Shaikh Mufti K.M. Mubarak Hossain

Shaikh Mufti K.M. Mubarak Hossain Follow this page to get videos on Islamic topics and strengthen your Belief.
▶️My Youtube Channel: KM Mobarak Hossain Qadri

05/06/2025

কুরবানির গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

🚦-রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই ত...
20/04/2025

🚦-রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।

এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।

আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,
অলংকার, আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়।

সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড়, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াও না, আমার স্ত্রী, সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।

তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়৷

তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা।

আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও।

যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে।

আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।

যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।

হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে
যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এতো কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না।

হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আামাদের মাফ করে দাও।

#আমিন ❤️

27/01/2025

মহিমান্বিত রজনী পবিত্র শবে মেরাজ। আমি গুনাহগার সকলের খেদমতে দোয়ার ভিখারি।
বিশেষতঃ উম্মতে মোহাম্মদি সকলের জন্য দোয়ার দরখাস্ত।

মিলাদ শব্দের সাথে কিসের এত বিরোধ? নবিজী ﷺ নিজেই বললেন 'উলিদতু হাজাল ইয়ামওমি", আমি এ দিনে দুনিয়ায় আগমন করেছি (সহীহ মুসলিম...
14/09/2024

মিলাদ শব্দের সাথে কিসের এত বিরোধ? নবিজী ﷺ নিজেই বললেন 'উলিদতু হাজাল ইয়ামওমি", আমি এ দিনে দুনিয়ায় আগমন করেছি (সহীহ মুসলিম)। তিনি মিলাদের কথা বললেন, আপনি বলছেন সিরাতুন্নবী।

সাহাবায়ে আজমাইন বললেন, 'আপনাকে পাঠিয়ে মহান আল্লাহ আমাদের উপর যে ইহসান করেছেন তার শুকরিয়া আদায় করতে আমরা বসেছি' (নাসায়ী ৫৪২৬)। উনারা করলেন মিলাদের খুশিতে শুকরিয়া অনুষ্ঠান, আপনি করলেন সিরাতুন্নবী।

হাদিসের সংকলক মুহাদ্দিসগণ, যেমন ইমাম তিরমিজি রহঃ অধ্যায় কায়েম করলেন 'বাবু মা জা-আ ফি মিলাদিন্নবী ﷺ', বিদায়া ওয়ান নিহায়াতে 'বাবু মাওলিদু রাসুলিল্লাহ ﷺ'। উনারা মিলাদুন্নবী শব্দটিই ব্যবহার করলেন, আপনি বলছেন বিদআত। ভাইলোগ, বিদআত কি শব্দে নাকি অন্তরে? 😅

নবিজীর আগমনকে স্বরণ করিয়ে দিতেই প্রতি বছর রবিউল আউয়ালে মিলাদুন্নবী আসে। আমরা খুশি উৎযাপন করি, হয়ে যায় ঈদে মিলাদুন্নবী। আল্লাহ পাকের নির্দেশই হচ্ছে 'আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তার স্বরণ করা, খুশি প্রকাশ করা। এমনকি এটা হবে আমাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ' (সূরা ফাতির ৩, সূরা ইউনুস ৫৮)।
অথচ, আপনি বলেন সিরাতুন্নবী।

- আগমন দিবস সামনে রেখে করা প্রোগ্রাম সিরাতুন্নবী হয়ে যায় কিভাবে?
- মিলাদুন্নবীতে কি সিরাত আলোচনা করা যায়না, হয়না?
- হুজুর ﷺ, সাহাবায়ে আজমাইন, মুহাদ্দিসিনে কেরাম, সকল যুগের ইমামগনের ব্যবহার করা মিলাদুন্নবী শব্দে আপনি কোন চোখে বিদয়াত দেখেন?
- মিলাদুন্নবী যদি বিদয়াত হয়, মিলাদুন্নবী উপলক্ষে করা সিরাতুন্নবী জায়েজ হবে কেমনে?
- সিরাতের আলোচনা ছাড়াও শুধুমাত্র শুকরিয়া মাহফিল সাহাবায়ে আজমাইন করলেন। তবে, সিরাতের আলোচনা যদি নাও হয় তবু শুকরিয়া মাহফিলকে, শুধু মিলাদের আলোচনাকে বিদয়াত বলবেন কেমনে?

জবাব? এক কথায় নাই। দেয়া সম্ভব না। কেননা আপনি উসুলের বিপরীতে অবস্থান করছেন। রাসুলুল্লাহর যুগ থেকে এ পর্যন্ত ব্যবহার করা, পালন করা একটি বিষয়ের বিপরীতে নতুন কিছু দাড় করিয়ে দিয়ে আপনিই কিনা বিদয়াত করলেন। অবশ্য বিদয়াত যদি বুঝেন, তবে বুঝবেন।

আর এ যুগের সবচেয়ে বড় বিদয়াত কি জানেন?
"উম্মতের অন্তর থেকে হুজুর ﷺ এর মোহাব্বত মুছে ফেলা।" অথচ, তাঁর মোহাব্বত ছাড়া কেউ পূর্ণ মুমিন নয় (বুখারী ১৪, ১৫)।

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ...
02/07/2024

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যে পিকচারটা ক্যাপচার করেছে, তিনিও রুম থেকেই তুলেছে।
"তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু।" আজ মরলে একটু পরেই সবাই পর। তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেহ বৃষ্টিতে ভিজতেও পারবে না। একটু চোখের জল পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও পড়ে সবার।
কিন্তু একটা ব্যক্তির দামি কোনো অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে, ততবার তুমি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং.......
যত দিন বাঁচবে নিজেকে ভালো রেখে, নিজেকে খুশি রাখার মতো করে বাঁচো।

ঈদ মোবারক🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
17/06/2024

ঈদ মোবারক🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

South Banasree
Dhaka
1219.

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh Mufti K.M. Mubarak Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaikh Mufti K.M. Mubarak Hossain:

Share