Aftab&Afroza

Aftab&Afroza Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aftab&Afroza, Digital creator, Zigatola, dhaka, Dhaka.

•আল্লাহকে ভরসা করুন—যার কাছে সবকিছু আছে, তার কাছে আপনার চাওয়াটুকু কিছুই না।

•শুধু ধৈর্য রাখুন…
আল্লাহ যখন দিবেন,
শুকরিয়া জানিয়ে শেষ করতে পারবেন না
ইনশাআল্লাহ❤️

‼️‼️চোখের পরীক্ষা‼️‼️বলতো দেখি এখানে কয়টা বিড়াল 🐱
20/12/2025

‼️‼️চোখের পরীক্ষা‼️‼️
বলতো দেখি এখানে কয়টা বিড়াল 🐱

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই কে কাঁদিয়ে, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন  শরিফ ওসমান হাদী। মহান আল্লাহ রাব্...
19/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সবাই কে কাঁদিয়ে, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন শরিফ ওসমান হাদী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শরিফ ওসমান হাদী কে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন।

19/12/2025

জুম্মার বারকত ছড়িয়ে পড়ুক আমাদের জীবনে 🤍

আজকের এই দিনের বিশেষত্ব–
দোয়া দ্রুত কবুল হয়
রহমতের দরজা খুলে যায়
গুনাহ মোচনের সুযোগ থাকে

চলুন আজ—
• নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই
• মানুষের হক আদায় করি
• অন্তরে রাগ-হিংসা দূর করি
• শান্তির পথে চলার নিয়ত করি

জীবন ছোট, তাই সময় নষ্ট না করে
সৎ কাজে মন দিই, ভালোবাসা আর দয়া ছড়িয়ে দিই 🌿

জুম্মা মোবারক ✨🤍

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো!🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো!🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

তিনটা কথা আমার কিছুতেই ভোলা চলবে না:ক. প্রিয় রবের পক্ষ থেকে কোনও নেয়ামত পেয়েছি? ~ সাথে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেলব...
15/12/2025

তিনটা কথা আমার কিছুতেই ভোলা চলবে না:

ক. প্রিয় রবের পক্ষ থেকে কোনও নেয়ামত পেয়েছি?
~ সাথে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেলব!

খ. রিযিকে টান পড়েছে? রুজি-রোজগার নেই? চালের বন্দোবস্ত নেই?
~ আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেব!

গ. বিপদ এসেছে? কোনও উপায় দেখতে পাচ্ছি না?
~ লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকব!

— শায়েখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

#দ্বীনেরআলো

অসুস্থতা থেকে মুক্তির দোয়ালিস্টঃএই দু’আলিস্টে যে দু’আর ভাষা আমি ব্যবহার করবো, তা নিজের জন্য এবং অন্যের জন্য প্রযোজ্য। নি...
10/12/2025

অসুস্থতা থেকে মুক্তির দোয়ালিস্টঃ

এই দু’আলিস্টে যে দু’আর ভাষা আমি ব্যবহার করবো, তা নিজের জন্য এবং অন্যের জন্য প্রযোজ্য। নিজের জন্য দু’আ করার সময় ‘আমাকে’ ও অন্যের জন্য দু’আ করার সময় ‘তাকে’ বলে দু’আ করবেন।

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্!

❑ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম,ইয়া আশ-শাফিই, আমাকে পরিপূর্ণ সুস্থতা দাও।

❑ আমাকে দীর্ঘ নেক হায়াত দাও। আমার তাকদিরে খারাপ কিছু থাকলে তা আফিয়াতের সাথে মুছে দাও।

❑ আমাকে আফিয়াতের সাথে বৃদ্ধ বয়স অবধি উপনীত করো। আমার যদি হায়াত কম ও থাকে, তবে তুমি তোমার নিজ কুদরতে বাড়িয়ে দাও আফিয়াতের সাথে।

❑ আমাকে শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থতা দাও। প্রতিটা অঙ্গের পরিপূর্ণতা দাও। নিরাপত্তা দাও।

❑ হে আমার আল্লাহ! তুমি তো সেই রব্ব, যে আইয়ুব নবীকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়েছিলে। তুমি তো আমার সেই রব্ব, যে মূসা নবীর জন্য সাগরের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিলে। তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না রব্ব। দয়া করে আমাকে সুস্থ করে দাও।

❑ তোমার পবিত্র নামের উসিলায় আমার শরীরের প্রতিটা কোষকে আফিয়াতের সাথে রোগমুক্ত করো।

