ধী - dhee

ধী - dhee আপনার বইয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - 'ধী' ! https://dheebooks.com
সহজ, সুলভ এবং দ্রুত!
(2)

বই জ্ঞানের পরিধি বাড়ায়। বাড়ায় চিন্তার পরিধি, কল্পনার বিস্তৃতি। বই-ই হচ্ছে অতীত - বর্তমান- ভবিষ্যৎ এর সেতু বন্ধন। বইরয়ের পাতায় গড়িয়ে গড়িয়ে ঘুরে আসা যায় সময়ের এপার- ওপার।

দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, "বই পড়া যেন গত শতকের মহৎ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করা।" যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদেরকে দেখবেন না, আর যারা বর্তমান - এদের সবার জন্য বই হচ্ছে তথ্য ভাণ্ডার।

প্রজন্মের হাত ধরেই গড়ে ওঠে নতুন

সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন সভ্যতা। প্রজন্মের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞান পৌঁছে যায় অতীত থেকে ভবিষ্যতে, আর যার আধার হচ্ছে বই। বই-ই পারে একটি সুসভ্য সমাজ-দেশ-পৃথিবী গড়ে তুলতে।

প্রযুক্তির এই যুগে প্রযুক্তির কোলে পিঠে গড়ে ওঠা ও বেড়ে ওঠা এক প্রতিষ্ঠান “ধী” - “dhee - the pierian spring”। জ্ঞান এর দুয়ার, চিন্তার দুয়ার, কল্পনার দুয়ার যেন সবার জন্য খুলে যায়, জ্ঞান এর ঝর্ণা যেন সবার তৃষ্ণা মেটায়, বই যেন হাতে হাতে পৌছে যায় শেষ পাঠকেরও কাছে, খুব সহজে - সে লক্ষ্য নিয়েই “ধী” এর জন্ম।

আমরা কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, কেউ ভ্রমণ, কেই ইতিহাস ভালোবাসি। কেউবা গবেষনা গ্রন্থ খুঁজি, অথবা খুঁজি কোন রেফারেন্স বই। কিংবা খুঁজি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বই পত্র । যার সবটাই আমাদের দুয়ারে পৌঁছে দেবার ব্রত নিয়েই “ধী” এর আগমন।
এই ব্যস্ত জীবনে বেরসিক কাজকর্মের ভীড়ে খুব সহজে প্রযুক্তির সহায়তায় আপনার প্রয়োজনীয় বইটি যেন দ্রুততম সময়ে সবচাইতে সহজলভ্য উপায়ে আপনার হাতে পৌঁছে যায়, তার-ই প্রচেষ্টায় লিপ্ত “ধী”। সাফল্য কোন গন্তব্য নয়, সাফল্য হচ্ছে এক অবিরাম যাত্রা। আসুন আমরা সবাই সে যাত্রায় সহযাত্রী হই।
ধী হোক আগামীর অন্যতম বাতিঘর!


জ্ঞান ই মুক্তি!
'ধী - দ্য পাইরিয়ান স্প্রিং'
dhee - the pierian spring.

19/01/2026

বইয়ের ভেতরে আছে— থ্রিলার, সোভিয়েত রাজনীতি, সোভিয়েত ভূরাজনীতি, সোভিয়েত সিক্রেট সার্ভিস, কেজিবি ইত্যাদি।

তুষার খঞ্জর একটি নন ফিকশন থ্রিলার! এই থ্রিলারে এসপিওনেজ, সিক্রেট সার্ভিস, গুপ্ত হত্যা সবই থাকবে–তবে তা সত্য ঘটনা; কোনো ফিকশন নয়। আর এই থ্রিলারের গল্প কোনো মামুলি ব্যক্তিকে নিয়ে নয়। কার্ল মার্ক্সের পরবর্তীকালে যদি দুইজন কমিউনিস্ট তাত্ত্বিককে গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়, তাদের একজন ভ্লাদিমির লেনিন এবং অন্যজন নির্দ্বিধায় লিওন ট্রটস্কি। এই বইয়ের কাহিনী তাদেরই একজনের রাজনৈতিক হত্যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এটি একটি রহস্যময় হত্যাকান্ড, প্রতি মুহূর্তে রহস্যের দিক পরিবর্তন হয়। শেষ পাতাতে না-পৌঁছানো অবধি আপনাকে বই থেকে আলাদা হতে দেবে না এই গল্প।

