
06/09/2025
।। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন।।
অনলাইন ডেস্ক---
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরামের নেতারা। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সব সময়ই ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে। তাই, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন শিক্ষক নেতারা।
এ সময় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানের পর ধর্মীয় শিক্ষাকে উপেক্ষার অবস্থান থেকে রাষ্ট্র সরে আসবে সেটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু, সেই চিরাচরিত সিদ্ধান্ত বহাল রেখে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির পরিবর্তে নাচ-গানের ৬৫ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হয়েছে। শৈশব কৈশোর থেকেই নাস্তিকতার দিকে ধাবিত করতে এই আয়োজন। অচিরেই, এই সিদ্ধান্ত এদেশের ধর্ম প্রাণ মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি ড. মাছুম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আবদুস সবুর, স্কুলবিষয়ক সম্পাদক সুলতান আহমেদসহ অন্যান্য নেতারা।
সৌজন্যে- দৈনিক শিক্ষা ডটকম