Shohoj Learning

Shohoj Learning Experience The Difference

আমাদের প্রতিদিনকার রুটিনে এমন অনেক কাজ রয়েছে যা আমার অনেকটা না বুঝেই করে যাচ্ছি এমন ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনতেই কাজ করে যাচ্ছি আমরা।

08/12/2025

👩‍⚕️ Doctor Visits & Health Checkups — বাবা-মা কীভাবে ডাক্তারকে প্রশ্ন করবেন?
👉আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ডাক্তার দেখাতে গেলে কীভাবে কথা বলবেন, কী প্রশ্ন করবেন—এই ভিডিওতে সহজ ইংরেজি বাক্য আর তার বাংলা অনুবাদ আছে, যাতে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন।

🎥 ভিডিওতে যা থাকছে:

“My child has a fever.” → আমার সন্তানের জ্বর হয়েছে।

“Is this medicine safe?” → এই ঔষধ কি নিরাপদ?

“Should I give this before food?” → এটা কি খাবারের আগে দিতে হবে?

আরও দরকারি বাক্য, যা প্রতিটি বাবা-মায়ের জানা উচিত।

👨‍👩‍👧‍👦 এই ভিডিওটি দেখুন, শিখুন, এবং অন্য বাবা-মায়ের সঙ্গে শেয়ার করুন। আপনার সন্তানের সুস্থতার জন্য সচেতনতা গড়ে তুলুন।

07/12/2025

✨👩"শিশুর যত্ন শুরু হোক ভালোবাসায়, শেখা হোক প্রতিটি হাসিতে।"
সকালের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। ছোট্ট নাজা ঘুম থেকে উঠে চোখ মেলল। মা হাসিমুখে বললেন, “Let’s take care of our body and mind.” নাজা হাত মুখ ধুয়ে উত্তর দিল, “চল, আমাদের শরীর ও মনের যত্ন নেই।”

✨খেলার পর দুপুরে নাজা ক্লান্ত হয়ে পড়ল। দাদি কাছে এসে বললেন, “You need rest to feel better.” নাজা চোখ বন্ধ করে শান্তভাবে বলল, “ভালো বোধ করার জন্য আমাকে বিশ্রাম দরকার।”

✨বিকেলে বাবা নাজাকে নিয়ে বারান্দায় গেলেন। হাতে পানি দিলেন আর বললেন, “Let’s drink water and stretch.” নাজা পানি খেয়ে হাত-পা নড়াল, “চল, পানি খাই ও শরীরটা একটু প্রসারিত করি।”

✨কিছুক্ষণ পর নাজা এক কোণে বসে চুপচাপ থাকল। মা এগিয়ে এসে বললেন, “Let’s take a quiet moment.” নাজা মাথা নাড়িয়ে বলল, “চল, একটু নিরিবিলি থাকি।”

✨খেলার সময় নাজা একটু বিরক্ত হয়ে গেল। দাদু তাকে সাহস দিয়ে বললেন, “You’re allowed to say ‘I need space.’” নাজা ধীরে বলল, “আমার একটু জায়গা দরকার।”

✨দিনের শেষে সবাই একসাথে বসে গল্প করল। মা বললেন, “Let’s talk about mental health.” নাজা মনোযোগ দিয়ে শুনল আর বলল, “চল, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি।”

✨রাতের খাবারের পর দাদি বললেন, “Taking care of yourself helps others too.” নাজা হাসিমুখে উত্তর দিল, “নিজের যত্ন অন্যদেরও সাহায্য করে।”

👉এভাবেই প্রতিটি মুহূর্তে পরিবার শিশুকে শেখাচ্ছে — আত্ম-যত্ন মানে শুধু নিজের ভালো থাকা নয়, বরং ভালোবাসা, সম্মান আর দায়িত্বের সাথে বড় হওয়া।
#শিশুরযত্ন #শেখাহোক_ভালোবাসায়

🤹👩“শিশুর শেখা হোক বইয়ের বাইরে — জীবনের প্রতিটি মুহূর্তে!”🍀🍀শিশুর শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। 🏫 প্রতিদিনের ছোট ছোট...
07/12/2025