বইয়ের নাম : তুষার খঞ্জর
লেখক : শোভন চক্রবর্তী
বিষয় : ডিটেকটিভ, ইন্টেলিজেন্স ও সিক্রেট এজেন্সি
পৃষ্ঠা সংখ্যা : ৫২৮

মুদ্রিত মূল্য : ১০০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৭৫০ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/181933/tushar-khonjor

থ্রিলার লেখক ফ্রিডা ম্যাকফ্যাডেনের এখন পর্যন্ত অনুবাদকৃত ও প্রিন্টে থাকা সকল বই 🔥১. দ্য হাউজমেইড - ৩৯০ টাকা২. দ্য লকড ডো...
18/01/2026

থ্রিলার লেখক ফ্রিডা ম্যাকফ্যাডেনের এখন পর্যন্ত অনুবাদকৃত ও প্রিন্টে থাকা সকল বই 🔥

১. দ্য হাউজমেইড - ৩৯০ টাকা
২. দ্য লকড ডোর - ২২৫ টাকা
৩. দ্য ইনমেট - ২৫০ টাকা
৪. দ্য বয়ফ্রেন্ড - ৪০৫ টাকা
৫. দ্য টিচার - ৪০৫ টাকা
৬. ওয়ান বাই ওয়ান - ৩৫০ টাকা
৭. ওয়ার্ড ডি - ৩০০ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন অথবা
কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন!

ভিন্টেজ ক্যালেন্ডার ২০২৬!  🔥✅ স্টকে মাত্র ২ পিস এভেইলেবল আছে!
18/01/2026

ভিন্টেজ ক্যালেন্ডার ২০২৬! 🔥

✅ স্টকে মাত্র ২ পিস এভেইলেবল আছে!

 #বইমেলা_২০২৬ নারীরা কি শুধু প্রতারিত হবার জন্য জন্মায়? কান্নাই কি তাদের শেষ অবলম্বন?শুক্রাচার্যকন্যা দেবযানী কচকে ভালোব...
18/01/2026

#বইমেলা_২০২৬

নারীরা কি শুধু প্রতারিত হবার জন্য জন্মায়? কান্নাই কি তাদের শেষ অবলম্বন?

শুক্রাচার্যকন্যা দেবযানী কচকে ভালোবেসেছে। বৃহস্পতিপুত্র কচ কি বেসেছে ভালো, দেবযানীকে?

কচ শঠতায় মন ভুলিয়েছে আশ্রম-তরুণী দেবযানীর। স্বার্থসিদ্ধির পর দেবযানীর প্রেমকে ধুলায় ছুড়েছে।

এই অপমান সয়ে নিল প্রবঞ্চিত দেবযানী?

পুরুষের তৈরি অন্যায়ের প্রাচীর চুরমার করার বৃত্তান্ত নিয়ে হরিশংকর জলদাসের কচদেবযানী।

একটা ঋষি-আশ্রম। দুজন নরনারী-কচ আর দেবযানী। মাঝখানে মঞ্জরী নামের স্বর্গ-তরুণী। সঞ্জীবনীবিদ্যা প্রাপ্তির জন্য শঠতা। প্রেমে-প্রতারিত দেবযানী। কার জয় হলো? প্রেমের, না প্রতারণার? এই নিয়েই কচদেবযানী।

বইয়ের নাম : কচদেবযানী (অটোগ্রাফ সহ)
লেখক : হরিশংকর জলদাস
জনরা : ঐতিহাসিক উপন্যাস

মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩৭৫ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন অথবা
কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন!

