ধী - dhee

  • Home
  • ধী - dhee

ধী - dhee আপনার বইয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - 'ধী' ! www.dheebooks.com
সহজ, সুলভ এবং দ্রুত!
(1)

বই জ্ঞানের পরিধি বাড়ায়। বাড়ায় চিন্তার পরিধি, কল্পনার বিস্তৃতি। বই-ই হচ্ছে অতীত - বর্তমান- ভবিষ্যৎ এর সেতু বন্ধন। বইরয়ের পাতায় গড়িয়ে গড়িয়ে ঘুরে আসা যায় সময়ের এপার- ওপার।

দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, "বই পড়া যেন গত শতকের মহৎ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করা।" যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদেরকে দেখবেন না, আর যারা বর্তমান - এদের সবার জন্য বই হচ্ছে তথ্য ভাণ্ডার।

প্রজন্মের হাত ধরেই গড়ে ওঠে নতুন

সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন সভ্যতা। প্রজন্মের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞান পৌঁছে যায় অতীত থেকে ভবিষ্যতে, আর যার আধার হচ্ছে বই। বই-ই পারে একটি সুসভ্য সমাজ-দেশ-পৃথিবী গড়ে তুলতে।

প্রযুক্তির এই যুগে প্রযুক্তির কোলে পিঠে গড়ে ওঠা ও বেড়ে ওঠা এক প্রতিষ্ঠান “ধী” - “dhee - the pierian spring”। জ্ঞান এর দুয়ার, চিন্তার দুয়ার, কল্পনার দুয়ার যেন সবার জন্য খুলে যায়, জ্ঞান এর ঝর্ণা যেন সবার তৃষ্ণা মেটায়, বই যেন হাতে হাতে পৌছে যায় শেষ পাঠকেরও কাছে, খুব সহজে - সে লক্ষ্য নিয়েই “ধী” এর জন্ম।

আমরা কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, কেউ ভ্রমণ, কেই ইতিহাস ভালোবাসি। কেউবা গবেষনা গ্রন্থ খুঁজি, অথবা খুঁজি কোন রেফারেন্স বই। কিংবা খুঁজি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বই পত্র । যার সবটাই আমাদের দুয়ারে পৌঁছে দেবার ব্রত নিয়েই “ধী” এর আগমন।
এই ব্যস্ত জীবনে বেরসিক কাজকর্মের ভীড়ে খুব সহজে প্রযুক্তির সহায়তায় আপনার প্রয়োজনীয় বইটি যেন দ্রুততম সময়ে সবচাইতে সহজলভ্য উপায়ে আপনার হাতে পৌঁছে যায়, তার-ই প্রচেষ্টায় লিপ্ত “ধী”। সাফল্য কোন গন্তব্য নয়, সাফল্য হচ্ছে এক অবিরাম যাত্রা। আসুন আমরা সবাই সে যাত্রায় সহযাত্রী হই।
ধী হোক আগামীর অন্যতম বাতিঘর!


জ্ঞান ই মুক্তি!
'ধী - দ্য পাইরিয়ান স্প্রিং'
dhee - the pierian spring.

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই📌 স্টকে মাত্র ১ কপি এভেইলেভল আছে!এক গভীর রাতের ট্রেনে সওয়ারি হয় জাপানের প্রবাসী বাঙালী কুন...
14/08/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

📌 স্টকে মাত্র ১ কপি এভেইলেভল আছে!

