01/08/2025
কেউ আমার পথ আগলে দাঁড়ালে
আমি ভিন্ন পথে হাঁটি।
কত রাস্তা, কত মুখ,
কোথাও না কোথাও তো মিশে যাবোই।
কেউ আমাকে গালমন্দ করলে
আমি তাকে অডনের কবিতা শোনাই -
'উই মাস্ট লাভ ওয়ান এনাদার অর ডাই'
পারিজাত ফুলের মত কী স্নিগ্ধ, কী সুন্দর!
কেউ আমাকে ছুঁড়ে ফেলে দিলে
আমি করুণা নিয়ে সেই মুখের দিকে তাকাই
যে হোঁচট খেল না, সেতো জানল না
পড়ে গিয়েও কতভাবে উঠে আসা যায়!
কেউ আমাকে তীব্র অবহেলা করলে
আমি চোখে জমিয়ে রাখি ইনটেন্স লাভ।
ঘৃণা পুষবার সময় কোথায়?
ঘড়ির কাঁটাতো দোরাচ্ছে পুলসিরাতে।
~ সোয়েব আল হাসান