BSB - Social

BSB - Social WE HELP YOU TO GROW & BUILD YOUR BUSINESS ONLINE. CONTACT : 01970 - 29 89 49 | SAT - THU ( 10 AM - 7 PM ) Branding Social Business
Locally & Globally.
(6)

ফেসবুকে ট্রাভেল এজেন্সি কিংবা যেকোনো বিজনেসের প্রফেশনাল পেইজ সেটআপ থেকে  শুরু করে ফেসবুক অ্যাড , পেইজের লাইক, লোগো , ব্য...
09/01/2025

ফেসবুকে ট্রাভেল এজেন্সি কিংবা যেকোনো বিজনেসের প্রফেশনাল পেইজ সেটআপ থেকে শুরু করে ফেসবুক অ্যাড , পেইজের লাইক, লোগো , ব্যানার ইত্যাদি সঠিক ভাবে শুরু করুন। শুরুটা গুছিয়ে নিলে ব্যবসাও সাজানো থাকবে।

📞 আমাদের দক্ষ কাস্টমার কেয়ার টিম আপনার সাথে কথা বলে কি কি করণীয় সেটি জানিয়ে দিবেন। সঠিক গাইডলাইন নিয়ে অথবা প্রয়োজনে ট্রেনিং নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন।

🔖 ব্যবসা শুরু / প্রচারে আপনার জন্য প্রাথমিক ভাবে নিম্নোক্ত সার্ভিস গুলো অত্যাবশ্যকীয়।

✅ ফ্রী গাইডলাইন্স
✅ প্রফেশনাল পেইজ সেটআপ
✅ লোগো এবং কভার
✅ পণ্য / সার্ভিসের ব্যানার ডিজাইন
✅ ফেসবুক অ্যাড এবং লাইক ক্যাম্পেইন
✅ আনলিমিটেড ডলার / অ্যাড একাউন্ট সুবিধা
✅ প্যাকেজ এবং প্যাকেজ ছাড়া - সার্ভিস
___________

⏰সার্ভিস টাইম
শনি থেকে বৃহস্পতিবার
( সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত )

|| ☎️ যোগাযোগ
Contact : 01970298949
WhatsApp : 01970-298949
___________

👟 জুতার ব্যবসায়ে কাস্টমারদের টার্গেটিং ( রিচ অডিয়েন্স ) ঠিক ভাবে না করার ফলে- জুতা দামী এবং মার্কেটে চাহিদা থাকলেও আশানু...
05/01/2025

👟 জুতার ব্যবসায়ে কাস্টমারদের টার্গেটিং ( রিচ অডিয়েন্স ) ঠিক ভাবে না করার ফলে- জুতা দামী এবং মার্কেটে চাহিদা থাকলেও আশানুরূপ সেল বেশীরভাগ সময়ই আসে না।

🆒 অন্যদিকে শোরুমের কর্মচারী বসে থাকলে কিংবা সাপ্লায়ারের পেমেন্ট ঠিক মতো না দিতে পারলে - মালিকের চিন্তা বেড়ে যায়।

ডলার আরো বেশি বাড়াবো নাকি মার্কেটার পরিবর্তন করবো - এই চিন্তার পাশাপাশি ব্র্যান্ডের জুতা হওয়াতে পেইজ রিজেক্ট হওয়ার ঝুঁ/কি তো থাকেই।

আপনার জুতার ব্যবসায় যদি উপরের সমস্যাগুলো প্রতিনিয়ত ঘুরেফিরে চলে আসে - তাহলে BSB Social এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

💹 জুতার ব্যবসায়ে অভিজ্ঞ আমাদের একজন মার্কেটার আপনার সাথে কথা বলে ব্যবসায়িক চিন্তা মুক্ত করতে পারবেন বলে আশাবাদী।

____


যেকোনো প্রতিশ্রুতি বা ওয়াদা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন এককথার মানুষ। তিনি আমাদের সব সময় বলতেন, জবান-জবানই। তাঁর সময়কালের ...
05/01/2025

