Tale's of An Tu

Tale's of An Tu “🖤 “Soft-spoken. Steel-hearted. Nature-bound. Unshakable.”
(2)

এ যেন রঙে মাখা এক বিকেল!!
16/10/2025

এ যেন রঙে মাখা এক বিকেল!!

আমার এই পেজ টা খুলেছিলাম শুধু মাত্র গাছ এর প্রতি ভালোবাসা থেকে এরপর ধীরে ধীরে নিজের শখের জিনিস;লেখা লিখি আর আপনাদের প্রত...
14/10/2025

আমার এই পেজ টা খুলেছিলাম শুধু মাত্র গাছ এর প্রতি ভালোবাসা থেকে এরপর ধীরে ধীরে নিজের শখের জিনিস;লেখা লিখি আর আপনাদের প্রতি ভালোবাসার টানে এখনো টিকে আছি।।

আমি সেই সকল মানুষ দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা শুরু থেকে এই অব্দি আমার সাথে থেকেছেন কোন স্বার্থ ছাড়াই।। ব্যাস্ততার জন্য হয়ত আপনাদের সাথে তেমন সাক্ষাৎ হচ্ছে না তবে বরাবর ই আপনারা আমার স্মরণে থাকেন🌼

✨ Chinese Dunce Cup Succulent ✨ছোট্ট নাচে ভরা পাতাগুলো যেন হাওয়ার ছোঁয়ায় হাসে 🍃Bit of sunlight ☀️, little water 💧 আর lot...
13/10/2025

✨ Chinese Dunce Cup Succulent ✨
ছোট্ট নাচে ভরা পাতাগুলো যেন হাওয়ার ছোঁয়ায় হাসে 🍃
Bit of sunlight ☀️, little water 💧 আর lots of love 💚

যত্ন:

🍃সকালে ৩–৪ ঘণ্টা রোদ পেলে রঙ আরও ফুটে ওঠে।বেশি সময় সরাসরি রোদে রাখলে পাতার প্রান্ত বাদামী হয়ে যেতে পারে।
🍃 Soak and Dry” নিয়মে পানি দিতে হবে। পাতার মাঝে পানি জমতে দেয়া যাবে নাহ।
🍃 সাকুলেন্ট বা ক্যাকটাস মিক্স মিডিয়া সবচেয়ে ভালো।
🍃শ্যাতশ্যাতে পরিবেশে রাখলে ছত্রাক হতে পারে।

#নোট: অল্প রোদে পাতা লম্বাটা আর বেবি গুলো চিকন ছোট লম্বাটে সাইজ হয়। পরিমান মত রোদে পাতা গোলাপের মত এবং বেবি গুলো হেলদি গোলাকার হয়।

🍃হাদিয়া জানতে ইনবক্স করুন🍃পাঠাও এর মাধ্যমে সারাদেশে হোম ডেলিভারি 🍃পার্সেল হাতে পেয়ে পেমেন্ট সুবিধা🍃চার্জ 80-120 টাকা🍃পিক...
11/10/2025

🍃হাদিয়া জানতে ইনবক্স করুন
🍃পাঠাও এর মাধ্যমে সারাদেশে হোম ডেলিভারি
🍃পার্সেল হাতে পেয়ে পেমেন্ট সুবিধা
🍃চার্জ 80-120 টাকা
🍃পিক আপ পয়েন্ট দক্ষিন বনশ্রি তিতাস রোড লেগুনাস্ট্যান্ড।
🍃সব গুলো এক সাথে নিলে এসে নিতে হবে + দাম আলোচনা সাপেক্ষ।

এই অক্টোবর যেন সাকুলেন্ট এর জন্য আকস্মিক ভয়ের বার্তা।সম্পুর্ণ গরম বৃষ্টি পার করে এসে এখন হুটহাট টপকে যাচ্ছে।। আর কয়েকটি ...
08/10/2025

এই অক্টোবর যেন সাকুলেন্ট এর জন্য আকস্মিক ভয়ের বার্তা।
সম্পুর্ণ গরম বৃষ্টি পার করে এসে এখন হুটহাট টপকে যাচ্ছে।।

আর কয়েকটি দিন বিশেষ যত্ন নিন।
এরপর শুধু আনন্দ আর আনন্দ ইনশাআল্লাহ।

তবে এক্টিভ না থাকায় আরো কিছু সতর্কবার্তা দিতে পারি নি।
ইনশাআল্লাহ ফ্রি হয়ে দিয়ে দিব।

