
22/07/2025
উত্তরায় বিমান বিধ্ব*স্ত হওয়ার ঘটনায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদিশুলাই এলাকার আব্দুল ওহাবের স্ত্রী আফসানা প্রিয়া এখনও নিখোঁজ রয়েছেন। তার পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
তবে স্বস্তির খবর হলো, তাদের ছেলে আফসান ওহীকে পাওয়া গেছে। এখন আমাদের সবার লক্ষ্য আফসানা প্রিয়াকে খুঁজে বের করা।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি আফসানা প্রিয়ার সন্ধান পান, তবে দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৮১৮৪২০১১৪।
আপনাদের প্রতিটি শেয়ার তার পরিবারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে তার কাছে। আসুন, আমরা সবাই মিলে এই কঠিন সময়ে আফসানা প্রিয়ার পাশে দাঁড়াই।
দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন! 🙏
হে আল্লাহ, আপনি সবাইকে হেফাজত করুন, আমিন।
#উত্তরাবিমানদুর্ঘটনা #আফসানা_প্রিয়া_নিখোঁজ #নিখোঁজসংবাদ #সাহায্যপ্রয়োজন #শেয়ারকরুন #বিমানবিধ্ব*স্ত #কালিয়াকৈর #গাজীপুর #মানবতা
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️