Bongo Update

Bongo Update Daily Bongo Update

03/12/2024
26/10/2024

“দেশপ্রেম একটি মিথ” যা বিভিন্ন কৌশল, চেতনা, মুক্তিযুদ্ধ এসব ট্যাবলেট খাওয়ায়ে, মোটা অংকের টাকা লুট করে দেশপ্রেমিকগুলো স্বপরিবারে বিদেশে মৌজ করছে।

17/10/2024

ছাত্র আন্দোলনে শহীদ হওয়া প্রতিটি পরিবারকে ৩০ লাখ করে অর্থসাহায্য দেয়া হবে!!

23/09/2024

চট্টগ্রামে ইটের ট্রাক ব্রেক ফেইল হয়ে ৩ টা গাড়িকে এক্সিডেন্ট করছে, ৮ জন এর স্পট ডেড। বাকিদের উদ্দার করার কাজ চলতেছে।😢

22/09/2024

৬ মাসে মেট্রোরেলের আয় ১৮ কোটি ২৮ লক্ষ টাকা
পরবর্তী এখন ১৮ দিনে আয় ২০ কোটি টাকা।

সোর্স যুগান্তর ও বাংলাদেশ প্রতিদিন

25/08/2024

আবার আসিব ফিরে সচিবালয়ে,
হয়তো চাপাতি-হাতুড়ি কিংবা হেলমেট লীগ নয়,
আনসারের বেশে😡

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়; জরুরি সতর্কতা
24/08/2024

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়; জরুরি সতর্কতা

18/08/2024

এমপক্সের লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এমপক্স, মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ।

এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে।

মধ্য আফ্রিকার ডি আর কংগো , বুরুন্ডি, রুয়ান্ডা ,উগান্ডা ,কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ।

কারো শরীরে এর লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

18/08/2024

কক্সবাজারে ভিন্ন হোটেল গুলোতে আইনপ্রয়োগকারী সংস্থা রেইড দিচ্ছে।
যারা আন্দোলনের সময় সহিংসতায় জড়িত ছিলো ভিন্ন জেলা উপজেলায়।
তাদের আটক করার জন্য চিরুনী অভিযান শুরু হয়েছে।
সাধু সাবধান!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share