Arjun Chandra Ráý

Arjun Chandra Ráý “মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে”
🥰
(1)

24/09/2025

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ, এই ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজার ছুটিও পড়েছে।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছরের ছুটির তালিকা প্রণয়ন করা হয়। তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়। যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।

পঞ্জিকা অনুসারে এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী হবে। দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিন সরকারি ছুটি থাকে।

মহাষষ্ঠীর দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া আট দিন বন্ধ থাকবে স্কুলগুলো। ৮ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

24/09/2025

18/09/2025

লিয়নেল মেসি মোদির ৭৫তম জন্মদিনে পাঠিয়েছেন একটি স্বাক্ষরিত আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জার্সি।

12/09/2025

💛 কেনো ভক্তি? 💛
মন শান্তি পায় 🕊️
হৃদয় ভালোবাসা খুঁজে পায় 💖
জীবন হয়ে ওঠে সুন্দর ও পবিত্র 🌸
ভগবানের সান্নিধ্য পাই 🙏✨

ভক্তি = প্রেম + শান্তি + আনন্দ 🌟

12/09/2025

ছেলেরা ইনকাম করা শুরু করলে 💸🏠 সংসার করার চিন্তা করে,
মেয়েরা ইনকাম করা শুরু করলে 💰✨ সংসার ছাড়ার প্ল্যান করে 😎💃

08/09/2025

"সৎসঙ্গের দ্বারা ভক্তি জন্মে"
👉 মহাপুরুষ ও ভক্তদের সান্নিধ্যে এলে হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়।

08/09/2025

"যিনি ভগবানের ভক্ত, তিনিই সর্বাধিক মুক্ত"
👉 সম্পদ, জ্ঞান বা জন্ম নয়—ভগবানের প্রতি ভক্তিই মানুষের প্রকৃত মুক্তি আনে।

08/09/2025

"পরহিতেই সত্য ধর্ম"
👉 নিজের কল্যাণের পাশাপাশি অপরের উপকার করাই প্রকৃত ধর্ম।

08/09/2025

"ধর্মের প্রকৃত লক্ষ্য ভক্তি"
👉 সমস্ত ধর্মকর্ম, যজ্ঞ, দান, তপস্যা—সব কিছুর শেষ লক্ষ্য হলো শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করা।

08/09/2025

🌸 শ্রীমদ্ভাগবতের বাণী

1. "ধর্মের প্রকৃত লক্ষ্য ভক্তি"
👉 সমস্ত ধর্মকর্ম, যজ্ঞ, দান, তপস্যা—সব কিছুর শেষ লক্ষ্য হলো শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করা।

2. "পরহিতেই সত্য ধর্ম"
👉 নিজের কল্যাণের পাশাপাশি অপরের উপকার করাই প্রকৃত ধর্ম।

3. "যিনি ভগবানের ভক্ত, তিনিই সর্বাধিক মুক্ত"
👉 সম্পদ, জ্ঞান বা জন্ম নয়—ভগবানের প্রতি ভক্তিই মানুষের প্রকৃত মুক্তি আনে।

4. "কৃষ্ণভক্ত ছাড়া অন্য কিছুই স্থায়ী নয়"
👉 সংসারের ধন-সম্পদ, সুখ-দুঃখ ক্ষণস্থায়ী; কিন্তু ভক্তি ও ভগবানের নাম চিরন্তন।

5. "সৎসঙ্গের দ্বারা ভক্তি জন্মে"
👉 মহাপুরুষ ও ভক্তদের সান্নিধ্যে এলে হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়।

6. **"অহিংসা, সত্য, দয়া ও শৌ

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Arjun Chandra Ráý posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category