❑ তোমার ইজ্জতের কসম! তুমি আমার এমন রব্ব, যে ‘হও’ বললে হয়ে যায়। আমাকে আর সবরের পরীক্ষা নিও না আল্লাহ। সন্তুষ্টি ও কৃতজ্ঞতার জীবন দাও। আমার দুঃখগুলো দূর করে দাও।

❑ আমি আশ্রয় গ্রহণ করছি তোমার মর্যাদার ও ক্ষমতার, আমাকে তুমি রক্ষা করো সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে। এবং তোমার সৃষ্টির সকল অনিষ্ট থেকে।

❑ আল্লাহ গো! তুমিই তো শিফা দাও। তোমার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। তুমি ছাড়া আর কোনো ডাক্তার/কবিরাজ কিছুই করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, একমাত্র তোমার হাতেই সকল ক্ষমতা। আমাকে রহম করো। আমাকে এমনভাবে শিফা দাও,যার পরে আর কোনো অসুস্থতা-রোগ অবশিষ্ট থাকবে না। কে আছে তুমি ছাড়া, যে আমাকে সুস্থতার স্বাদ আস্বাদন করাবে!

❑ আমার প্রতিটা কোষ, শিরা-উপশিরায় তুমি সুস্থতা দাও।

❑ আমাকে এমন কষ্ট দিও না রব্ব, যা আমার ইমানকে সংকটে ফেলবে৷ আমার অন্তর বিধ্বস্ত করে দিবে, আমার শরীর ভাঙিয়ে দিবে, আমার আমলে ঘাটতি আনবে। অসহায় অসুস্থতা থেকে পানাহ চাই মাবুদ!

❑ শারীরিক অসুস্থতার দরুন আমি তোমার ইবাদতে মনোনিবেশ করতে পারছি না। আমাকে তোমার ইবাদত সুন্দরমতো করার তওফিক দাও।

❑ শহিদী মর্যাদাপ্রাপ্ত সাহাবিদের মতো শারীরিক ও মানসিক শক্তি দাও।

❑ আমি তোমার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদির হতে।

❑ আমাকে কেবলমাত্র তোমারই মুখাপেক্ষীই রেখো। এমন কোনো রোগ-বালাই বা হালত দিও না, যাতে আমাকে সৃষ্টির মুখাপেক্ষী হতে হবে। তুমিই আমার জন্য যথেষ্ট হয়ে যাও।

❑ আমার কোনো ভুল/পাপের কারণে আমাকে শাস্তি দিও না। আমাকে ক্ষমা করো। রহম করো৷ পবিত্র রিজিক দান করো৷ আমাকে প্রতিটা সেকেন্ড উত্তম হালতে রাখো৷

❑ রব্বে করিম! আকুতিভরে তোমার কাছে চাইতে পারিনি। তোমার খেয়ে-পরে অন্যের গোলামী করেছি, করছি। কিন্তু রব্ব, তুমি তো আমার রব্ব। আমি নিজেকে যতটা না ভালো বুঝি, তুমি আমার চেয়ে বহুগুণ বেশি বুঝো৷ তুমি তো বোবার ভাষাও বুঝতে পারো। তুমি আমার এমন রব্ব, যার ক্রোধের চেয়ে দয়া বড়। তুমি শয়তানের দুআও ফেরাও নি। সেখানে আমি গোলামের দুআ কি কখনোই ফেরাবা? আমি জানি, তুমি আমার দুআ কবুল করবেই। তুমি আমাকে আফিয়াতের সাথে পরিপূর্ণতা সুস্থতা দিবেই। কারণ তুমি আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসো। তুমি আমাকে কষ্ট দিতে চাও না।

মালিক আমার! যদি আমার রিজিক ফুরিয়ে যায়, তবে আফিয়াতের সাথে আমার রিজিকে অঢেল বারাকাহ্ দাও। আমাকে দীর্ঘ নেক হায়াত দাও। তোমাকে আরো ক'টা বছর,বৃদ্ধ বয়স অবধি সিজদাহ্ দেওয়ার তওফিক দাও। তোমার দ্বীনের খেদমত করার তওফিক দাও। তুমি আমাকে ফেরার সুযোগ দাও একটাবার। সুস্থতা দাও। আমি আজীবন তোমারই গোলামী করে যাবো। তুমিই তো বলেছো, তুমি তোমার বান্দার ডাকে সাড়া দাও। তুমিই বলেছো, তুমি দু’আ দিয়ে তাকদিরকে পরিবর্তন করো। আমি অধমের দু’আগুলোও আফিয়াতের সাথে কবুল করে নাও।

