Rafiq Bro-রফিক ব্রো

Rafiq Bro-রফিক ব্রো Meek-মিক is my Dream ❤️

26/07/2025

পাবলিক বাসের ড্রাইভার আর হেল্পারের মাঝে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা অনেক বিবাহিত কাপলের মাঝেও পাওয়া যায় না !

26/07/2025

আব্বু আম্মু Fake AI ভিডিও যতটা বিশ্বাস করে, আমারেও ততোটা বিশ্বাস করে না!

26/07/2025

ঢাকায় রিক্সা ওয়ালা যদি কোনোভাবে জানতে পারে আপনি লোকেশন চিনেন না — RIP

25/07/2025

Rahman Asm Mizanur ভাই টপ সাপোর্টার। 🎯

25/07/2025

গেলাম ছাত্রদলে যোগ দিতে,গাল টিপে দিয়ে কইলো আরো ১৫ বছর পরে আসো বাবু।

অতঃপর গেলাম ছাত্রশিবিরে যোগ দিতে,জিগাইলো সিজি কতো! উত্তর না দিয়ে দৌড় দিছি।

অতঃপর গেলাম এনসিপি তে যোগ দিতে,কইলো জুলাই আন্দোলনে মাইর মুইর কিছু খাইছোস বেটা? জুলাই এর আন্দোলন এ গেছোস এমন দশটা ছবি দেখা।গুছায়া টুছায়া ৬ টা দেখাইতে পারছি,কইলো এতে চলবো না ।

অতঃপর গেলাম ছাত্র ইউনিয়ন এ যোগ দিতে,কইলো আগে গ্যান্জা ট্যান্জা খাওয়া শিখ ব্যাটা, তারপর আসিস।

অতঃপর মন খারাপ করে বসে আছি,কেউ খেলায় নিল না😔

©Azmain Fahim

23/07/2025

মাঝেমধ্যে চাকরির ইন্টারভিউ দেই, আমার স্কিল নাই, চাকরির বাজারে ফ্রেশারের কোনো দাম নাই। তাই ছোট ছোট ১৫০০০-২০০০০ এই স্যালারি রেঞ্জের চাকরি গুলাতে এপ্লাই করি, কল পাইলে ইন্টারভিউ দেই আবার দেই না। কয়েকদিন আগে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে এক ছোট কম্পানিতে ইন্টারভিউ দিলাম।

প্রথমে প্রাইমারি ইন্টারভিউ দিলাম, সিলেক্ট করলো, তারপর বললো চাইনিজ ডিলেগেট আপনাদের ভিডিও ইন্টারভিউ নিবে। গেলাম দিতে, যেহেতু ইংলিশে টুকটাক কথা বলতে পারি, চাইনিজরাও সিলেক্ট করলো। তারপর চাইনা ডিলেগেটস বললো- একটা রিটেন টেস্ট দিতে হবে, সেটাও দিলাম। ভালোই হইছে যেহেতু স্টার্টআপ আর বিজনেস নিয়ে আসছে টপিক, ভালো দিছি।

তারপর বেশ কয়েকদিন হইলো আর কল আসে না, লজ্জা শরম ধুইয়া খাইয়া কল দিলাম অফিসে। বললো যে জানাব দুই তিন দিনের মধ্যে। দুই তিন গেল, ৪ দিনের মাথায় বললো আপনাদের ট্রেইনিং হবে ১০ দিনের! রাজিও হলাম এখন আর খবর নাই।

বেতন ২০০০০, চো*দ*ন ২০০০০০!

জীবন যেখানে যেমন!
23/07/2025

জীবন যেখানে যেমন!

23/07/2025

দ্যাশের মানুষ সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজী করে
কিন্তু Coca-cola খায় না, কারণ Coke খাওয়া হারাম!

22/07/2025

গত ৫০ বছরে বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র উল্লেখযোগ্য কাজ- শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পৌছে দেয়া!

22/07/2025
22/07/2025

ভেবেছিলাম বড় হয়ে গরীবের পাশে দাঁড়াবো
কিন্তু সরকারের পাশে দাঁড়াতে হবে ওইটা ভাবিনাই!

Address

Dhaka

Telephone

+8801878020900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiq Bro-রফিক ব্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafiq Bro-রফিক ব্রো:

Share