যেকোনো প্রতিশ্রুতি বা ওয়াদা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন এককথার মানুষ। তিনি আমাদের সব সময় বলতেন, জবান-জবানই। তাঁর সময়কালের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন খুবই দুঃসাহসী। দেশের যেসব উদ্যোক্তা সম্পূর্ণ নিজের চেষ্টা ও উদ্যোগে শূন্য থেকে বড় শিল্পোদ্যোক্তা হয়েছেন, তিনি তাঁদের একজন।

৭৬ বছর বয়সে মারা গেছেন সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান।

|| পুরান ঢাকার ব্যবসায়ী হওয়ায় যেকোনো প্রতিশ্রুতি বা ওয়াদা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন এককথার মানুষ। তিনি আমাদের সব সময় বলতেন, জবান-জবানই। ব্যবসার ক্ষেত্রে ওনার মুখের কথাই ছিল যেন চুক্তি, যার কোনো হেরফের হতো না। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও ছিলেন পরিচ্ছন্ন। যাঁরা তাঁর সঙ্গে ব্যবসা বা ব্যবসায়িক লেনদেন করেছেন, তাঁরা তাঁর এই গুণের কথা জানেন।

দেশে খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে তিনি ছিলেন একজন যোদ্ধা। তাঁর সময়কালের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন খুবই দুঃসাহসী। অনেক বড় স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নও করতেন।

আমার বাবার (ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা) কাছে তাঁর সাহসের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। পরে নিজে যখন ব্যবসার সঙ্গে যুক্ত হই, তখন কাছ থেকে তাঁর অনেক সাহসী উদ্যোগ দেখেছি। আমাদের বেশ কিছু সম্পদ তিনি কিনে নিয়েছেন। যখন তিনি এসব সম্পদ কিনেছেন, তখন বলেছেন, তোমাদের কোনো সম্পদই আমার হাতে নষ্ট হবে না; বরং বড় হবে।

ফজলুর রহমানকে আমি চাচা ডাকতাম। তিনি আমাকে ডাকতেন বাবজান। আমার কাছে তাঁকে মনে হয়, একক চেষ্টায় সফল একজন মানুষ (সেলফ মেড ম্যান) ও উদ্যোক্তা। সমাজের প্রতিও ছিলেন দায়িত্বশীল। পুরান ঢাকার মানুষের চিকিৎসার কথা ভেবে গড়ে তুলেছিলেন আজগর আলী হাসপাতাল। আমরা যারা তাঁর সন্তানতুল্য উদ্যোক্তা, তাদের তিনি সব সময় একটি কথাই বলতেন, ব্যবসায় পরিশ্রম ছাড়া সফল হওয়ার সহজ কোনো (শর্টকাট) পথ নেই। ||

লিখেছেন: মঈন উদ্দিন হাসান রশিদ, চেয়ারম্যান, ইউনাইটেড গ্রুপ

💹 বিজনেস পেইজের ফলোয়ার এবং রিচ বাড়াতে কিছু ব্যাসিক নিয়ম মেনে আগলে প্রতিনিয়ত রেজাল্ট ইম্প্রুভ হবে। 🔖 শুরুতেই উদ্যোক্তাদের...
03/01/2025

💹 বিজনেস পেইজের ফলোয়ার এবং রিচ বাড়াতে কিছু ব্যাসিক নিয়ম মেনে আগলে প্রতিনিয়ত রেজাল্ট ইম্প্রুভ হবে।

🔖 শুরুতেই উদ্যোক্তাদের কনটেন্টের মান উন্নত এবং কন্টেন্ট প্ল্যান করে নিতে হবে। আপনার ব্যবসার ধরন অনুযায়ী আকর্ষণীয় ছবি, ভিডিও বা লেখা যেটি আপনার বিজনেসের সাথে রিলেটেড তেমন কিছু পোস্ট করুন।

