সিজদাহ পাবলিকেশন

সিজদাহ পাবলিকেশন শব্দের বুননে উম্মাহ বিনির্মাণ
(1)

জাদুরবাক্সে টোকেন ফেলে ভাই বিজয়ী হয়েছেন।মেলা থেকেই পুরুস্কার গ্রহণ করেন।ভাইয়ের জন্য শুভকামনা রইলো।আর মেলায় আসলে আমাদের...
21/09/2025

জাদুরবাক্সে টোকেন ফেলে ভাই বিজয়ী হয়েছেন।
মেলা থেকেই পুরুস্কার গ্রহণ করেন।

ভাইয়ের জন্য শুভকামনা রইলো।
আর মেলায় আসলে আমাদের স্টলে আসতে মিস করবেন না।

স্টল নং -১৩১
সিজদাহ পাবলিকেশন

দুটি বই আপনাকে সাহায্য করবে জীবনের গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে। ১. ডোপামিন। এ বইটি আপনাকে প্রোডাক্টিভ বানাবে। আপনাকে অনর্...
21/09/2025

দুটি বই আপনাকে সাহায্য করবে জীবনের গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে।

১. ডোপামিন। এ বইটি আপনাকে প্রোডাক্টিভ বানাবে। আপনাকে অনর্থক কাজ, রিলস, ভিডিও গেমস, ফেসবুক-ইউটিউবে সময় নষ্ট, বাজে খাদ্যাভ্যাস-সহ সেই সকল উপসর্গ থেকে বাচাবে, যা আপনাকে ভেতর থেকে শূন্য করে ফেলছে এবং আপনার জীবনকে সাময়িক আনন্দের অনুভূতিতে আটকে রাখছে।

২. ডিপ্রেশন। এ বইটি আপনাকে ডিপ্রেশন রোগটিকে চেনাবে, এই রোগ প্রতিরোধের উপায় বলে দেবে, আপনাকে মানসিকভাবে স্ট্রং বানাবে, কারণ ছাড়াই ডিপ্রেশনের অষুধ খাওয়া থেকে বাচাবে এবং কী কী আমল ও দুআ আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দেবে, তা জানাবে।

এ ছাড়া যেকোনো অর্ডারে বুকমার্ক হাদিয়া তো থাকছেই।

বইমেলার স্থান : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পূর্ব চত্বর।

সিজদাহর স্টল নম্বর : ১৩১

বর্তমান সময়ে পরিবার-কেন্দ্রিক সকল সমস্যার পেছনে যে সংকট রয়েছে, তা হচ্ছে সঠিকভাবে পরিবারগঠন ও প্যারেন্টিং-এর অভাব। এই অভা...
21/09/2025

বর্তমান সময়ে পরিবার-কেন্দ্রিক সকল সমস্যার পেছনে যে সংকট রয়েছে, তা হচ্ছে সঠিকভাবে পরিবারগঠন ও প্যারেন্টিং-এর অভাব। এই অভাবের ফলে পরিবারের ভেতর জন্ম নেয় এক মহা শূন্যতা।

পাঠক এ গ্রন্থে আধুনিক যুগে পরিবার গঠন ও প্যারেন্টিং-এর জন্য এমন কিছু পরামর্শ ও টিপস পাবেন, যা হয়তো হাজার পৃষ্ঠা উল্টালেও সহজে নজরে আসে না। এ গ্রন্থটি কলেবরে ছোট, কিন্তু গুরুত্বের বিবেচনায় অনেক বড়। আধুনিক যুগের আধুনিক ক্রাইসিস মোকাবিলায় আমাদের ঠিক কী করা উচিত, এ বইটি আপনাকে সে কথাই বলবে পরম বন্ধুর মতো।

বইমেলায় পাবেন ১৩১ নম্বর স্টলে

আপনার জীবনে কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন বলুন তো? প্রশ্নটির যে উত্তরই আপনি দেন-না কেন, দিনশেষে সঠিক উত্তর একটাই, সাফল...
21/09/2025

আপনার জীবনে কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন বলুন তো? প্রশ্নটির যে উত্তরই আপনি দেন-না কেন, দিনশেষে সঠিক উত্তর একটাই, সাফল্য। সাফল্যই আপনার জীবনের পরম আরাধ্য, পরম পাওয়া।

মাত্র তিনটি ধাপ ফলো করলেই আপনি খুঁজে পাবেন জীবনের সফলতা।

১. আপনাকে নিজ কাজ ও লক্ষ্যে ফোকাসড থাকতে হবে। সময় নষ্ট না করে সরলরেখায় এগিয়ে যেতে হবে মূল উদ্দেশ্যের পথে।

২. আপনাকে সকল প্রকার মানসিক রোগ ও সমস্যা থেকে মুক্ত থাকতে হবে। ডিপ্রেশন নামক রোগটি কাটিয়ে উঠতে হবে।

