Molakat মোলাকাত

Molakat মোলাকাত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Molakat মোলাকাত, Magazine, Dhaka.

08/10/2025

বাঁচাও ফিলিস্তিন
সৈয়দ ময়নুল কবরী

জাগো আজ বিশ্বের মানবতা
ভুলিয়া সকল ভেদাভেদ তথা
বাঁচাও ফিলিস্তিন।

জাগো আজ হে বিশ্বের মুসলিম
ইসলাম আজ করো হে কায়িম
শোধাও তাঁদেরঋণ।

জাগো বিশ্বের ঘুমন্ত বিবেক
ন্যায়ের ওই ঝান্ডাধারী শেখ
হচ্ছে আজও ক্ষীণ।

দেখো বিশ্বের মানবতা শক্তি
অন্যায়ের পায়ে দিচ্ছে ভক্তি
মানবতা চির বিলিন।

ঈসরায়েলের এ ভয়াল থাবায়
মানবতাবাদ রয়েছে কোথায়
নেই তো ধৈর্যের দিন।

ফিলিস্তিনের মুসলিম আজও
পায়নি শান্তি স্বস্তির খোঁজও
কোথায় মোসলেহীন!

মুশরিকদের তাণ্ডবের বলী
মুসলিম নিস্পাপ শিশু গুলি
বাঁচাও ফিলিস্তিন।

দ্বীন ইসলামের ঝান্ডাধরে
বীরের বেশে যোদ্ধলড়ে
কায়েম করো দ্বীন।

ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#সৈয়দ_ময়নুল_কবরী

08/10/2025

মাজলুমে মার খেলে
মেজু আহমেদ খান

জালেম আর মাজলুম ছিলো আছে থাকবেই,
মাজলুম মার খাবে জালেমেরা মারবেই?
মাজলুম মার খেলে বাড়ে ব্যথা বুকে
সহেনা পরানে খোদা জল আসে চোখে।

আর কতো মার খাবে মাজলুম এ দুনিয়ায়!
আর কতো নেবে প্রাণ লালে লাল খুনিয়ায়?

মাজলুম জালেমেরও স্রষ্টা তো তুমি
মাজলুমে মার খেলে থাকো খোদা ঘুমি?
তুমি তো ঘুমাওনা জানি প্রভূ সরকার
বিশ্রাম ও ঘুম আহার চিরদিন নেই তব তারও দরকার।

তবে কেনো এ কান্না থামাওনা শুনি...
আর কতো কাল শেষে মাজলুমে দয়া দেবে
ওগো চির দয়াময় করুণার মায়াজাল বুনি?
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#মেজু_আহমেদ_খান

08/10/2025

পালা ইহুদি দুরাচার
মো. হুমায়ুন কবির

প্রতিরোধের পূণ্যভূমি গাজা
ভুমধ্যসাগর পাড়,
বিশ্বের বড় কারাগার
মৃত্যুপুরীতে বাঁচার অঙ্গিকার।

চারদিকে কঠিন অবরোধ
পথ নাই বের হবার,
বোমা বর্ষণে সব একাকার
তবুও নতি নাই আত্মমর্যাদার।

পাথর ছুঁড়ে শুরু প্রতিবাদ
তবু নাই নিস্তার,
তাই পাথর পরিহার
এখন পালা রকেট ছোঁড়ার।

ভন্ডামী ও গুন্ডামি শেষ
বাদশা-আমীর ও আমেরিকার,
পালা ইহুদি দুরাচার
মানচিত্র মুছে যাবে এবার।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#মো_হুমায়ুন_কবির

08/10/2025

স্বাধীন কর মুকাদ্দাস
নাসরিন

ফিলিস্তিনি মা বোনেরা
স্বজন করছে কোরবান,
চোখে তাদের জয়ের আগুন
মনে তাজা ঈমান।।

বোরকা গায়ে, নেকাব পড়ে,
পতাকা হাতে নিল তুলে
বক্ষে তাদের অসীম সাহস,
স্বাধীন করবে বায়তুল মুকাদ্দাস।