🔖 প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট দিন পোস্ট করুন।

🔖 গুরুত্বপূর্ণ আপডেট, সামাজিক কাজের উদ্যোগ, কিভাবে পণ্য কিংবা সার্ভিস এর ম্যান বজায় রাখেন, কোন পণ্যের কি সুবিধা, বর্তমানে সবচেয়ে চাহিদা কোন প্রোডাক্ট এর, আজকের দিনের বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটি - ইত্যাদি শেয়ার করুন।

🔖 লাইক, শেয়ার এবং কমেন্ট আসবে এমন কিছুর প্ল্যান করে গিফট , লটারী, পুরস্কার , প্রতিযোগিতা ইত্যাদি প্ল্যান করুন।

বিস্তারিত আগামী পর্বে .....

ফেসবুক মার্কেটিং সার্ভিস এবং আপনার ব্যবসা নিয়ে যেকোনো পরামর্শ করতে BSB Social এর সাথেই থাকুন।

___________

⏰সার্ভিস টাইম
শনি থেকে বৃহস্পতিবার
( সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত )

|| ☎️ যোগাযোগ
Contact : 01970298949
WhatsApp : 01970-298949
___________

সম্মানিত উদ্যোক্তাগণ, শুক্রবারে নামাজের জায়নামাজে সবকিছুর পাশাপাশি আপনার ব্যবসাও যেন উন্নতি হয়- সেই দোয়া চাইতে ভুলবেন না...
02/01/2025

সম্মানিত উদ্যোক্তাগণ, শুক্রবারে নামাজের জায়নামাজে সবকিছুর পাশাপাশি আপনার ব্যবসাও যেন উন্নতি হয়- সেই দোয়া চাইতে ভুলবেন না।

🎯 ২০২৫ সালে এসেও ফেসবুক ব্যবসায়ে এখনো কিছুতে আটকে থাকলে কিংবা কিভাবে কি করবেন সেটি বুঝতে পারছেন না - এমন অনেক ঝামেলা থেক...
01/01/2025

🎯 ২০২৫ সালে এসেও ফেসবুক ব্যবসায়ে এখনো কিছুতে আটকে থাকলে কিংবা কিভাবে কি করবেন সেটি বুঝতে পারছেন না - এমন অনেক ঝামেলা থেকে পরিষ্কার ধারণা পেতে আমাদের ফ্রি পরামর্শ নিয়ে আশা করি ব্যবসা এগিয়ে নিতে পারবেন।

✅ ফ্রি বিজনেস পেইজ অডিট
✅ ফ্রি মার্কেটিং এবং কন্টেন্ট প্ল্যানিং
✅ ফ্রি বাজেট আইডিয়া

অবশ্যই মেসেজ অথবা কল করে আমাদের শিডিউল বুক করে নেওয়ার জন্য অনুরোধ রইলো।
___________


🎯 অনলাইন ব্যবসায়ে ছোট উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম থাকলেও বাজেট, মার্কেটিং প্ল্যান কিংবা অভিজ্ঞ মার্কেটারের  অভাবে ব্যবসাট...
30/12/2024

🎯 অনলাইন ব্যবসায়ে ছোট উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম থাকলেও বাজেট, মার্কেটিং প্ল্যান কিংবা অভিজ্ঞ মার্কেটারের অভাবে ব্যবসাটি গুছিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। একসময় চরম হতাশা থেকে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা চলে আসে।

🔖 সেই জায়গা থেকেই BSB Social দ্রুতই নতুন বছরে আপনার ব্যবসায়িক পরিকল্পনা এবং মার্কেটিংকে সহজ করার জন্য ব্যবসায়ের ধরণ ও আকার অনুযায়ী কয়েকটি সাশ্রয়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন।

বিস্তারিত জানার জন্য আপনার মোবাইল নম্বরটি ( মেসেজ / কমেন্ট ) জানিয়ে রাখলে আমাদের একজন প্রতিনিধি কল করে বিস্তারিত জানাবেন। তাছাড়া আমাদের পেইজে চোখ রাখুন ....
___________

