মাদরাসা শিক্ষা ডট কম

মাদরাসা শিক্ষা ডট কম মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অনলাইন প্লাটফর্ম

।। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন।।অনলাইন ডেস্ক---প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক...
06/09/2025

।। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন।।
অনলাইন ডেস্ক---
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরামের নেতারা। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সব সময়ই ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে। তাই, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন শিক্ষক নেতারা।

এ সময় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানের পর ধর্মীয় শিক্ষাকে উপেক্ষার অবস্থান থেকে রাষ্ট্র সরে আসবে সেটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু, সেই চিরাচরিত সিদ্ধান্ত বহাল রেখে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির পরিবর্তে নাচ-গানের ৬৫ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হয়েছে। শৈশব কৈশোর থেকেই নাস্তিকতার দিকে ধাবিত করতে এই আয়োজন। অচিরেই, এই সিদ্ধান্ত এদেশের ধর্ম প্রাণ মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে।

ঢাকা মহানগর উত্তর সভাপতি ড. মাছুম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আবদুস সবুর, স্কুলবিষয়ক সম্পাদক সুলতান আহমেদসহ অন্যান্য নেতারা।
সৌজন্যে- দৈনিক শিক্ষা ডটকম

06/09/2025

لَّقَدۡ كَانَ لَكُمۡ فِی رَسُولِ ٱللَّهِ إِسۡوَةٌ حَسَنَةࣱ-
বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসুল (সাঃ)।

।।মেমিস সার্ভারে এমপিও আবেদনের সময় বৃদ্ধি প্রয়োজন।।এনটিআরসিএর সদ্য প্রকাশিত রেজাল্টে যে সকল শিক্ষক মাদ্রাসায় জয়েন কর...
03/09/2025

।।মেমিস সার্ভারে এমপিও আবেদনের সময় বৃদ্ধি প্রয়োজন।।
এনটিআরসিএর সদ্য প্রকাশিত রেজাল্টে যে সকল শিক্ষক মাদ্রাসায় জয়েন করেছেন‌ তাদের অনেকে এমপিও আবেদন নিয়ে বিপাকে পড়েছেন।
বিগত সময়ে প্রতিমাসের ৫ তারিখ পর্যন্ত রাতে দিনে যেকোনো সময়ে আবেদন করা যেত। কিন্তু বর্তমানে সকাল 9 টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আবেদন করতে হয় একসাথে হাজারো প্রার্থী থাকার কারণে নেট স্লো থাকে সার্ভার ডাউন হয়ে যায়। চার তারিখের মধ্যে আবেদন সমাপ্ত করতে না পারলে প্রার্থীদের এই মাসের বেতন মিস যাবে।
তাই হাজারো প্রার্থীর দিক বিবেচনা করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এমপিও আবেদনের জন্য আরো ২/৩ আবেদনের সময় বাড়ানো প্রয়োজন মনে করছি।

ফাযিল পাস কোর্সের ফরম ফিলাপের সময় বাড়ানো হয়েছে।বিস্তারিত দেখুন নোটিসে
03/09/2025

ফাযিল পাস কোর্সের ফরম ফিলাপের সময় বাড়ানো হয়েছে।
বিস্তারিত দেখুন নোটিসে

।। মাদ্রাসা শিক্ষকদের আগস্টের বেতন ছাড়।।মাদরাসা শিক্ষা ডটকম ‌রিপোর্ট--মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রত...
01/09/2025

।। মাদ্রাসা শিক্ষকদের আগস্টের বেতন ছাড়।।
মাদরাসা শিক্ষা ডটকম ‌রিপোর্ট--
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের আগস্ট/২০২৫ মাসের এমপিও (বেতন-ভাতাদি'র সরকারি অংশ)-এর ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীগণ আগামী ০২/০৯/২০২৫খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে আগস্ট/২০২৫ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

01/09/2025

NTRCA‌ এর সকল পরীক্ষায় বিষয়ভিত্তিক দক্ষতায় যাচাইয়ে বেশিজোর দেওয়া হোক।২০০ নম্বরের মধ্যে ১৪০ বিষয়ভিত্তিক নির্ধারণ যৌক্তিক।

28/08/2025

১ হাজার টাকা বাড়ি ভাড়া শিক্ষকদের সাথে উপহাস।
২০% বাড়ি ভাড়ার দাবি মেনে নিন।

26/08/2025
22/08/2025

২০% বাড়ি ভাড়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে। সুখবরের প্রতীক্ষায় সারা দেশের এমপিও শিক্ষক সমাজ।

Address

Dhaka

Telephone

+8801814386486

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসা শিক্ষা ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাদরাসা শিক্ষা ডট কম:

Share

Category