Bongo Entertainment

Bongo Entertainment মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।💓💓💓আমাদের পেইজে আপনাকে স্বাগতম।💓💓💓
(2)

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দিবে?

11/07/2025

❝বল কুড়াতে গিয়ে হুমায়রার করুণ মৃ/ ত্যু!❞ – এক মায়ের হৃ/দয়বিদারক আ/ র্তনাদ ।

10/07/2025

চার সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের জীবন সংগ্রাম!

এটা শুধু একটা খাঁচা নয়…
এটা একজন মায়ের বুকভরা স্বপ্নের চারটি টুকরো…
এই খাঁচায় বন্দী নয় শুধু সন্তানরা—
বন্দী একজন নারীর নিঃশেষ হওয়া হাসি, অভিমান আর আদরের বুকভরা গল্প।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জান্নাত আক্তার।
একজন মা, একজন যোদ্ধা।
যার যুদ্ধ শুধু দারিদ্র্যের সঙ্গে নয়—
যুদ্ধ সমাজের অবহেলার সঙ্গে, যুদ্ধ একা জীবন টেনে নিয়ে যাওয়ার কষ্টের সঙ্গে।

তিন বছর আগে একসাথে জন্ম দিয়েছিলেন তিনটি যমজ সন্তান।
তারও আগে জন্ম নিয়েছিল আরেকটি ছেলে।
চার চারটি প্রাণ… চারটি হাসি…
এক মা বুক ভরে ভালোবেসেছিলেন তাদের।
কিন্তু সেই আনন্দ যেন একসময়ে হয়ে উঠল বোঝা…
না সন্তানের নয় , বরং সমাজের, সংসারের আর স্বামীর চোখে।

স্বামী—যে ছিল ভরসা, হয়ে উঠল অনুপস্থিত এক ছায়া।
যে মানুষটি হবার কথা ছিল সন্তানের ছাতা,
সে-ই হারিয়ে গেল জীবনের কঠিন পথে, ফেলে গেল চারটি শিশুকে আর এক অসহায় মাকে।

জান্নাত ভি/ ক্ষুক নন।
তাঁর দৃষ্টিতে আজও থাকে সম্মানের একটা রেখা।
তবুও হাত পাতেন… কারণ সন্তানের ক্ষুধা চোখের পানি চেনে না, লজ্জা বোঝে না।

নিজ হাতে বানিয়েছেন এক খাঁচার মতো গাড়ি।
আর সেই গাড়িতেই প্রতিদিন শহরের অলিগলিতে ঘুরে বেড়ান।
যেন এ শহরের প্রতিটি ইট-পাথর জানে—
এই মা’র কষ্ট কেমন, তার নিশ্বাস কেমন ভারী।

তিনটি শিশু একসাথে সামলানো সহজ নয়,
তার উপর রয়েছে একটি বড় ছেলেও।
বাড়িওয়ালার ধমক, ভাড়ার চিন্তা, খাবারের কষ্ট—
সবকিছু চাপিয়ে রেখেও জান্নাত থেমে যান না।
কখনো কাঁদেন না প্রকাশ্যে,
কারণ মায়ের চোখে যদি জল জমে,
তাহলে সন্তানদের চোখে নেমে আসে ভয়।

09/07/2025

ভারতে সেতু ভে/ ঙে নদীতে পড়ে গেলো যানবাহন ; ছেলেকে বাঁচাতে মায়ের বু/ কফাটা আ/ হাজারি।Gujarat Bridge collapse।

09/07/2025

কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ তিন বন্ধু,ফিরল শুধু একজনের ম/ রদেহ। নিখোজ দুই

ভাগ্যের নির্মম পরিহাস—একসাথে ঘুরতে গিয়েছিল চার বন্ধু, ফিরল শুধু একজন।
সাগরের গর্জন যেন আজ শোকের রোল তুলেছে… কক্সবাজারের হিমছড়ির বুকে কাঁদছে তিন বন্ধুর হারিয়ে যাওয়া স্বপ্ন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ শিক্ষার্থী—সাবাব, আসিফ আর অরিত্র। সদ্য ভর্তি হয়েছিলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। চোখে ছিল হাজারো স্বপ্ন, বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন স্বপ্ন।
কিন্তু কে জানত, বন্ধুত্বের সেই আনন্দ ভ্রমণ এমন মর্মান্তিক পরিণতি বয়ে আনবে?

ঘটনাটি ঘটে ৮ জুলাই, দুপুরের দিকে।
চার বন্ধু বেড়াতে যায় কক্সবাজারের হিমছড়ি সৈকতে। এর মধ্যে সাবাব, আসিফ ও অরিত্র সমুদ্রের পানিতে নেমে পড়ে।
কিন্তু হঠাৎই বদলে যায় পরিস্থিতি। সাগরের ভ/ য়াল ঢেউ এসে টেনে নেয় তাদের গভীর অতলে।
পানির স্রোত এতটাই প্র/ বল ছিলো যে, মুহূর্তেই ত/ লিয়ে যায় তিন তরুণ।

কিছুক্ষণ পর উদ্ধার হয় সাবাব রহমানের নি/ থর দেহ…
ঢাকার মিরপুরের ছেলে, কে এম আনিসুর রহমানের সন্তান।
মাত্র ২১ বছর বয়স—আর কোনোদিন ক্লাসে ফিরবে না সে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাজবে না তার হাসির রোল।

অন্য দুই বন্ধু—আসিফ আহমেদ ও অরিত্র, এখনো নি/ খোঁজ।
বগুড়ার দুই তরুণ, একজন রফিকুল ইসলামের ছেলে, আরেকজন আমিনুল ইসলামের সন্তান।
তাদের জন্য এখনো হিমছড়ি উপকূলে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফ গার্ড’ টিম।
প্রতিটি ঢেউ যেন তাদের নিখোঁজ বন্ধুর ফিরে আসার অপেক্ষায় কাঁপছে।

#হিমছড়ি #চট্টগ্রাম #কক্সবাজার

09/07/2025

বাবা মোটরসাইকেল না দেওয়ায় ছেলের হাতে বাবার নি/ র্মম মৃ/ ত্যু!

08/07/2025

করতোয়া নদীতে ৪ বছরের মেয়ের সামনে বাবার করুন মৃ* ত্যু!"

07/07/2025

ফটিকছড়িতে শোকের মাতম: একসাথে তিন ভাইয়ের চির বিদায়।

06/07/2025

"হাত নেই, তবু স্বপ্ন দেখেন পায়ে! বানুর জীবনযুদ্ধ দেখে কাঁদবেন আপনিও!"

05/07/2025

এক ফোঁটা র/ ক্ত বাঁচিয়ে দিল মা সহ গর্ভের দুই সন্তানকে।

05/07/2025

স্ত্রীর কি/ ডনিতে স্বামীর দ্বিতীয় জীবন।সেই স্ত্রীকেই মা/ রধর করে জড়ালেন প/ রকিয়ায়।

04/07/2025

কিডনি দিয়ে সখের পুরষকে বাঁচালেও সেই সখের পুরুষ ধোকা দিলো মেয়েটিকে।

03/07/2025

জীবন্ত গাছে আ/ গুন! কুড়িগ্রামে ঘটলো র/ হস্যময় এক ঘটনা ! চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে জ্ব/ লছে আ/ গুন | Kurigram |

Address

Dhaka
1212

Telephone

+8801770041566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bongo Entertainment:

Share

Category