৩. সর্বশেষ কাজ, জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপে ব্যালেন্স বজায় রাখতে হবে।

এই তিনটি বিষয় ফলো করতে আপনাকে সাহায্য করবে আমাদের এই তিনটি বই, ডোপামিন, ডিপ্রেশন ও ব্যালেন্স ইউর লাইফ। আমরা বই-তিনটি একত্রিত করে সাজিয়েছি ছোট্ট একটি প্যাকেজ, ‘জীবনের সফলতা প্যাকেজ’।

বইমেলায় আমাদের স্টল নম্বর : ১৩১

আপনাদের সিজদাহ থেকে শাইখ ইফতেখার সিফাতের ‘আত্মপরিচয়ের সংকট’ বইটির বেশ কিছু অংশ পড়েছি—দারুণ একটি বই।আপনার সাথে গতকাল কা...
20/09/2025

আপনাদের সিজদাহ থেকে শাইখ ইফতেখার সিফাতের ‘আত্মপরিচয়ের সংকট’ বইটির বেশ কিছু অংশ পড়েছি—দারুণ একটি বই।

আপনার সাথে গতকাল কাটানো মুহূর্ত অসাধারণ ছিল। ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ ভালোবাসা জানবেন।

রিভিউ : abrar kawsar

বইমেলার ছবি ফটোগ্রাফার : Zaid Rahman vaiসিজদাহ পাবলিকেশন স্টল নম্বর : ১৩১
20/09/2025

বইমেলার ছবি

ফটোগ্রাফার : Zaid Rahman vai

সিজদাহ পাবলিকেশন
স্টল নম্বর : ১৩১

20/09/2025

তিনি লিখতে জানেন। জাদুরবক্সের চিরকুটে নিজেই লিখবেন❤️

ইসলামি বইমেলা ২০২৫
সিজদাহর স্টল নং : ১৩১

20/09/2025

যারা হাদিয়া চাইতে চাইতে মাথা আউলা-ঝাউলা করে ফেলেন তারা শক্তি ভাইকে দেখে আমল করেন।

অনেকেই এখন জানতে চাইবেন ভাই কোন কোন বই পছন্দ করেছে। আসল কথা হলো সিজাদাহর প্রায় বই'ই ভাইয়ের কাছে আছে।

বিশেষ পছন্দ হলো ইফতেখার সিফাত হাফি. এর বইগুলো
১. ফাহমুস সালাফ
২. আত্মপরিচয়ের সংকট
৩. সৌন্দর্য প্রদশর্ন

গতকাল ভাই নিয়েছেন :
১. ইন্টারফেইথ ডায়ালগ
২. বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ
৩. ডোপামিন
৪. কারেন্সি ওয়ার

ভাই সিজদাহর জন্য দু'আ করছেন। কাজগুলো দেখে খুশি হয়েছেন। আরো ভালো ভালো কাজ করার উৎসাহ দিয়েছেন।

ডোপামিন বইয়ের রিভিউ 💚স্টল নং -১৩১সিজদাহ পাবলিকেশন শব্দের বুননে উম্মাহ বিনির্মাণ
20/09/2025

ডোপামিন বইয়ের রিভিউ 💚

স্টল নং -১৩১
সিজদাহ পাবলিকেশন
শব্দের বুননে উম্মাহ বিনির্মাণ

20/09/2025

এই যে বইমেলা থেকে বাসায় ফিরে আপনারা বইমেলার গল্প, ভালো লাগা, খারাপ লাগা অনুভূতি জানান—এই ব্যাপারটা আমাদের খুব ভালো লাগে।💚

মেলায় আমাদের বেস্ট সেলার ৫ টি বই১. আবদুল্লাহ আ য যা ম২. ইন্টারফেইথ ডায়ালগ৩. বিজ্ঞানবাদ৪. গায়রত ৫. ডোপামিনআর আপনারা তো ইত...
20/09/2025

মেলায় আমাদের বেস্ট সেলার ৫ টি বই

১. আবদুল্লাহ আ য যা ম
২. ইন্টারফেইথ ডায়ালগ
৩. বিজ্ঞানবাদ
৪. গায়রত
৫. ডোপামিন

আর আপনারা তো ইতিমধ্যে ফ্রিতে বই পাওয়ার আয়োজন সম্পর্কে জেনেছেন। মেলায় আসলে স্টল ভিজিট মিস দিবেন না।

স্টল নং -১৩১
সিজদাহ পাবলিকেশন
শব্দের বুননে উম্মাহ বিনির্মাণ

নতুন বই, নতুন ছবি❤️‍🔥ইসলামি বইমেলা ২০২৫১৩১ নম্বর স্টল
20/09/2025

নতুন বই, নতুন ছবি❤️‍🔥

ইসলামি বইমেলা ২০২৫
১৩১ নম্বর স্টল

Address

BanglaBazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801812622442

Alerts

Be the first to know and let us send you an email when সিজদাহ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিজদাহ পাবলিকেশন:

Share

Category