Light of Islam

Light of Islam This is islamic page. Only published islamic videos.

08/04/2025

সুবহানআল্লাহ
#আল্লাহ
#নবী
#কালেমা

30/09/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।

দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।

ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।

ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!

গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।

যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!

- সংগৃহিত

Ture
08/09/2024

Ture

এইজন্য আমি কোন দিন বিসিএস এর ফর্ম তুলিনি।
04/09/2024

এইজন্য আমি কোন দিন বিসিএস এর ফর্ম তুলিনি।

29/08/2024

একজন আমাকে বলছে যে এখন নাকি আগেরমত মেধাবী ছাত্রছাত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয় না। আগে নাকি অনেক মেধাবী ছাত্রছাত্রী বের হত এবং অনেক সুনাম শুনা যেত। এখনকার ছাত্রছাত্রীরা মেধাবী না মানলাম কিন্তু তার কাছে আমার প্রশ্ন হল এখনকার শিক্ষকরা কি আগের শিক্ষকদের মত মেধাবী। নিম গাছ থেকে আম আশা করেন কি করে স্বজনপ্রীতি আর দুর্নীতি করে আযোগ্য মানুষকে শিক্ষক বানান তাহলে এইরকম শিক্ষকের কাছে থেকে আপনি মেধাবী আশা করেন কি করে।

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে আস-সুন্নাহ ফ...
22/08/2024

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। যে যা পারেন সাধ্যমত তাদেরকে একটু সাহায্য করেন। দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। নিচে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর সাহায্য পাঠানোর লিংক দেওয়া হল।

আল্লাহ সবাইকে বুঝার তোফিক দান করেন।
15/04/2024

আল্লাহ সবাইকে বুঝার তোফিক দান করেন।

08/03/2024

Family time with abu toha

আপ্রিয় সত্য কথা।
29/02/2024

আপ্রিয় সত্য কথা।

Address

Dhaka, BD
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category