এ তো সত্যি, মেজর রেনেলের অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষের মানচিত্রে সলপ তো দূরের কথা, সিরাজগঞ্জও জনহীন এক বিন্দু। সেখানে তখনো...
18/01/2026

এ তো সত্যি, মেজর রেনেলের অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষের মানচিত্রে সলপ তো দূরের কথা, সিরাজগঞ্জও জনহীন এক বিন্দু। সেখানে তখনো ব্রহ্মপুত্র, যমুনা, হুরা সাগর, বড়াল আর ফুলজোড় নদীর লাগাতার ভাঙাগড়া। অথচ বিন্দুই ঊনবিংশ শতাব্দীতে হয়ে ওঠে কলকাতার ঠাকুর, ঢাকার ব্যানার্জী আর সলপের সান্যালসহ পাঁচটি বিখ্যাত জমিদার পরিবারের ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র। হয়ে ওঠে পুরো ব্রিটিশরাজের মনোযোগের মূল বিন্দু।

ইতিহাসের সেই বাঁক ঘোরানো কালপর্বে সংঘটিত আলোচিত সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহ নিয়ে এই প্রথম লেখা হলো কোনো উপন্যাস। শঙ্খগহন সলপকাল হয়ে উঠেছে বাংলা কথাসাহিত্যে ঊনবিংশ শতাব্দীর পূর্ব বাংলার মানুষের প্রাত্যহিক জীবনযাপনের প্রথম কথকতা। আর সেই কথকতার অবলোকনের চোখটিও পূর্ব বাংলার বা বাংলাদেশের।

আপাতদৃষ্টিতে এ কাহিনি আবর্তিত হয়েছে সলপের আলোচিত সান্যাল পরিবারকে ঘিরে, কিন্তু মূলত তা নতুন সামাজিক শক্তির উত্থানের ধারাপাত। ইতিহাসের প্রেক্ষাপটে এ উপন্যাস লেখা হয়েছে বটে, তবুও তা ঐতিহাসিক নয়; বাস্তবকে ভেঙে এতে লেখক যে র ক্তমাংস যুক্ত করেছেন তাতে অতীত উজ্জ্বলতা পেয়েছে বর্তমানের শিল্পালোকে।

বইয়ের নাম : শঙ্খগহন সলপকাল
লেখক : ইমতিয়ার শামীম
জনরা : ঐতিহাসিক উপন্যাস

মুদ্রিত মূল্য : ৭০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৪৯০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন অথবা
কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন!

 #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬বইয়ের নাম : কুখ্যাত খুনি ১লেখক : ইকরাম মাহমুদজনর...
18/01/2026

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬

বইয়ের নাম : কুখ্যাত খুনি ১
লেখক : ইকরাম মাহমুদ

জনরা : ট্রু ক্রাইম

প্রকাশনী : নটিলাস প্রকাশনী
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
৫০% ছাড়ে ধী প্রি-অর্ডার মূল্য : ১৭৫ টাকা মাত্র!

#কাহিনি_সংক্ষেপ

মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু চরিত্র জন্ম নিয়েছে, যারা নিজেদের নির্মমতা দিয়ে বারবার কাঁপিয়ে দিয়েছে সমাজের ভিত্তি। কুখ্যাত খুনি ১ বইটি সেইসব কুখ্যাত সিরিয়াল কিলারদের অন্ধকার জীবনের এক হাড়হিম করা সংকলন।

এই বই কেবল হত্যাকাণ্ডের বিবরণ নয়, বরং এটি অপরাধের মনস্তত্ত্ব বোঝার এক গভীর অনুসন্ধান। বইটিতে উঠে এসেছে পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর ও ধূর্ত খুনিদের বৃত্তান্ত। পাঠক এখানে মুখোমুখি হবেন জোডিয়াক কিলার এর অমীমাংসিত রহস্যের, জানবেন টেড বান্ডির মতো সুদর্শন ও শিক্ষিত যুবকের ভেতরের পশুপ্রবৃত্তির কথার, কিংবা এড গিন এর বিকৃত ও গা গুলানো কর্মকাণ্ডের পেছনের সত্য এর সাথে।

