24/08/2025
চলুন;
স্বামীর ভীড়ে প্রেমিক দের হারিয়ে যাওয়ার গল্প শুনি।
যে এক সময় প্রেমিক ছিল
ফুলের মাঝে ভালোবাসা খুজে নিত
সেই প্রেমিক ই এখন
ফুল কে অর্থ নষ্টের কারন মনে করে।
যেই প্রেমিক প্রিয়তমার অভিমান ঘোচাতে
মাইলের পর মাইল দূরত্ব পারি দিত।
সেই প্রেমিকের কাছে স্ত্রীর অভিমান
আধিখ্যেতা মনে হয়।
যেই প্রেমিক তার প্রেমিকার
মুখের ব্রন আর এলোমেলো চুলে মায়া খুজত
সেই প্রেমিক এর কাছেই তার স্ত্রীর
এলোমেলো চুল আর ক্লান্ত মুখ বিদঘুটে লাগে।
যেই প্রেমিকের কাছে বিশেষ দিন শুধু বিশেষ নয়
বরং স্বরনীয় ছিল
সেই প্রেমিক এখন স্বামী হয়েছে।
তার কাছে বিশেষ দিন আর বিশেষ নয়
বরং স্ত্রীর আহ্লাদি পানা লাগে।
এভাবেই অবহেলা;অযত্নে হারিয়ে
যায় এক পবিত্র বন্ধন।
ভালোবাসা অর্থে নয়
বরং যত্নের অভাবে হারিয়ে যায়।
যে স্নেহ, যে প্রাধান্য প্রেমিকার জন্য ব্যয় হয়,
তার অর্ধেক যদি সংসারের রমণীর হৃদয়ে প্রবাহিত হতো,
তবে প্রতিটি স্ত্রীর জীবন হতো পূর্ণতার অনুপম প্রতিচ্ছবি,
আর পৃথিবী চিনতো নারীর হাসিকে আশীর্বাদের সমান সুধাময়।
কলমে_অন্তু✍️