☞ এছাড়া অসুস্থতা থেকে মুক্তি পেতে—

❑ আইয়ুব নবীর দু’আটা বেশি বেশি পড়বেন। দু’আ কবুলের সময়, সিজদাহ্তে পড়বেন।

❑ বেশি বেশি গোপন সদকাহ্ করবেন৷ রোগী নিজে সদকাহ্ করবেন বা ওনার পক্ষ থেকে যে-কেউ সদকাহ্ করতে পারবেন।

❑ সূরা ফাতিহা পড়ে বারবার নিজেকে ফুঁক দিবেন। রোগী যদি নিজে পড়তে না পারেন, অন্য কেউ পড়ে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দিয়েও খাওয়াবেন।

❑ রুকইয়াহ রিলেটেড সমস্যা থাকলে রাক্বির শরণাপন্ন হওয়া উচিত৷ কারণ কিছু কিছু অসুস্থতা জ্বিন-জাদুর সমস্যা থেকে আসে। সকালে সাতটা আজওয়া খেজুর খেলে সারাদিন কোনো বিষ/জাদু ক্ষতি করতে পারে না৷

❑ রোগীকে বেশি বেশি কুরআন তিলওয়াত শুনতে দিবেন। কারণ, কুরআন পুরোটাই শেফা।

❑ মধু, অলিভ অয়েল, কালোজিরা এসবে যদি রোগীর কোনো সমস্যা না থাকে, ডাক্তার যদি অনুমোদন দেন, তবে সুস্থতার জন্য এসব খাবার খেলে উপকার মিলবে ইংশাআল্লাহ্।
❑ যমযমের পানি যে নিয়্যাতে খাওয়া হয়, তা-ই আল্লাহ পূরণ করেন। অসুস্থতা থেকে মুক্তির জন্য প্রতিদিন অল্প হলেও যমযমের পানি খেলে ভালো হবে ইংশাআল্লাহ্।

❑ ইস্তেগফারে সুস্থতা আসে। সুস্থতা এক ধরনের রিজিক। সহীহ্ হাদিসে (হাকিম,১/৬৭০) এসেছে, গুনাহ করার ফলে মানুষ রিযক থেকে বঞ্চিত হয়৷ তাই অসুস্থতা থেকে বাঁচতে এবং রিজিকে বারাকাহ্ পেতে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রোগী ইস্তেগফার করতে না পারলে অন্য যে-কেউ রোগীর জন্য ইস্তেগফার করতে পারবে। যেমন- “আল্লাহ! আমার অমুক বোনকে ক্ষমা করো। তার গোপন, প্রকাশ্য, জানা-অজানা, ইচ্ছায়-অনিচ্ছায় করা সকল পাপ তুমি মুছে দাও। তাকে পরিপূর্ণ সুস্থতা দাও।”

❑ কেউ যদি চায় যে তার হায়াতে, রিজিকে বারাকাহ্ আসবে, তবে তার উচিত আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যত্নশীল হওয়া এবং বেশি বেশি দুরুদ পাঠ করা।

❑ হাদিসে কিছু দু’আ বর্ণিত আছে, যে দু’আগুলোর মাধ্যমে সকল খারাপ কিছু থেকে পানাহ চাওয়া হয়েছে।

❑ দু’আ কবুলের সময়গুলোতে, বিশেষ করে শেষ রাতের সিজদাহ্তে, আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়, ফরজ নামাজের পর, ইসমে আজম পাঠ করে, জুমআর দিন আসর থেকে মাগরিবের সময়, আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতে হবে। আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে চাইলে, আল্লাহ তাঁর বান্দাকে কখনোই খালি হাতে ফেরান না৷

জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। যা কিছু উত্তম, তা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে। যা কিছু মন্দ, তা আমারই নিজের ত্রুটি, গাফিলতি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। দুনিয়া ও আখিরাতে আফিয়াহ্ দিন, আমিন🤲

🌿আব্বু, প্রতিদিন তোমার কথা মনে পড়ে🌿আব্বু, জানো?সময়ের সাথে অনেক কিছু বদলে গেছেমানুষ বদলে গেছে, পথ বদলে গেছে, জীবনও নতুন...
09/12/2025