ডেনিস রেডার , জন অ্যালেন মুহাম্মদ, ফ্রেড ওয়েস্ট কিংবা আইলিন ক্যারল উইনোরোসের মতো খুনিরা কীভাবে একটি স্বাভাবিক জীবন থেকে ক্রমশ অন্ধকারের অতলে তলিয়ে গেল? তাদের এই রূপান্তরের পেছনে কি ছিল শৈশবের অবহেলা, পারিবারিক নির্যাতন, নাকি জন্মগত মানসিক বিকার?

সত্য ঘটনা অবলম্বনে রচিত এই বইটি আপনাকে নিয়ে যাবে অপরাধ জগতের এমন এক স্তরে, যেখানে রক্ত, বিশ্বাসঘাতকতা এবং নৃশংসতাই শেষ কথা। ‘কুখ্যাত খুনি’ সিরিজের প্রথম এই খণ্ডটি সাহসী পাঠকদের বাধ্য করবে নতুন করে ভাবতে, আমাদের আশেপাশের পরিচিত মুখের আড়ালে কি কোনো অচেনা খুনি লুকিয়ে নেই তো?

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন!

 #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬বইয়ের নাম : মেকিলেখক : রাদিক রাসলানজনরা : ক্রাইম...
18/01/2026

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬

বইয়ের নাম : মেকি
লেখক : রাদিক রাসলান

জনরা : ক্রাইম থ্রিলার

প্রকাশনী : নটিলাস প্রকাশনী
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ২৪০

মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
৫০% ছাড়ে ধী প্রি-অর্ডার মূল্য : ২৫০ টাকা মাত্র!

#কাহিনি_সংক্ষেপ

মেনাথেম শহরের কোলাহল থেকে দূরে, এক নিভৃত গ্রামে অবস্থিত জামান খানের আশ্রম। এতিম ছাত্রদের কলকাকলিতে মুখর এই প্রতিষ্ঠানের আড়ালে কি কোনো অশুভ ছায়া বাসা বেঁধেছে?

এক অদ্ভুত রাতে বদলে যায় আশ্রমের চিরচেনা দৃশ্যপট। ছাত্রদের খাবারে লবণের আধিক্য, তীব্র তৃষ্ণা আর বাথরুম থেকে রহস্যময় অন্তর্ধান—সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। সকালে আশ্রমের ছাত্র সাকলাইনকে পাওয়া যায় হাত-পা বাঁধা অবস্থায়, আর আশ্রমের কর্মী আফসারকে উদ্ধার করা হয় কবরের মতো এক গভীর গর্ত থেকে। এই নৃশংস আক্রোশের কারণ কী? আশ্রমের সুনাম বাঁচাতে ও বড় কোনো বিপর্যয় এড়াতে সেখানে হাজির হলো ডিটেকটিভ কল্লোল।

ঘটনাস্থলে এসেই কল্লোল মুখোমুখি হলো এক গোলকধাঁধার। ক্লোরোফর্মযুক্ত রুমাল, ভাঙা ঘড়ি আর মাটির নিচে চাপা পড়া অতীত ক্রমশ জটিল করে তোলে রহস্যের জাল। এরই মাঝে নতুন ছাত্র রিহাবের ‘স্লিপওয়াকিং’ বা ঘুমের মধ্যে হাঁটার অসুখ জন্ম দিলো নতুন আতঙ্কের। গভীর রাতে সে কী দেখছে? মাটির নিচে কাদের কঙ্কাল?
শিকার এবং শিকারির এই ধূর্ত খেলায় কে আসল আর কে ‘মেকি’? অপরাধী কি বাইরের কেউ, নাকি সবার চোখের আড়ালে ভেতরেই মিশে আছে কোনো ভয়ংকর হন্তারক?

