সিজদাহ পাবলিকেশন

সিজদাহ পাবলিকেশন শব্দের বুননে উম্মাহ বিনির্মাণ
(1)

30/07/2025

ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক হওয়ার আগের দিনগুলোতে ফিরে যাই চলুন। আপনার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল আপনার প্রতিবেশীর। একে অন্যের খোঁজখবর নিতেন। তার পরামর্শ শুনতেন, সেও আপনার পরামর্শ গ্রহণ করত।

কিন্তু আজ?

আজ আমরা জীবন কাটাই কোনো এক অপরিচিত ব্লগার, ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের কথায়। এক সকালে উঠে অন্য মনের মানুষ হয়ে যাই, রাতে আবার ঘুমাতে যাই ভিন্ন এক চরিত্র নিয়ে।

#ডোপামিন বই থেকে (প্রকাশিত হয়েছে)

প্রি-অর্ডার করুন আপনার পছন্দের যেকোনো বুকশপে

30/07/2025

স্ব-কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের একটি বড় সমস্যা রয়েছে, যা আমাদের পারিবারিক জীবনে নেতিবাচকভাবে প্রভাব ফেলে। সেই সমস্যাটি হলো ‘কাজের প্রতি আসক্তি’। যেমন ধরুন, একজন ব্যক্তি প্রমোশনের জন্য নিজের ওপর বাড়তি কাজ বা ওভারটাইম চাপিয়ে নেয়, যা তার মানসিক স্বাস্থ্য, সময় ও আগ্রহকে ক্ষয় করে ফেলে। ফলে পারিবারিক বিষয়গুলো উপেক্ষিত হয় আর সামাজিক সম্পর্কগুলো একপেশে হয়ে যায়।

কখনো কখনো চাকরির প্রতি আসক্তি এমন মাত্রায় পৌঁছে যায় যে, মানুষ এমন কোনো কাজ খুঁজতে থাকে যা মূলত চাকরি-জাতীয়, যদিও সে জানে সেটি অপ্রয়োজনীয় বা ফলহীন। কারণ তার কাছে চাকরিটাই একমাত্র শান্তিদায়ক আশ্রয়স্থল হয়ে উঠেছে!

- ব্যালেন্স ইউর লাইফ থেকে (নতুন প্রকাশিত বই)

প্রি-অর্ডার করুন আপনার পছন্দের যেকোনো বুকশপে

ডোপামিন কী?ডোপামিন হলো মানবমস্তিষ্কে থাকা একধরনের রাসায়নিক বার্তাবাহক। যখন কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে, ডোপামিন সেই খবরটা ...
29/07/2025

ডোপামিন কী?

ডোপামিন হলো মানবমস্তিষ্কে থাকা একধরনের রাসায়নিক বার্তাবাহক। যখন কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে, ডোপামিন সেই খবরটা মস্তিষ্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়।

কখন ডোপামিন নিঃসরণ হয়?

ডোপামিন বের হয়, যখন আমরা পছন্দের কোনো কাজ করি...

• পছন্দের গান শুনলে
• মজার সিনেমা দেখলে
• ভিডিও গেম জিতলে
• কারো থেকে প্রশংসা পেলে
• মজাদার কিছু খেলে
• কিংবা সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্ট পেলে
• এমনকি… কোনো লক্ষ্য পূরণ করলেও ডোপামিন আপনাকে সুখের অনুভূতি দেয়।

ডোপামিন কেন এত গুরুত্বপূর্ণ?

ডোপামিন আমাদের মোটিভেশন মেশিন চালু রাখে। সে আমাদের বলে “এই কাজটা করো, এতে মজা আছে!” আর এই অনুভূতির কারণেই আমরা সেই কাজটা বার বার করতে থাকি, যা আমাদের আনন্দ দেয়।

কারণ, যদি আপনি কোনো কাজে আনন্দ না পান, তাহলে সেটা করতে মন চাইবে না।

এজন্য অনেকেই ডোপামিনকে বলে ‘Reward Chemical’। কারণ মস্তিষ্ক যখন আনন্দ পায়,
ডোপামিন তখন বলে — এই আনন্দই তো তোমার পুরস্কার! আরও বেশি করে কাজটা করো

