলো.. যাদের সিভি, কাভার লেটার - এগু...
19/08/2025

কানাডা 🇨🇦 JOB BANK সাইটে এখন ১২৩০০ জব রয়েছে, দ্রুত আবেদন করুন 👇 লিংক কমেন্টে দেওয়া হলো..

যাদের সিভি, কাভার লেটার - এগুলো রেডি আছে তারা চাইলে এখনি আবেদন করতে পারবেন ।

যাদের সিভি, কাভার লেটার রেডি নেই তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। সার্ভিস লাগলে ইনবক্স করুন। ধন্যবাদ ❤️

#কানাডা_ভিসা #কানাডা

18/08/2025

কানাডাতে চাকরির আবেদন করার জন্য কমেন্টস বক্সে
5 টা জবের লিং-ক দিলাম -Building Maintenance Person
🇨🇦 দ্রুত আবেদন করুন 🇨🇦

Address

Dhaka
7001

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad Vai - Visa Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share