ধী - dhee

ধী - dhee আপনার বইয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - 'ধী' ! www.dheebooks.com
সহজ, সুলভ এবং দ্রুত!
(1)

বই জ্ঞানের পরিধি বাড়ায়। বাড়ায় চিন্তার পরিধি, কল্পনার বিস্তৃতি। বই-ই হচ্ছে অতীত - বর্তমান- ভবিষ্যৎ এর সেতু বন্ধন। বইরয়ের পাতায় গড়িয়ে গড়িয়ে ঘুরে আসা যায় সময়ের এপার- ওপার।

দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, "বই পড়া যেন গত শতকের মহৎ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করা।" যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদেরকে দেখবেন না, আর যারা বর্তমান - এদের সবার জন্য বই হচ্ছে তথ্য ভাণ্ডার।

প্রজন্মের হাত ধরেই গড়ে ওঠে নতুন

সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন সভ্যতা। প্রজন্মের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞান পৌঁছে যায় অতীত থেকে ভবিষ্যতে, আর যার আধার হচ্ছে বই। বই-ই পারে একটি সুসভ্য সমাজ-দেশ-পৃথিবী গড়ে তুলতে।

প্রযুক্তির এই যুগে প্রযুক্তির কোলে পিঠে গড়ে ওঠা ও বেড়ে ওঠা এক প্রতিষ্ঠান “ধী” - “dhee - the pierian spring”। জ্ঞান এর দুয়ার, চিন্তার দুয়ার, কল্পনার দুয়ার যেন সবার জন্য খুলে যায়, জ্ঞান এর ঝর্ণা যেন সবার তৃষ্ণা মেটায়, বই যেন হাতে হাতে পৌছে যায় শেষ পাঠকেরও কাছে, খুব সহজে - সে লক্ষ্য নিয়েই “ধী” এর জন্ম।

আমরা কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, কেউ ভ্রমণ, কেই ইতিহাস ভালোবাসি। কেউবা গবেষনা গ্রন্থ খুঁজি, অথবা খুঁজি কোন রেফারেন্স বই। কিংবা খুঁজি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বই পত্র । যার সবটাই আমাদের দুয়ারে পৌঁছে দেবার ব্রত নিয়েই “ধী” এর আগমন।
এই ব্যস্ত জীবনে বেরসিক কাজকর্মের ভীড়ে খুব সহজে প্রযুক্তির সহায়তায় আপনার প্রয়োজনীয় বইটি যেন দ্রুততম সময়ে সবচাইতে সহজলভ্য উপায়ে আপনার হাতে পৌঁছে যায়, তার-ই প্রচেষ্টায় লিপ্ত “ধী”। সাফল্য কোন গন্তব্য নয়, সাফল্য হচ্ছে এক অবিরাম যাত্রা। আসুন আমরা সবাই সে যাত্রায় সহযাত্রী হই।
ধী হোক আগামীর অন্যতম বাতিঘর!


জ্ঞান ই মুক্তি!
'ধী - দ্য পাইরিয়ান স্প্রিং'
dhee - the pierian spring.

 #প্রি_অর্ডারযদিও ছেচল্লিশের দাঙ্গার চালচিত্রে তাঁর ভূমিকা নিয়েই চর্চা চারিদিকে, তার বাইরে থাকা এক জীবনের অসংখ্য আলো ছা...
29/09/2025

#প্রি_অর্ডার

যদিও ছেচল্লিশের দাঙ্গার চালচিত্রে তাঁর ভূমিকা নিয়েই চর্চা চারিদিকে, তার বাইরে থাকা এক জীবনের অসংখ্য আলো ছায়ার দলিল এই “আলো আঁধারির গোপাল পাঁঠা”।

কেউ বলেন হিন্দু বীর !

লালবাজারের হিস্ট্রি শিট এর আখ্যায় তিনি আন্ডারওয়ার্ল্ড এর বেতাজ বাদশা!

