Tale's of An Tu

Tale's of An Tu “🖤 “Soft-spoken. Steel-hearted. Nature-bound. Unshakable.”
(2)

এখানে কয়েটা ভ্যারাইটি আছে বলুন তো?মাত্র কয়েকদিন এর ব্যাবধানে সব সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। একজন আপুর ছিল উনি কাটিং ন...
25/08/2025

এখানে কয়েটা ভ্যারাইটি আছে বলুন তো?

মাত্র কয়েকদিন এর ব্যাবধানে সব সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। একজন আপুর ছিল উনি কাটিং নিতে চেয়েছিল কিন্তু এখন লাপাত্তা। এরপর পটে দিয়েছিলাম আর এখন নিজের ই ইচ্ছে হচ্ছে না দিতে 😪

চলুন;স্বামীর ভীড়ে প্রেমিক দের হারিয়ে যাওয়ার গল্প শুনি।যে এক সময় প্রেমিক ছিল ফুলের মাঝে ভালোবাসা খুজে নিতসেই প্রেমিক ই এখ...
24/08/2025

চলুন;
স্বামীর ভীড়ে প্রেমিক দের হারিয়ে যাওয়ার গল্প শুনি।

যে এক সময় প্রেমিক ছিল
ফুলের মাঝে ভালোবাসা খুজে নিত
সেই প্রেমিক ই এখন
ফুল কে অর্থ নষ্টের কারন মনে করে।

যেই প্রেমিক প্রিয়তমার অভিমান ঘোচাতে
মাইলের পর মাইল দূরত্ব পারি দিত।
সেই প্রেমিকের কাছে স্ত্রীর অভিমান
আধিখ্যেতা মনে হয়।

যেই প্রেমিক তার প্রেমিকার
মুখের ব্রন আর এলোমেলো চুলে মায়া খুজত
সেই প্রেমিক এর কাছেই তার স্ত্রীর
এলোমেলো চুল আর ক্লান্ত মুখ বিদঘুটে লাগে।

যেই প্রেমিকের কাছে বিশেষ দিন শুধু বিশেষ নয়
বরং স্বরনীয় ছিল
সেই প্রেমিক এখন স্বামী হয়েছে।
তার কাছে বিশেষ দিন আর বিশেষ নয়
বরং স্ত্রীর আহ্লাদি পানা লাগে।

এভাবেই অবহেলা;অযত্নে হারিয়ে
যায় এক পবিত্র বন্ধন।
ভালোবাসা অর্থে নয়
বরং যত্নের অভাবে হারিয়ে যায়।

যে স্নেহ, যে প্রাধান্য প্রেমিকার জন্য ব্যয় হয়,
তার অর্ধেক যদি সংসারের রমণীর হৃদয়ে প্রবাহিত হতো,
তবে প্রতিটি স্ত্রীর জীবন হতো পূর্ণতার অনুপম প্রতিচ্ছবি,
আর পৃথিবী চিনতো নারীর হাসিকে আশীর্বাদের সমান সুধাময়।

কলমে_অন্তু✍️

🌿 কম জায়গায় সহজ যত্নেই ঘরে এনে দিন সবুজের সৌন্দর্য। 🌱  চারা করা একদম সহজ, তাই নতুন প্ল্যান্ট লাভারদের জন্য পারফেক্ট।🍃 ঝু...
23/08/2025

🌿 কম জায়গায় সহজ যত্নেই ঘরে এনে দিন সবুজের সৌন্দর্য।
🌱 চারা করা একদম সহজ, তাই নতুন প্ল্যান্ট লাভারদের জন্য পারফেক্ট।
🍃 ঝুলন্ত ভরাট লুক – যে কোনো কোণে দেবে স্টাইলিশ সাকুলেন্ট ভাইব।
🍃 সিডাম – সাকুলেন্ট ভাইব + ঝুলন্ত প্ল্যান্টের শখ একসাথে!
কম জায়গা, সহজ যত্ন, চারা করা একদম ইজি 💚
🍃৪ ভ্যারাইটি সিডাম সেটাপ সহ পাবেন। অল্প সময়ে নিজেই অধিক পরিমান চারা করতে পারবেন।
🚛পাঠাও এর মাধ্যমে সারাদেশে হোম ডেলিভারি
চার্জ ঢাকা সিটি ৬০-৮০/ঢাকার বাইরে ১০০-১২০৳

প্রাইজ : ৭৫০৳

আলাদা ভাবে নিলে প্রাইজ নিচে দেয়া আছে।
অফার সীমিত সময়ের জন্য🚫

জীবন সবসময় আমাদের মতো করে চলে না।স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতা মাঝে মাঝে তাকে মাটিতে নামিয়ে আনে।তবুও… এই বাস্তবতাকেই আলিঙ্...
23/08/2025

জীবন সবসময় আমাদের মতো করে চলে না।
স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতা মাঝে মাঝে তাকে মাটিতে নামিয়ে আনে।
তবুও… এই বাস্তবতাকেই আলিঙ্গন করে এগিয়ে যাওয়া—
সেটাই তো জীবনের আসল সাহস। 🌿

ছোট বেলায় দেখতাম গোলাপ ফুলে কি যে সুন্দর একটা সু-ঘ্রাণ।কিন্তু এখন সেই ঘ্রাণ পাওয়া যায় নাহ। এই গাছ টা অনেক গুলো গাছ কেনার...
22/08/2025

ছোট বেলায় দেখতাম গোলাপ ফুলে কি যে সুন্দর একটা সু-ঘ্রাণ।কিন্তু এখন সেই ঘ্রাণ পাওয়া যায় নাহ। এই গাছ টা অনেক গুলো গাছ কেনার পর নার্সারি থেকে উপহার পেয়েছিলাম।
অসম্ভব সুন্দর ঘ্রাণ।গাছের পাশে গেলেই মৌ মৌ করে 😍

