Sakib Vlogs 71

Sakib Vlogs 71 Keep support & spread love.

18/04/2025

আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই?

ইনশাআল্লাহ এখন থেকে এই পেইজ সক্রিয় থাকবে।

24/08/2024

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!

যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি"হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ
জি"হ|দ চালিয়ে যাবে।

মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে,
গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!"
রাসুল (ﷺ) বললেন, "আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।" সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)

তিনি আরো বল

আমরা সবাই বাংগালী ♥️
12/08/2024

আমরা সবাই বাংগালী ♥️

07/08/2024

আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
কেমন আছেন সবাই?

05/08/2024

অতি গুরুত্বপূর্ণ বার্তা। 🇧🇩

05/08/2024

পলাইছেরে পলাইছে শেখ হাসিনা পলাইছে 😅

05/08/2024

বিজয়🇧🇩

04/08/2024

০৫-০৮-২৪ ইং

ফজরের আযান দিচ্ছে সময় ভোর ৪:৪৭!

জানিনা কার কার আজকে রাতটাই শেষরাত হতে চলছে, জানিনা আগামিকাল এই সময় থাকব কিনা।
শুনেছি ফজরের পড়ের দোয়া আল্লাহ কবুল করেন আমাদের মত মাজলুমের আল্লাহ ছাড়া বলার কেই নেই আর শুনার ও কেউ নেই।
ইয়া রব্বুল আলামীন রাখার মালিক আপনি আর নিয়ে যাওয়া মালিক ও আপনি তাই আপনার কাছে আপনার এই ক্ষুদ্র গোলামের মিনতি, ইয়া আল্লাহ আপনার তাওহিদের কসম, আপনার রহমতের কসম, আপনার বরকতের কসম, আপনার সম্মানের কসম আপনি এই নিরিহ জনতাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না।
ইয়া আল্লাহ জানিনা ওই বুলেটের সামনে কতক্ষন টিকতে পারব তবে, ইয়া আল্লাহ আপনি আমাদের একেকজনকে আগামীকাল হযরত ওমর ইবনে খাত্তাব (রা:) এর মতন বীর বানিয়ে দিন।

চোখ মুছো বাংলাদেশ, আর কাদতে দিবনা তোমাকে!

আস্তাউদি‘উল্লাহাদি নাকুম ওয়া আমা নাতাকুম ওয়া খওয়া তিমা আমাালিকুম।

শাহবাগ ।  🇧🇩
04/08/2024

শাহবাগ ।

🇧🇩

04/08/2024

শহিদ মিনার থেকে সকাল ১১ টায়।

Photo of the day 🖤
03/08/2024

Photo of the day 🖤



Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Vlogs 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category