এক গভীর রাতের ট্রেনে সওয়ারি হয় জাপানের প্রবাসী বাঙালী কুনাল। জনবিরল কামরায় হঠাৎ-ই আবির্ভাব এক সুন্দরী তরুণীর। নিরামিষ কথোপকথন ক্রমেই বাঁক নিল মানবমনের অতল গহ্বরের রহস্যসন্ধানে।

ভয়-মৃত্যু-প্রেতাত্মা-আতঙ্ক-ঈর্ষা-মনোবিকার-জিঘাংসা-হত্যা। শব্দের মারপ্যাঁচে কুনালের ধুসর মস্তিস্কে অনুপ্রবেশ ঘটল রহস্যময়ীর। যেন জালে পড়া পতঙ্গকে খেলাচ্ছে এক অষ্টপদী শিকারী। কুনাল অসহায়। সম্পূর্ন বিভ্রান্ত! ও বুঝতে পারছিল এই খেলা তাকে নিয়ে যাচ্ছে এমন এক কানাগলিতে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। বাঁচতে গেলে মগজের নিয়ন্ত্রণ ফিরে পেতেই হত ওকে। কিন্তু, কুনাল কি অনেক দেরী করে ফেলেছিল?

প্রাচীন এক জাপানী প্রেতকাহিনীকে ব্যাকড্রপে রেখে আধুনিক প্রেক্ষাপটে বাংলার সাড়াজাগানো চিল-স্পাইন হরর গ্রাফিক নভেল 'আমি কি সুন্দরী?'

বইয়ের নাম : আমি কি সুন্দরী?
লেখক : অয়ন রাহা
জনরা : হরর গ্রাফিক নভেল
প্রকাশনী : বুক ফার্ম (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ৩০

✅ ধী বিক্রয় মূল্য : ৩৪০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

একটি দেশের সরকার কি চাইলেই টাকা ছাপাতে পারে? টাকার সাথে দেশের অর্থনীতির আসলে ঠিক কেমন সম্পর্ক? এই প্রশ্নের উত্তর এক কথায়...
14/08/2025

একটি দেশের সরকার কি চাইলেই টাকা ছাপাতে পারে? টাকার সাথে দেশের অর্থনীতির আসলে ঠিক কেমন সম্পর্ক? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়াটা একটু কঠিন। কারন এজন্য আমাদের জানতে হবে একটা দেশের অর্থনীতিতে টাকা ঠিক কী কী কাজ করে। অর্থনীতির এই জটিল বিষয়গুলো বুঝতে চাইলে টাকার ইতিহাসকে একটু গভীরভাবে জানতে হবে।

আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে টাকার একটা প্রাথমিক রুপ আমরা দেখতে পাই লিডিয়া নামের প্রাচীন এক রাজ্যে। এরপর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন জিনিসকে টাকা হিসেবে ব্যবহার করেছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চীনের সিচুয়ান প্রদেশের মানুষ লোহার দণ্ডকে টাকা হিসেবে ব্যবহার করত। ওই সময় এক পাউন্ড লবন কেনার জন্য তাদের প্রয়োজন হতো দেড় পাউন্ড ওজনের লোহা। এই ভারী মুদ্রাগুলো দিয়ে ব্যবসা করাটা ছিল খুবই কঠিন। কয়েকশত বছর পর অবশ্য এই সমস্যা সমাধান করেছিল ওরা। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কাগজের টাকা প্রচলিত হয় এই চীনদেশে। তবে সেই ব্যবস্থা টিকে থাকেনি। কারণ একটি দেশের অর্থনীতি, টাকা এবং ঋণের মধ্যে একটা জটিল সম্পর্ক আছে।

তবে এই বিষয়টা যদি আপনি অর্থনীতির কোনো একাডেমিক বই থেকে বুঝতে চান, তাহলে আপনার অনেক পরিশ্রম করতে হবে। জ্যাকব গোল্ডস্টাইন এই কাজটা আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। সেই প্রাচীনকালের বিনিময় প্রথা জাতীয় ব্যাবস্থা থেকে বিটকয়েন পর্যন্ত আসতে মানবজাতিকে কী কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা গল্পের মাধ্যমেই তুলে ধরেছেন তিনি। আর টাকার ইতিহাস আসলে খুবই বিচিত্র, গল্প আর চমক দিয়ে ভর্তি। সবথেকে বড় কথা, টাকা জিনিসটা কীভাবে কাজ করে সেটা বোঝার সবচেয়ে ভাল উপায় সম্ভবত এভাবে ইতিহাস থেকে বিষয়টাকে শেখা। এই বইটি ঠিক সেই কাজটাই করেছে।