🤹👩“শিশুর শেখা হোক বইয়ের বাইরে — জীবনের প্রতিটি মুহূর্তে!”🍀🍀শিশুর শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। 🏫 প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, পরিবারিক কথোপকথন, আর বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়েই গড়ে ওঠে তাদের চরিত্র ও আত্মবিশ্বাস।

✨ School Events & Activities স্কুলের অনুষ্ঠান ও কার্যক্রমে অংশগ্রহণ শিশুকে শেখায় দলগত কাজ, নেতৃত্ব, আর আনন্দের সঙ্গে শেখা।

💪 Teaching Self-Motivation শিশুকে উৎসাহ দিন নিজের লক্ষ্য ঠিক করতে এবং চেষ্টা চালিয়ে যেতে। বলুন: “You can do it!” → “তুমি পারবে!”

🌿 Teaching Self-Care শিশুকে শেখান নিজের শরীর ও মনের যত্ন নিতে। যেমন: “Let’s take care of our body and mind.” → “চল, আমাদের শরীর ও মনের যত্ন নেই।”

🌎 Gratitude for Nature প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা শেখান। গাছ, ফুল, নদী — সবই আমাদের বন্ধু। বলুন: “Let’s thank nature for its gifts.” → “চল, প্রকৃতির উপহারগুলোর জন্য কৃতজ্ঞ হই।”

🤝 Teaching Honesty শিশুকে শেখান সত্য বলা সাহসের কাজ। বলুন: “Being honest makes you strong.” → “সৎ থাকা তোমাকে শক্তিশালী করে।”

🌅 Morning Routine সকালের অভ্যাস গড়ে তুলুন — সময়মতো ঘুম থেকে ওঠা, পানি খাওয়া, পড়াশোনা ও খেলাধুলা। এতে শিশুর দিন শুরু হবে শক্তি ও আনন্দে।
#শিশুরযত্ন #শেখাহোক_বাস্তবজীবনে

07/12/2025

🤹আজকে বিকেলে ছোট্ট তারিফ খেলছে তার প্রিয় খেলনা দিয়ে। হঠাৎ মা বললেন, “Let’s play together!” — তারিফ থমকে গেল, তারপর হাসিমুখে বলল, “চল, একসাথে খেলি!” এই ভিডিও ঠিক এমনই মুহূর্তের জন্য — যেখানে মা-বাবা, দাদা-দাদি শিশুর সাথে ইংরেজি বলবেন, বাংলায় বুঝিয়ে দেবেন, আর শিশু শেখার আনন্দে মেতে উঠবে। রঙিন ভিজ্যুয়াল, স্পষ্ট উচ্চারণ, আর পরিবারিক ভালোবাসা — শেখা হবে খেলার মতো সহজ!
👉তাহলে আর দেরি কেনো—!!!
✅ ভিডিও চালু করুন
✅ বাক্য বলুন ও অনুবাদ করুন
✅ শিশুকে বলার সুযোগ দিন
✅ প্রতিদিন ৫ মিনিট — শেখা হবে মজার, সহজ, এবং কার্যকর!

🤹"শিশুর প্রতিটি হাসি হোক শেখার নতুন জয়, প্রতিটি ছোট্ট পদক্ষেপ হোক ভবিষ্যতের বড় সাফল্যের পথে। আজই শুরু করুন, কারণ আপনার ভালোবাসা আর সময়ই শিশুর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শক্তি।"
#শিশুরইংরেজিশেখা #শেখাহোকআনন্দে

সঞ্চয়পত্র চুরি হলে যা করবেন
06/12/2025

সঞ্চয়পত্র চুরি হলে যা করবেন

06/12/2025

🍀“ভদ্রতা শেখা শুরু হোক সবার মাঝে!”শিশুরা যখন সবার মাঝে থাকে, তখন তাদের আচরণই বলে দেয় তারা কী শিখছে। এই ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে সহজ ইংরেজি-বাংলা বাক্য দিয়ে শিশুদের সম্মানজনক আচরণ শেখানো যায়—
🔹 “Let’s speak quietly in public places.” → “চলো, সবার মাঝে চুপচাপ কথা বলি।”
🔹 “Let’s wait patiently in line.” → “চলো, লাইনে ধৈর্য্য সহকারে অপেক্ষা করি।”
🔹 “Let’s be polite to service workers.” → “চলো, পরিষেবা কর্মীদের প্রতি ভদ্র হই।”