🌿আব্বু, প্রতিদিন তোমার কথা মনে পড়ে🌿
আব্বু, জানো?
সময়ের সাথে অনেক কিছু বদলে গেছেমানুষ বদলে গেছে, পথ বদলে গেছে, জীবনও নতুন নতুন হিসেব খুলেছে।প্রতিদিন যখন সকাল হয়, মনে হয়তোমার কণ্ঠের সেই উষ্ণতা নেই, তোমার উপস্থিতির সেই ভরসাটুকু নেই।
🌿আব্বু, সত্যি কথা বলতে কি—আমি যতই শক্ত থাকার চেষ্টা করি,তোমার কথা একটু মনে পড়লেই ভেঙে পড়তে ইচ্ছে করে।মনটা যেন কেমন একটা শূন্যতায় ডুবে যায়,যেন পৃথিবীর সব ব্যস্ততা আর শব্দের মাঝে ও তোমাকে হারানোর সেই নীরব ব্যথাটা সবচেয়ে জোরে কানে বাজতে থাকে।
🌿আব্বু, তুমি না থাকলেও…
আজও তোমার শেখানো পথেই হাঁটি,
তোমার কথাগুলোই আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়,তোমার হাসিটাই মনে করিয়ে দেয়—“ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে।”মানুষ ভাবে সময় নাকি সব দুঃখ ভুলিয়ে দেয়—কিন্তু আমি জানি,সময় শুধু অভ্যাস করিয়ে দেয়…ব্যথা ভুলিয়ে দেয় না।
তোমার অভাবটা আজও ঠিক প্রথম দিনের মতোই টাটকা।
আব্বু,🌿প্রতিদিন তোমার কথা মনে পড়ে—হয়তো আগামীকালও পড়বে,
তার পরের দিনও…জীবন যতদিন থাকবে, ততদিনই তুমি থাকবে আমার ভেতরে—আমার চোখের কোনায়,আমার নিঃশ্বাসে,
আমার প্রতিটি ভালো-মন্দ সিদ্ধান্তে।🌿

#বাবা
#বাবাকে_মিস_করি
#বাবার_স্মৃতি
#বাবার_অভাব
#বাবা_তোমায়_মনে_পড়ে
#বাবার_ভালোবাসা
#হৃদয়ছোঁয়া_পোস্ট
#শূন্যতার_ব্যথা
#কষ্টের_দিন
#হারানোর_ব্যথা
#স্মৃতির_ভেতর_বাঁচি
#চিরদিনের_বাবা

সত্যিই 💔❤️‍🩹
08/12/2025

সত্যিই 💔❤️‍🩹

02/12/2025

❤️❤️‍🩹






28/11/2025

নাফি যখন নাফিয়ার হাত ধরে রাখে 🤣🤣




আমার রাজপুত্রের জন্মদিন 🎂 🎂শুভ জন্মদিন🎂     💖বাবা💖আলহামদুলিল্লাহ  🤲🤲🤲আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত আমার ছেলে,🤗দেখতে দেখত...
21/11/2025

আমার রাজপুত্রের জন্মদিন 🎂
🎂শুভ জন্মদিন🎂
💖বাবা💖
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲
আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত আমার ছেলে,🤗
দেখতে দেখতে বড় হয়ে গেল।
আজকে আমার কলিজার টুকরোর জন্মদিন।
হাসি-আনন্দে সুখ-দুখে সুস্থতা-অসুস্থতার মধ্যেই বছর পার হলো।
আলহামদুলিল্লাহ 🤲
সন্তানের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে হয়না!
মায়া আদর ভালোবাসাটা হৃদয়ের গহীনেই থাকে 🤗🥰
মহান আল্লাহ যেন তোমাকে নেক সন্তান ও বাবা মায়ের চক্ষু শীতলকারী ও দ্বীনের দাই হিসেবে কবুল করেন।
মহান আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন।
ঈমান আমলের সাথে জীবনে প্রতিষ্ঠিত হও।
বারাকাল্লাহু ফি হায়াতি❞🤲🤲 অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার কলিজাটা।
আজ তোমার জন্মদিন যা আমার বিশেষ দিনগুলোর মধ্যে একটি, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা বেঁচে থাকো হাজারো বছর মানুষের মতো মানুষ হও।
আমার কলিজার টুকরো ছেলের জন্য সবাই দোয়া করবে🤲
মা ও পাপা তোমাকে অনেক ভালোবাসে বাবা ❤️‍🩹
❤️শুভ জন্মদিন Irfan Hossain❤️

🔥 ঢাকার মানুষ, দয়া করে ২ মিনিট সময় নিয়ে পড়ুন—আপনার জীবন বাঁচাতে পারে!ভূমিকম্পে ৫ম, ৬ষ্ঠ বা ৭ম তলা থেকে সিঁড়ি ধরে নাম...
21/11/2025

🔥 ঢাকার মানুষ, দয়া করে ২ মিনিট সময় নিয়ে পড়ুন—আপনার জীবন বাঁচাতে পারে!

