06/08/2025
ভাতের দানা, তরকারির ঝোল, একটা বিস্কিট, এক টুকরো রুটি প্রত্যেকটা খাবার খুভ ভালোভাবে দেখেন। বুঝার চেষ্টা করেন এই জিনিসটার কত মূল্য। এইটুকু খাবারও পেটে গেলে বাঁচতে পারত ফিলিস্তিনের মানুষগুলো। বাচ্চার হাতে দেওয়ার আগে তাকেও মূল্য বুঝান। একসাথে এতগুলো ভাত মেখে কোনোরকম ৪/৫ লোকমা খাইয়ে বাকিটা ফেলে দিতে ১০বার ভাবুন। পুরো একটা জাতি শেষ হয়ে যাচ্ছে না খেতে পেয়ে।
একবার এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিলো, আল্লাহ তো অনেক দয়ালু তারপরও কেন আফ্রিকানরা না খেয়ে কষ্ট পাচ্ছে বা মারা যাচ্ছে? উত্তরে তিনি বলেছিলেন, পৃথিবীর আরেক কোনে কেউ না কেউ খাবার নষ্ট করছে এজন্য তার ভাগেরটা পৌঁছাতে পারছেনা। আল্লাহ তো সবার জন্যই রিজিকের ব্যবস্থা করেন।
একটা বিস্কুটের টুকরো, আধ খাওয়া ফল, অবশিষ্ট মাখানো ভাত ফেলার আগে একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো! আমার আপনার অপচয়ের কারণে দুনিয়ার কোনায় কোনায় কত ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে পারছেনা।
খারাপ লাগছেনা? কষ্ট হচ্ছেনা?
গাযযার ধ্বংসস্তূপে বসে হাজারো শিশুর ক্ষুধার্ত চোখ। দিনের পর দিন খাবারের অভাবে শুকিয়ে যাওয়া শরীর। রাতে ঘুমানোর আগে শুধু একটুখানি রুটি কিংবা পরিষ্কার পানির স্বপ্নে বিভোর ছোট্ট প্রাণ। একটা শুকনো রুটি কিভাবে একটা পরিবার ভাগাভাগি করে খাচ্ছে। আপনার বাচ্চার প্লেটে যে খাবারটা অবহেলায় পড়ে থাকল, সেটা যদি ওখানে পৌঁছাত, তাহলে হয়তো কারো একদিনের পুষ্টির জোগান হতো।