সংগ্রাম তাদের নয়কো একার,
সুযোগ এল পাশে থাকার,
হাল ছেড়োনা মুসলিম ভাই,
হ্যাশট্যাগ বোমার প্রচার ঘটাই।।

উড়িয়ে দাও ইহুদিদের
বর্জন কর পণ্য,
হাশর মাঠে পাব বিনিময়
হয়ে নিরব সৈন্য।।

কোথায় মোদের আভিজাত্য
কোথায় মোদের ইতিহাস!!
উড়িয়ে দাও, গুড়িয়ে দাও,
ইহুদি কর বিনাশ।।

স্বাধীন কর ফিলিস্তিন,
রক্ষা কর প্রথম ক্বিবলা,
রক্ষা কর বায়তুল মুকাদ্দাস।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#নাসরিন

08/10/2025

ইশ্বরের কান
রহমান মাজিদ

কয়েকটি দৈনিক পত্রিকা
টেবিলের উপর ছড়ানো, আন্তর্জাতিক পাতা
বিক্ষিপ্ত কয়েকটি ছবি
ঝাপসা, ধোঁয়া মলিন।

সামেরীর শিশ্নজাত নেতানিয়াহু
চোখে তার আগুনের হলকা
প্রক্ষিপ্ত শিখায় পুড়ে খাক আপেলের বন
নিকটে পড়ে আছে নিথর
কয়েক ফালি টুকরো চাঁদ।

এখানে আলো আছে
সে আলোয় দেখা যায়না পথের সীমানা
সূর্য ওঠে, শুকনো সলতের মতো নিস্প্রভ
বাতাসের বিনিময়ে চুকাতে হয় মাথার খুলি।

ইশ্বরের কান বড়োই সজাগ
শুনতে পান তিনি জলনিমগ্ন শ্যাওলার ধ্বনি
উচ্চকিত আল আকসার গম্বুজ
শোনেনা তবু মৃতের আজান ধ্বনি।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#রহমান_মাজিদ

08/10/2025

ছাড় ফিলিস্তিন
দিল মুহাম্মদ

ছাড় ফিলিস্তিন ইহুদির দল
ওঁরা বাঁচুক শান্তিতে,
তোদের জন্য ফিলিস্তিনটা
জ্বলছে আজও ভ্রান্তিতে।

শয়তানিটা জানিস ভালোই
ধ্বংস করার লীলাতে,
সুদের লাভের পাহাড় দিয়ে
ফিলিস্তিন পাস্ কিলাতে।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#দিল_মুহাম্মদ

08/10/2025

আকসা আমার প্রাণের ঠিকানা
মাসুদ কামাল

ঐ দেখ শিশু নারীরা কাঁদছে
পুড়ছে দালান বাড়ি
বোমার আঘাতে উঠছে হয়ে
আকাশ বাতাস ভারী
কথায় কথায় যুদ্ধ বাঁধায়
দেয় উস্কানি ওরা
সন্ত্রাসী ওরা আগ্রাসী ওরা
জানে তা বিশ্ব জোড়া
আর কতকাল সইতে হবে
ওদের এই বাড়াবাড়ি
আকসা আমার প্রাণের ঠিকানা
শান্তি ও ভালোবাসা
কেন বারবার কেড়ে নেয় ওরা
আমার সকল আশা
তুমি ছাড়া আর শুনবে কে আজ
তাদের এই আহাজারি
তোমরা ছিলে আশ্রয়হীন
ভাসমান এক জাতি
আজ তোমাদের আস্ফালনটা
বড়ই আত্মঘাতি
বুকের মাঝে চাপা কষ্ট
সইতে যে না পারি
বিশ্ব বিবেক চুপ থেকো না
জাগো এইবার জাগো
চতুরদিকে আওয়াজ তুলো
ভাগো ইহুদি ভাগো
আসবে সুদিন নয় বেশি দূরে
সকল বাঁধা মাড়ি।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#মাসুদ_কামাল

08/10/2025

রক্ত বরণ ঈদের চাঁদ
আমিন আল আসাদ
[আল কুদস, ফিলিস্তিনের শহীদানদের স্মৃতির প্রতি নিবেদিত]

এবার ঈদের রঙটা ভিষণ লাল
রক্ত নদী বইলো গতকাল

পবিত্র আল কুদস ও ফিলিস্তিনে
ইহুদিরা মারলো রোজার দিনে
খুন করলো! অনেক মানুষ খুন!!
জ্বলছে মনে দগদগে আগুন

এবার ঈদের রঙটা ভিষণ লাল
রক্ত নদী বইবে কতকাল?
আর কতকাল সুখে সেমাই খাবে?
দুর্গতের কথা কি কেউ ভাবে?

