
31/05/2025
মা তুমিতো কয়েক দিন আগেই চলেই গেলা। কিন্তু এখনো আমার মনে হচ্ছে না তুমি চলে গেছ। কিন্তু আমি বড়ই একা হয়ে গেছি। এখন কেউ আর ফোন দেয় না "মা" । এখন আর কেউ ডায়ালাইসিস করার টাকা চায় না মা। এখন আর কেউ বলে না , রাত জেগে ডিউটি কর না, অসুস্থ হয়ে যাব। ভাল থেক মা। তুমি ছাড়া আমার পুরো পৃথিবী যে অন্ধকার মা। #মা