মাংসের দোকানে কালী মূর্তির মতোই গোপাল পাঁঠা একজন মিথ।

কিন্তু আসলে মানুষটা কে?

খন্ডিত নানা ধারণার বাইরে এই প্রথম তাঁকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াস।

তাঁকে ঘিরে নানা তথ্যের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ “আলো আঁধারির গোপাল পাঁঠা”।

চরমপন্থী বিপ্লবী, নেতাজি অনুগামী, ভারত ছাড়ো আন্দোলনে আগুনখোর যোদ্ধা। গোপালের জীবন জুড়ে রয়েছে এই সব অনালোচিত অধ্যায়। যদিও ছেচল্লিশের দাঙ্গার চালচিত্রে তাঁর ভূমিকা নিয়েই চর্চা চারিদিকে।

বই : আলো আঁধারির গোপাল পাঁঠা
লেখক : সৌরভ গুহ
মূল্য : ৫১০ টাকা [আসল ভারতীয় মুদ্রণ]

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

মানুষের মঙ্গলের জন্যই বিজ্ঞান। আর একজন বিজ্ঞানী গবেষণা করেন মানব-কল্যাণে। মনে-প্রাণে এই মহৎ সত্যটাকেই ধারণ করেন বিজ্ঞানী...
29/09/2025

মানুষের মঙ্গলের জন্যই বিজ্ঞান। আর একজন বিজ্ঞানী গবেষণা করেন মানব-কল্যাণে। মনে-প্রাণে এই মহৎ সত্যটাকেই ধারণ করেন বিজ্ঞানী অসীম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি। প্রচণ্ড ধীশক্তি দিয়ে তিনি অনায়াসে করেন সঙ্কটের সমাধান।

বিজ্ঞান কল্পকাহিনি মানেই আনন্দময় পাঠের আয়োজন। বিজ্ঞানের ডানায় চড়ে কল্পনার ভুবনে ভ্রমণ। বর্ণিল এই সফরের মজাই আলাদা। পাতায় পাতায় চমকে যাওয়া অনুভূতি। তেমনি সব ভালোলাগার ডালিতে সাজানো এ বই।

এক বইয়ে তিন বিজ্ঞান কল্পকাহিনি। বিজ্ঞানী অসীমের গল্পগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পাঠকের আগ্রহে এই প্রথম একসঙ্গে এক মলাটে। কল্পগল্পগুলোর পরতে পরতে রোমাঞ্চ, রহস্য ও উত্তেজনা। প্রতিটির কাহিনি বৈচিত্র্যে ভরা।

পাঠক, বর্ণময় এক জগতে স্বাগত। ছোটদের জন্য জমজমাট কাহিনি। এক নিমেষে পড়ে ফেলা যাবে। ভালো লাগবে বড়দেরও।

বই : অসীম আলো
লেখক : কমলেশ রায়

মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২২৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/701420/oshim-alo

বিশ্ববিখ্যাত শহর বুখারা-সমরকন্দ। ইসলামি ইতিহাসে এর গুরুত্ব আরও বেশি। প্রায় তিন হাজার বছরের সুদীর্ঘ ঐতিহ্য শহর দুটিকে দেদ...
28/09/2025

বিশ্ববিখ্যাত শহর বুখারা-সমরকন্দ। ইসলামি ইতিহাসে এর গুরুত্ব আরও বেশি। প্রায় তিন হাজার বছরের সুদীর্ঘ ঐতিহ্য শহর দুটিকে দেদীপ্যমান করে রেখেছে ইতিহাসের পাতায়। এরা প্রত্যক্ষ করেছে ইতিহাসের নানা পটপরিবর্তন। বর্তমান উজবেকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর দুটি আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান, তৈমুর লংয়ের মতো বিশ্ববিজেতাদের উত্থান-পতনের সাক্ষী। এ অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে রোম ও ব্যাবিলনের সমসাময়িক সময়ে। একসময় শহর দুটি ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের অধীন। এরপর এখানে জ্বলে ওঠে ইসলামের আলো। যে আলো একে আসীন করে শ্রেষ্ঠতম স্থানে।

