FlowMind

FlowMind FlowMind – A Stream of Real Thoughts
Daily thoughts, fun clips, life talks & more.
(1)

শুভ সকালআজ বৃহস্পতিবার৮ মে ২০২৫ খ্রিষ্টাব্দ১ যিলক্বদ, ১৪৪৬ হিজরি২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দএখন গ্রীষ্মকাল ☀️আজকের সূর্যোদয়: ...
08/05/2025

শুভ সকাল
আজ বৃহস্পতিবার
৮ মে ২০২৫ খ্রিষ্টাব্দ
১ যিলক্বদ, ১৪৪৬ হিজরি
২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এখন গ্রীষ্মকাল ☀️

আজকের সূর্যোদয়: ৫.২০ মিনিটে
সূর্যাস্ত: ৬.২৮ মিনিটে

“তোমার চরিত্রই তোমার আসল পরিচয়, নাম নয়।”
— হযরত ওমর (রাঃ)

নাম পরিচিত করতে সময় লাগে, কিন্তু ভালো চরিত্র কখনোই লুকিয়ে থাকে না।
আজ চেষ্টা করো এমন কিছু করার, যাতে মানুষ তোমার নাম নয়, গুণ মনে রাখে।

যে কোন জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন, তাহলেই আপনি পূর্ণ শিক্ষা নিতে পারবেন।
07/05/2025

যে কোন জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন, তাহলেই আপনি পূর্ণ শিক্ষা নিতে পারবেন।

ছেলেবেলাটা আজ যেন তাচ্ছিল্যের সুরে বলে- কিরে বড় হতে চেয়েছিলি না ? দেখ এখন কেমন লাগে।
07/05/2025

ছেলেবেলাটা আজ যেন তাচ্ছিল্যের সুরে বলে- কিরে বড় হতে চেয়েছিলি না ? দেখ এখন কেমন লাগে।

মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে তার ভাল গুণটিকে স্মরণ করুন।
07/05/2025

মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে তার ভাল গুণটিকে স্মরণ করুন।

আসব রাতে স্বপ্ন হয়ে, থাকব আমি কাছে, চোঁখ খুলতেই চলে যাব,ভোরের আলোর দেশে,দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে। শুভ সকাল জান...
07/05/2025

আসব রাতে স্বপ্ন হয়ে, থাকব আমি কাছে, চোঁখ খুলতেই চলে যাব,ভোরের আলোর দেশে,দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে। শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্বের সাথে।

শুভ সকালআজ বুধবার৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দএখন গ্রীষ্মকাল ☘️আজকের সূর্যোদয়: ৫.২১...
07/05/2025

শুভ সকাল
আজ বুধবার
৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ
৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি
২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এখন গ্রীষ্মকাল ☘️

আজকের সূর্যোদয়: ৫.২১ মিনিটে
সূর্যাস্ত: ৬.২৮ মিনিটে

“যে চুপ থাকতে পারে, সে অনেক ঝগড়া থামাতে পারে।”
— হাদিস শরীফ

চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। জ্ঞানী মানুষ তর্কে নয়, শান্তিতেই জয়ী হয়।
আজ একটু কম বলো, বেশি বোঝো।

যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে হোক, তাহলে সেটি নিজে করুন।
06/05/2025

যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে হোক, তাহলে সেটি নিজে করুন।

মনে রাখবেন, অন্যের দিকে আঙুল তুললে, নিজের দিকে কিন্তু তিনটি আঙুল ঘুরে থাকে।
06/05/2025

মনে রাখবেন, অন্যের দিকে আঙুল তুললে, নিজের দিকে কিন্তু তিনটি আঙুল ঘুরে থাকে।

চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে।
06/05/2025

চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে।

শুভ সকালআজ মঙ্গলবার৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দএখন গ্রীষ্মকাল ☘️☀️আজকের সূর্যোদয়: ...
06/05/2025

শুভ সকাল
আজ মঙ্গলবার
৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ
২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি
২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এখন গ্রীষ্মকাল ☘️☀️

আজকের সূর্যোদয়: ৫.২২ মিনিটে
সূর্যাস্ত: ৬.২৭ মিনিটে

“যারা স্বপ্ন দেখে, তারাই নতুন সকাল বানায়।”
— এ পি জে আবদুল কালাম

সকাল মানেই সম্ভাবনার শুরু। তুমি যদি আজ স্বপ্ন দেখতে পারো, আগামীকাল সেটা বাস্তব হয়ে উঠতে পারে।

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত । আজ সকালে ...
06/05/2025

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত । আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

প্রকৃত প্রেম বলার আগেই বুঝে নেবে তুমি কি বলতে চাইছো।
05/05/2025

প্রকৃত প্রেম বলার আগেই বুঝে নেবে তুমি কি বলতে চাইছো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FlowMind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlowMind:

Share