শৈল্পিক ফুটবল

শৈল্পিক ফুটবল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শৈল্পিক ফুটবল, Video Creator, Dhaka.

শৈল্পিক ফুটবলে স্বাগতম।শৈল্পিক ফুটবল সবার জীবনে প্রবীণ এক অনুরাগী এটি সবার জীবনে বিনোদনের অপর নাম, এটি সবার মাধ্যমে সৃষ্টি হয় প্রেম এবং সমর্থনের। এই পেজে পাবেন সব ধরনের ফুটবল আপডেট, সহজেই বোঝা যাবে খেলোয়াড়দের জীবন এবং তাদের ক্যারিয়ার এর নতুন ঘটনার সংবাদ।

22/03/2025

যেভাবে ফেসবুকের নিয়মাবলি অনুসরণ করলে সহজে পেয়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন।

U20 CONMEBOL Championship: ১০ জনের ব্রাজিলের দুর্দান্ত জয়, শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে শীর্ষ দৌড়ে এগিয়ে গেল সেলেসাও!U20 ...
08/02/2025

U20 CONMEBOL Championship: ১০ জনের ব্রাজিলের দুর্দান্ত জয়, শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে শীর্ষ দৌড়ে এগিয়ে গেল সেলেসাও!

U20 CONMEBOL Championship-এর চূড়ান্ত পর্বে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শক্তিশালী কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে ১০ জনের ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। একমাত্র গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শীর্ষ দৌড়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে সেলেসাওরা।

🥅 ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত 🔥

⚽ প্রথমার্ধের গোল: ম্যাচের ৫ মিনিটে পেদ্রো নেওয়ার কর্নার থেকে হাওয়ায় ভাসা বলে দুর্দান্ত হেড করেন আই.টি. দা. সিলভা নোগুয়েরা। এই গোলেই এগিয়ে যায় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

🟥 শেষ মুহূর্তের নাটকীয়তা: ম্যাচের শেষদিকে ব্রাজিলের এক খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

🧤 গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্য: পুরো ম্যাচ জুড়ে এফ. লোঙ্গো ফার্নান্দেস দা সিলভা একের পর এক অসাধারণ সেভ করেন, যার ফলে কলম্বিয়া দল একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।

🛡️ দুর্ভেদ্য রক্ষণভাগ: ব্রাজিলের রক্ষণদুর্গ এতটাই শক্ত ছিল যে, কলম্বিয়ার ফরোয়ার্ডরা কোনোভাবেই তা ভেদ করতে পারেনি।

🏆 পয়েন্ট টেবিলের হালচাল

এই জয়ের ফলে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল চূড়ান্ত পর্বের পয়েন্ট টেবিলে ২য় স্থানে উঠে এসেছে। সমান সংখ্যক জয় নিয়ে এখন তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, যা চ্যাম্পিয়নশিপের শিরোপা দৌড়কে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

📢 আপনার মতামত কী?

ব্রাজিলের এই জয় কি তাদের চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিল? আপনার মতামত কমেন্টে জানান!

✍️Match Explanation Fahim Prince Farnan

✅ U20 CONMEBOL Championship 2025
✅ ব্রাজিল অনূর্ধ্ব ২০ বনাম কলম্বিয়া অনূর্ধ্ব ২০
✅ ব্রাজিল U20 জয়
✅ ব্রাজিল বনাম কলম্বিয়া U20
✅ CONMEBOL U20 2025

📌

ব্রাজিল U20 দলের দুর্দান্ত শুরু! ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়ে ফাইনাল রাউন্ডে জয়দক্ষিণ আমেরিকার যুব ফুটবলের অন্যতম ম...
05/02/2025

ব্রাজিল U20 দলের দুর্দান্ত শুরু! ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়ে ফাইনাল রাউন্ডে জয়

দক্ষিণ আমেরিকার যুব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট U20 CONMEBOL Championship-এর ফাইনাল রাউন্ডে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করলো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল!