ইসলামি জ্ঞান-বিজ্ঞানের গবেষণাকেন্দ্র হিসেবে বুখারা-সমরকন্দের খ্যাতি জগৎজোড়া। প্রাচ্য, পাশ্চাত্য, মঙ্গোলীয় ও ইরানি সংস্কৃতির স্রোতধারা মিলিত হয়েছে এর মোহনায়। অবশেষে তা সমৃদ্ধ হয়েছে পবিত্র ধর্ম ইসলামের হাত ধরে। কবিদের কাছে এ অঞ্চল 'প্রাচ্যের রোম' হিসেবে পরিচিত। প্রাচীন আরবি নথিপত্রে উল্লেখ করা হয়েছে 'প্রাচ্যের রত্ন' হিসেবে। ইউরোপীয়দের কাছে পরিচিত 'বিজ্ঞানীদের বিচরণক্ষেত্র' নামে।

বিশ্ববরেণ্য দার্শনিক মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. নব্বই দশকে এই এলাকা সফর করেন। তার সফরসঙ্গী ছিলেন তারই স্নেহধন্য হজরত মাওলানা রাবে হাসানী নদভী হাফি। মুফাক্কিরে
ইসলামের এই মহামূল্যবান সফরকে তিনি লিপিবদ্ধ করেছেন সুন্দরভাবে। এই সফরনামাই হলো 'ফিরে দেখা বুখারা সমরকন্দ' গ্রন্থ। আমরা গ্রন্থটির ব্যাপক প্রচার-প্রসার কামনা করি।

বই : ফিরে দেখা বুখারা সমরকন্দ
লেখক : সাইয়েদ রাবে হাসানী নদভী
অনুবাদ : এনামুল করীম ইমাম

প্রকাশনা : আকিক পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা : ১৬০

মুদ্রিত মূল্য : ২৬০ টাকা
ধী বিক্রয় মূল্য : ১৫৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/68110/fire-dekha-bukhara-somorkondo

বই : ওয়াহাবি আন্দোলনলেখক : আব্দুল মওদুদপ্রকাশনা : স্বরলিপি প্রকাশনপৃষ্ঠা সংখ্যা : ১৬০মুদ্রিত মূল্য : ৩০০ টাকাধী বিক্রয় ম...
28/09/2025

বই : ওয়াহাবি আন্দোলন
লেখক : আব্দুল মওদুদ

প্রকাশনা : স্বরলিপি প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৬০

মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২২৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/181483/wahabi-andolon

ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের  দ্য সিক্রেট অফ সিক্রেটস" প্রকাশিত হয়েছে দেশের অন্যতম সেরা অনুবাদক, লেখক, গবেষক আব...
28/09/2025

ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের দ্য সিক্রেট অফ সিক্রেটস" প্রকাশিত হয়েছে দেশের অন্যতম সেরা অনুবাদক, লেখক, গবেষক আবদুল্লাহ ইবনে মাহমুদের অনুবাদে। সাথে আছে টীকা ও ছবি সংযুক্তি অন্যতম আকর্ষণ হিসেবে। 😍

সিম্বলজির বিশ্বখ্যাত প্রফেসর রবার্ট ল্যাংডন এবার ইউরোপের চেক রিপাবলিগের মায়াবী রাজধানী প্রাগ শহরে পা রাখলো এক যুগান্তকারী বক্তৃতা শোনার জন্য। বক্তা বিখ্যাত নোয়েটিক বিজ্ঞানী ক্যাথারিন সলোমন, যার সাথে ল্যাংডনের মাত্রই প্রেম শুরু হয়েছে। এক বিস্ফোরক বই প্রকাশ করতে চলেছে ক্যাথারিন; বইয়ের পাণ্ডুলিপিতে মানুষের মন ও চিন্তাপ্রক্রিয়া নিয়ে এমন সব আবিষ্কার রয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিষ্ঠিত বিশ্বাসকে নড়বড়ে করে দেবে।

