Ahsan Tahir Ali

Ahsan Tahir Ali মানুষের মতই ত আমরা কিন্তু মানুষ হইলাম কই ?

11/10/2024

যখন থামবে কোলাহল....

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
11/10/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/09/2024

জানি আর দেখা হবে না
তবুও তোমাকেই দেখি।

08/09/2024

কলঙ্ক হয়ে থেকে সাথে
তবুও ত রইলো না কোন দূরত্ব -

পানির দাম কমিয়েছে আকিজ গ্রুপ।
08/09/2024

পানির দাম কমিয়েছে আকিজ গ্রুপ।

পরিবর্তন।
06/09/2024

পরিবর্তন।

আমি কিতার মধ্যে এত টাকা ডালছি।
06/09/2024

আমি কিতার মধ্যে এত টাকা ডালছি।

05/09/2024

কত জল গড়ালো চোখের কোনে।

22/08/2024

অনেকগুলো একত্রে পাবেন এখানে।

১. বন্যা দুর্গতদের জন্য অর্ধেক মূল্যে লাইফ জেকেট বিক্রি হবে।
যোগাযোগ- ০১৮২৯৬৬৬৪৯৫
সৈকত ট্রেডার্স, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, চট্টগ্রাম।

২. বন্যা কবলীত এলাকার জন্য
কারো যদি লাইফ জ্যাকেট প্রয়োজন হয় ,৪০০ টাকার লাইফ জ্যাকেট ১৫০ টাকা পাবেন।
যোগাযোগ :০১৮৮০৬৮২০৯২

৩. তাসরিফ ভাই এর টিম এর নাম্বার
Alvi - 01784626958
Orpon - 01814671442
Nabil - 01851858066

৪. সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)
নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533

৫. স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

৬. বন্যায় রিস্কিউ টিম হিসেবে কুমিল্লা চৌদ্দগ্রাম যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মোবাইল:
০১৭১০৪০০৩৪২ (আলামিন)
01762572474 (বাবুল)
01828-309555 (মামুন)
01585-445021 (লোকমান)

৭. পতেংগা থেকে আমাদের টিম রওনা হচ্ছে ফেনীর উদ্দেশ্যে বোট নিয়ে...
01745509220.......01771542759 রেস্কিউর জন্য আমার নাম্বারে যোগাযোগ করবেন

৮. জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেসকিউ টিম ৫ টা মটর বোট নিয়ে সকাল থেকে রেসকিউ করতে রেডি।
ছাগলনাইয়ার দায়িত্বে থাকবে আরিফ।
ফোন :01822310486

৯. If you see anyone needs to be rescued and Army still didn't reach there, tell them to contact the following numbers. Rescue team is already deployed there and continuing the operations.
১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০
২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬
৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০
৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

21/08/2024

UNO পরশুরাম ফেনীর পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে, যাদের উদ্ধার প্রয়োজন যোগাযোগ করুন :

01713187316
©

21/08/2024

ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার মানুষদের প্রতি মহান আল্লাহ তা'আলা সহায় হোক। আমিন।

Address

12-13 Rahman Chamber
Dhaka
1220

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Tahir Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Tahir Ali:

Share

Category