12/07/2025
সবাই ভাবে- আমি সবকিছু খুব সহজে মেনে নিতে পারি। তাই কেউ কখনো জিজ্ঞেস করে না, "তোর ভেতরে কি চলছে?” তারা দেখে আমার মুখের হাসি, কিন্তু বোঝে না-সেই হাসির পেছনে লুকানো কান্না কতটা গভীর।
আমি সারাদিন কথা বলি, হাসি... আর রাত হলে একা হয়ে যাই নিজের অনুভূতির সাথে। My silence speaks louder than words. কারণ আমার কাছে অভিযোগের কেউ নেই, আর থাকার মতো কেউ থেকেও নেই।
আজকাল নিজের কাঁধেই মাথা রাখি, নিজেকেই বলি, "তুই পারবি" জানি, কেউ এসে বলবে না-"তোর খারাপ লাগাটা আমি বুঝি।”
ভালোবাসা এখন গল্প মনে হয়, আর বোঝাপড়ার মানুষটা যেন কোনো কাল্পনিক চরিত্র। I'm not searching for attention, I'm just surviving.
এই জীবনে এখন চাওয়া শুধু একটাই- যেন অন্তত নিজের কাছেই একটু শান্তি পাই।