কিন্তু হঠাৎই প্রাগে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় ক্যাথারিন, সঙ্গে হারিয়ে যায় তার সেই পাণ্ডুলিপি। ল্যাংডন নিজেকে আবিষ্কার করলো এক ক্ষমতাধর সংঘের শিকার হিসেবে, তার পিছু নেয় এক আততায়ী, যাকে তুলে আনা হয়েছে প্রাগের প্রাচীনতম পৌরাণিক কাহিনি থেকে।

প্রাগ থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক, ঘটনার জাল ছড়িয়ে পড়ে সবখানে। মরিয়া হয়ে ল্যাংডন খুঁজতে থাকে ক্যাথারিনকে; দরকার সমস্ত প্রশ্নের উত্তর। তাকে চষে বেড়াতে হয় বিজ্ঞানের অত্যাধুনিক জগৎ আর প্রাচীন কিংবদন্তির দুনিয়া। শ্বাসরুদ্ধকর দৌড় শেষে ল্যাংডন উন্মোচন করে এক ভয়ংকর সত্য- পায় এমন এক গোপন প্রজেক্টের সন্ধান, যা কিনা চিরতরে পাল্টে দেবে মানবজাতির ধারণা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় থ্রিলার লেখক ড্যান ব্রাউনের কলমে ফিরে এলো রবার্ট ল্যাংডন, তার ষষ্ঠ অ্যাডভেঞ্চার এ যাবৎ লেখকের দুর্দান্ততম উপন্যাস। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো, এমন লেখনি কেবল ড্যান ব্রাউনের পক্ষেই সম্ভব।

বই : দ্য সিক্রেট অফ সিক্রেটস (রবার্ট ল্যাংডন ৬)
লেখক : ড্যান ব্রাউন
অনুবাদ : আব্দুল্লাহ ইবনে মাহমুদ
প্রকাশনী : জ্ঞানকোষ প্রকাশনী

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/768494/THE-SECRET-OF-SECRETS-GYANKOSH

বহু মানুষ ভারত ভাগের কারণ এবং তার পরিণাম নিয়ে লিখেছেন। এখনও অনেক বিষয় রয়েছে বাকি- ঐদিনের আলো দেখতে- যা এখনও দেখা যায়নি। ...
28/09/2025

বহু মানুষ ভারত ভাগের কারণ এবং তার পরিণাম নিয়ে লিখেছেন। এখনও অনেক বিষয় রয়েছে বাকি- ঐদিনের আলো দেখতে- যা এখনও দেখা যায়নি। এই বইটিতে এমন একজন মানুষ ও তার অনাবৃত জীবন সম্পর্কে তুলে ধরা হয়েছে। যিনি ঐতিহাসিক শক্তির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ধর্মনিরপেক্ষ আদর্শের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত ছিলেন। কিংবদন্তি স্বাধীনতা যোদ্ধা খান আব্দুল গাফফার খানের পুত্র ওয়ালি খান, যিনি বাদশা খান এবং ফকর-ই-আফগান নামে পরিচিত ছিলেন। বইটির উপকরণ ও দলিলসমূহ পুরোপুরিভাবে ব্রিটিশ সংরক্ষণাগারে শ্রেণিবদ্ধভাবে সংরক্ষিত ছিল। যা সাম্প্রতিককালে ব্রিটিশ সরকার মুক্ত করে দিয়েছে। এই দলিলে এমন সব ছবি উঠে এসেছে- যা অত্যন্ত সংবেদনশীল এবং ভারত ভাগের পরিকল্পনা। সম্পর্কে বহু পুরনো তত্ত্বকে ধ্বংস করে দিয়েছে। ভারতকে দুটি সার্বভৌম ডমিনিয়ন স্ট্যাটাসে বিভক্ত করে এবং পরবর্তীতে যা প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এটি করতে গিয়ে ওয়ালি খান ব্রিটিশ উত্তরাধিকারীদের সেইসব কাজের বিবরণ লিপিবদ্ধ করেছেন এবং প্রশংসা করেছেন- যা তাদের কাছে দেশপ্রেম দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু তাদের আন্তরিকতা সম্পর্কে সন্দেহ জাগিয়ে তুলেছে বিশ্বজুড়ে। বইটি মুসলিম লীগের নেতৃত্বের প্রতি এবং তার ব্রিটিশ পৃষ্ঠপোষকদের উপর তৎকালীন ভারত সম্পর্কে নতুন আলো ফেলেছিল। এটি ভাগ কর এবং শাসন কর অভিজাত খেলার বহু মানুষের সাহসিকতা প্রকাশ করেছে। এক্ষেত্রে ভাগ কর এবং ত্যাগ কর।