উম্মাহ হলো একটি দেহের রূপ
কিন্তু মুমিন কোথায় দিলো ডুব?
ভাইয়ের ব্যথায় কাঁদে না তার প্রাণ!
এটাই কি তার বিশ্বাস ও ঈমান?

এবার ঈদের রঙটা ভিষণ লাল
রাখবে স্মরণ কাল ও মহাকাল
কোন লজ্জায় কোরমা পোলাও খাও?
ভাইয়ের ব্যথায় ব্যথা নাহি পাও?

এবার ঈদের রঙটা ভিষণ লাল
একদিক এই করোনা আকাল
অপর দিকে অনৈক্যেরি বীজ
কুমির ডেকে আনছে কেটে খাল

প্রশ্ম করেছিলাম গতকাল
রক্তবরণ চাঁদ ওঠেছে-লাল?
তোমরা আবার কিসের মুসলমান?
বুকের ভেতর থাকছে কি ঈমান?

মুসলমানের বক্ষগুলো চিরে
ইহুদিরা বের করছে হৃদ
ন্যুন্যতম ব্যাথিত নও তুমি!
কেমনে তুমি করছো সুখের ঈদ?

অন্যায় অপরাধকে চোখে দেখে
নিরবে যে সহ্য করে রয়
তারা আবার কিসের ঈমানদার?
তাদেরকে কেউ মুসলিম কি কয়?

কিসের তবে ঈদের খুশি-ঈদ?
মেকি এসব পোশাকী সাজ সজ্জা
করছো দাবী তুমি মুসলমান
নাই কি তোমার মোটেও লাজ লজ্জা?

এবার ঈদের রঙটা ভিষণ লাল
রক্তবরণ চাঁদ ওঠেছে কাল।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#আমিন_আল_আসাদ

08/10/2025

ফিলিস্তিনি
সৈয়দ নাজমুল আহসান

জ্বলছে গাজা
রক্ত তাজা
ফিলিস্তিনি।
নারকীয় দৃশ্য
দেখে বিশ্ব
হচেছ ঋণি।
নিশ্চুপ মুসলিম
জাগবে না
কোনদিনি।
থামাতে বেদনা
প্রয়োজন চেতনা
খালিদ সালাউদ্দিনি।।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#সৈয়দ_নাজমুল_আহসান

08/10/2025

ঘৃণা
রেদওয়ানুল হক

ঘৃণা ঘৃণা ঘৃণা
তীব্র ভীষণ ঘৃণা
অত্যাচারীর মুখের উপর
সকল ক্ষোভের তৃণা।

ঘৃণা ঘৃণা ঘৃণা
যতোই ফুলাক সিনা
দখলদারির জন্য আমার
বন্ধ কপাট, ফ্রি না!

ঘৃণা ঘৃণা ঘৃণা
কালো অতি, শ্রী না!
জনম ভরে করছো ক্ষতি
এটাই কিন্তু প্রি না।

ঘৃণা ঘৃণা ঘৃণা
যারা হৃদয়হীনা!
মানবতার ধ্বংস দেখে
হাসতে থাকে কিনা?