মা যখন এটা সেটা নিষেধ করত তখন মনে হতো, অন্যের মা বোঝে,আমার মা কেনো এমন কঠিন খোলসে।আজ জীবনের পথে হেঁটে দেখি—প্রতিবারই মা-...
23/09/2025

মা যখন এটা সেটা নিষেধ করত
তখন মনে হতো, অন্যের মা বোঝে,
আমার মা কেনো এমন কঠিন খোলসে।

আজ জীবনের পথে হেঁটে দেখি—
প্রতিবারই মা-ই ছিলেন সঠিক, আমি ভুলেই থাকি।

মায়ের নিষেধেই লুকিয়ে ছিলো স্নেহের ছায়া,
আজ বুঝি—মায়ের কথার ভেতরেই লুকানো ছিল আমার হায়াতের মায়া। ❤️

পুরনো সব কিছুই যেন জীবন্ত স্মৃতি!কেউ এক সময় সকালে উঠেই জানালা টা খুলে দিত।কেউ বা দৌড়ে ছুটে যেত চিঠি এলো বুঝি!কেউ আবার সন...
21/09/2025

পুরনো সব কিছুই যেন জীবন্ত স্মৃতি!
কেউ এক সময় সকালে উঠেই জানালা টা খুলে দিত।
কেউ বা দৌড়ে ছুটে যেত চিঠি এলো বুঝি!
কেউ আবার সন্ধ্যার প্রস্তুতি নিত নিভু আলোতে।।

এ বছর কার সবজি বাগানের কি অবস্থা?কে কত টুকু করলেন?গত বছর তো আলহামদুলিল্লাহ ভালোই করেছিলাম বারান্দায়। এ বছর জমিতে করেছি অ...
16/09/2025

এ বছর কার সবজি বাগানের কি অবস্থা?
কে কত টুকু করলেন?

গত বছর তো আলহামদুলিল্লাহ ভালোই করেছিলাম বারান্দায়। এ বছর জমিতে করেছি অল্প স্বল্প।।

গত বছরের পাতার চারা আলহামদুলিল্লাহ। সাকুলেন্ট বাচানোর সর্ব প্রথম ধাপ আবহাওয়া উপযোগী সাকুলেন্ট বাছাই করা।দ্বিতীয় ধাপ সাকু...
15/09/2025

গত বছরের পাতার চারা আলহামদুলিল্লাহ।
সাকুলেন্ট বাচানোর সর্ব প্রথম ধাপ আবহাওয়া উপযোগী সাকুলেন্ট বাছাই করা।
দ্বিতীয় ধাপ সাকুলেন্ট অনুযায়ী পরিবেশ বাছাই করা। তবেও ৯৫% সাকুলেন্ট বেচে যাবে আর সঠিক যত্ন ১০০%।।

🌿কখনো মনে হয়, বিড়াল আসলে প্রাণী নয়, বরং ঘরের নীরব সুখ।তার মিষ্টি হাঁটা, হঠাৎ এসে কোলে গুটিয়ে ঘুমিয়ে পড়া, কিংবা নিঃশব্দে ...
14/09/2025

🌿
কখনো মনে হয়, বিড়াল আসলে প্রাণী নয়, বরং ঘরের নীরব সুখ।
তার মিষ্টি হাঁটা, হঠাৎ এসে কোলে গুটিয়ে ঘুমিয়ে পড়া, কিংবা নিঃশব্দে পাশে বসে থাকা—সবকিছুতেই এক অদ্ভুত শান্তি আছে।
সে কথা বলে না, তবু তার চোখে হাজারো গল্প লুকিয়ে থাকে।

আজ পর্যন্ত আমার কখনো মনেই হয় নি ও একটা প্রানী।
ও আমার জান বাচ্চা♥️

হঠাৎ দেখা হলেই যে বা যারা আমার বিড়াল দুটোর কথা জিজ্ঞেয করে তাদের আমার চরম লেভেলের ভালো লাগে।

আমি ওকে শাসন করি;বকি;আবার আদর করি। আমি ছাড়া কেউ যদি ওকে বকে বা শাসন করে আমার মন চায় তাকে আমি ঘর দিয়ে বের করি।।

অক্টোবর এর ২১ তারিখ ৫ বছর হবে আলহামদুলিল্লাহ।

একদম পদ্মের মত।গত বছরের রেইন লিলি।এবার আর দেখা পাই নি তার।
13/09/2025

একদম পদ্মের মত।
গত বছরের রেইন লিলি।এবার আর দেখা পাই নি তার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tale's of An Tu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category