ম্যাচের ৫৮তম মিনিটে ডিফেন্ডার বারবোসা ডিয়াস লাল কার্ড দেখায়, ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে খেলোয়াড়ের অভাব তাদের দৃঢ় মনোবল ভাঙতে পারেনি, বরং আরও উজ্জীবিত হয়ে তারা দুর্দান্ত পারফরম্যান্স দেখায়।

ম্যাচের ৭৫তম মিনিটে স্ট্রাইকার পেদ্রো একমাত্র গোলটি করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ব্রাজিলের ডিফেন্স রীতিমতো দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়, প্রতিপক্ষ উরুগুয়ে একাধিক আক্রমণ চালালেও ব্রাজিলের রক্ষণভাগ এবং গোলকিপার তাদের গোলের মুখ বন্ধ করে রাখেন। শেষ মুহূর্তে গোলকিপারের অসাধারণ কিছু সেভ ব্রাজিলের জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে ব্রাজিল U20 দল ফাইনাল রাউন্ডে দারুণ সূচনা করলো, যা তাদের শিরোপার পথে এক ধাপ এগিয়ে দিলো।

🚨 ব্রেকিং নিউজ: নেইমারের শারীরিক ফিটনেস সবাইকে অবাক করেছে!নেইমার আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা প...
04/02/2025

🚨 ব্রেকিং নিউজ: নেইমারের শারীরিক ফিটনেস সবাইকে অবাক করেছে!

নেইমার আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিভা। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের কোচিং স্টাফ ও চিকিৎসকরা বিস্মিত হয়েছেন তার বর্তমান ফিটনেস পর্যবেক্ষণ করে। দীর্ঘ চোটের পর মাঠে ফেরার পথে থাকা নেইমার অনুশীলনে প্রত্যাশার চেয়েও বেশি গতি, শক্তি ও কর্মক্ষমতা প্রদর্শন করেছেন।

বিশেষজ্ঞদের মতে, তার শারীরিক সক্ষমতা বর্তমানে এমনকি নিয়মিত ম্যাচ খেলা অনেক খেলোয়াড়ের চেয়েও ভালো অবস্থায় রয়েছে। নেইমারের এই দারুণ প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য নিঃসন্দেহে দারুণ সুখবর।

✅ নেইমার ফিটনেস আপডেট
✅ নেইমার সান্তোস
✅ নেইমার চোট মুক্ত
✅ নেইমারের নতুন রেকর্ড
✅ ব্রাজিলিয়ান ফুটবল
✅ নেইমারের প্রত্যাবর্তন

নেইমারের এই পারফরম্যান্স তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিচ্ছে। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে আবারও মাঠে দেখার জন্য! ⚽

🇧🇷
🔥 💪
⚽ 🏆
🌎 📰
🚑 ❤️
⚽ 🇧🇷 🏟️
✨ 🎩 🚀 🏆

26/05/2024

ফ্ল্যাট কেনার আগে যে বিষয়গুলো একজন ফ্ল্যাট ক্রেতাকে ভালোভাবে বুঝতে হবে:


আমরা অনেকেই ঢাকা বা ঢাকার বাইরে নিজের জন্য নিরাপদ ও আবাসযোগ্য একটি সুন্দর ফ্ল্যাট কিনতে চাই। কিন্তু কিছু বিষয় খেয়াল না করে ফ্ল্যাট বুকিং দিয়ে বা ফ্ল্যাট কিনে বিপদে পড়ি।

মোটামোটি নীচের বিষয়গুলো খেয়াল রেখে ফ্ল্যাট ক্রয় করলে অনেক রকম ঝামেলা থেকে বাচঁতে পারবেন:

০১। যদি আপনি নিদ্ধান্ত নেন যে, ফ্ল্যাট ক্রয় করবেন, তাহলে যে ডেভেলপার থেকে ফ্ল্যাটটি কিনবেন, আগে যাচাই করুন, সেই ডেভেলপারের এপার্টেমেন্ট বিল্ডিং টি নির্মান কাজ শেষ করার মতো সামর্থ আছে কিনা। সেটি বুঝতে হলে, একটু বুদ্ধি খাটিয়ে ফ্ল্যাট বুকিং দেয়ার আগেই ডেভেলপারের অফিসে যান। টেকনিক করে ঐ ডেভেলপারের কোন্ ব্যাংকে একাউন্ট আছে সেটি জেনে খোজঁ নিন, পর্যাপ্ত টাকা আছে কিনা। অথবা সেই ডেভেলপারের রিয়েল এষ্টেট ব্যবসা ছাড়াও আরো অন্য কোন ব্যবসা আছে কিনা। সেই সব ব্যবসা প্রতিষ্ঠানেও প্রয়োজনে যান। কারন, অধিকাংশ ডেভেলপার বিভিন্ন ক্লাইন্ট এর কাছে ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা দিয়ে এপার্টমেন্ট বিল্ডিং এর কাজ সমাপ্ত করতে চায়। আর, এক্ষেত্রে কোন কারনে ফ্ল্যাট বিক্রি করতে না পারলে, নির্মাণ কাজ মাঝপথে এসে থেমে যায়। এতে বিপদে পরতে হয় ফ্ল্যাট ক্রেতা সহ জমির মালিককে।