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন!

 #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬বইয়ের নাম : অদিতার আঁধারলেখক : দীপেন ভট্টাচার্যজ...
18/01/2026

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০২৬

বইয়ের নাম : অদিতার আঁধার
লেখক : দীপেন ভট্টাচার্য

জনরা : সায়েন্স ফিকশন

প্রকাশনী : নটিলাস প্রকাশনী
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬

মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
৫০% ছাড়ে ধী প্রি-অর্ডার মূল্য : ২২৫ টাকা মাত্র!

#কাহিনি_সংক্ষেপ

দুই হাজার বছর পরে পৃথিবীতে কোনো আলাদা দেশ নেই। মানুষের মৃত্যু হলে তার কপি করা মস্তিষ্ক দেহে বসিয়ে জীবন্ত করা হয়। বয়স দু’ শ বছর হবার আগে মৃত্যুর অনুমতি পেতে হলে বিশেষ ছাড়পত্র লাগে। বনবিজ্ঞানী অদিতা সান সেই ছাড়পত্র চান। এর বহু বছর আগে অদিতা বিষাণের সন্তান সেন্ভা হারিয়ে গিয়েছিল চাঁদে। বিষাণের গবেষণাই মস্তিষ্ক প্রতিস্থাপনের প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করেছিল। কিন্তু মানুষের জীবনকে দীর্ঘমেয়াদি করার সিদ্ধান্ত সমাজকে এক দার্শনিক দ্বন্দ্বের সম্মুখীন করে। সেই দ্বন্দ্বের ফল এক বিশাল ষড়যন্ত্র। ব্যতিক্রমী কথাকার দীপেন ভট্টাচার্যের হাতে সামাজিক ও কারিগরি সম্ভাব্যতার প্রেক্ষাপটে পৃথিবীর এই ভবিষ্যৎ রূপ নিয়েছে এক আকর্ষণীয় বিজ্ঞান কল্পকাহিনিতে।

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন!

বঙ্গদেশে রূপকথার ঐতিহ্য বহু পুরোনো। কালের বিবর্তনে এতে মিশে গেছে আঞ্চলিক লোকগাঁথা এবং ধর্মীয় হিতোপদেশ। অনেক রূপকথার সঙ্...
17/01/2026

বঙ্গদেশে রূপকথার ঐতিহ্য বহু পুরোনো। কালের বিবর্তনে এতে মিশে গেছে আঞ্চলিক লোকগাঁথা এবং ধর্মীয় হিতোপদেশ। অনেক রূপকথার সঙ্গে সংস্কৃত পঞ্চতন্ত্র ও পালি জাতকের গল্পের সাদৃশ্য লক্ষ করা যায়। মধ্যপ্রাচ্যের আরব্য উপন্যাস ও পারস্য উপন্যাস থেকেও বেশ কিছু রূপকথার আগমন ঘটেছে। বাদ যায়নি ইউরোপীয় লোককাহিনির উপাদানও। রাক্ষস-খোক্কস, সন্ন্যাসী-ডাইনি, দৈত্য-দানব, জাদুকর, বীর-পালোয়ান, রাজা-রানি, রাজপুত্র-রাজকন্যা, উজিরপুত্র-কোটালপুত্র, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি–এরাই হচ্ছে রূপকথার পাত্র-পাত্রী। এদের নানা উদ্ভট, অলৌকিক ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড যুগ যুগ ধরে বিমোহিত করে আসছে ছেলে-বুড়ো সবাইকে। বংশপরম্পরায় প্রচলিত রূপকথাগুলো বদলে গিয়েছে অনেকটাই, হারিয়ে গিয়েছে এদের আদি ও অকৃত্রিম রূপ। এ কারণেই যুগে যুগে সাহিত্যবিশারদগণ রূপকথা সংগ্রহে ব্রতী হয়েছেন, সৃষ্টি করেছেন রূপকথাভিত্তিক সাহিত্যকর্ম; বহুল চর্চিত গল্পগুলোকে উপস্থাপন করেছেন নিজস্ব ভঙ্গিমায়, তাঁদের কল্পনার পক্ষীরাজ উড়ে বেরিয়েছে বইয়ের পাতা জুড়ে।

বাংলা চিরায়ত রূপকথার বর্ণাঢ্য গল্পগুলোই সম্পাদিত রূপে উপস্থাপন করা হলো আপনাদের সামনে। বাংলা রূপকথার কল্পরাজ্যে হারিয়ে যেতে তৈরি তো?