ঘৃণা ঘৃণা ঘৃণা
কিসের খানাপিনা?
আগ্রাসীদের জন্য আমার
আজকে মরণ-বীণা।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#রেদওয়ানুল_হক

08/10/2025

বানোয়াট
নজওয়ান দারবিশ
সৃজনানুবাদ : আনিসুল হক

পুরো জিনিসটাই বানোয়াট। আমি কখনোই এই গল্প বিশ্বাস করি না যে তোমাকে জবাই করা হয়েছিল। আর তোমার রক্ত ঝরে পড়ছিল ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা পথ, কেবল সাগরের খাদ্য হওয়ার জন্য। আমি নিশ্চিত পুরো জিনিসটাই বানোয়াট। রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিভিশন উপস্থাপক দ্বয়— মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর।
আলহারা, ‘স্বাধীন’ [স্যাটেলাইট চ্যানেল], আল আরাবিয়া, ‘আরবি’, আলজাজিরা, ‘অন্তরীপ’ । তিনটা একসঙ্গে করলে দাঁড়ায় “স্বাধীন আরবি অন্তরীপ”। মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর। আমি নিশ্চিত, এরা বানোয়াট।
আমার ডাকবাক্সে বিল ভরে দিয়ে গেছেন যে ব্যক্তি, তাকে আমি চিনি না। আমার বংশের নাম তিনটা ভিন্ন ভাষায়। সেসবও বানোয়াট। আমাকে ইমেইলে ভালোবাসে এই নারীটি।
হাইফা, সেও বানোয়াট। এই কারণে আমি রাস্তায় বের হই না। এবং আমি সমুদ্রের দিকে তাকাই লম্বভাবে। আমাদের বন্ধুত্ব কারও অ্যাকাউন্টেই নাই। এটাকে বানোয়াট করে তোলার মতো সময় কেউ ব্যয় করেনি। এই কারণে এটা সত্য রয়ে গেছে। ওহ, বলতে ভুলে গেছি, সব সত্য বানোয়াট। এই কারণেই আমি পছন্দ করি আপনাদের সঙ্গে শুরা, আপেল, বাদাম ইত্যাদি ভাগ করে নিতে।
আমাকে কিছুই চাপে ফেলে না। এ কারণেই আমি ভেঙে পড়ি না, যখন আমি দেখি আমাদের দেশ আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এই ডাকাতিটা বানোয়াট, চেকপয়েন্টগুলো বানোয়াট, আর সৈন্যরা তো কতগুলো শিশু যারা এখনও তাদের কাপড় ভিজিয়ে ফেলে। মুরুব্বি গ্রিক অর্থোডক্স মহিলা যারা এই সকালবেলা বেথলিহেমের ভেতরে যাচ্ছেন চেকপয়েন্ট পেরিয়ে, তারাও বানোয়াট। বানোয়াটভাবে বলা হচ্ছে—‘ক্রুশের নামে’। গুড ফ্রাইডে বানোয়াট। নাজারেথের ম্যারোনটাইন গির্জার বাইজেনটাইন সুর বানোয়াট। আমার শত্রুরা বানোয়াট। আমার আত্মীয়রা বানোয়াটের প্রতিমূর্তি। নরক বানোয়াট। স্বর্গ আরও নিপুণ ও অগণিতভাবে বানোয়াট। (ধুর। গায়িকা ফাইরুজের কণ্ঠস্বর কি বানোয়াট!)
দুঃস্বপ্ন আমাকে তাড়া করে না, দুঃস্বপ্ন বানোয়াট। আমার দেহ ঘড়ির ওলটপালট আমাকে ভোগায় না। সূর্যের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। আমার জন্মগত প্রকৃতির কারণে আমার কোনো ভোগান্তি নাই... এই সবই বানোয়াট উপাধি।