গোলাপ যতই সাধারণ ফুল বা কমন হোক সে আসলেই রানী।
ব্যাক্তিগত ভাবে গোলাপ আমার পছন্দ না হলেও এর সৌন্দর্য আর ঘ্রাণে সত্যি বিমোহিত ♥️

দীর্ঘদিন পর টুকিটাকি নিয়ে হাজির আলহামদুলিল্লাহ। এখানের প্রত্যক টি প্লান্ট ভীষণ হার্ডি ;সহজেই চারা করা যায় আর যত্নে ভীষণ ...
21/08/2025

দীর্ঘদিন পর টুকিটাকি নিয়ে হাজির আলহামদুলিল্লাহ।
এখানের প্রত্যক টি প্লান্ট ভীষণ হার্ডি ;সহজেই চারা করা যায় আর যত্নে ভীষণ সহজ।

যারা অল্প যত্নে সারাবছর টিকে থাকবে এমন প্লান্ট চাচ্ছেন। আবার সাকুলেন্ট ভাইব দিবে সাথে ঝুলন্ত প্লান্ট এর ও সৌন্দর্য দিবে তাদের জন্য বেস্ট 🌼

যারা অধিক প্লান্ট নিবেন দামাদামি করার সুযোগ আছে।

গাছের যত্ন বুঝিয়ে দেয়া হবে🍀
সারাদেশে হোম ডেলিভারি সুবিধা🚛
ডেলিভারি চার্জ ঢাকার ভেতর ৬০-৮০৳
ঢাকার বাইরে ১০০-১২০ ৳

পিক আপ পয়েন্ট দক্ষিন বনশ্রি তিতাস রোড লেগুনাস্ট্যান্ড🚛

゚viralシfypシ゚

এতদিন পর নিজের পেজ কে নিজের কাছেই অচেনা লাগছে💔আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।কোথায় আমার প্রিয় আপু মনিরা♥️আপনাদের ভীষণ মিস ...
20/08/2025

এতদিন পর নিজের পেজ কে নিজের কাছেই অচেনা লাগছে💔
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।

কোথায় আমার প্রিয় আপু মনিরা♥️
আপনাদের ভীষণ মিস করেছি।।

পথোস কালেকশন দেখতে চাই।এখন মনে হচ্ছে ইন্ডোর প্লান্ট এর উপর নজর দিতে হবে।ইন্ডোর প্লান্ট বলতে অনেকেই মনে করে যে একদম ঘরের ...
07/08/2025

পথোস কালেকশন দেখতে চাই।
এখন মনে হচ্ছে ইন্ডোর প্লান্ট এর উপর নজর দিতে হবে।

ইন্ডোর প্লান্ট বলতে অনেকেই মনে করে যে একদম ঘরের ভেতর আলো বাতাস না থাকলেও হবে। কিন্তু মনে রাখতে হবে প্রত্যক টা গাছ ই আলো দ্বারা খাবার তৈরি করে। বাতাস চলাচল করে সম্পুর্ণ আলো আসে তবেই গাছ সুন্দর থাকবে।

প্রত্যক টা ইন্ডোর প্লান্ট এর জন্য অল্প হলেও রোদ ্প্রয়োজন নয়ত গাছের সতেজতা ;উজ্জলতা;সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে।।

বেচারা লিলি গুলো।যত্ন আত্মী ছাড়াই খুশি করছে আলহামদুলিল্লাহ। এমন এক জায়গায় রাখা যে রিপটিং করাটাওদুসাধ্য।এক টুকরো স্থায়ী জ...
06/08/2025

বেচারা লিলি গুলো।
যত্ন আত্মী ছাড়াই খুশি করছে আলহামদুলিল্লাহ।

এমন এক জায়গায় রাখা যে রিপটিং করাটাওদুসাধ্য।
এক টুকরো স্থায়ী জায়গার অভাবে কত শত বাগানীর স্বপ্ন ভাংগে💔

নিজেকে কারো মন মত বানাতে চাইবেন নাহ।আপনি নিজেই একটা সম্পূর্ণ গল্প হোন।উঠা-পরার মাঝেও নিজের নিজেকেই খুজে নিন।আর এটাই আপনা...
06/08/2025

নিজেকে কারো মন মত বানাতে চাইবেন নাহ।
আপনি নিজেই একটা সম্পূর্ণ গল্প হোন।
উঠা-পরার মাঝেও নিজের নিজেকেই খুজে নিন।
আর এটাই আপনার শক্তি।”
যারা আপনাকে বুঝতে পারেনি,
তাদের ব্যাখ্যা দেওয়ার দায় রাখবেন না।
আপনি নিজের মত করেই বাচবেন
নিজের মত করেই জিতবেন""-।

একটা গাছ শুধু গাছ নয়—ও একেকটা জীবন্ত প্রার্থনা,ওর ডালে নেই অভিমান, পাতায় নেই অভিযোগ।তবু ওর ছায়ায় বসলে, মনে হয়,আমি বুঝি প...
05/08/2025

একটা গাছ শুধু গাছ নয়—
ও একেকটা জীবন্ত প্রার্থনা,
ওর ডালে নেই অভিমান, পাতায় নেই অভিযোগ।
তবু ওর ছায়ায় বসলে, মনে হয়,
আমি বুঝি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছি।

সকাল মানে নতুন করে বাঁচার সুযোগ। একটা কাপ চা, একটা গাছের হাসি, আর নিজের প্রতি একটু মায়া।”
04/08/2025

সকাল মানে নতুন করে বাঁচার সুযোগ। একটা কাপ চা, একটা গাছের হাসি, আর নিজের প্রতি একটু মায়া।”

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tale's of An Tu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category