বইয়ের নাম : বাংলার রূপকথা সমগ্র (সচিত্র)
সম্পাদনা : জেবেল খান
জনরা : রূপকথা, উপকথা ও লোককাহিনি

মুদ্রিত মূল্য : ১১০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৫৫০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন অথবা
কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন!

 #বইমেলা_২০২৬ একবার কিছু ব্যাঙ মিলে প্রতিযোগিতার আয়োজন করল। সেটা হলো-অনেক উঁচু একটি পাহাড়ের মাথায় উঠতে হবে। সেদিন যত ব্য...
17/01/2026

#বইমেলা_২০২৬

একবার কিছু ব্যাঙ মিলে প্রতিযোগিতার আয়োজন করল। সেটা হলো-অনেক উঁচু একটি পাহাড়ের মাথায় উঠতে হবে। সেদিন যত ব্যাঙ ছিল সব হাজির হয়ে গেল। সবাই ধরেই নিয়েছে, এত উঁচু পাহাড়ের মাথায় কোনো ব্যাঙের পক্ষে ওঠা সম্ভব নয়। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সেই সাথে ব্যাঙদের পক্ষ থেকে নানা রকম নেতিবাচক মন্তব্য শুরু হলো। যত সময় গেল, ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকল। পথ যত উঁচু হলো, তত কমতে থাকল প্রতিযোগীর সংখ্যা।

কেউ-কেউ নেতিবাচক মন্তব্য শুনে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলো। কেউ-বা এ কাজটিকে অসম্ভব মেনে হতাশায় ফিরে এলো নিচের দিকে। কিন্তু একটি ব্যাঙ কারো কোনো কথাতে কান না দিয়ে, অনেক কষ্টের পর পাহাড়ের মাথায় পৌঁছে গেল! সমস্ত ব্যাঙ অবাক হয়ে বিজয়ী ব্যাঙটিকে ঘিরে ধরল তার সফলতার রহস্য জানতে... ব্যাঙটি তখন তাদের কাছে জীবনে সফল হওয়ার জন্য গোপন এক রহস্যের দরজা উন্মোচন করেছিল। কী সেই গোপন রহস্য? এই বইটির পরতে পরতে রয়েছে সেই গোপন রহস্যের সন্ধান। তবে আর দেরি কেন? পড়া শুরু করা যাক!

বইয়ের নাম : সফলতার রহস্য
লেখক : রুবেল কান্তি নাথ
জনরা : আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২৪৫ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন!

 #বইমেলা_২০২৬ ইংরেজি সাহিত্যে যাকে সায়েন্স ফিকশন বলা হয়েছে, বাংলায় তা কল্পবিজ্ঞান। অর্থাৎ কল্পনার বিজ্ঞান। সায়েন্স ফিকশন...
17/01/2026

#বইমেলা_২০২৬

ইংরেজি সাহিত্যে যাকে সায়েন্স ফিকশন বলা হয়েছে, বাংলায় তা কল্পবিজ্ঞান। অর্থাৎ কল্পনার বিজ্ঞান। সায়েন্স ফিকশনের মূল প্রেরণার সঙ্গে বাংলা তরজমাটি জুতসই হয়নি। ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাবলি সম্পর্কিত বই হলো সায়েন্স ফিকশন। এখানে কল্পনার কোনো কথা বলা হয়নি। বাংলায় আছে ‘আকাশ-কুসুম কল্পনা’ শব্দ, সায়েন্স ফিকশন এ রকম কিছু নয়।