ভূমিকম্পে ৫ম, ৬ষ্ঠ বা ৭ম তলা থেকে সিঁড়ি ধরে নামা = সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত।

❗ অনেকেই ভাবে “নিচে নামলে বাঁচবো” — বাস্তবে নিচের তলা ভেঙে উপরের তলা পড়ে চাপা পড়ে মৃত্যুর ঝুঁকি বেশি।
❗ ভূমিকম্প শুরুর মুহূর্তে সিঁড়িতে যাওয়া মানে ৯০% মৃত্যুঝুঁকি:

ধাক্কাধাক্কি

অন্ধকার

সিঁড়ি ধসে পড়া

লোকে লোকে ভরে যাওয়া

👉 কম্পন শুরু হলে কোথাও দৌড়াবেন না। সিঁড়ি বা বারান্দায় যাবেন না।

---

⚡ THINK FAST → Drop–Cover–Hold On

যেখানে আছেন সেখানেই আশ্রয় নিন:

🏠 বেডরুম:
✔ খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন।

🍽 ড্রয়িং/ডাইনিং:
✔ মজবুত টেবিলের নিচে ঢুকুন।

🚪 কোনো আশ্রয় না পেলে:
✔ দেয়ালের কোণে কুঁকড়ে বসুন, মাথা ঢেকে রাখুন।

🚫 বারান্দায় যাবেন না — রেলিং ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

🚿 বাথরুম নিরাপদ হতে পারে:
✔ বালতি উল্টো করে মাথায় দিলে অনেকেই বেঁচে গেছে।
✔ হেলমেট/বালতি/ঝুড়ি/ব্যাগ যাই পান, মাথা ঢেকে রাখুন।

---

🟩 ১ম–২য় তলায় থাকলে (সবচেয়ে সুবিধাজনক)

👉 কম্পন শুরু হতেই:
✔ দরজা খুলে রাখুন (জ্যাম হলে বের হতে পারবেন না)
✔ ১৫–২০ সেকেন্ডের মধ্যেই সিঁড়ি দিয়ে নেমে খোলা জায়গায় চলে যান
✔ বিল্ডিং থেকে ১০০ ফুট দূরে দাঁড়ান
✔ খোলা মাঠে গেলে সবচেয়ে ভালো

---

🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে করণীয়

❌ চিৎকার করবেন না — ধুলো ঢুকে শ্বাস বন্ধ হবে
✔ যদি হুইসেল থাকে বাজান
✔ না থাকলে পাইপ/দেয়ালে ৩ বার টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল)
✔ মোবাইল টর্চ অন করুন, কিন্তু
❌ অযথা কথা বলবেন না — ব্যাটারি বাঁচান
✔ মুখে কাপড় চেপে ধরুন — ধুলো কম ঢুকবে

---

🛠 আজ থেকেই প্রস্তুতি নিন

✔ বিছানার পাশে জুতা রাখুন
✔ হেলমেট + হুইসেল রাখুন
✔ ভারী আলমারি/টিভি/ফ্রিজ এমনভাবে রাখুন যাতে পড়ে আঘাত না করে
✔ গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন
✔ দরজা কখনো অটো-লক হবে না
✔ সবসময় চাবি হাতের কাছে রাখুন

---

🏢 ঢাকার বাস্তবতা – একটি লাইন মনে রাখুন:

🔹 ৪র্থ তলার উপরে থাকলে:

👉 আমি দৌড়াবো না — শুধু টেবিল/বিছানার নিচে ঢুকব।

🔹 ১ম–২য় তলা থাকলে:

👉 প্রথম ২০ সেকেন্ডে সিঁড়ি দিয়ে নেমে যাব।

---

⚠️ সংক্ষেপে

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প = মৃত্যু ভাগ্যের ওপর নির্ভর।
প্রস্তুতি থাকলে বেঁচে থাকা = আপনার হাতে।

Address

Zigatola, Dhaka
Dhaka
1209

Telephone

+8801610581974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aftab&Afroza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share