০২। ফ্ল্যাট বুকিং দেয়ার আগে, একজন উকিল নিয়ে ডেভেলপারের অফিসে গিয়ে যে জায়গার ফ্ল্যাটটি কিনতে চান, সেই জায়গার জমির সকল কাগজপত্র চেক করান। ডেভেলপারকে বুঝতে দিবেন না যে, আপনার সাথে আসা লোকটি একজন উকিল। কারন, ঢাকা শহরের বেশির ভাগ জমির কাগজপত্রে ভেজাল থাকে আর এইসব ভেজালের কারনে পরবর্তীতে ডেভেলপারের পাশাপাশি ফ্ল্যাটক্রেতাকেও বিপদে পড়তে হয়। নিজের সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আপনি বিপদে কেন পড়বেন। উকিল না পেলে, প্রয়োজনে, আমার সাহায্য নিতে পারেন।

০৩। যে প্রজেক্টটি থেকে ফ্ল্যাট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রজেক্টটি রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্তৃক প্ল্যান পাস হয়েছে কিনা, তা যাচাই করবেন। বর্তমানে রাজউক নিয়ম করেছে, প্রজেক্টস্থলের সাইনবোর্ডে অবশ্যই রাজউকের স্মারক নাম্বার থাকতে হবে এবং ব্রশিয়্যারেও রাজউকের স্মারক নাম্বার থাকতে হবে। এছাড়াও নির্মাণ কাজ শুরুর আগে প্রজেক্টস্থলে একটি সাইনবোর্ড থাকতে হবে ৫ফিট বাই ৩ফিট। সেখানে "ভবন নির্মাণ সম্পর্কিত তথ্যাদি" লেখা থাকবে যেমন: কাজ আরম্ভের তারিখ, শেষ করার তারিখ ইত্যাদি । সেই সাইনবোর্ডটিও সাইটে টানানো আছে কিনা দেখুন। যদি না থাকে, তাহলে আপনার ঐ প্রজেক্ট থেকে ফ্ল্যাট না কেনাই ভাল। অথবা যদি কিনতেই চান, তাহলে ডেভেলপারকে জিজ্ঞেস করুন, তা নেই কেন?
আর যদি রাজউক থেকে প্ল্যান পাসের স্মারক নাম্বারটি সাইনবোর্ডে পান, তাহলে অনলাইনেও যাচাই করতে পারেন, সেটি সঠিক কি না বা কত তলার প্ল্যান রাজউক থেকে দিয়েছে।

০৪। ফ্ল্যাট কেনার আগে জেনে নিন, প্রজেক্টটি "জমির মালিক ও ডেভেলপার" মিলে " যৌথ মালিকানায়" বা জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে কিনা। যদি জয়েন্ট ভেঞ্চারে হয়, তাহলে ফ্ল্যাট ক্রেতাদের সুবিধাই বেশি। কারন, একজন ফ্ল্যাট ক্রেতা একটি বা দুটি ফ্ল্যাট কিনে সাধারনতঃ। কিন্তু জমির মালিক বর্তমানের প্রচলিত রেশিও তে প্রজেক্টের প্রায় অর্ধেক ফ্ল্যাটের মালিক হয়। সেক্ষেত্রে এপার্টমেন্টটি নির্মানের শুরু থেকে শেষ পর্যন্ত জমির মালিকের পূর্ণ তদারকি থাকে। তাই যৌথ মালিকানায় নির্মিত এপার্টমেন্ট প্রজেক্ট থেকে ফ্ল্যাট ক্রয় করাই অধিকতর ভাল।

