28/07/2025
📘বুক রিভিউ:"ফাহমুস সালাফ"প্রজন্মান্তরে বয়ে চলা দীনের বিশুদ্ধ বুঝের প্রামাণ্য দলিল:
ইসলামের প্রকৃত রূপ ও বিশুদ্ধ ফাহমকে বিশ্বমঞ্চ থেকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র আজ সুপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। পশ্চিমা সভ্যতা ও প্রাচ্যবাদী মতাদর্শগুলো দীর্ঘদিন ধরে ইসলামকে এমনভাবে উপস্থাপন করতে চায়, যেন তা তাদের সেক্যুলার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই বিকৃত উপস্থাপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সালাফে সালেহিন থেকে প্রাপ্ত মুতাওয়ারিস ফাহম,যা একদিকে কুরআন ও সহিহ সুন্নাহর নির্ভুল উপলব্ধি, অন্যদিকে চিন্তার এক অটল মানদণ্ড।
তাদের এই প্রামাণ্য ফাহমকে ভেঙে দেওয়ার প্রয়াসে প্রাচ্যবিদরা এটিকে "জড়", "কঠোর", "প্রচলিত", "অচল" ইত্যাদি শব্দে আক্রমণ করেছে। আধুনিকতাবাদী ও তথাকথিত প্রগতিশীল মুসলিম স্কলারদের একটি অংশও এই প্রাচ্যবাদী প্রভাবের ছায়ায় দীনের আসল বোঝাপড়াকে গুরুত্বহীন করে তোলার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন মনোমুগ্ধকর স্লোগান ও ভ্রান্ত যুক্তির আড়ালে উম্মাহর মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে,যার পরিণতিতে মুসলমানদের ঈমানি অবস্থান দুর্বল হচ্ছে, দীনের মূল সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছে।
এমতাবস্থায় মাওলানা Iftekhar Sifat হাফিজাহুল্লাহর রচিত "ফাহমুস সালাফ" গ্রন্থটি সময়ের এক সাহসী উচ্চারণ।এটি শুধু একটি গবেষণাগ্রন্থ নয়,বরং একটি বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ,যা দীনের প্রকৃত ফাহমকে নতুন প্রজন্মের সামনে বিশ্লেষণধর্মী ও আত্মবিশ্বাসী ভাষায় উপস্থাপন করেছে। বইটিতে সালাফে সালেহিনের মানহাজ কী, কেন তা অনুসরণযোগ্য, কিভাবে তা প্রজন্ম থেকে প্রজন্মে হেফাজতপ্রাপ্ত হয়ে এসেছে, এবং কেন এই ধারার বাইরে যাবার অর্থই হলো বিভ্রান্তির মুখে পতিত হওয়া,সেসব বিষয়ে প্রাঞ্জল আলোচনার পাশাপাশি ভ্রান্ত ফেরকা ও আধুনিক চেতনার গোঁড়ামিরও খণ্ডন করা হয়েছে।
এটি এমন এক সময় প্রকাশিত হয়েছে,যখন মুসলিম উম্মাহ চিন্তাজগতে অনিশ্চয়তা ও বিভ্রান্তির ধোঁয়াশায় ঘেরা। তখন এই বই যেন বাতিঘরের মতো দীনের বিশুদ্ধ মানহাজ ও চিন্তাকে সামনে তুলে ধরেছে।
"ফাহমুস সালাফ" মুলত কোনো আবেগনির্ভর প্রতিক্রিয়ার ফসল নয়; এটি একটি সুসংহত, প্রমাণভিত্তিক, চিন্তাপ্রবাহের ধারায় লেখা এমন একটি গ্রন্থ,যা সালাফে সালেহিনের ফাহম ও মানহাজকে সঠিকভাবে বুঝতে ও অনুধাবন করতে সহায়তা করবে। দীনের ব্যাপারে যারা প্রকৃত মাপকাঠিতে ফিরে যেতে আগ্রহী,যারা চান ভ্রান্ত স্লোগান থেকে বেরিয়ে এসে সঠিক মানহাজে দৃঢ়ভাবে অবস্থান নিতে,তাদের জন্য এ বই অপরিহার্য পাঠ্য।
Mahfuj Alam Zidan Khan
২৮.০৭.২০২৫ ইং