বইয়ের নাম : মানি
লেখক : জ্যাকব গোল্ডস্টাইন
ভাষান্তর : অপু তানভীর
বিষয় : বিশ্ব অর্থনীতি

মুদ্রিত মূল্য : ৬৪০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৪৮০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

প্রি-অর্ডারের আর মাত্র ১ দিন বাকি! #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ১৫ আগস্ট, ২০২৫🔥 ডিটেকটিভ রেইকো ...
14/08/2025

প্রি-অর্ডারের আর মাত্র ১ দিন বাকি!

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ১৫ আগস্ট, ২০২৫

🔥 ডিটেকটিভ রেইকো হিমেকাওয়া সিরিজের প্রথম উপন্যাস→

বইয়ের নাম : দ্য সাইলেন্ট ডেড
মূল : তেতসুয়া হোন্ডা
অনুবাদ : আদনান আহমেদ রিজন
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
প্রকাশনী : গ্রন্থরাজ্য

মুদ্রিত মূল্য : ৫৯০ টাকা
৫০% ছাড়ে ধী প্রি-অর্ডার মূল্য : ২৯৫ টাকা মাত্র!

#কাহিনি_সংক্ষেপ

টোকিওর এক শান্ত শহরতলীর ঝোপের ধারে আবিষ্কৃত হয় একটা লাশ—নীল প্লাস্টিকের ত্রিপল দিয়ে মোড়ানো, দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। লাশটা নিষ্ঠুরভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে মৃত্যুর পর। খুনের ধরণ বা উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না।

তদন্তে নামে টোকিও মেট্রোপলিটন পুলিশের হোমিসাইড ডিভিশনের যুবতী লেফটেন্যান্ট রেইকো হিমেকাওয়া। মাত্র ঊনত্রিশ বছর বয়সে পদোন্নতি পাওয়া রেইকোর কোনো রাজনৈতিক বা পারিবারিক জোর নেই; তবু নিজের মেধা, সাহস আর অপরাধ বিশ্লেষণের অসাধারণ দক্ষতা দিয়ে সে নজর কেড়েছে সবার।

এই অদ্ভুত খুনের সূত্র খুঁজতে গিয়ে রেইকো আবিষ্কার করে মোট এগারোটা মরদেহ—সবকটা একইভাবে ত্রিপলে মোড়ানো ও দড়িতে বাঁধা। কয়েকটা মৃতদেহের পরিচয় শনাক্ত করা গেলেও তাদের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া গেল না। একমাত্র সম্ভাব্য সূত্র ডার্ক ওয়েবের এক গোপন ওয়েবসাইট—স্ট্রবেরি নাইট।

তদন্ত যত গভীরে যায়, রেইকো ধীরে ধীরে বুঝতে থাকে শিকার আর শিকারির ভূমিকা যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। কারণ খুনি ধরা পড়ার ভয় পাচ্ছে না, বরং তাকেই বানিয়েছে নিজের টার্গেট... এবং হয়তো, রেইকোই হতে চলেছে সেই পরবর্তী নির্বাক লাশ— দ্য সাইলেন্ট ডেড।

প্রি-অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/508869/the-silent-dead-gronthorajjyo

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার ‘সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী’। কুড়ি বছর আগে প্রতিক্ষণের আলোড়ন তোলা বইটি ...
14/08/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

‘সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী’। কুড়ি বছর আগে প্রতিক্ষণের আলোড়ন তোলা বইটি আবার পাঠকসমক্ষে এল! পথের পাঁচালি-র বিরল সব পোস্টার, স্টোরিবোর্ড, লবি কার্ড, বিজ্ঞাপন—সঙ্গে কুশীলবদের অমলিন স্মৃতিকথা। আর্ট পেপারে আগাগোড়া ফোর কালার অফসেটে ছাপা সুনির্মিত বইটি।

বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় প্রথম চলচ্চিত্র 'পথের পাঁচালী' নির্মাণের সময় কিংবা আগেপরে যে-সব শিল্পকর্ম নিজেই করেছিলেন তারই সংগ্রহ এই বই। চলচ্চিত্রের সৃজনের সঙ্গেই সংলগ্ন এই কাজ— প্রচারের জন্য পোস্টার, বিজ্ঞাপন, পুস্তিকা থেকে শুরু করে তাঁর নিজের হাতের চিত্রনাট্য, বিভিন্ন সিকোয়েন্সের স্কেচ ও প্রকৃত চিত্রায়ণ, শুটিং চলাকালীন ফটোগ্রাফ, ক্রেডিট-টাইটেলের পরিকল্পনা পর্যন্ত সব কিছুই। এর কিছু হয়তো জানা, অনেকই অজানা। পরিমল রায়ের সংগ্রহ থেকে তা গ্রন্থিত হল, সত্যজিৎপুত্র সন্দীপ রায়ের সহায়তায়।

✅ ধী বিক্রয় মূল্য : ৩৫০ টাকা মাত্র!

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

© ছবি : Suvadip Basak

সায়াকা কুরাহাশির জীবন আর দশজন সাধারণ মানুষের মতন নয়। শৈশবের কোনো স্মৃতিই তার নেই। বিশেষ করে পাঁচ বছর বয়সের আগের কোনো ঘটন...
14/08/2025

সায়াকা কুরাহাশির জীবন আর দশজন সাধারণ মানুষের মতন নয়। শৈশবের কোনো স্মৃতিই তার নেই। বিশেষ করে পাঁচ বছর বয়সের আগের কোনো ঘটনা মনে করতে পারে না সে। ছোটবেলার যে ছবির অ্যালবামগুলো আছে, সেগুলোর কোনোটাতেই হাসতে দেখা যায় না ওকে। এই রহস্য এতদিন বুকের মধ্যে একাই বয়ে বেরিয়েছে সে।

একদিন হঠাৎ করেই যেন পাল্টে যায় সায়াকা আটপৌরে জীবনের হিসেব-নিকেশ। বাবার মৃত্যুর পর তার ঘরে ওর নাম লেখা একটা খাম খুঁজে পায়। ভেতরে একটা চাবি ও একটা ম্যাপ। চাবিটায় অদ্ভুত দর্শন একটা সিংহের নকশা। হাতে আঁকা ম্যাপটার একপাশে ছোট্ট করে লেখা আছে অনেক দূরের একটা স্টেশনের নাম।

প্রাক্তন প্রেমিকের শরণাপন্ন হয় সায়াকা। দু’জনে মিলে খুঁজে বের করে সেই জায়গা। একটা অদ্ভুত দর্শন বাড়ি দাঁড়িয়ে আছে সেখানেই। দেখলেই গা ছমছম করে ওঠে। দরজা-জানালা সব ভেতর থেকে বন্ধ। সাথে থাকা চাবিটা ব্যবহার করে ভেতরে ঢোকার পর অদ্ভুত একটা বিষয় খেয়াল করে দু’জন। সবগুলো ঘড়ি একই কাঁটায় স্থির হয়ে আছে। যেন ভেতরে থমকে গেছে সময়।

সেখানে তারা খুঁজে পায় ছোট্ট একটা ছেলের ডায়রি। প্রথমে ভেতরের লেখাগুলো স্বাভাবিক মনে হলেও, ধীরে ধীরে পাল্টে যায় সেই ধারণা। রহস্যের জট খোলার বদলে ঘনীভূত হতে শুরু করে।

সায়াকার তখনও জানা নেই, এই বাড়িতেই লুকিয়ে আছে তার স্মৃতি সমাধির রহস্য।

বইয়ের নাম : দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স
লেখক : কেইগো হিগাশিনো
রূপান্তর : সালমান হক
জনরা : থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ২০৪

মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
প্রি-অর্ডার মূল্য : ২০০ টাকা মাত্র!