০৫। যৌথ মালিকানায় নির্মিত প্রজেক্ট থেকে ফ্ল্যাট কেনার আগে প্রজেক্টস্থলে যেয়ে কিংবা টেকনিক খাটিয়ে ডেভেলপারের কাছ থেকে জমির মালিকের ঠিকানা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন। উনার সাথে আলাপ করেও জমির ব্যাপারে কিংবা ডেভেলপারের ব্যপারে অনেক তথ্য জানতে পারবেন। সর্বোপরি, জমির মালিক বা মালিকগন কেমন তাও বুঝতে পারবেন। সারা জীবন একসাথে থাকতে হবে- তাই জমির মালিক বা মালিকগন কোন ক্যাটাগরির তা জানা ভাল।

০৬। যদি আপনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নেন যে, অমুক প্রজেক্ট থেকেই ফ্ল্যাট ক্রয় করবেন, তাহলে টোকেন মানি বা বুকিং মানি দেয়ার আগে আপনি চেষ্টা করুন, ঐ জায়গাটির জমি সংক্রান্ত কাগজপত্রের একসেট ফটোকপি নিতে। সাধারনতঃ ফ্ল্যাট বুকিং দেয়ার আগে কোন ডেভেলপারই কোন ক্লাইন্টকে তা দিতে রাজি হবে না, সেক্ষেত্রে ঐ কোম্পানীর কোন সেলস্ এক্সিকিউটিভকে বা লিগ্যাল এক্সিকিউটিভকে ম্যানেজ করে, ফটোকপির টাকা দিয়ে হলেও তা ম্যানেজ করতে চেষ্টা করুন। তাও না পারলে, জমির মালিককে পটিয়ে একসেট ফটোকপি জোগাড় করুন। উকিলকে দেখানো সত্তেও আপনি নিজে ঐ কাগজ থেকে পর্চাগুলো ( সি.এস, এস.এ, আর.এস, বিএস/সিটি জরীপ পর্চা) নিয়ে ঐ প্রজেক্টটি যে ভূমি অফিসের তত্ত্বাবধানে, সেই ভূমি অফিসে চলে যান। ভূমি অফিসের যে কোন কর্মচারীকে দুই চারশত টাকা দিলেই সে রেকর্ড পত্র দেখে আপনাকে জানিয়ে দিতে পারবে, জায়গায় কোন ঝামেলা আছে কি না। কাজগুলো একটু ঝামেলার মনে হলে, নিজেই ভাবুন, আপনার সারা জীবনের সঞ্চিত টাকা বা লোনের টাকায় ফ্ল্যাটটি কিনছেন। দেখবেন, তখন আর ঝামেলা মনে হবে না।

উকিলকে দেখানোর পরেও এ কাজটি নিজেকে করতে বললাম এ কারনে যে, উকিল সাহেবকে টাকার বিনিময়ে কাজ করাবেন। তিনি অধিক সময় দিয়ে আপনার কাগজগুলো যাচাই নাও করতে পারেন। আবার ডেভেলপার কাগজে কোন ঝামেলা থাকলে, ফটোকপিতে বা অফিসে রক্ষিত কাগজে তা ঠিকঠাক করে রাখতে পারেন যা একমাত্র ভূমি অফিসে এলেই আপনি জানতে পারবেন।

০৭। যদিও REHAB ( Real Estate & Housing Association of Bangladesh) বলে থাকে, রিহ্যাবের সদস্যভূক্ত কোম্পানী থেকে ফ্ল্যাট কিনতে এবং এতে অনেক সুবিধে হবে। একটি কথা ভেবে দেখুন, রিহ্যাব কাদের সংগঠন? রিয়েল এষ্টেট কোম্পানীগুলোরই সংগঠন। একটি রিয়েল এষ্টেট কোম্পানীকে রিহ্যাবের সদস্য হতে হলে এককালীন =৩,২৫,০০০/- টাকা দিতে হয় এবং বছরে সদস্য ফি হিসেবে =২৫,০০০/- টাকা করে সংগঠনকে দিতে হয়। এবার ভাবুন, রিহ্যাব আপনার কতটুকু স্বার্থ সংশ্লিষ্ট কাজ করবে।
#ভূমিসেবা #ভাগবন্টন #নামজারী #নতুনআইন

EiD Mubarak ❤️
11/04/2024

EiD Mubarak ❤️

EiD Mubarak ❤️❤️❤️❤️
11/04/2024

EiD Mubarak ❤️❤️❤️❤️

আবারো বিস্ময়বালক এন্ডরিকের গোল! কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে গোলস্পেনের মাটিতে গোল আর এখনব্রাজিলিয়ান পাউলিস্তা সেমিফাই...
29/03/2024