⏰সার্ভিস টাইম
শনি থেকে বৃহস্পতিবার
( সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত )

|| ☎️ যোগাযোগ
Contact : 01970298949
WhatsApp : 01970-298949
___________

১৮ বছর আগে এক প্রতিবেশীর কাছ থেকে মাত্র ৫০ টাকা ধার নিয়ে ঘর ছেড়েছিলেন, আর এখন একজন সফল ফল ব্যবসায়ী ও আমদানিকারক। কয়েক কো...
29/12/2024

১৮ বছর আগে এক প্রতিবেশীর কাছ থেকে মাত্র ৫০ টাকা ধার নিয়ে ঘর ছেড়েছিলেন, আর এখন একজন সফল ফল ব্যবসায়ী ও আমদানিকারক। কয়েক কোটি টাকার ব্যবসা তাঁর।

আলী হোসেন আরিফের গল্পটা রূপকথার মতোই। সততা আর পরিশ্রম যে মানুষকে বিমুখ করে না, এর এক প্রমাণ তিনি।

বিস্তারিত কমেন্টে ...

🔖 ফেসবুকে ব্যবসা শুরু করে অনেক সুযোগ থাকা স্বত্তেও আপনি কি পিছিয়ে গেছেন কিংবা কোনো সমস্যায় আটকে আছেন ? কোনো রকম অস্বস্তি...
29/12/2024

🔖 ফেসবুকে ব্যবসা শুরু করে অনেক সুযোগ থাকা স্বত্তেও আপনি কি পিছিয়ে গেছেন কিংবা কোনো সমস্যায় আটকে আছেন ?

কোনো রকম অস্বস্তি ছাড়াই আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আপনার সমস্যার কথা অনুগ্রহ করে জানাবেন। আমাদের একজন দক্ষ প্রতিনিধি আপনার সাথে কথা বলে প্রয়োজনীয় গাইডলাইন্স আপনাকে জানিয়ে সহায়তা করবেন।

🎯 আমাদের লক্ষ্য সকল উদ্যোক্তাদের পাশে থেকে তাদেরকে সহায়তা করা। আপনার ব্যবসার প্রসারে আমরা গর্বিত অংশ হয়ে একসাথে এগিয়ে যেতে চাই।
___________

⏰সার্ভিস টাইম
শনি থেকে বৃহস্পতিবার
( সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত )
|| ☎️ যোগাযোগ
Contact : 01970298949
WhatsApp : 01970-298949
___________

বিজয় এবং ব্যবসা - দুই জায়গাতেই রয়েছে স্বাধীনতা। বিজয়ের দিনে শপথ হউক ব্যবসায়িক বিজয়ের। সকলকে BSB - Social এর পক্ষ থেকে বি...
16/12/2024

বিজয় এবং ব্যবসা - দুই জায়গাতেই রয়েছে স্বাধীনতা। বিজয়ের দিনে শপথ হউক ব্যবসায়িক বিজয়ের। সকলকে BSB - Social এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।

15/12/2024

Don't close your business because your family or friends don't support you. The world is full of strangers rooting for you!

সম্মানিত উদ্যোক্তাদের অবগতির জন্য জানাচ্ছি, অনেকেই দ্রুত ফেসবুক মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য অনুরোধ করলেও আমাদের প্রতিদ...
05/12/2024

সম্মানিত উদ্যোক্তাদের অবগতির জন্য জানাচ্ছি, অনেকেই দ্রুত ফেসবুক মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য অনুরোধ করলেও আমাদের প্রতিদিনের ( শনি - বৃহস্পতি ) সার্ভিস টাইম সন্ধ্যা ৭ টা পর্যন্ত হওয়ায় এবং আগামীকাল শুক্রবার অফিস সাপ্তাহিক বন্ধ থাকায় - আপনাদের সকলের মেসেজের রিপ্লাই পুনরায় শনিবার থেকে আশা করি দ্রুত পেয়ে যাবেন।

Address

Mirpur 12
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 20:00 - 23:45
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801970298949

Alerts

Be the first to know and let us send you an email when BSB - Social posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BSB - Social:

Share