আপনার আনন্দ, আগ্রহ আর মোটিভেশনের এই রহস্যগুলো জানতে চাইলে, আরও গভীরভাবে বুঝতে চাইলে— এই বইটি আপনার জন্য।

বই : ডোপামিন : ইসলামের আলোকে ডিজিটাল প্রতারণাময় যুগে মানব-হৃদয়ের চিকিৎসা
মূল : নুরান হাসান
অনুবাদ : সাজ্জাদ হুসাইন
পৃষ্ঠা : 208
বাঁধাই : হার্ডকাভার
মুদ্রিত মূল্য : 350৳

ডোপামিন, শর্ট পিডিএফ
https://drive.google.com/file/d/1kvgmYVwO6YdahGTjL_8ZdBHZ0-Y7hvNf/view?usp=sharing

* অর্ডার লিংক
* প্রকাশনীর লিংক : https://sijdahpublication.com/offer/dopamin/

* রকমারি : https://www.rokomari.com/book/482677/dopamine

* ওয়াফিলাইফ : https://www.wafilife.com/dopamin-islamer-aloke.../dp/1328748

আমাদের নতুন তিনটা বই মার্কেটে চলে এসেছে আলহামদুলিল্লাহ। ৫ তারিখ পর্যন্ত প্রি-অর্ডারে অর্ডার করা যাবে।অর্ডার লিংক কমেন্টে...
29/07/2025

আমাদের নতুন তিনটা বই মার্কেটে চলে এসেছে আলহামদুলিল্লাহ।

৫ তারিখ পর্যন্ত প্রি-অর্ডারে অর্ডার করা যাবে।

অর্ডার লিংক কমেন্টে

* বাংলাবাজার আমাদের বইয়ের প্রাপ্তিস্থান :

আমাদের ঠিকানা : ইসলামী টাওয়ার, চতুর্থ তলা, দোকান নং ৭। (ইহদা পাবলিকেশন)

এ ছাড়া টাওয়ারের দ্বিতীয় তলায় আশরাফিয়া বুক হাউসে আমাদের সব বই পাওয়া যায়।

আমাদের এই বইটার বাঁধাই নিয়ে পাঠকদের মন-খারাপি ছিল। সমস্যাটা বাঁধাইতে ছিল না, কাগজ খারাপ পড়াতে ওই সমস্যাটা হয়েছিল। এবার য...
29/07/2025

আমাদের এই বইটার বাঁধাই নিয়ে পাঠকদের মন-খারাপি ছিল। সমস্যাটা বাঁধাইতে ছিল না, কাগজ খারাপ পড়াতে ওই সমস্যাটা হয়েছিল। এবার যথেষ্ট সুন্দর করে আনা হয়েছে আলহামদুলিল্লাহ। ধরলেই মন ভালো হয়ে যাবে।

ডোপামিন বইতে নলেজের বিভ্রান্তি নিয়ে দারুণ কিছু কথা আছে। আমরা আজকাল জ্ঞানের বিভ্রান্তিতে ডুবে থাকি! শুনতে অবাক মনে হলেও, ...
29/07/2025

ডোপামিন বইতে নলেজের বিভ্রান্তি নিয়ে দারুণ কিছু কথা আছে। আমরা আজকাল জ্ঞানের বিভ্রান্তিতে ডুবে থাকি! শুনতে অবাক মনে হলেও, এটা সত্যি। আমার সব শিখতে হবে, ওই কোর্স, সেই কোর্স কিংবা নাম না জানা আরও আরও কোর্সে ভর্তি হতে হবে, এসব হচ্ছে বিভ্রান্তি। আপনার ফোকাস নষ্ট করে দেয়।

আপনি বরং শিখবেন, বেছে বেছে শিখবেন, যা জরুরি, তা শিখবেন। এলোমেলোভাবে কিছু শিখলে তা উপকারের চেয়ে সময় নষ্ট করে বেশি। আশা করি বইটা আপনারা আগাগোড়া পড়বেন। ইনশাআল্লাহ এমন কিছু জানতে পারবেন, যা আপনার জীবন পরিবর্তন করে দেবে।

#ডোপামিন

পাঁচ তারিখ পর্যন্ত প্রি-অর্ডার চলবে।

28/07/2025

ডোপামিন কোটেশন প্রতিযোগিতার শেষ সময় ৩ আগস্ট।
পুরুস্কার পাবে ১০ জন।
আপনার পরিচিত মানুষেরা অংশগ্রহণ করেছে তো?