বই : দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়ান’স পার্টিশন
লেখক : ওয়ালি খান
অনুবাদ : জাহিদ হোসেন

প্রকাশনা : অন্বেষা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ২০৮

মুদ্রিত মূল্য : ৪৭০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩৩০ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/241064/the-untold-story-of-Indias-partition

গান্ধী-জিন্নাহ বিতর্ক বিংশ শতাব্দীর দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্ব হিসেবে যুক্ত ছিল। তবে এটি দুটি প্রধান আ...
28/09/2025

গান্ধী-জিন্নাহ বিতর্ক বিংশ শতাব্দীর দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্ব হিসেবে যুক্ত ছিল। তবে এটি দুটি প্রধান আদর্শিক ব্যবস্থা হিন্দু ও ইসলাম ধর্মের মধ্যে উত্তেজনাকে মূর্ত করেছে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে, বিশ্বশান্তি এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেকেউ ১৯৪০ এর দশকে ভারতের অভ্যন্তরীণ অগ্রগতির অধ্যয়ন করে লাভবান হতে পারে।
এ বইটিতে ঐতিহাসিক ও বাগ্মীয় সমালোচকের পদ্ধতির সমন্বয়ে যতটা সম্ভব ন্যায্য ও বস্তুনিষ্ঠভাবে বিভাজন বিতর্ক ব্যাখ্যা করার চেষ্টা করেছি।

বই : গান্ধী বনাম জিন্নাহ - দ্য ডিবেট ওভার পার্টিশন
লেখক : অ্যালেন হেইস মেরিয়াম
অনুবাদ : জাহিদ হোসেন

প্রকাশনা : অন্বেষা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ২০০

মুদ্রিত মূল্য : ৪৭০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩৩০ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/830205/gandhi-bonam-jinnah

বিংশ শতাব্দীর শুরুতেই এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হন বিজ্ঞানীরা। কল্পনাতীত সব নতুন আবিষ্কার আমূল পালটে দিতে থাকে র...
28/09/2025

বিংশ শতাব্দীর শুরুতেই এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হন বিজ্ঞানীরা। কল্পনাতীত সব নতুন আবিষ্কার আমূল পালটে দিতে থাকে রিয়েলিটি বা বাস্তবতার ধারণা। বিজ্ঞানীরা জানলেন, একসময় যা মনে হতাে স্বতঃসিদ্ধ ঘটনা, সেগুলাে আসলে সত্যিকার বাস্তবতার এক অতি ক্ষুদ্র অংশমাত্র! আপেক্ষিকতা তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, বিগ ব্যাং থেকে শুরু করে প্রতিটি নতুন আবিষ্কারই যেন বিজ্ঞানীদের রীতিমত পরিহাস করছিল, এই মহাবিশ্ব সম্পর্কে প্রায় কিছুই জানাে তােমরা!”