✨এই বাক্যগুলো শুধু ভাষা শেখার জন্য নয়, বরং সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য। শিশুদের শেখানো দরকার যে সবার মাঝে ভদ্রতা, ধৈর্য্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো আমাদের নাগরিক দায়িত্ব। ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিশুরা বাস্তব উদাহরণ দেখে বুঝতে পারে—ভদ্রতা মানেই শক্তি, সম্মান মানেই নেতৃত্ব।

👉আপনার শিশুকে এই ভিডিওটি দেখান, তাদের সঙ্গে বাক্যগুলো অনুশীলন করুন। ভাষা শেখা আর আচরণ শেখা একসাথে হলে, শিশুরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল।

✨ "শিশুরা শেখে চোখে দেখে, কানে শুনে, মনে রেখে"শিশুরা কখনো শুধু বই থেকে শেখে না—তারা শেখে আমাদের প্রতিটি আচরণ থেকে। আমরা ...
06/12/2025

✨ "শিশুরা শেখে চোখে দেখে, কানে শুনে, মনে রেখে"
শিশুরা কখনো শুধু বই থেকে শেখে না—তারা শেখে আমাদের প্রতিটি আচরণ থেকে। আমরা কেমন কথা বলি, কেমনভাবে সমস্যার সমাধান করি, কেমনভাবে অন্যকে সম্মান দিই—সবকিছুই তাদের মনে গেঁথে যায়।

👉 তাই অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হলো প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তোলা।
✨সকালে শুভেচ্ছা জানানো 🌞
✨খাবারের আগে ধন্যবাদ বলা 🙏
✨অন্যকে সাহায্য করা 🤝
✨ভুল করলে ক্ষমা চাওয়া 💬

🍀আজ যদি আমরা একটি ভালো অভ্যাস শিখিয়ে দিই, কাল সেটাই তাদের জীবনের সম্পদ হয়ে উঠবে। শিশুরা আমাদের প্রতিচ্ছবি—তাদের সামনে আমরা যেমন হবো, তারা তেমনই হয়ে উঠবে। 💓

06/12/2025

🧒👩শিশুরা শেখে দেখে দেখে। তাই স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ছোট ছোট কথাগুলো প্রতিদিনের অভ্যাসে পরিণত হোক। এই ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে সহজ ইংরেজি-বাংলা বাক্য দিয়ে শিশুকে শেখানো যায়—‘Wash your hands’, ‘Take your medicine’, ‘Be careful’— শেখা আর স্বাস্থ্য সচেতনতা একসাথে!
👉এই ভিডিওটি তৈরি হয়েছে এমন ৯ টি বাক্য নিয়ে, যা শিশুকে স্বাস্থ্য ও নিরাপত্তা বুঝতে সাহায্য করে—বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
👉আপনার সন্তানের সঙ্গে এই ভিডিওটি দেখুন। তাদের বলুন—“ স্বাস্থ্য ও নিরাপত্তার গুরুত্ব।” ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও পরিবার তাদের শিশুদের এই বার্তাগুলো পৌঁছে দিতে পারে।

ক্ষুধার্ত সন্তানের ভালোবাসা"একটি দরিদ্র পরিবারে মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাঁর ছোট ছেলে রাহিম স্ক...
05/12/2025

ক্ষুধার্ত সন্তানের ভালোবাসা"
একটি দরিদ্র পরিবারে মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাঁর ছোট ছেলে রাহিম স্কুলে যেত, কিন্তু টিফিনের সময় প্রায়ই খালি পেটে বসে থাকত।
একদিন স্কুলে শিক্ষক তাকে একটি বিস্কুট দিলেন। রাহিম খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু বিস্কুটটা মুখে না দিয়ে ব্যাগে রেখে দিল। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করল— “তুমি এত ক্ষুধার্ত, তবুও খাচ্ছো না কেন?”
রাহিম মৃদু হাসি দিয়ে বলল— “আমার মা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। আমি চাই আজ তিনি অন্তত একটা বিস্কুট খান।”
বাড়ি ফিরে রাহিম বিস্কুটটা মায়ের হাতে দিল। মা বিস্মিত হয়ে বললেন— “তুমি নিজে না খেয়ে আমার কথা ভেবেছো? তুমি আমার সবচেয়ে বড় সম্পদ।”
মায়ের চোখে জল, সন্তানের চোখে আনন্দ। সেই মুহূর্তে মনে হলো— ক্ষুধা মেটানোর চেয়ে ভালোবাসা অনেক বড়।