প্রি-অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/.../198716/the-house-where-i-died-once

বিদ্যুৎ নেই, পরিবার নেই, নেই বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক। আট বছর ধরে উত্তর অ্যাপালাশিয়ান জঙ্গলের এক কেবিনে বিচ্ছিন্...
14/08/2025

বিদ্যুৎ নেই, পরিবার নেই, নেই বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক। আট বছর ধরে উত্তর অ্যাপালাশিয়ান জঙ্গলের এক কেবিনে বিচ্ছিন্নভাবে বসবাস করছে কুপার আর ওর মেয়ে ফিঞ্চ। অনেক কিছু লুকানোর আছে, তাই এরকম জীবন যাপনই পছন্দ করে কুপার। কেবিনভরা বুক শেলফের মাঝে বড় হয়েছে ফিঞ্চ, সেই সাথে বড় হয়েছে ভয়ঙ্কর সুন্দর জংলী জীবনের মাঝে। কিন্তু বাবার তৈরি করা জীবন নিয়ে প্রশ্ন তুললো ফিঞ্চ। কেন ওদের এরকম জীবনযাপন, যে কারণে এখনো আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে কুপার?

ওরা যে এখানে থাকে, তা জানে মাত্র দুজন। একজন রহস্যময় স্থানীয় লোক, যার নাম স্কটল্যান্ড। আরেকজন কুপারের পুরানো বন্ধু, জেক। প্রতি শীতে ওদের জন্য খাবার আর সাপ্লাই নিয়ে আসে সে। কিন্তু এই বছর এলো না জেক, যার ফলে উন্মুক্ত হয়ে পড়লো ওদের অনিশ্চিত জীবন। জঙ্গলের মাঝে দেখা দিলো একজন আগন্তুক, যার ফলে হুট করেই ভেঙে পড়লো ওদের সাজানো স্বর্গের দেয়াল। নিজেকে নিয়ে ফিঞ্চের অবসেশন বিপদের মুখোমুখি করলো সবাইকে। এক রহস্যময় অন্তর্ধানে যখন ভেঙে পড়লো ফিঞ্চের জানা দুনিয়া, আর তখনই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কুপার। লুকিয়ে থাকবে, নাকি অবশেষে মুখোমুখি হবে ওর অতীতের।

দিজ সাইলেন্ট উডস সারভাইভাল, স্যাক্রিফাইসের এক মর্মস্পর্শী গল্প। নিজের সন্তানকে হারানোর সামনে দাঁড়ালে একজন বাবা কতদূর যেতে পারে, তার গল্পও।

বইয়ের নাম : দিজ সাইলেন্ট উডস
লেখক : কিমি কানিংহাম গ্রান্ট
অনুবাদ : ইমতিয়াজ আজাদ
জনরা : ক্রা*ইম সাসপেন্স থ্রিলার

মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩০০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

© ছবি : Asif Al Robin

দস্তইয়েফ্স্কি এক প্রকাশকের কাছ থেকে টাকা ধার নিয়েছেন। নতুন একটা উপন্যাস লিখে না দিলে তাঁর লেখা সব উপন্যাসের মালিক হয়ে যা...
14/08/2025