এরই ধারাবাহিকতায় আরেকটি বড় ধাক্কা এলাে শতাব্দীর শেষভাগে, যখন বিজ্ঞানীরা জানলেন এক অদ্ভুত তথ্য! মহাবিশ্বের দুই ট্রিলিয়ন গ্যালাক্সি, নীহারিকা, ব্ল্যাকহােল, মহাজাগতিক মেঘ গ্রহ, নক্ষত্র ইত্যাদি সর্বসাকুল্যে আমাদের যা কিছু জানা আছে, তা মহাবিশ্বের শতকরা হিসেবে মাত্র ৫ ভাগ! বাকি ৯৫ ভাগ সম্পূর্ণ ব্যাখ্যাতীত রহস্যময় এক ধরনের অজানা বস্তু ও শক্তি। তারা এদের নাম দিলেন ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। বিশ্বব্যাপী শুরু হলাে তীব্র প্রতিযােগিতা। মাটির নীচ থেকে মহাকাশ, বিজ্ঞানীরা অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছেন এই অদৃশ্য উপাদানগুলাের খোঁজে। কিন্তু, তা হলে কী হবে, এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি খুব সামান্যই।

মহাবিশ্বের অজানা ৯৫ ভাগ : ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বইটিতে লেখক আমাদের নিয়ে গেছেন বিজ্ঞানের জগতে এক অদ্ভুত ভ্রমণে, যেখানে আমরা জানতে পারি কীভাবে বিজ্ঞানীরা এই অদ্ভুত বস্তু ও শক্তির সন্ধান পেলেন, কীভাবে এদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলেন এবং জানলেন এগুলাে আসলে কী ধরনের বস্তু বা শক্তি, অথবা এগুলাে কী নয়!

বই : ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি
লেখক : হাসান তারেক চৌধুরী

প্রকাশনা : ভাষাচিত্র
পৃষ্ঠা সংখ্যা : ১৯২

মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩১৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/780886/dark-matter-o-dark-energy

সূচিপত্রপ্রথম পরিচ্ছেদসীমান্তে বিদ্রোহী শিবির।দ্বিতীয় পরিচ্ছেদসাম্রাজ্যের অভ্যন্তরে অবিরাম ষড়যন্ত্র শাহ নিয়ামত উল্লাহর ভ...
28/09/2025

সূচিপত্র
প্রথম পরিচ্ছেদ
সীমান্তে বিদ্রোহী শিবির।
দ্বিতীয় পরিচ্ছেদ
সাম্রাজ্যের অভ্যন্তরে অবিরাম ষড়যন্ত্র শাহ নিয়ামত উল্লাহর ভবিষ্যদ্বাণী
তৃতীয় পরিচ্ছেদ
১৯৯৩
মুসলমান আইনবিদদের সিদ্ধান্ত
হয়
তিনটি শর্ত, যার ফলে একটা ইসলামি দেশ দারুল-হারব বা শত্রু দেশে পরিণত
চতুর্থ পরিচ্ছেদ
ব্রিটিশ শাসনে ভারতীয় মুসলমানদের অন্যায়
বাংলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বণ্টনের খতিয়ান: এপ্রিল, ১৮৭১.
পরিশিষ্ট

বই : দ্য ইন্ডিয়ান মুসলমানস
লেখক : উইলিয়াম হান্টার
অনুবাদ : আব্দুল মওদুদ

প্রকাশনা : স্বরলিপি প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৯০

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২৬৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/668287/the-indian-musalmans

 #প্রি_অর্ডার ধুর, বেশি গরম করে ফেললে রক্তের স্বাদ পাংসে হয়ে যায়। দেখো কাপের পাশে যেখানে রক্ত লেগে আছে, ঠিক সেখানে আগে...
28/09/2025

