01/08/2025
যখন কোন যুক্তি থাকে না তখন ট্যাগ দিয়ে জয়ী হতে চায়। আগে আওয়ামীগ এইভাবে ট্যাগের রাজনীতি করেই মাঠের বাইরে চলে গেছে। কারণ যে নামে অন্যদের ট্যাগ দিত, পরবর্তীতে তারাই আওয়ামিলীগের ভেতরে ঢুকে সুপ্তাবস্থায় রাজনীতি করে আওয়ামিলীগকে খেয়ে দিয়েছে।
(সংগৃহীত)