📘বুক রিভিউ:"ফাহমুস সালাফ"প্রজন্মান্তরে বয়ে চলা দীনের বিশুদ্ধ বুঝের প্রামাণ্য দলিল:ইসলামের প্রকৃত রূপ ও বিশুদ্ধ ফাহমকে বি...
28/07/2025

📘বুক রিভিউ:"ফাহমুস সালাফ"প্রজন্মান্তরে বয়ে চলা দীনের বিশুদ্ধ বুঝের প্রামাণ্য দলিল:

ইসলামের প্রকৃত রূপ ও বিশুদ্ধ ফাহমকে বিশ্বমঞ্চ থেকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র আজ সুপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। পশ্চিমা সভ্যতা ও প্রাচ্যবাদী মতাদর্শগুলো দীর্ঘদিন ধরে ইসলামকে এমনভাবে উপস্থাপন করতে চায়, যেন তা তাদের সেক্যুলার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই বিকৃত উপস্থাপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সালাফে সালেহিন থেকে প্রাপ্ত মুতাওয়ারিস ফাহম,যা একদিকে কুরআন ও সহিহ সুন্নাহর নির্ভুল উপলব্ধি, অন্যদিকে চিন্তার এক অটল মানদণ্ড।

তাদের এই প্রামাণ্য ফাহমকে ভেঙে দেওয়ার প্রয়াসে প্রাচ্যবিদরা এটিকে "জড়", "কঠোর", "প্রচলিত", "অচল" ইত্যাদি শব্দে আক্রমণ করেছে। আধুনিকতাবাদী ও তথাকথিত প্রগতিশীল মুসলিম স্কলারদের একটি অংশও এই প্রাচ্যবাদী প্রভাবের ছায়ায় দীনের আসল বোঝাপড়াকে গুরুত্বহীন করে তোলার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন মনোমুগ্ধকর স্লোগান ও ভ্রান্ত যুক্তির আড়ালে উম্মাহর মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে,যার পরিণতিতে মুসলমানদের ঈমানি অবস্থান দুর্বল হচ্ছে, দীনের মূল সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছে।

এমতাবস্থায় মাওলানা Iftekhar Sifat হাফিজাহুল্লাহর রচিত "ফাহমুস সালাফ" গ্রন্থটি সময়ের এক সাহসী উচ্চারণ।এটি শুধু একটি গবেষণাগ্রন্থ নয়,বরং একটি বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ,যা দীনের প্রকৃত ফাহমকে নতুন প্রজন্মের সামনে বিশ্লেষণধর্মী ও আত্মবিশ্বাসী ভাষায় উপস্থাপন করেছে। বইটিতে সালাফে সালেহিনের মানহাজ কী, কেন তা অনুসরণযোগ্য, কিভাবে তা প্রজন্ম থেকে প্রজন্মে হেফাজতপ্রাপ্ত হয়ে এসেছে, এবং কেন এই ধারার বাইরে যাবার অর্থই হলো বিভ্রান্তির মুখে পতিত হওয়া,সেসব বিষয়ে প্রাঞ্জল আলোচনার পাশাপাশি ভ্রান্ত ফেরকা ও আধুনিক চেতনার গোঁড়ামিরও খণ্ডন করা হয়েছে।

এটি এমন এক সময় প্রকাশিত হয়েছে,যখন মুসলিম উম্মাহ চিন্তাজগতে অনিশ্চয়তা ও বিভ্রান্তির ধোঁয়াশায় ঘেরা। তখন এই বই যেন বাতিঘরের মতো দীনের বিশুদ্ধ মানহাজ ও চিন্তাকে সামনে তুলে ধরেছে।