#প্রি_অর্ডার

ধুর, বেশি গরম করে ফেললে রক্তের স্বাদ পাংসে হয়ে যায়। দেখো কাপের পাশে যেখানে রক্ত লেগে আছে, ঠিক সেখানে আগে ঠোঁট লাগালে চমৎকার একটা ঘ্রাণ নাকে আসে, হিমোগ্লোবিনের কারণে এটা কিছুটা ধাতব বা লৌহঘ্রাণযুক্ত লাগে। আবার কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড ও প্রোটিন ব্রেকডাউনের কারণে টক লাগতে পারে। তবে যাই বলো, একদম নতুন তাজা রক্তের ব্যাপারটাই আলাদা, কি চমৎকার ঝাঁঝালো ঘ্রাণ থাকে। অতঃপর গরম চায়ের সাথে সেটা মিশে গেলে, পান করতে অমৃত লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো, যেহেতু আমরা দুজনই রক্ত প্রেমী।

তাফসির ভয়ে ভয়ে টেবিল থেকে চায়ের কাপটা হাতে তুলে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল কাপের গায়ে লেগে থাকা রক্তের দিকে। তাজা রক্ত, মনে হচ্ছে মাত্রই দেহ থেকে কেটে বের করে আনা হয়েছে।

বই : দ্য গ্যাম্বিট
লেখক : মাহফুজুল হক রিফাত

প্রকাশনা : স্বরবিন্দু প্রকাশন
জনরা : সাইকোলজিক্যাল থ্রিলার

মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা
প্রি-অর্ডার মূল্য : ২৪৫ টাকা মাত্র!

সম্ভাব্য প্রকাশকাল : ১৫ই অক্টোবর, ২০২৫

প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে ভিলেনের চিঠি এবং তলোয়ার বুকমার্ক!

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

পূজা অফারে অধ্যায় প্রকাশনীর সকল বই ৬০% পর্যন্ত ছাড়!! 😍অধ্যায় প্রকাশিত বইসমূহ 🌼১. দ্য লুসিফার কোড লেখক: চার্লস ব্রোকাওঅনু...
28/09/2025

পূজা অফারে অধ্যায় প্রকাশনীর সকল বই ৬০% পর্যন্ত ছাড়!! 😍

অধ্যায় প্রকাশিত বইসমূহ 🌼

১. দ্য লুসিফার কোড
লেখক: চার্লস ব্রোকাও
অনুবাদ: নিজাম উদ্দিন অপু
প্রচ্ছদ: সজল চৌধুরী
ধরণ: স্ট্যান্ডার্ড, হার্ডকাভার
পৃষ্ঠা: ৩২০
মুদ্রিত মূল্য: ৫৬০৳

🔴 অফার মূল্য: ২৮০৳

২. বন্ধনে রায়বাড়ি
লেখক: অনিমা অনি
প্রচ্ছদ: সজল চৌধুরী
ধরণ: হার্ডকাভার, স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ১৪৪
মুদ্রিত মূল্য: ৩৫০৳

🔴 অফার মূল্য: ১৭৫৳

৩. অনশ্বর
লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
জনরা: উপন্যাস
ধরণ: পেপারব্যাক, ক্রাউন
পৃষ্ঠা: ৮০
মুদ্রিত মূল্য: ১৭০৳

🔴 অফার মূল্য: ৬০৳

৪. সার্সি
লেখক: ম্যাডেলিন মিলার
অনুবাদ: শোয়েব হোসেন
জনরা: গ্রিক মিথলজি
প্রচ্ছদ: সজল চৌধুরী
নামলিপি: জুলিয়ান
ধরণ: হার্ডকাভার, স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ৩৮৪
মুদ্রিত মূল্য: ৭৫০৳

🔴 অফার মূল্য: ৩০০৳

৫. দ্য ওয়াইন্ড আপ বার্ড ক্রনিক্যাল -১ম ভাগ
লেখক: হারুকি মুরাকামি
অনুবাদ: ইশরাক অর্ণব
জনরা: ম্যাজিক্যাল রিয়েলিজম
প্রচ্ছদ: সজল চৌধুরী
ধরণ: হার্ডকাভার, স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৩৬০৳