দস্তইয়েফ্স্কি এক প্রকাশকের কাছ থেকে টাকা ধার নিয়েছেন। নতুন একটা উপন্যাস লিখে না দিলে তাঁর লেখা সব উপন্যাসের মালিক হয়ে যাবেন সেই প্রকাশক। হাতে আছে আর ছাব্বিশ দিন। এক পৃষ্ঠাও লেখা হয়নি এখনো। লেখার গতি বাড়ানোর জন্য সহায়তা নিলেন একজন স্টেনোগ্রাফারের। নাম আন্না। এই লেখক আন্নার ধারণার সম্পূর্ণ বিপরীত—মদ্যপ, জুয়াড়ি, মৃগীরোগগ্রস্ত, বদমেজাজি। ধীরে ধীরে আন্না দস্তইয়েফ্স্কির ব্যক্তিত্বের গভীরতর দিকগুলো উন্মোচন করেন। জুয়াড়ি উপন্যাস লেখার এই কাহিনি হয়ে ওঠে দস্তইয়েফ্স্কির মনোজগতের অনুবাদ।

মালয়ালম ভাষার গতিশীল এই উপন্যাস ওরু সংকির্থনম পোলে মূল ভাষাতেই বিক্রি হয়েছে তিন লাখ কপির বেশি।

বইয়ের নাম : ছাব্বিশ দিন : দস্তইয়েফ্স্কির জুয়াড়ি লেখার আখ্যান
লেখক : পেরুমপদভম শ্রীধরন
অনুবাদ : জাভেদ হুসেন
জনরা : অনুবাদ উপন্যাস

মুদ্রিত মূল্য : ৪৬০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩৪৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/982937/chabbish-din

পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো অদ্ভুত এক তথ্য৷ বিলাসবহুল "হোটেল কর্তেসিয়া টোকিও"তে হতে পারে এক সিরিয়াল কিলারের পরবর্ত...
14/08/2025

পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো অদ্ভুত এক তথ্য৷ বিলাসবহুল "হোটেল কর্তেসিয়া টোকিও"তে হতে পারে এক সিরিয়াল কিলারের পরবর্তী খুন। কোসুকে নিত্তাকে পাঠানো হলো তদন্তে৷ সে ছদ্মবেশে হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যোগ দেয় খুনিকে ধরতে। হোটেলের অভিজ্ঞ কর্মী নাওমি হয় তার সহযোগী৷ যে কিনা অতিথি সেবায় নিষ্ঠাবান, কিন্তু নিত্তার গোপন মিশন নিয়ে বেশ সন্দিহান।

কাহিনি যত এগোয়, হোটেলের কর্মচারী, অতিথি আর পুলিশের সম্পর্ক হতে থাকে ক্রমশ জটিল৷ তারা অনুধাবন করে ভয়ানক একটা সত্য৷ খুনি হয়তো তাদেরই মাঝে লুকিয়ে আছে। নিত্তা ও নাওমি একসাথে পুরোদমে তদন্ত চালিয়ে যায়, যেখানে পুলিশি কৌশল আর হোটেলের নিয়মকানুন বারবার মুখোমুখি এসে দাঁড়ায়৷

কেইগো হিগাশিনোর অনবদ্য গল্পবিন্যাসে এই উপন্যাস শুধু একটি রহস্য গল্প নয়; এখানে উঠে আসে সমাজের প্রতিটি মানুষের পরা "মুখোশ", ভণ্ডামির নাটক, আর সত্যের মুখোমুখি হওয়ার এক অবিরাম যুদ্ধ।

বইয়ের নাম : মাসকারেড হোটেল (সরাসরি জাপানিজ থেকে অনূদিত)
লেখক : কেইগো হিগাশিনো
রূপান্তর : কাবিদ হাসান, সালেহ আহমেদ মুবিন
জনরা : ডিটেকটিভ থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ৩২০

মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা
ধী অফার মূল্য : ৩৩০ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/50733/mascared-hotel

১৯৫১ সাল। যুদ্ধবিধ্বস্ত জাপান ঘুরে দাঁড়াচ্ছে। সেই অস্থির সময়ে দেশটার এক শহরতলিতে জন্ম নেয় হাজিমে। বর্ণহীন তার শৈশব। ব...
14/08/2025

