27/09/2023
"আমি যদি দেশের বাইরে মারা যাই তবে আমার দাফনকর্ম সমাধান করার আগে যেন দেশে আমার সন্তানসন্ততি বা অন্য লোকজনকে খবর না দেওয়া হয়। অন্যথায় তারা আবেগর বশবর্তী হয়ে হয়তো এমন কিছু করবে যার কারণে আমার দাফনকর্ম বিলম্ব হয়ে যাবে। " (মানহাজুস সালাফ, পৃষ্ঠা ৩৪)
নাসিরুদ্দীন আলবানি (রহি.) এর অসিয়তের কিছু অংশ।
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসুলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জানাযার কার্যক্রম সলাত তাড়াতাড়ি আদায় কর। কারণ মৃত ব্যক্তি যদি নেক মানুষ হয় তাহলে তার জন্য কল্যাণ। কাজেই তাকে কল্যাণের দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। সে এরূপ না হলে খারাপ হবে। তাই তাকে তাড়াতাড়ি নিজেদের ঘাড় থেকে নামিয়ে দাও।
সহীহ : বুখারী ১৩১৫, মুসলিম ৯৪৪। মিশকাত ১৬৪৬।