18/10/2023
শোনো!
অনেক হয়েছে , এবার কান্না থামাও। চোখের জল টা মুছে ফেল , শান্ত হও। কার জন্য কাদছ? এত অভিমান , কষ্ট পুষে কি হবে , বলো? জলটা আর পড়তে দিও না। সোজা হয়ে দাঁড়া ও। একা লাগছে? নিজেকে সব থেকে একাকী মনে হচ্ছে? আকাশের দিকে তাকাও। আকাশে তো ওই একটাই চাঁদ। চাঁদ টাও তো একা। তবুও তো প্রতিদিন নিয়ম করে ওর কাজ টা করে। সমুদ্র টাও তো একা। তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলাচ্ছে। তোমার না পাহাড় পছন্দ? ও তো একা মাথা উচু করে দাঁড়িয়ে থাকে। নিজেকে কেন তুচ্ছ মনে করছো? তুমি তো পাহাড়ের মত শক্ত। প্রকৃতির জে জিনিস গুলি সুন্দর সব কিছুই একা। ওরা একা থাকতে পছন্দ করে বলেই সুন্দর। এই জে চাঁদ , পাহাড়, সূর্য , সমুদ্র।সবাই তো নিজ নিজ জায়গায় ভীষন একা। আমরা মানুষেরাও এমন। তোমার সবাইকে দেখে মনে হতেই পারে কাছের, আপন। কিন্তু না, আমরা কেও কারোর না। সবাই নিজ নিজ জায়গা থেকে একা। ভীষন সুন্দর ভাবে একা। তাই বলে কি হাল ছেড়ে দিতে হয় বলো? মনটা একটু শক্ত করো। দেখো, বয়স এবং সময়ের সাথে সব কিছুই পাল্টায় ।সময় যত সামনে আগায় আমরা তত একা হয়ে পরি। এটা মেনে নিতেই হবে। কারণ এটাইতো জীবন! ✅