#মায়েরভালোবাসা
#সন্তানেরত্যাগ
#ক্ষুধারচেয়েবড়ভালোবাসা
#মানবিকগল্প
#ভালোবাসাইসম্পদ
#মায়েরজন্যসবকিছু
#ত্যাগেরমহিমা #হাইলাইটসシ゚

05/12/2025

👌সততা শেখানোর সহজ ভাষা—শিশুর চরিত্র গঠনের ১০টি বাক্য...!!
সততা শুধু একটি গুণ নয়—এটি একটি অভ্যাস, একটি সাহসিকতা। এই ভিডিওতে দেখুন কীভাবে “আমি ভুল করেছি”, “চল খোলামেলা কথা বলি”—এই বাক্যগুলো শিশুর ভেতরের সত্যবাদী মানুষটিকে জাগিয়ে তোলে। 🌱👨‍👧
👩শিশুর চরিত্র গঠনের প্রথম ধাপ হলো সত্য বলা শেখানো। এই ভিডিওটি তৈরি হয়েছে এমন ১০টি বাক্য নিয়ে, যা শিশুকে সততার গুরুত্ব বুঝতে সাহায্য করে—বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
👉আপনার সন্তান বা শিক্ষার্থীর সঙ্গে এই ভিডিওটি দেখুন। তাদের বলুন—“সত্য বলা সাহসের কাজ।” ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও পরিবার ও শিক্ষক এই বার্তাগুলো পৌঁছে দিতে পারেন।

**"👩🧒শিশুর শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় খেলার মাঠে। ওদের হাসি, দৌড়ঝাঁপ, বন্ধুদের সঙ্গে খেলা—সবকিছুই তাদের মন...
05/12/2025

**"👩🧒শিশুর শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় খেলার মাঠে। ওদের হাসি, দৌড়ঝাঁপ, বন্ধুদের সঙ্গে খেলা—সবকিছুই তাদের মনে আনন্দ, আত্মবিশ্বাস আর সুস্থতা তৈরি করে। 🌳
👉অন্যদিকে, মোবাইলের স্ক্রিনে দীর্ঘ সময় কাটানো শিশুদের কল্পনাশক্তি কমিয়ে দেয়, শারীরিক সক্রিয়তা কমায় এবং পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। 📱
👉 তাই প্রশ্ন হলো—আপনি চান আপনার সন্তান বেশি সময় কোথায় কাটাক? মাঠে খেলা নাকি মোবাইলের স্ক্রিনে?"**
💬 আপনার অভিজ্ঞতা শেয়ার করুন—কীভাবে আপনি স্ক্রিন টাইম ব্যালেন্স করেন?
🔄 পোস্টটি শেয়ার করুন যাতে আরও অভিভাবকরা আলোচনায় যোগ দিতে পারেন।
#শিশুরশৈশব #পজিটিভপ্যারেন্টিং #আউটডোরখেলা

05/12/2025

💓ভালোবাসা আর সাহসের ভাষা—শিশুর পাশে থাকার ১০টি উপায়..!!
একটি ছোট্ট বাক্য বদলে দিতে পারে একটি শিশুর মন। এই ভিডিওতে দেখুন কীভাবে “তুমি পারবে”, “আমি তোমার উপর বিশ্বাস রাখি”—এই কথাগুলো হয়ে ওঠে তাদের আত্মবিশ্বাসের ভিত্তি। 💬👩‍👧‍👦

👉এই ভিডিওটি শিশুদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি ছোট কিন্তু কার্যকরী উদ্যোগ। এটি স্কুল, পরিবার এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য একটি শিক্ষামূলক উপকরণ।

👉আপনার সন্তান, শিক্ষার্থী বা ছোট ভাইবোনের সঙ্গে এই ভিডিওটি দেখুন। তাদের বলুন—“আমি তোমার উপর বিশ্বাস রাখি।” ❤️ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও অভিভাবক ও শিক্ষক এই বার্তাগুলো পৌঁছে দিতে পারেন।

Address

Tushardhara Residential Area, Sector 06, Road 03
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Shohoj Learning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category