"ফাহমুস সালাফ" মুলত কোনো আবেগনির্ভর প্রতিক্রিয়ার ফসল নয়; এটি একটি সুসংহত, প্রমাণভিত্তিক, চিন্তাপ্রবাহের ধারায় লেখা এমন একটি গ্রন্থ,যা সালাফে সালেহিনের ফাহম ও মানহাজকে সঠিকভাবে বুঝতে ও অনুধাবন করতে সহায়তা করবে। দীনের ব্যাপারে যারা প্রকৃত মাপকাঠিতে ফিরে যেতে আগ্রহী,যারা চান ভ্রান্ত স্লোগান থেকে বেরিয়ে এসে সঠিক মানহাজে দৃঢ়ভাবে অবস্থান নিতে,তাদের জন্য এ বই অপরিহার্য পাঠ্য।

Mahfuj Alam Zidan Khan
২৮.০৭.২০২৫ ইং

সিলেটে আমাদের সব বই পাওয়া যায় মাকতাবুশ শামসে। বন্দরবাজার। কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট।
28/07/2025

সিলেটে আমাদের সব বই পাওয়া যায় মাকতাবুশ শামসে।

বন্দরবাজার। কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট।

28/07/2025

বইটি অনুবাদ করতে গিয়ে আমি অনুভব করেছি, বইটির প্রতিটি লাইন আমার নিজের জন্যই যেন লেখা! আমি আশাবাদী, বাংলাভাষী পাঠকগণ, বিশেষ করে শিক্ষিত মানুষদের জন্য এ গ্রন্থটি ‘আঁধারে আলোর মশাল’ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

মূলত আমাদের প্রবৃত্তির চাহিদা হচ্ছে এই ডোপামিন চক্র, যা সহজ ও ইন্সট্যান্ট আনন্দ চায়। কিন্তু আমাদের ঈমান শিক্ষা দেয় সংযম, আত্মনিয়ন্ত্রণ ও চিরস্থায়ী সুখের দিকে ধাবিত হওয়া।

এ গ্রন্থ শুধু ডোপামিনকে বোঝার জন্য নয়; বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য লেখা হয়েছে। যেন আমরা বুঝতে পারি, মস্তিষ্ককে খুশি করার পেছনে ছোটার আগে হৃদয়কে সুস্থ করা জরুরি। কেননা সুখ শুধু মস্তিষ্কের বিষয় নয়। সুখ হচ্ছে ঈমানের উপলব্ধি ও আত্মিক প্রশান্তি, যা কেবল আল্লাহর নৈকট্যেই পাওয়া যায়।

–মাওলানা সাজ্জাদ হুসাইন (অনুবাদক)

বই : ডোপামিন : ইসলামের আলোকে ডিজিটাল প্রতারণাময় যুগে মানব-হৃদয়ের চিকিৎসা
মূল : নুরান হাসান
অনুবাদ : সাজ্জাদ হুসাইন
পৃষ্ঠা : 208
বাঁধাই : হার্ডকাভার
মুদ্রিত মূল্য : 350৳

ওয়াফিলাইফে যারা প্রি-অর্ডার করেছেন। দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রি-অর্ডার চলবে পাঁচ তারিখ পর্যন্ত।
28/07/2025

ওয়াফিলাইফে যারা প্রি-অর্ডার করেছেন। দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রি-অর্ডার চলবে পাঁচ তারিখ পর্যন্ত।

আলহামদুলিল্লাহ। ডোপামিন বইটি বাংলাবাজার কাউন্টারে চলে এসেছে।বাংলাবাজার বইয়ের প্রাপ্তিস্থান : আমাদের ঠিকানা : ইসলামী টাওয়...
28/07/2025

আলহামদুলিল্লাহ।
ডোপামিন বইটি বাংলাবাজার কাউন্টারে চলে এসেছে।

বাংলাবাজার বইয়ের প্রাপ্তিস্থান :

আমাদের ঠিকানা : ইসলামী টাওয়ার, চতুর্থ তলা, দোকান নং ৭। (ইহদা পাবলিকেশন)

এ ছাড়া টাওয়ারের দ্বিতীয় তলায় আশরাফিয়া বুক হাউসে আমাদের সব বই পাওয়া যায়।

Address

BanglaBazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801812622442

Alerts

Be the first to know and let us send you an email when সিজদাহ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিজদাহ পাবলিকেশন:

Share

Category