Dr. Sanjida & More

Dr. Sanjida & More Just For Balancing Between Life ❤️ &
Profession 🩺👩‍⚕️
Hi
i'm Dr.sanjida Islam
MBBS, BCS,CCD,CMU

এই বাচ্চা ছেলেটি গত কয়েকমাস ধরে এই সমস্যা নিয়ে ভুগতেছিল।গত ১ সপ্তাহ আগে সে এসেছিল তার মায়ের সাথে।আজকে সে একাই  চলে এসেছে...
24/05/2025

এই বাচ্চা ছেলেটি গত কয়েকমাস ধরে এই সমস্যা নিয়ে ভুগতেছিল।গত ১ সপ্তাহ আগে সে এসেছিল তার মায়ের সাথে।
আজকে সে একাই চলে এসেছে,রুমে ঢুকে হাসতে হাসতে তার হাত উঁচু করে আমাকে দেখাচ্ছে আমার হাত ভালো হয়ে গেছে,আপনি কি আমাকে আর কোন ঔষধ দিবেন?
আমি একটু অবাক চোখে তাকিয়ে বললাম, আমাকে কি তোমার এই সুন্দর ছোট হাতের ছবি তুলতে দিবে?
আলহামদুলিল্লাহ রোগী অনেক খুশি, কারন সে হাত দিয়ে এখন খেতে পারবে..🙂
বি. দ্রঃ রোগীর অনুমতি নিয়ে ছবি তোলা হয়েছে।
চেম্বার - #পলি_এক্সরে_এন্ড_প্যাথলজি
রোগী দেখার সময়- প্রতি শনি থেকে বুধবার
বিকাল ০৫ টা থেকে রাত ০৮ টা

Where moonlight meets blossoms 🤍
14/05/2025

Where moonlight meets blossoms 🤍

এখন থেকে আমাকে  পাবেন  #পলি এক্স-রে এন্ড প্যাথলজি  তে ঠিকানা: হাসপাতাল রোড, বাউফল #প্রতি শনিবার থেকে বুধবার  #বিকেল ৫টা ...
10/05/2025

এখন থেকে আমাকে পাবেন #পলি এক্স-রে এন্ড প্যাথলজি তে
ঠিকানা: হাসপাতাল রোড, বাউফল
#প্রতি শনিবার থেকে বুধবার
#বিকেল ৫টা থেকে রাত ০৮ টা পর্যন্ত।
📌যেসব রোগের চিকিৎসা সেবা এবং পরামর্শ দেয়া হয়-
✅ ডায়াবেটিস
✅চর্ম রোগ ও চুল পড়া জনিত সমস্যা
✅গাইনী, প্রসূতি ও শিশু
✅মেডিসিন
✅পরিপাকতন্ত্রজনিত সমস্যা
✅কিডনি জনিত সমস্যা
✅হরমোন থাইরয়েড এর চিকিৎসা
🙂

এখন থেকে  #পলি এক্স-রে এন্ড প্যাথলজি(হাসপাতাল রোড,বাউফল)  তে আমাকে পাবেন  প্রতি শনি থেকে বুধবার বিকেল ৫টা থেকে  রাত ০৮ ট...
20/04/2025

এখন থেকে #পলি এক্স-রে এন্ড প্যাথলজি(হাসপাতাল রোড,বাউফল) তে আমাকে পাবেন
প্রতি শনি থেকে বুধবার
বিকেল ৫টা থেকে রাত ০৮ টা..
দেখা হবে ..কথা হবে ..সমস‍্যার সমাধান হবে ইনশাআল্লাহ
🌺

আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি Dr. Sanjida Islam  #অনেকেই জিজ্ঞাসা করছেন আমি কোথায় চেম্বার ...
10/04/2025

আসসালামু আলাইকুম
আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন।
আমি Dr. Sanjida Islam
#অনেকেই জিজ্ঞাসা করছেন আমি কোথায় চেম্বার করছি -

#আগামী ২০/০৪/২৫ ইং তারিখ থেকে আমি ইনশাআল্লাহ বিকাল ০৫ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত চেম্বার করবো
#পলি_এক্সরে_এন্ড_প্যাথলজি
#হাসপাতাল_রোড
#বাউফল_পটুয়াখালী

📌যেসব বিষয় চিকিৎসা সেবা এবং পরামর্শ পাবেন -
✅ ডায়াবেটিস
✅চর্ম রোগ ও চুল পড়া জনিত সমস্যা
✅গাইনী ও প্রসূতি
✅মেডিসিন
✅পরিপাকতন্ত্রজনিত সমস্যা
✅কিডনি জনিত সমস্যা
✅হরমোন থাইরয়েড এর চিকিৎসা
📌📌রোগী দেখার সময় -
রবিবার থেকে বুধবার বিকাল ০৫টা থেকে রাত ৮ টা।
✴️সকলের দোয়াপ্রার্থী
পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইল🙂

30/03/2025

Eid Mubarak 🌙

12/03/2025

আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে...

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-03-12/CtWTWDxT

07/03/2025

ঘটনাটি কানাডার। এক বরফ শীতল রাতে একজন ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?

বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।

ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।

ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট পড়ে আছে যাতে লেখা:

যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।

শিক্ষা: মিথ্যা আশ্বাস অথবা অপেক্ষা মানুষের হৃদয়কে রক্তাক্ত করে, মনোবল ভেঙে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।

অনেক রোগী আছে  যারা কয়েকটা টাকা বাঁচানোর জন্য উল্টাপাল্টা জায়গা থেকে  বিভিন্ন ক্রিম মেখে শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে নিয়ে ...
02/02/2025

অনেক রোগী আছে যারা কয়েকটা টাকা বাঁচানোর জন্য উল্টাপাল্টা জায়গা থেকে বিভিন্ন ক্রিম মেখে শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে নিয়ে আসে। যেমন অনেকে মুখ, হাত, নিম্নাংশ পুড়িয়ে নিয়ে আসে।

এমনকিছু দেখলেই বুঝে যাই আকাম করে এসেছে অর্থাৎ Gacozema (গ্যাকোজিমা) ব্যবহার করে আসছে।
আজকে তো মাত্র ০৬ বছরের এক বাচ্চাকে এই ক্রিম লাগিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে নিয়ে এসেছে।এসব উল্টাপাল্টা ক্রিম মেখে ভালো তো হয় না বরং এমন খারাপ অবস্থা হয় যা হাজার হাজার টাকা খরচ করেও আর ভালো হয় না।

কোয়াক লেভেলে দুনিয়ার সব চর্মরোগের মহৌষধ এটা, মানে যেখানেই লাগান না কেন পুড়িয়ে দিবে। এগুলো বিভিন্ন চর্মরোগকে এমনভাবে খারাপ করে ফেলে যে পরবর্তীতে আসল রোগ সনাক্ত করা কঠিন হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে বছরের পর বছর আর ভালো হয়না।

Address

Dhaka

Telephone

+8801750975588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sanjida & More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share