১৯৫১ সাল। যুদ্ধবিধ্বস্ত জাপান ঘুরে দাঁড়াচ্ছে। সেই অস্থির সময়ে দেশটার এক শহরতলিতে জন্ম নেয় হাজিমে। বর্ণহীন তার শৈশব। বন্ধুবান্ধব ছিল না তেমন। পঞ্চম গ্রেডে পড়ার সময় শিমামোতো নামে এক মুখচোরা মেয়ে তাদের স্কুলে ভর্তি হয়। জন্মের পরই মেয়েটা পোলিওতে আক্রান্ত হয়েছিল। ফলে বা পাটা একটু টেনে হাঁটতে হতো। ওদের বাড়িতে একটা স্টেরিও ছিল। একসঙ্গে বসে ক্লাসিক্যাল মিউজিক শুনতে শুনতে শিমামোতো আর হাজিমের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

হাজিমে ও শিমামোতো দুজনের বাবারই বদলির চাকরি। তাদের বয়স যখন ১২, হাজিমের বাবার ট্রান্সফার অর্ডার আসে। হাজিমে অন্য একটা শহরে চলে যায়। এক সময় বন্ধ হয়ে যায় দুজনের যোগাযোগ এরপর আবার যখন তাদের দেখা হয়, দুজনের বয়স ৩৭। ততদিনে হাজিমে টোকিওতে দুটো জ্যাজ বারের মালিক। বিয়ে করেছে ইউকিকোকে। তাদের দুটো সন্তানও আছে।

আর শিমামোতো রহস্যে ঘেরা এক নারী। অসাধারণ সুন্দরী। তার সম্পর্কে প্রায় কোনো তথ্যই হাজিমে জানে না। শিমামোতোও নিজেকে ঘিরে রহস্যের জাল বিছিয়ে রাখতে পছন্দ করে।

এবার ঘুচতে শুরু করে ২৫ বছরের ব্যবধান। অতীত এসে হানা দেয় দুজনের মধ্যে। তারা অভ্যস্ত হতে শুরু করে এমন এক গোপন জীবনে, যেখান থেকে ফেরার পথ নেই। থাকারও কি পথ আছে?

বইয়ের নাম : সাউথ অব দ্য বর্ডার, ওয়েস্ট অব দ্য সান
লেখক : হারুকি মুরাকামি
অনুবাদ : আলভী আহমেদ

মু্দ্রিত মূল্য : ৫০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩৭৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/174368/South-of-the-Border%2C-West-of-the-Sun

14/08/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

🎯 সম্পূর্ন মৌলিক বাংলা কমিক্স
🎯 প্রিমিয়াম আর্ট পেপারে ছাপা 'রঙিন' কমিক্স
🎯 বড় আকারের বই (টিনটিন সাইজের)
🎯 বিশ্বমানের ছবি ও প্রোডাকশন কোয়ালিটি
🎯 হার্ডবোর্ড পেপারব্যাক

কমিকস : লুবলুর পৃথিবী (রঙিন)
লেখক : চার্বাক দীপ্ত
প্রকাশনী : বুক ফার্ম (ভারত)

✅ ধী বিক্রয় মূল্য : ৫১০ টাকা মাত্র!

আমাদের চারপাশের জগৎ সত্য না মায়া, এ বহুযুগের দার্শনিক তর্ক। এই প্রশ্ন মাথায় রেখে আমাদের নায়ক, লুবলু একদিন বেরিয়ে পড়ে তার বন্ধু কিমের সঙ্গে। সঙ্গী জুটে যায় লুবলুর বহুদিন আগের এক পুরোনো আলাপী। পথে যেতে যেতে পরিচয় হয় এক সংগীতজ্ঞর সঙ্গে। তারপর নানা ঘটনার ঘনঘটা। নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে জগৎ ও বস্তুবাদের নানা জিজ্ঞাসার মূলে পৌঁছে যায় লুবলু আর পাঠক। এই মূল প্রশ্নের সঙ্গে নানাদিক থেকে এসে মেশে ম্যাজিক রিয়েলিজম, বৌদ্ধদর্শন, নীতিবিদ্যা, ভার্চুয়াল রিয়েলিটি ও আরও অনেক বিষয়। গভীর দার্শনিক প্রশ্নের সঙ্গতে চলতে থাকে ঝকঝকে রঙিন ইলাস্ট্রেশন।