এ সাহিত্যের লেখক রহস্য ভেদ করে অনেক দূর যেতে পারেন, কোনো না কোনো দিন তা বাস্তব হয়েছে বা হবে। জুল ভার্নের সায়েন্স ফিকশনগুলো তা-ই। এখানকার বইটি টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি-র ঘটনাবলি কিন্তু শেষ পর্যন্ত বাস্তব হয়েছে। সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা এ বই থেকেই সাবমেরিনের ধারণা গ্রহণ করে তা জলজ্যান্ত করেছেন। জুল ভার্নের আগে দুনিয়ায় সাবমেরিন ছিল না। সাবমেরিন বা ডুবোজাহাজ আবিষ্কার হলো জুল ভার্নের টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি প্রকাশের পরই।

এ গ্রন্থই জুল ভার্নকে সমুদ্র দুনিয়ায় জনপ্রিয় করে তোলে। তাঁর জন্ম ফ্রান্সে, তাই বুঝি ফ্রান্সের কোনো বিজ্ঞানী, অধ্যাপক, ডাক্তার কিংবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পাওয়া যাবে না, যিনি জুল ভার্ন পড়ে বড়ো হননি। ফ্রান্সের আগে এসব আমেরিকাতেই ঘটেছে, সমগ্র বিশ্বই জুল ভার্ন নিয়ে টালমাটাল।

বইয়ের নাম : সমুদ্রের অতলতলে দুঃসাহসিক হাজার কিলো
লেখক : জুল ভার্ন
অনুবাদ : মোহাম্মদ হাননান
জনরা : সায়েন্স ফিকশন

মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২১০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন!

 #বইমেলা_২০২৬ সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষা...
17/01/2026

#বইমেলা_২০২৬

সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষার সাহিত্য-দ্রাঘিমার কতটা খোঁজ আমরা রাখি? কতটা জানি ওই আসমুদ্রহিমাচলের সৃষ্টিবৈভব আর সেসবের কারিগরদের? লেখক আমাদের ঠুলি-আঁটা চোখে লন্ঠন জ্বেলে অন্ধকার সরিয়ে দিতে চেয়েছেন এই সংকলনে। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন দীর্ঘদিন। ফলে বিশ্বসাহিত্যের গভীর পাঠমগ্নতা স্বাভাবিকভাবেই তাঁর রয়েছে। এই সংকলনে ওই অভিনিবেশ ও স্ফুরণ লক্ষ করা যায়।

সংকলনটিতে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার থেকে সাহিত্যতত্ত্ব বিষয়ে যেমন প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে; রয়েছে অনূদিত কবিতা ও সাক্ষাৎকার। সংকলিত কবি-লেখকদের কোনো কোনো রচনার খবর আমাদের অজানা নয়। কিন্তু এসব রচনায় তিনি উক্ত রচয়িতাদের জীবন, দার্শনিকতা, সৃষ্টিসত্তা এবং সমকালের কাক্সিক্ষত ও অনাহুত দগ্ধতার প্রতি দৃষ্টি দিয়েছেন, যেসব অভিনিবেশের মধ্য দিয়ে লেখকের সৃষ্টিচৈতন্যের বিকাশ অনুভব করা যায়। আর অনূদিতাংশ-কবিতা ও সাক্ষাৎকার-এই সংকলনের উল্লেখযোগ্য এলাকা। যেসব রচনা আমাদের দেবে ভিন্ন এক সাহিত্যশৈলী আস্বাদের আলো ও ইশারা।

বইয়ের নাম : বিশ্বসাহিত্যের বারান্দায়
লেখক : কামরুল ইসলাম
জনরা : গবেষণা ও প্রবন্ধ

মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৪২০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন!

Address

38/A, N Ali Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801537371856

Alerts

Be the first to know and let us send you an email when ধী - dhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধী - dhee:

Share