সোয়েব আল হাসান

সোয়েব আল হাসান Writer | Reciter | Digital Marketer | Digital Creator | Social Worker | Traveler | Dreamer He is the youngest son of his parents. Ltd.
(5)

Soyeb Al Hasan is a versatile Bangladeshi character who is author, poet, novelist, screenwriter, video creator, motion designer, digital marketer, entrepreneur, social worker, traveler & dreamer. He was born in 06 November in a remote village Rajdharpur of Rajbari district. Soyeb Al Hasan started his primary education at Baonara Govt. Primary School & Secondary education at Rajdharpur High School

in Rajbari. After that he went to Dr. Abul Hossain College for higher secondary education. After completing, he started his honors life in Govt. Titumir College dhaka but after one year he left this college and admitted to International University of Business Agriculture & Technology (IUBAT) for his Graduation. After four years graduation he went to university of Dhaka to complete his post-graduation. Always Soyeb Al Hasan scored very remarkable result in every institution of his student life. Soyeb Al Hasan started his professional life at Westin Dhaka for his Management Training. Then he joined Amari Dhaka under ONYX Hospitality group of Thailand. He worked there for four years in Front office & Marketing team. After that he worked in BASIS, LCBS Dhaka & Pearl Int. Now he is working as a Digital Marketing Specialist in Keya group of Industries. Also, he is operating a Digital Marketing farm named “Dream Castle” as a Founder & CEO. He started his writings at very early age of class seven by forming of a weekly wall paper in his school. Gradually he used to write of different kinds of poetries, short stories, travel stories, novels & many more. His writings were published in different magazines & national newspapers. His first Poetry book ‘Ek Kaap Abhimani Cha’ has been published in Amar Ekushe Book fair 2021. His other books are, 'Megh Manobi & Buker Vetor Bishadpur'.

01/08/2025

কেউ আমার পথ আগলে দাঁড়ালে
আমি ভিন্ন পথে হাঁটি।
কত রাস্তা, কত মুখ,
কোথাও না কোথাও তো মিশে যাবোই।

কেউ আমাকে গালমন্দ করলে
আমি তাকে অডনের কবিতা শোনাই -
'উই মাস্ট লাভ ওয়ান এনাদার অর ডাই'
পারিজাত ফুলের মত কী স্নিগ্ধ, কী সুন্দর!

কেউ আমাকে ছুঁড়ে ফেলে দিলে
আমি করুণা নিয়ে সেই মুখের দিকে তাকাই
যে হোঁচট খেল না, সেতো জানল না
পড়ে গিয়েও কতভাবে উঠে আসা যায়!

কেউ আমাকে তীব্র অবহেলা করলে
আমি চোখে জমিয়ে রাখি ইনটেন্স লাভ।
ঘৃণা পুষবার সময় কোথায়?
ঘড়ির কাঁটাতো দোরাচ্ছে পুলসিরাতে।

~ সোয়েব আল হাসান

31/07/2025

‘কবিতায় বর্ষাযাপন ১৪৩২’ ইভেন্টে যারা অংশ নিয়েছিলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের অভূতপূর্ব অংশগ্রহণে এই ইভেন্টটি হয়ে ওঠে সত্যিই প্রাণবন্ত। আপনাদের আবৃত্তি অসাধারণ। আমি প্রতিটা আবৃত্তি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, ফিল করেছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতায় বুঁদ হয়ে থেকেছি। জানি এই ভালোবাসার প্রতিদান দেওয়া সম্ভব নয়, তবু পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের জাজেসদের বিজয়ী নির্ধারণ করতে হয়েছে। জাজেস চয়েস অ্যাওয়ার্ডে বিজয়ী হয়েছেন ৭ জন। আর সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট অ্যাওয়ার্ডে বিজয়ী হয়েছেন ৭ জন। মোট ১০ জনকে পুরস্কার দেওয়ার কথা থাকলেও আমরা আরও ৪ জনকে বাড়িয়ে দিয়েছি। আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সুন্দরবন কুরিয়ার এড্রেস সোয়েব আল হাসান পেইজে ইনবক্স করার জন্য অনুরোধ করা হলো।

আমাদের পার্টিসিপ্যান্টদের কথা বিবেচনা করে আমরা আরও দুটি ক্যাটেগরি করেছি। একটি হচ্ছে জাজেস স্পেশাল মেনশন এবং ভয়েস অব ইন্সপাইরেশন। ইনশাআল্লাহ্‌ আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বাতিঘরে আমরা সবাই চায়ের আড্ডা দিব। সেখানে আপনাদের আসার আমন্ত্রণ। সেখানে আপনাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।

বাতিঘরের আড্ডায় আসার আমন্ত্রণ সকল বিজয়ীদের ও আমার পাঠক, শুভাকাঙ্ক্ষীদের। ভালোবাসা এক আকাশ।

ভালো আছি বলতে যত সহজসহজ তো নয় ঠিক ততোটা থাকা, ভেতর ভেতর রৌদ্র পোড়ায় খুবআকাশ জানে সে কতটা ফাঁকা।~ Soyeb Al Hasan
30/07/2025

ভালো আছি বলতে যত সহজ
সহজ তো নয় ঠিক ততোটা থাকা,
ভেতর ভেতর রৌদ্র পোড়ায় খুব
আকাশ জানে সে কতটা ফাঁকা।