বাংলা কমিক্স জগতে এ এক নতুন স্বাদের দার্শনিক কমিক্স যা নানাভাবে প্রশ্ন করে চলে চলমান পৃথিবী ও বস্তুর অস্তিত্বকে।

চার্বাক দীপ্ত একজন পুরস্কারপ্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রাফিক নভেলিস্ট ও অলংকরণশিল্পী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী কাজ করেছেন ৬০টিরও বেশি কমিক্স ও ছবির বইতে যা ভারত, আমেরিকা ও অন্যান্য দেশে প্রকাশিত। এ ছাড়াও, ওয়েব-কমিক্স, ৩৬০ ডিগ্রি কমিক্স, টি-শার্ট, অ্যালবাম কভারসহ নানা মাধ্যমে কাজ করতে ভালোবাসেন। অংশ নিয়েছেন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশের কমিক কনে।

প্রি-অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/698401/lublur-prithibi

Send a message to learn more

বৃষ্টিস্নাত দুপুরে পাঠকের সংগ্রহ ❤️
14/08/2025

বৃষ্টিস্নাত দুপুরে পাঠকের সংগ্রহ ❤️

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার রামায়ণের গল্প কে না জানে? বিষ্ণুর অবতার রামচন্দ্রের হাতে রাবণ নামক অসুরের ব...
13/08/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

রামায়ণের গল্প কে না জানে? বিষ্ণুর অবতার রামচন্দ্রের হাতে রাবণ নামক অসুরের বধের কাহিনি। কিন্তু এই কথা যে বিজেতার লেখা। যদি বিজিতরা লিখত। যদি কলম ধরত পরাজিত, বিলুপ্ত পক্ষের কেউ?

রাবণের গল্প যে কেউ বলেনি। 'অসুর' হল সেই কাহিনি, যা বিগত ৩০০০ বছরের ইতিহাসে কেউ শোনায়নি। কোনো অসুরও সাহস করেনি।

কিন্তু এবার সময় এসেছে, পথে নামো বন্ধু!

একটা সময়ে দেবতাদের রথের চাকার নীচে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল মহান অসুর-সাম্রাজ্য। ভস্মের স্তূপ থেকে তখনই জন্ম নিয়েছিল এক আগুনপাখি—রাবণ। সে বিশ্বাস করেছিল এবং তার অনুচরদের বিশ্বাস করিয়েছিল যে আগামী দিন তাদের পক্ষে মঙ্গলময় হতে চলেছে। জয় আসছে!

লৌহমানব রাবণ একের পর এক জয়কে অবলীলায় ছিনিয়ে এনেছে যেন তুলির সহজ টানে। দেবতাদের হাত থেকে ছিনিয়ে এনেছে রাজ্যগুলিকে।

হ্যাঁ, জয় এসেছে বটে, কিন্তু অসুরদের জীবনে কি এসেছে উন্নতি? আমরা সব প্রশ্নই রাখব।

আসুন, খুঁজে নিন আপনার উত্তর। দেখে নিন, কীভাবে বিশ্বের ইতিহাসকে বদলে দিয়েছিল রাবণ।

বইয়ের নাম : অসুর রাবণ কাহিনি
লেখক : আনন্দ নীলকণ্ঠন
ভাষান্তর : অভীক মুখোপাধ্যায়
প্রকাশনী : পত্রভারতী (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ৩৯২

✅ ধী বিক্রয় মূল্য : ৭৬৫ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

Address


Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801537371856

Alerts

Be the first to know and let us send you an email when ধী - dhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধী - dhee:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share