আমিও বানোয়াট। আমি কে, তা নয়, সব ধরনের সর্বনাম হলো বানোয়াট।
আমি দালালদের ঘৃণা করি না। দেখো আমি কীভাবে তাদের সংবাদ ভাষ্য শুনি কিন্তু বমি করি না।
আমি অ্যালার্ম ঘড়ি, এইডস কিংবা আণবিক অস্ত্র ভয় পাই না। আমি ঘণ্টাধ্বনি, কিংবা টেলিফোনের রিংয়ের শব্দে আতঙ্কে ভুগি না। আগামীকাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে না। এসবই বানোয়াট খবর।
আমি একুশ শতাব্দীর রোমান্টিকতায় ক্লান্ত। রোমান্টিকতা সব সামাজিক শ্রেণীর ভোক্তাদের গুয়ে মাখা। বেঁচে থাকতে হলে তোমাকেও এসবের সঙ্গেই মিলেমিশে থাকতে হবে। এটাও আরেকটা বানোয়াট তত্ত্ব।
আনন্দ করো, ফুর্তি করো। তোমার পিতামহের বিছানার নিচে পরাজয়ভরা বাক্সগুলো বানোয়াট। আর তোমরা এত বছর ধরে চিত্কার করে কাঁদছ তোমাদের ভূমি হারানোর দুঃখে। বন্ধু। (ওহো! যেমন বলে ধ্রুপদি ভঙ্গিতে) হারানো বানোয়াট। একটা বিরাট মিথ্যা তোমাদের অস্তিত্ব লুটেরারা বানিয়ে তুলেছে।
মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর। আলহারা আল আরাবিয়া আলজাজিরা এবং অচ্ছুত ব্যক্তিটি, যার হাতে রিমোট কন্ট্রোল।
আরশোলা আর দালালরা চমত্কার জীব। দেখো, একটা কী ভদ্র, আরেকটার কদর্যতাও কী মিষ্টি।
তারা সস্তাপনা বিষয়ে আমাদের যে গতানুগতিক ধারণা—তাও বানোয়াট।
ঘুমে পাওয়া একদল লোক ড্রয়িংরুমে বসে ইজরাইলি ভাষ্য শুনছে। একদল শ্রদ্ধেয় মহিলা সালাদ বানায় আর আমাদের গণ মর্যাদাকে কবরস্থ করার পরবর্তী অবস্থা নিয়ে চিন্তাভাবনা করে। ভেবো না, এ সবই বানোয়াট।

আমরা আমাদের বাড়ির সামনের কয়েকটা বৃক্ষকে শ্রদ্ধা করতে পারি না, আমাদের ঘুমের মধ্যে যারা জাল পাতে তাদের জন্যে ছেড়ে দিতে পারি না পর্বতগুলোকে।
১৯৪৮ সালের ২২ এপ্রিল হাইফা আত্মসমর্পণ করে। তারিখটা বানোয়াট। ১৯১৭ সালের ৮ ডিসেম্বর কয়েকজন এফেন্ডিস তাদের সাদা পতাকা বয়ে নিয়ে যায় এবং জেরুজালেম সমর্পণের ছবি তোলা হয়। এই ঘটনা সত্যি ঘটেছিল কিন্তু ছবিটা বানোয়াট। তুমি, যেকোনো নির্ধারিত সময়ে, কিছু সংখ্যক এফেন্ডিসকে জড়ো করতে পারো, তাদেরকে বলতে পারো সাদা পতাকা নিয়ে জাফা তোরণ পর্যন্ত যাত্রা করতে, যাতে একটা ছবি তোলা যায়। সময়টা ছিল ২০১০ সালের ১১টা ৩০, দুপুরের ঠিক আগে আগে। প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল এবং জেগে উঠেছিল। আমিও জেগে ছিলাম। বালিশগুলো বানানো। দুই সপ্তাহের মধ্যে আমি বৈরুতে যাব। ভিসা খুবই প্রকটভাবে বানোয়াট প্রতিবন্ধকতা। ও আমাদের লেবাননের ভদ্রমহিলা, আমাদের জন্যে প্রার্থনা করুন (যদিও আমরা জানি, আপনার প্রার্থনাও বানোয়াট)
অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমুতে যাব, যখন আমার আমুদে বান্ধবী নাজারা থেকে বাসে চড়বে। হিব্রু শব্দগুলো তার চারপাশে ভনভন করে উড়ছে কারণ সে মনে করে শত্রুর ভাষা একটা লাশের মতো, তাই আমি তাকে বলি, তার এই ধারণা বানোয়াট, শত্রুর ভাষা লিঙ্গহীন রোবটের মতো। সে একটা লাস্যময় বানোয়াট হাসিতে ফেটে পড়ে। ও খোদা, আমরা মরব না। আমরা চলে যাব অনন্তের দিকে, আমাদের হাওয়াই চপ্পলে শব্দ তুলে। অমরত্ব বানোয়াট। যা কিছু আগে ভাগে ঘটছিল তার সবই বানোয়াট। যা কিছু আসবে সবই বানোয়াট। এবং প্রতিটা জীব বৃক্ষের মতো বাহু মেলে দাঁড়াচ্ছে এই বানোয়াট কবিতাটিতে।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#নজওয়ান_দারবিশ
#আনিসুল_হক