আবারো বিস্ময়বালক এন্ডরিকের গোল!
কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে গোল
স্পেনের মাটিতে গোল আর এখন

ব্রাজিলিয়ান পাউলিস্তা সেমিফাইনালে এন্ডরিকের একমাত্র গোলে ফাইনালে উঠেছে পালমেইরাইস। টানা তিন ম্যাচে তিন গোল ব্রাজিলিয়ান স্টারবয়ের। ⚽⚽⚽

ছোট ভাইয়ের কাছে এন্ড্রিকের চিঠি...ভাই, আমরা ধনী পরিবারে জন্মাইনি। আমাদের জন্মই ফুটবলের মাঠে। তুই কখন এই চিঠি পড়বি জানি...
26/03/2024

ছোট ভাইয়ের কাছে এন্ড্রিকের চিঠি...

ভাই, আমরা ধনী পরিবারে জন্মাইনি। আমাদের জন্মই ফুটবলের মাঠে। তুই কখন এই চিঠি পড়বি জানি না, তবে এখন তোর বয়স ৪ বছর। আর আমাদের জীবন দ্রুত বদলে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আমি স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যাবো। হ্যাঁ, সেই টিমই, যে টিম তুই আমাকে খেলতে দেখে PlayStation-এ বেছে নিতি।

তিন প্রজন্ম ধরে, হয়তোবা তারও বেশি, আমাদের পরিবার ফুটবলের স্বপ্ন দেখে আসছে। আমরা আমাদের জীবনের পরিস্থিতি বদলাতে চেয়েছি। কিন্তু এখন, তুই যা খুশি করতে পারবি... আর কোনো চাপ নেই। ঈশ্বর, মা, বাবা আর ফুটবলের কাছে কৃতজ্ঞতা। তুই শুধু তোর জীবন উপভোগ কর, যেভাবে খুশি। এটাই তোর জন্য আমার উপহার।

মনে আছে, মা কত পুরনো ভুট্টার রুটি খেয়েছেন। বাবা টিকিট বুথের নিচে ঘুমিয়েছেন। মা বাথরুমে কাঁদছেন। বাবা সোফায় কাঁদছেন। আমরা যে জীবন পাচ্ছি, সেটা হঠাৎ করে আসেনি।

বিপদে বন্ধুর পরিচয় ❤️দানি আলভেসের অস্থায়ী বেল এর জন্য, ১ মিলিওন ইউরো ক্ষতিপূরণ দিবে নেইমারের বাবার কোম্পানি। মূলত, ক্ষতি...
20/03/2024

বিপদে বন্ধুর পরিচয় ❤️

দানি আলভেসের অস্থায়ী বেল এর জন্য, ১ মিলিওন ইউরো ক্ষতিপূরণ দিবে নেইমারের বাবার কোম্পানি।

মূলত, ক্ষতিপূরণ দেওয়ার জন্য, দানি আলভেসের নিজের ব্যাংক একাউন্টে একসেস না থাকার কারণে, আপাতত সেই ক্ষতিপূরণ টা পরিশোধ করবে নেইমারের বাবার কোম্পানি!

দানি আলভেসের অস্থায়ী বেল এর জন্য, ১ মিলিওন ইউরো ক্ষতিপূরণ দিবে নেইমারের বাবার কোম্পানি। মূলত, ক্ষতিপূরণ দেওয়ার জন্য, দান...
20/03/2024

দানি আলভেসের অস্থায়ী বেল এর জন্য, ১ মিলিওন ইউরো ক্ষতিপূরণ দিবে নেইমারের বাবার কোম্পানি।

মূলত, ক্ষতিপূরণ দেওয়ার জন্য, দানি আলভেসের নিজের ব্যাংক একাউন্টে একসেস না থাকার কারণে, আপাতত সেই ক্ষতিপূরণ টা পরিশোধ করবে নেইমারের বাবার কোম্পানি!
বিপদে বন্ধুর পরিচয় ❤️

18/03/2024

🇧🇷🗣 Vinicius Jr স্পেনের বিপক্ষে খেলার আগে: "আমার বাড়ি বার্নাব্যুতে খেলতে পারাটা দারুণ আবেগের বিষয় হবে। সেরাদের বিপক্ষে খেলা সবসময়ই ভালো।"

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when শৈল্পিক ফুটবল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শৈল্পিক ফুটবল:

Share

Category