🔴 অফার মূল্য: ১৮০৳

৬. অদ্বৈত
লেখক: ইশরাক অর্ণব
জনরা: থ্রিলার, অতিপ্রাকৃত গল্প সংকলন
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
ধরণ: হার্ডকাভার স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ১১২
মুদ্রিত মূল্য: ২৯০৳

🔴 অফার মূল্য: ১৪৫৳

৭. সুস্বাদু শুঁটকি ভর্তা ও একদল চাটুকার
লেখক: সোডিয়াম ক্লোরাইড
জনরা: অতিপ্রাকৃত, থ্রিলার
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
ধরণ: হার্ডকাভার, স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৪০০৳

🔴 অফার মূল্য: ২০০৳

৮. লূতাতন্তু
লেখক: সাবাবা মোর্শেদ টুই
জনরা: অতিপ্রাকৃত, থ্রিলার
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
ধরণ: হার্ডকাভার, স্ট্যান্ডার্ড
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৪০০৳

🔴 অফার মূল্য: ২০০৳

৯. অবিরাম বৃষ্টির শহরে
লেখক: মাহমুদুর রহমান
জনরা: সমকালীন উপন্যাসিকা
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
ধরণ: ক্রাউন, হার্ডকাভার
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ২৫০৳

🔴 অফার মূল্য: ১২৫৳

১০. অ্যানিম্যাল ফার্ম
লেখক: জর্জ অরওয়েল
অনুবাদ: গোলাম কিবরিয়া
প্রচ্ছদ: সালেক সায়েম
ধরণ: ক্রাউন, হার্ডকাভার
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২৫০৳

🔴 অফার মূল্য: ১২৫৳

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

 #প্রি_অর্ডার 😍আন্তর্জাতিক রাজনীতি বা ভূ-রাজনীতি বুঝতে হলে জানতে হবে দেশটির ইতিহাস, ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য-সংস্কৃতি ইত্...
27/09/2025

#প্রি_অর্ডার 😍

আন্তর্জাতিক রাজনীতি বা ভূ-রাজনীতি বুঝতে হলে জানতে হবে দেশটির ইতিহাস, ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য-সংস্কৃতি ইত্যাদি বিষয়। আন্তর্জাতিক রাজনীতি বা ভূ-রাজনীতিকে গভীরভাবে বোঝার জন্য সবচেয়ে বিখ্যাত বই সম্ভবত প্রিজনার্স অব জিওগ্রাফি সিরিজ। রাশিয়া, চীন, অ্যামেরিকার মত পরাশক্তিগুলো কীভাবে তাদের ভূ-রাজনৈতিক নিতিগুলো ঠিক করে, রাষ্ট্র পরিচালনার নীতিগুলো নির্ধারন করে, সেটা যারা সহজ সরল ভাষায় বুঝতে চান তাদের জন্য এই টিম মার্শালের এই সিরিজটি একটা অসাধারণ রিসোর্স। পাওয়ার অব জিওগ্রাফি এই সিরিজের দ্বিতীয় বই। লেখক প্রতিটি অঞ্চলের আদি ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভূ-রাজনৈতিক ঘটনাগুলোকে বিশ্লেষণ করেছেন একদম সহজ সরল ভাষায়।

বই : পাওয়ার অব জিওগ্রাফি
লেখক : টিম মার্শাল
ভাষান্তর : ইমরান ওয়াহিদ
সম্পাদক : হিমাংশু কর

প্রকাশনা : পুঁথি
পৃষ্ঠা সংখ্যা : ৪৩০

মুদ্রিত মূল্য : ৭৩৪ টাকা
প্রি-অর্ডার মূল্য : ৪৭৫ টাকা মাত্র!

প্রি-অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/898342/power-of-geography

Address

38/A, N Ali Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801537371856

Alerts

Be the first to know and let us send you an email when ধী - dhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধী - dhee:

Share