12/07/2023
একটা নিজস্ব মানুষ চাই, যাকে পিঞ্জরে আটকে রেখে রূদ্ধশ্বাসে বলা যায়, "মানুষটা শুধুই আমার।"
দিনভর ঠকে যাওয়া এই নিরুত্তাপ মনটাকে আবার চাঙা করতে একটা নিজস্ব মানুষ থাকা চাই-ই চাই।
জীবনে হোঁচট খেয়ে টলতে টলতে উঠে দাঁড়ানোর জন্যও একটা শক্ত হাত লাগে।
নিত্যদিনই কতশত এলোমেলো হাত এগিয়ে আসে। কিন্তু সব হাতে নিজেকে সঁপে দেয়ার ইচ্ছেটা তো হয় না। আপন মানুষদের দৃষ্টিতে আলাদা একটা যত্ন থাকে, কথার ভাঁজে আলাদা একটা মায়া থাকে, বুকভরা আস্থা আর দু'চোখ জুড়ে একরাশ স্বপ্ন থাকে।
শখ, আহ্লাদে সাধ দেয়ার জন্য নিজের একটা পাগলাটে মানুষ লাগে।
মন খারাপের দিনে চোখের জল ফেলতে পেতে দেয়া একটা বিশ্বস্ত কাঁধ লাগে।
সব উচাটনে "আমি আছি তো" বলার জন্য একটা প্রশস্ত বুক লাগে।
হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে খুব নিজস্ব একটা মানুষ আসলেই লাগে।