Siyam x zombie

Siyam x zombie . I am an SEO expert if you want any type of service about SEO you can message me.

18/07/2024

নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যাতে তোমার মৃ/ত্যু/র পরে কেউ আলহামদুলিল্লাহ না পড়ে "ইন্না লিল্লাহ পড়ে"

বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করে - শেখ হাসিনা।
17/07/2024

বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করে - শেখ হাসিনা।

17/07/2024

Track | KOTHA KO (কথা ক) |🇧🇩🎶💣💥
Verse ~ SHEZAN |🇧🇩🎤
Our Nation's history taught us about freedom of speech and to never back down against any odds. Hip Hop also teaches the same.
We are not against any organization we are here to speak about our peers and our country.
This is BANGLADESH.
WE ARE THE REVOLUTION
Produced By Shezan Beatz
Mixed and Mastered By SnareByt
Full song link |↙️
https://youtu.be/7jGOYAuTHgo?si=QaTf4nBbEo32otkQ
Lyrics - |🇧🇩
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
জোর যার মুল্লুক তার! আগে ক মুল্লুক কার?
লাঠির জোরে কলম ভাঙ্গে, শান্তির নামে তুললো খার
কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!
রাজায় যহন প্রজার জান লয় জিগা তাইলে রাজা কার?
আমার মানচিত্র কান্দে আইজকা দেইক্ষা দ্যাশের হাল রে
লাল সবুজের পতাকা মা পুরাডাই দেহি লাল রে
তলোয়ার হইয়া কাটে যাগো হওয়ার কথা ঢাল রে
পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে
এইত্তর দালালের মায়রে, মাইরা দ্যাশের বাইরে
দলের ভাইয়ের শেল্টার লইয়া মারোস নিজের ভাইরে
যহন দ্যাশ বেইচ্চা ক্যাশ করোস দ্যাশপ্রেম যায় কই তর?
মাইরা যাগোর মাথা ফাডাস মারতি হইলে বইন তর?
মাইয়া পোলা ফ্রন্টলাইনে, অনলাইনেও সিন ডা
টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা
মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা
রাইত দেইখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনডা
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
নিজের ভাইসের গোস্ত খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা,
যারা তুলে আওয়াজ অগো টিটকারি দেস পোস্ট মাইরা
ছাত্র দিসে ভাষা আইন্না, দ্যাশ বানাইসে ছাত্ররা
যেই হাতে কলম খাতা ওই হাতে দেস হাতকড়া
মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!
এই বেডা যুক্তি কই, মিঠা মিঠা যত উক্তি কই
দ্যাশের মেরুদন্ড ভাঙতে যাইয়া
নিজের নিজে কবর খুড়বি অই
দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস!
কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?
মায়ের বুক খালি কইরা রঙ্গের মহল গইড়া যাস?
যা, বাইচ্চা থাক খালি জানি ভিত্রেরতে মইরা যাস
জবান খুললেই জবান সিলাই, আর সিলাইবো কয়জনের
একজনে মা পইড়া গেলেও খাড়ায় যাইবো ছয় জনে
জন্ম লইসি মরতে মরার ডর দেহাইস না আমাগো
এক সেজানে মরলেও লাখো সেজান কইবো কথা ক
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
#যায়যায়বাংলাদেশ |🇧🇩

er pore o kichu ছাত্রলীগ er bibek khulbe nah :)
16/07/2024

er pore o kichu ছাত্রলীগ er bibek khulbe nah :)

16/07/2024
once he said : "বাংলার মানুষ ক্ষে'পে গেলে দমাই রাখতে পারবা না" now we felt that.
16/07/2024

once he said : "বাংলার মানুষ ক্ষে'পে গেলে দমাই রাখতে পারবা না" now we felt that.

16/07/2024

আচ্ছা, কেমন হতো যদি দেখতেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজকে একসাথে তাদের শিক্ষার্থীদের ওপর হওয়া নজিরবিহীন নিপীড়নের প্রতিবাদে ক্যাম্পাসগুলোতে মানববন্ধন করতো? কিংবা পদযাত্রা? কিংবা মানবঢাল? কিছুদিন আগে আমেরিকায় দেখেছিলাম সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নিপীড়ন চালাচ্ছিলো ওদের আইনশৃঙ্খলা বাহিনী, তখন ভার্সিটির প্রফেসররা চারপাশ থেকে হাতে হাত ধরে মানবঢাল বানিয়ে তাদের শিক্ষার্থীদের প্রটেক্ট করে যাচ্ছিলো।
গতকাল ছাত্রলীগ এবং ছাত্রলীগের ডেকে আনা বহিরাগত টোকাইরা ঢাবি, জাবি, জবি, চবিসহ বেশকিছু ভার্সিটিতে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীদের ওপর যে অত্যাচার করেছে, তা ভাষায় বর্ণনা করার মত না, এমনকি মৃতপ্রায় হয়ে যখন হাসপাতালে ছুটে গেছে, সেই হাসপাতালের ভেতর পর্যন্ত আক্রমণ করা হয়েছে।
তবুও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঘুম ভাঙবে না? আপনারা না বুদ্ধিজীবী? জাতির বিবেক? এত এত বিদ্যাবুদ্ধি, বড় বড় পিএইচডি ডিগ্রি সবই ভ্যালুলেইস হয়ে যায়, যখন আপনারা ন্যায্য দাবিতে একটা টুঁ পরিমাণ শব্দ পর্যন্ত করতে পারেন না। আপনাদের মেরুদণ্ডহীনতা দেখে পুরো জাতি হাসে।
আপনাদের ছাত্রদের মৃতপ্রায় করে তাদের রক্তের খেলায় মেতে উঠেছে পিশাচ ছাত্রলীগ, আর আপনারা মুখ বন্ধ করে বসে আছেন। কীভাবে পারেন এত মেরুদণ্ডহীন হতে?
আপনাদের বিদ্যাবুদ্ধি আর বড় বড় ডিগ্রির ওপর একদলা থুথু নিক্ষেপ করে গেলাম!

16/07/2024

এদেশের ছাত্ররা অদ্ভুত অদ্ভুত জিনিস চায়।

নিরাপদ সড়ক চায়, জীবনের নিরাপত্তা চায়, যোগ্যতা অনুযায়ী চাকরি চায়। এগুলিও কোনো চাওয়ার জিনিস হলো! অদ্ভুত!
~ জাহিদ আল হাসান

15/07/2024

"ব্রেকিং নিউজ"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৪ জন নি/হ/ত!

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siyam x zombie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share