01/11/2025
আমার পাশে যে কুকুর দেখতে পাচ্ছেন।
এই কুকুর আমার না পাশের এলাকায় কারোর হয়তো।
কিন্তু মাঝেমধ্যেই আমাদের বাড়িতে এসে আমার কাছে এভাবেই শুয়ে থাকতো ।
আর কারো কাছে যেতো না।
কিছুদিন এমন ও হয়েছে ,আমি বাড়িতে ছিলাম না কুকুরটি এসে আমার ঘরে চারদিকে আমাকে খুঁজতে থাকে।
একদিন তো খুঁজতে খুঁজতে আমার রুমেই ঢু*কেই গেছিলো।
আমি খাবার দিলে খেতোনা কখনো।
কিন্তু কেনো জানিনা আমার সাথে তার অদ্ভুত এক ভালোবাসা র সম্পর্ক।
আমার কাছে এসে শুয়ে থাকে ।
এমন অনেকদিন গেছে সারাদিন আমার বাড়িতে শুয়ে থাকে।
আমাদের বাড়িতে সবসময় ৫/১০ টার মতোন কুকুর আসে।
অন্য কুকুর আমাকে দেখে ভ*য় পায় কাছে আসেনা।
ওহ আসল কথাই বলা হলোনা। এই ছবিটি ৪ বছর আগের তোলা ছবি।।।।
কুকুরটি প্রতিদিনই একবার হলে আমার সাথে দেখা করতো।
কিন্তু তিনমাস ধরে তার তেমন একটা দেখা পাইনা, আজকে হঠাৎ আমার রোমে ঢুকতেই প*চা দু'র্গ'ন্ধ নাকে লাগে।
আমি ভাবছি হয়তো কোনো ব্যাং মা*রা গেছে।
সেটা নিশ্চিত না কেননা আমি সবসময় রুম পরিষ্কার করে রাখি।
আমি খাটের নিচে তাকাতেই চেয়ে দেখি ছবিতে আমার পাশে থাকা কুকুরটা শুয়ে আছে।
খেয়াল করে দেখলাম কুকুরটা একদম শুকিয়ে গেছে ।
ভালো করে লক্ষ্য করে দেখলাম প্রিয় কুকুরের মা*থা'য় ১০ ইঞ্চি লম্বা কা*টার দাগ।
মাথা একদম প*চে পো""কা হয়ে গেছে।
কেউ সু*রি কিংবা দা দিয়ে কু*প দিয়েছে।
আমার জানামতে কুকুরটি কারো কোনো ক্ষতি করেনা।
আমাকে দেখেই কুকুরটি কেমন জানি কষ্ট ভরা অশ্রু চোখে তাকিয়ে আছে।
আমার খুব খারাপ লাগলো কুকুরটির এই অবস্থা দেখে।
আমি তার এই অবস্থা দেখে নিজের অজা'ন্তেই চোখ দিয়ে পানি চলে আসল।
আর কারো কাছে না গিয়ে আমার রুমেই কেন আসলো?
হয়তো আমার কাছে বিচার দিতে এসেছিলো।
হয়তো সে বলতে চাচ্ছিল এই পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া কাউকে পছন্দ করেনা।
বিনা দোষে অভোলা প*শুঁকে আঘা'ত করে তারা আনন্দ পায়।
কিছুক্ষণ তাকিয়ে আমার দিকে দৌড় দিয়ে বের হয়ে যায় আমার রুম থেকে।
হয়তো ভয়ে চলে গেছে সে হয়তো ভাবছে আমি ও ওদের মতো সুস্থ থাকতেই তাকে ভালোবাসি অসুস্থ অবস্থায় তাকে তাড়িয়ে দিব।
এইযে গেলো আজকে তিনদিন হলো তার খোঁজ পাইনি এখনও।
আমি কিছুদিন আগে দেখছিলাম আমাদের এলাকার বড় ছোট ১০/১২ জন দা ,র*ড ,লা*ঠি নিয়ে কুকুর দৌড়াচ্ছিল।
কারন একটা কুকুর নাকি মানুষকে কাম*ড় দিয়েছে।
একটা কুকুর পা*গ*,ল বলে সকল কুকুরকে মে***রে ফেলবে তোমরা??
তাহলে একটা মানুষ পা*গল হলে সকল মানুষকে শিকল পরিয়ে দেন না কেন????
প্লিজ দয়া করে এই নিষ্পাপ পশুদের আ*ঘাত করবেন না।
আপনার মতো তাদের চিকিৎসা তারা নিজেরা করতে পারেনা!
তাদের টাকা-পয়সা নেই।