24/03/2025
ভারত আমাদের বন্ধু। আমাদের প্রয়োজনের। চাল, ডাল তেল,আলু সব দেয়। তাহলে বলেন তো এত ভালো বন্ধু থাকার পরেও ১৯৭২ এ আমাদের দেশে দুর্ভিক্ষ কেন হয়েছিল। তখন কেন আলু পেঁয়াজ, চাল,নুন তেল এগুলো দেয় নাই? এই জন্য যে ওরা আমাদের উপরে দাদাগিরি করতে চেয়েছিল। এবং এখনো ওইটাই চায়। এটাই বাস্তবতা ভারতের সাথে আমাদের। ওরা কখনোই আমাদের ভালো চায়না।