08/10/2025

যে হৃদয় ভালোবাসার কথা কয়
আবুল খায়ের বুলবুল

কষ্টের ব্রাশ ফায়ারে ফেটে গেছে হৃদয়ের জমিন
ছিন্ন ভিন্ন হয়ে গেছে সাজানো ফসল,
হিংসার বাতাসে নিয়ে গেছে ভালোবাসার বীণ
মাঠে ঘাটে ছড়িয়ে আছে জরাক্লিষ্ট পত্র সকল।

বিশ্বাসী হাত কেটেছে স্নেহের হৃদয়
অবিরল ধারায় ঝরেছে যেন রক্ত,
মমতার চোখ রাঙানোতে লেগেছে মনে ভয়
জানি না কখন পেরিয়ে গেছে অক্ত।

ভালোবাসায় আগলিয়ে রাখা বুকের মানুম
ছোরার আঘাতে নিজকে করেছে ক্ষত বিক্ষত,
আনন্দে সানন্দে কত জন উড়িয়েছে ফানুস
সেই গানের সাথে সুর মিলিয়েছে শতশত।

আদরে চুম্বন করা ঠোঁট গুলো দেখিছি যতবার
ব‍্যথার গরলে তারা দিয়ে ছিলো চিৎকার,
সচল কর্ণযুগল বধির হয়ে গেছে ততবার
মাঝে মধ‍্যে চেতনাবোধ দিয়ে ছিলো ধিক্কার।

শরীরে আকড়িয়ে ধরে থাকা পশমরাজি
সৌন্দর্যে না থেকে হয়েছে কিম্ভূতকিমার,
ঘেমে যায় আনকোরা বৃক্ষে ফোটা পত্ররাজি
অসময়ে কোত্থেকে আসে রৌদ্র আবার।

সুক্ষণে থাকা সময় যায় না ধীরে বহে
অসময়ের নিদ্রা যাচে আমায়-
ক্লান্ততা কিসে হয় কি করে যায় সহে
এখন আর কখনই তা কাজ করে না রক্ষায়।

চোখের ভরা নদী জলহীন হয়ে গেছে বহু আগে
শুকনো নদীতে আবার নেমে আসে প্লাবন,
ইচ্ছে করেও আটকিয়ে রাখা যায় না ফুল ফুটা বাগে
আচমকা নেমে আসে জীবনে বর্ষা শ্রাবন।

উদ‍্যমী মন শ্লথ হয়ে গেছে কষ্টের প্রহারে
ধারালো সিকল ভোঁতা হয়ে যায়-
হয় নি বলা হাজারো কথার আছাড়ে
ম্লান হয়ে ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে ঝরে যায়।

হৃদয়ের রোনাজারিতে কাঁদে সহজ সরল
ছিন্ন মূলের গোঙগানীতে ফাটে মাটি,
বিপদগামির হাতে বন্দী থাকে প্রায় অবিচল
আমাদের জীবন ও ভালোবাসা খাঁটি।

তবু মুজাহীদ জেগে থাকে জেগে রয়
শোনে আসসালাতু খাইরুনমিনান্নাঊম,
সুবিহ সাদিকে হাঁটে মসজিদ প্রার্থনায়
তীব্রতায় ছুটে চলে শীতে রাখে গায়ে উম।

এই পথ চলা থামবে না কখনই -কোনদিন
হয়ত কিছুক্ষণ থাকবে ঝিম,
জেগে ওঠার আহ্বানে আবার আসবে সুদিন
বাজাবে আবার হয়ত আল্লাহু আকবার ভীম।।
……………………………………………
ফিলিস্তিনের জন্য পঙক্তিমালা ।। পর্ব-৪

#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন




#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ফিলিস্তিনের_জন্য_পঙক্তিমালা
#আবুল_খায়ের_বুলবুল

Address

Dhaka
1216

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801819515141

Alerts

Be the first to know and let us send you an email when Molakat মোলাকাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molakat মোলাকাত:

Share

Category