Opu Agro

Opu Agro আসসালামু আলাইকুম।
কেউ ফলো দিয়ে ফলো তুলে নিবেন না।
আমি বড় ছোট সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ।❤️🥀
(42)

আলহামদুলিল্লাহ এখনো জীবিত।❤️
11/12/2025

আলহামদুলিল্লাহ এখনো জীবিত।❤️

লাইফ হতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো! প্রত্যেকদিন সভায় আসে। সভায় আইসা মন্ত্রী আর গোপালের কাহিনী দেখে। তারপর বলে আজকের ...
09/12/2025

লাইফ হতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো!
প্রত্যেকদিন সভায় আসে। সভায় আইসা মন্ত্রী আর গোপালের কাহিনী দেখে। তারপর বলে আজকের মতো সভা শেষ! মাঝেমধ্যে রানীর সাথে ঘুমায়, মাঝেমধ্যে একলা ঘুমায়। মহারাজ হয়েও বউ রে গয়না বানিয়ে দিতে মাঝেমধ্যে কিপটামি করে!

আবার খুব ই 'দয়ালু!' মন্ত্রী এতো হাজার হাজার বার অপরাধ করার পরেও তারে বাদ দেয় না! শাস্তি দেয় কিন্তু বাদ দেয়না! নবাব এর দূত আসলেই ভয় পায়! একটু এদিকে সেদিক হলেই খালি বলে 'ও গোপাল! এবার আমি কি করবো?'
মহারাজ রে কথা দিয়ে ভুলানো সবচেয়ে ইজি! মন্ত্রী এতো শয়তানি করার পরেও মন্ত্রীর কথায় বিশ্বাস করে ফেলে! মন্ত্রী মোহর চুরি করার পরেও তারেই কোষাগার এর দায়িত্ব দেয়! এতো 'দয়ালু!'

কোনো 'যুদ্ধে' নাই! ঘুম থেকে উঠো। বাগানে হাঁটো। নবাব রে কিভাবে আটকানো যায় সেই বুদ্ধি নাও। গোপাল এর বুদ্ধির তারিফ করো। আবার তারে রাজসভা থেকে বের করে দাও। আবার নিজে মাফ চাইয়া ফিয়াইয়া আনো। খাও দাও ঘুমাও!

এইটাই মহারাজ কৃষ্ণচন্দ্র! :3

গরুর পেটে ঘোড়ার বাচ্চা হয়েছে, দেখার জন্য লোকের ভির। 😮😮😮
09/12/2025

গরুর পেটে ঘোড়ার বাচ্চা হয়েছে, দেখার জন্য লোকের ভির। 😮😮😮

🙂
09/12/2025

🙂

07/12/2025

তোমাকে অন্যকারো সাথে দেখার চেয়ে, আমার মৃত্যু হওয়া ভালো ছিলো..
তোমাই এতো ভালোবেসে,আমার কি লাভ হলো বলো?
শুধু অকারণে জীবন আমার,করিলাম এলোমেলো...
তোমাই এতো ভালোবেসে,আমার কি লাভ হলো বলো?

#অপু

৬ বছর পর প্রবাস থেকে আসছে কাউকে না জানিয়ে, মেয়ে ঘুমাচ্ছে বাবা চকলেট দিয়ে বিছানা সাজিয়ে দিয়েছে, বাবা মেয়েকে ছাড়া মেয়ে বাব...
07/12/2025

৬ বছর পর প্রবাস থেকে আসছে কাউকে না জানিয়ে, মেয়ে ঘুমাচ্ছে বাবা চকলেট দিয়ে বিছানা সাজিয়ে দিয়েছে, বাবা মেয়েকে ছাড়া মেয়ে বাবার ভালবাসা ছাড়া বড় হয়েছে, প্রবাসে যারা থাকে তারাই বুঝবে। 🥲🥰

07/12/2025

#হারানো_স্মৃতি
লেখা: (মোঃ নবীর হোসেন (অপু))

এই স্নিগ্ধময় সকালে,
তোমার কথা মনে পড়ে।
যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যেতে,
আর দাঁড়িয়ে রইতাম আমি শুধু তোমার অপেক্ষায়,
সেইদিন কি তোমার মনে পড়ে?

অন্ধকারের মতো কুয়াশায় ঝাপসা আলোতে,
তোমার দেখা পেতেই কতো ভালো লাগতো মনে।
তুমি আমার দিকে তাকিয়ে কিছুটা রাগান্বিত হয়ে
দিয়েছিলে মৃদু হাসি,
আর একটু পর পর ফিরে ফিরে তাকাতে তুমি,
ভালোবাসা চলতো গোপনে।

তুমি কখনো বলতে না তোমাকে ভালোবাসি,
তবুও তোমার পিছু কতো ছুটেছি....
তোমাকে না পেলে যেনো পৃথিবী থমকে যাবে,
থেমে যাবে আমার হৃদয়ের স্পন্দন...
আজ দেখো তুমি অন্যকারো হয়ে আছো সুখে,
আর আমি বেঁচে আছি তোমার স্মৃতি নিয়ে বুকে,
তুমিইতো ছিলে আমার বেঁচে থাকার কারণ।

07/12/2025

হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন - প্রতিটি মানুষ ভুলকারী আর এই ভুলকারীর মধ্যে তারাই উত্তম, যারা তওবাকারী। ❤️🌸

- সুবহানাল্লাহ 🌿

খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখত...
06/12/2025

খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখায় পশুপাখি চিনিয়ে নিবো।

চিড়িয়াখানা বন্ধ হোক , পশুদপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ হোক 🌿

মিরপুর চিড়িয়াখানা থেকে সিংহ পালানোর খবরে প্রথমে খুব মজা পাচ্ছিলাম।অনেকে ট্রল করছিল,ফান করছিল,পালানোর নানা রকম কারণ দেখাচ...
06/12/2025

মিরপুর চিড়িয়াখানা থেকে সিংহ পালানোর খবরে প্রথমে খুব মজা পাচ্ছিলাম।
অনেকে ট্রল করছিল,ফান করছিল,পালানোর নানা রকম কারণ দেখাচ্ছিল সেসব ও এনজয় করছিলাম।
এরপর সামনে আসলো সেই সিংহের খাচায় ফেরত যাওয়ার পরের ছবি।
এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে।
সারাদিন আমরা মানবতার কথা বলি আর এই হচ্ছে আমাদের মানবতা।
বিনোদনের জন্য খাচায় রাখছেন রাখেন,আমি বললেও চিড়িয়াখানা কখনো বন্ধ হবে না,বাট যাদের দেখায় সংসার চালাচ্ছেন,নিজের রুজি রুটির ব্যবস্থা করছেন,অন্তত তাদের হকটা তাদের দিয়েন।
একটু ভালো অবস্থায় যেনো থাকতে পারে এইটুক মানবতা এটলিস্ট দেখাইয়েন।
ওদের ভাগটাও নিজেরা মেরে খাইয়েন না 🙏

05/12/2025

নিজেকে পবিত্র রাখুন, নিশ্চয়ই আল্লাহ'তালা আপনাকে পবিত্র জীবনসঙ্গী উপহার দিবেন। 💙🌸

কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন আর আমাদের মাঝে নাই😭😭😭😭😭
04/12/2025

কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন আর আমাদের মাঝে নাই😭😭😭😭😭

Address

Dhaka

Telephone

+8801405285172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opu Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opu Agro:

Share