LABU

LABU Digital Creator

14/09/2025

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে। আপনার ব্যক্তিগত জীবনেও তাই...আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।😅❤️‍🩹

সারাদিনের সব ঝনঝাটের পর সন্ধ্যাবেলা মায়ের কাছে ফিরতে মন চায়।
11/09/2025

সারাদিনের সব ঝনঝাটের পর সন্ধ্যাবেলা মায়ের কাছে ফিরতে মন চায়।

জীবনের শুধু বয়স বাড়ছে অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে, জীবনের মু...
10/09/2025

জীবনের শুধু বয়স বাড়ছে অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে, জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোন গন্তব্য নেই,গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই,শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।
গন্তব্যেহীন ঠিকানা,
দেখি এই রাস্তায় আল্লাহ আমাকে কোথায় নিয়ে ঠেকায়।😅🥀

"Revenge of Nature" বলতেও কিছু নেইযারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেন...
10/09/2025

"Revenge of Nature" বলতেও কিছু নেই

যারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেন, দিনশেষে তারা অনেক ভালো & সুখেই থাকে।
আর, যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন, দিনশেষে তারাই বারবার ঠকে,কষ্ট পায়।🙂

মানুষের বদনজর শুধু সম্পর্ক না!শরীর, সৌন্দর্য, শান্তি এবং ক্যারিয়ার সব নষ্ট করে দিতে পারে।🙂❤️‍🩹
04/09/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না!
শরীর, সৌন্দর্য, শান্তি এবং ক্যারিয়ার সব নষ্ট করে দিতে পারে।🙂❤️‍🩹

03/09/2025

কেউ আপন না। আপন বলতে কাউকেই এখন আর মনে হয় না।মেয়েটা আছে শুধু জানি না সে আপন থাকবে কিনা।সেও আমাকে সবার মতো ভুল বুঝবে কিনা।🙂❤️‍🩹

Love 🥹💐
27/08/2025

Love 🥹💐

27/08/2025

সম্পত্তির লোভে আপন ভাইয়ের চোখ উঠানো
ভিডিও দেখার পর থেকে
ব্রেইন আর সঠিক ভাবে কাজ করছে না!🙂
কোন দুনিয়ায় আছি আল্লাহ। 🤲💔

সবকিছুর মাঝে একটুখানি বিরতি দরকার...যেখানে আমি শুধু “আমি” হয়েই থাকি..!- না আছে ব্যস্ততা...না কারো অপেক্ষা...- সেই মুহূর...
27/08/2025

সবকিছুর মাঝে একটুখানি বিরতি দরকার...
যেখানে আমি শুধু “আমি” হয়েই থাকি..!

- না আছে ব্যস্ততা...না কারো অপেক্ষা...

- সেই মুহূর্তটাই হয়তো
সবচেয়ে সত্য সবচেয়ে সুন্দর।💜🌷

04/12/2024

এখন আর ভালো করার ইচ্ছে নাই,
কারো কাছে ভালো হতেও চাই না আর।🙂
কে কি ভাবলো এখন আর কিছু যায় আসে না।😅

01/12/2024

Hlw December 🌷🌿

কিছু মানুষের কথার জবাব দিলে লাগবে ঝগড়া।🙂তারপর বলবে, আমিই খারাপ।😅
04/02/2024

কিছু মানুষের কথার জবাব দিলে লাগবে ঝগড়া।🙂
তারপর বলবে,
আমিই খারাপ।😅

Address

Jatrabari
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when LABU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share