Mohammad Zahidul Islam

Mohammad Zahidul Islam When the righteous are in danger, they rise again, but when the wicked are in danger, they fall. I am not God. I am not a prophet. I am not made of light. Thanks.
(1)

I am human so I can make mistakes. I'm sorry if I made a mistake. Stay well, keep well.

05/07/2025
15/05/2025
LumenAid Foundation সহায়তার হাত বাড়িয়ে দিন।
26/04/2025

LumenAid Foundation
সহায়তার হাত বাড়িয়ে দিন।

26/04/2025

এই দেশ আমাদের, এই মাটি আমাদের অহংকার।
কেউ যদি দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে,
রাজ্য বা সমাজকে অস্থিতিশীল করতে চায়,
তবে সে ভুলে যেন না যায়—
এই দেশের মানুষ জেগে আছে, সজাগ আছে।
দেশবিরোধী কার্যকলাপের কোনো জায়গা এই ভূখণ্ডে নেই।
প্রতিটি নাগরিকই এই দেশের প্রহরী।

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য একটাই বার্তা—
এই মাটি কখনো মেনে নেবে না বিশ্বাসঘাতকতা।

26/04/2025

সবার জন্য রইলো শুভকামনা
জীবন ছোট, তাই একে ভালোবাসো।
নিজেকে যত্নে রাখো, মনকে শান্ত রাখো।
সুস্থ থাকো, ভালো থেকো – তবেই পৃথিবীটাও হবে একটু সুন্দর।
পরিবার, বন্ধুবান্ধব – সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও।
হাসিমুখে কাটুক তোমার প্রতিটি দিন।

26/04/2025

শুভ সকাল!
নতুন দিনের আলো নতুন সম্ভাবনা নিয়ে আসে।
আজকের দিন হোক আনন্দ, শান্তি আর সফলতায় ভরপুর।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসিখুশি থাকো।
আলো ঝলমলে একটা সকাল তোমার জন্য অপেক্ষা করছে!

25/04/2025

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

রাহুল গান্ধী কংগ্রেসের হো মা সা করছে। তবে রাহুল গান্ধিরে বাচায়ে দিছে লাস্ট টাইমে ধ্রুব রাঠি সহ প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট। ভারতে ধ্রুব রাঠি আর কংগ্রেস এলাইন্ড সোশ্যাল মিডিয়া এক্টিভিস্টরা যেই রোল প্লে করছে সেই একই রোল প্লে করবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সামনে ইলেকশনে। বাংলাদেশের পলিটিশিয়ানেরা বাংলাদেশের ধ্রুব রাঠিদের সাথে পাঙ্গা নেয়।

অথচ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারেরা সবাই ডানপন্থী রাজনীতির সাথে এলাইন্ড, জিয়াউর রহমানের ব্যাপারে আনকম্প্রোমাইজিং। অতীতে পুরোটা সময়ে বিএনপির পাশেই ছিলো। তারা বিএনপির কাছে চায়ও নাই কিছু। তাদের চাওয়া একটাই প্রো ইন্ডিয়ান পলিটিক্স না করা। রাষ্ট্রের সংষ্কার করা, ফ্যাসিবাদের জঞ্জাল সরানোর পরে নির্বাচনের কথা ভাবা। কিন্তু না উনাদের এখুনি ক্ষমতা লাগবে।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সফট পাওয়ার রিয়েল। এইটা হারানো বিএনপির জন্য ডিজাস্টার হবে। মার্ক মাই ওয়ার্ডস।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Zahidul Islam:

Share