24/05/2025
ভালোবাসি জোছনায় কাশবনে ছুটতে,
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাটতে,
দূর পাহাড়ের গায়ে গোধুলীর আলো মেখে,
কাছে ডাকে ধানক্ষেত সবুজ দিগন্তে,
তবুও কিছুই যেনো ভালো যে লাগে না কেন,
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও?
❤️🥀