~ Soyeb Al Hasan

📢 ঘোষণা: কবিতায় বর্ষাযাপন ১৪৩২ ইভেন্টটিতে অংশ নিতে পারবেন আগামীকাল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। 🌧️📖✅ বর্ষার ছোঁয়ায় সাজানো ...
29/07/2025

📢 ঘোষণা: কবিতায় বর্ষাযাপন ১৪৩২ ইভেন্টটিতে অংশ নিতে পারবেন আগামীকাল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। 🌧️📖

✅ বর্ষার ছোঁয়ায় সাজানো আমাদের কবিতার এই বিশেষ ইভেন্টটি শেষের পথে।
✅ মাত্র ১ দিন বাকী আছে আর — প্রতীক্ষার অবসান হতে চলেছে!
✅ ৩১ জুলাই রাত ১০টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
✅ যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা। যারা আবৃত্তিতে অংশ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আগামীকালই শেষ সময়।

#কবিতায়_বর্ষাযাপন_১৪৩২
#সোয়েব_আল_হাসান

বান্ধবী ললিতার ব্যথা না খুঁজে এই পেইজে গিয়ে ব্যথা  বুঝে আসো গায়েস 😥
29/07/2025

বান্ধবী ললিতার ব্যথা না খুঁজে এই পেইজে গিয়ে ব্যথা বুঝে আসো গায়েস 😥

29/07/2025

সবাইকে বিশ্ব বাঘ দিবসের শুভেচ্ছা। হালুম। 🐅

বলতে পারো কোথায় থাকে সুখ? কোথায় থাকে ভুলের বাড়াবাড়ি?যেই দিয়েছে নীল সাগরে ডুবসেই দেখেছে শেষের পিঠে দাঁড়ি। বলতে পারো...
28/07/2025

বলতে পারো কোথায় থাকে সুখ?
কোথায় থাকে ভুলের বাড়াবাড়ি?
যেই দিয়েছে নীল সাগরে ডুব
সেই দেখেছে শেষের পিঠে দাঁড়ি।

বলতে পারো কোথায় যাচ্ছে মেঘ?
বুক পকেটে জল জমে সে ভার
এক জীবনে উড়ল বৃথাই সে
দিনের শেষে কেউ হলো না তার।

বলতো পারো দুখেও কেন হাসি?
কেন আমার ভাল্লাগেনা রোগ?
কেন আমার জট লেগে যায় ভাগে
জীবন জুড়ে শুধুই যোগ - বিয়োগ।

বলতে পারো কোথায় পাবো তারে?
কোন ওপারে বাঁধল আপন ঘর?
কার জন্য আমি পাগলপারা
কাটছে জীবন এমন যাযাবর।

বলতে পারো 'আছি আমি বেশ'
কেন এমন বৃথাই সকল চাওয়া?
মানুষ কেবল সেটাই শুধু ভাবে
একজীবনে হয়নি যারে পাওয়া।

~ সোয়েব আল হাসান

27/07/2025

Snorkelling × Maldives
a magical moment beneath the waves. A memory I’ll cherish forever. 🌊🐠✨

Soyeb Al Hasan

আমার লেখা ও Sagorica Nasrin আপুর কন্ঠে কবিতার এই ভিডিওটি দেখেছেন দশ লক্ষেরও বেশি মানুষ। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভ...
27/07/2025

আমার লেখা ও Sagorica Nasrin আপুর কন্ঠে কবিতার এই ভিডিওটি দেখেছেন দশ লক্ষেরও বেশি মানুষ। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অনলি সাপোর্ট ইজ রিয়েল 💪
26/07/2025

অনলি সাপোর্ট ইজ রিয়েল 💪

Address

Dhanmondi
Dhaka
1205

Website

https://www.rokomari.com/book/author/80279/soyeb-al-hasan

Alerts

Be the first to know and let us send you an email when সোয়েব আল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোয়েব আল হাসান:

Share

সোয়েব আল হাসান

স্বপ্ন নিয়ে পৃথিবী সাজাই। ভালবাসি লেখালেখি করতে, গল্প গুলোকে প্রাণ দিয়ে ফিল্ম বানাতে। আমার পৃথিবী খুবই ছোট। সেই ছোট্ট পৃথিবীর আমি একজন অসম্ভব সুখী মানুষ। খাঁ খাঁ জ্যোৎস্নায় পাখির পালকে ভর করে আমি পৃথিবী ভ্রমণে বের হই। বর্ষার রিনঝিন বৃষ্টির ফোঁটাকে ফুল বানিয়ে প্রিয়তমার জন্য অনন্তকাল অপেক্ষা করি। জল ফড়িঙের সাথে ভাব জমাই। আবেগে আপ্লুত হই। সবার ভালোবাসায় আমি বাঁচি, সিক্ত হতে চাই অনন্ত নক্ষত্রবীথি সাথে নিয়ে আরও কয়েক আলোকবর্ষ।

নামঃ সোয়েব আল হাসান

জন্মঃ ৬ নভেম্বর, রাজবাড়ী, বাংলাদেশ

পড়াশোনাঃ গ্রাজুয়েশন - আইইউবিএটি, পোস্ট গ্রাজুয়েশনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়