Mou's Cooking Hub

Mou's Cooking Hub Hello viewers, Welcome to my Page "Mou's Cooking Hub"
Who people are a beginner for home cooking the

Mou's Cooking Hub এর পক্ষ থেকে কিছু কথা-

রান্না একটি আর্ট। শিল্পীর নিখুঁত রঙীন তুলিতে যেমন শিল্পকলা রূপ পায়। ঠিক তেমনি রাঁধুনীর নিপুণ দক্ষতায় রান্না হয়ে ওঠে লাজবাব ও সুস্বাদু। রান্না শেখা, রান্না করা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ঠিক কেমনভাবে রান্না করলে রান্না হয়ে উঠবে সুস্বাদু? এবং কৌতূহল! রান্নাকে সুস্বাদু করার ট্রিক্স নিয়ে।

আগেকার দিনে মেয়েরা শুধু গৃহে রান্না ও ঘর সংসারের কাজকর্ম নিয়ে থাকতো

। কিন্তু বর্তমানে আধুনিকতার আঙ্গিকে পৌঁছে মেয়েরা নিজেদের যুক্ত করছে বিভিন্ন পেশায় চাকুরীতে। ফলে সময় অনেকটাই কম। তবুও এই ব্যাস্ততার মাঝে অল্প সময়ে চটপট রান্না শেখা, রান্না করার চেষ্টা করে। এবং সময় পেলেই তারা রান্না ঘরে ঢুকে পড়ে বিভিন্ন আধুনিক রান্নার রেসিপি করতে ও রান্নাকে সুস্বাদু করার ট্রিক্স এক্সপেরিমেন্ট করতে।

দৈনিক ব্যস্ততায় বা অন্যমনস্কতায় অনেক সময় রান্না তে লবণ বেশি হয়ে যায় কখনো পুড়ে যায় কখনো ঝাল বেশি হয়ে যায় কখনো গলে যায়। আবার কখনো মশলা ঠিক না কষা কিংবা বেশি কষার জন্য তেতো হয়ে যায় ফলে স্বাদহীন রান্না হয়ে ওঠে। বিশেষ করে বাড়িতে অতিথি আসলে অনেক রেসিপি তো রান্না করা হয় সেই সাথে অনেক কাজ ও থাকে। তাই টেনশনের কিছু নেই রান্নাকে সুস্বাদু করার ট্রিকস ব্যবহার করে স্বাদহীন রান্নাকে ও চটজলদি মজাদার স্বাদযুক্ত করা যায়।

রান্নাকে সুস্বাদু করার ট্রিকস অনেক আছে তারই মধ্যে উল্লেখযোগ্য রান্নাকে সুস্বাদু করার ম্যাজিক ট্রিক্স ও সেই সাথে জেনে নিন স্বাদ নষ্ট হয়ে যাওয়া রান্নাকে চটজলদি মজাদার স্বাদযুক্ত করার উপায় এবং ভালো রান্না শেখা, রান্না করার জন্য বেশ কিছু জরুরী টিপস।

13/06/2024
🙋‍♀️   বানানোর পারফেক্ট রেসিপি 👇   বাড়িতে বানাতে গেলে একদম পারফেক্ট টেস্ট পাচ্ছেন না? তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন।💢...
30/04/2024

🙋‍♀️ বানানোর পারফেক্ট রেসিপি 👇

বাড়িতে বানাতে গেলে একদম পারফেক্ট টেস্ট পাচ্ছেন না? তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন।

💢তিনটি পাতিলেবু কে স্লাইস করে নিন। একটা লেবুর রস, এক চামচ চিনি ফেটিয়ে নিন।

💢এবার দুটো বড় গ্লাসের মধ্যে লেবুর স্লাইস পুদিনা পাতা বিট নুন আর পিংক সল্ট দিন।

💢একটা muddler বা honey dipper দিয়া বা যেকোনো ভোঁতা মাথার জিনিস দিয়ে একটু থেতো করে দিন।

💢এর মধ্যে 3/4 part of glass ভর্তি করে বরফ দিন। ওই লেবু চিনির রস টা আর সাথে স্প্রাইট দিন, (ক্লাব সোডা দেবেন না কিন্তু)। বরফ দেওয়ার সময় ফাঁকে ফাঁকে একটু লেবুর স্লাইস দেবেন। এবার গুলে নিন।

💢চাইলে একটু রোস্টেড জিরে গুরো দিতে পারেন যেটা অপশনাল। আর চিনির বদলে চাইলে মধু ও ব্যবহার করতে পারেন।

🙏 কেউ বানালে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন

PS : স্প্রাইট এর বদলে সোডা দিলে চিনির বদলে simple syrup বা সুগার কিউব বা পাউডার সুগার দেবেন, এবং সেক্ষেত্রে পরিমাপ আলাদা হবে।

জিভে জল আনা রেসিপি

🎀 তেঁতুলের গোল্লা আচার🎀                         ......রেসিপি.....তেঁতুলের আচারের মসলা বানাতে যা যা লাগবে এবং যেভাবে করতে...
26/04/2024

🎀 তেঁতুলের গোল্লা আচার🎀
......রেসিপি.....

তেঁতুলের আচারের মসলা বানাতে যা যা লাগবে এবং যেভাবে করতে হবে ঃ--
🌿আস্ত ধনিয়া -২টে. চামুচ।
🌿মৌরি -১টে. চামুচ।
🌿লাল সরিষা -১টে. চামুচ।
🌿শুকনা লাল মরিচ -১৫/২০টা।
🌿কালো জিরা -১টে. চামুচ।
🌿পাঁচ ফোড়ন -দেড় টে. চামুচ।
🌿মেথি -১টে. চামুচ।
🌿জিরা -১টে.চামুচ।

এই সব মসলা একসাথে করে হালকা টেলে বা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় বেটে গুড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে-আচারের মসলা।

🌿সরিষার তেল-২টে চামুচ। গরম করে বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।
🌿তেতুল-হাফ কেজি।তেঁতুলের আশ ফেলে বিচিগুলো আলাদা করে নিয়ে সাথে-
🌿লবন-১চা চামুচ।
🌿ঠান্ডা করে নেয়া তেল।
🌿চিনি-হাফ কাপ।
🌿আচারের মসলা-২টে চামুচ। (আগে থেকে ভেজে গুড়ো করে রাখা) দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।
মাখিয়ে রাখা তেঁতুলের মিশ্রন পরিমাণ মতো নিয়ে গোল বল/নাড়ুর আকারে বানিয়ে নিতে হবে।

সবটুকু তেঁতুলের মিশ্রন দিয়েই তেঁতুলের বল/তেঁতুলের গোল্লা বানিয়ে নিতে হবে।
🌿একটা প্লেটে আচারের মসলা-২টে চামুচ।
🌿চিনি-১টে চামুচ।
🌿চিলি ফ্লেকস -১টে চামুচ।
নিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই মসলার মিশ্রনের মধ্যে বানিয়ে রাখা তেঁতুলের বলগুলো একটা একটা করে গড়িয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে-তেঁতুলের হাতে মাখানো গোল্লা আচার।

🌿এই আচার কয়েক দিন রোদে দিয়ে বয়ামে ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে।
এই আচারে যেহেতু কোন পানি নাই এবং পুরোটাই তেঁতুল সেকারনেই এই আচার অনেক দিন ভালো থাকবে ইনশাআল্লাহ।

🌿বানিয়ে নেয়া আচারের এই মসলা যে কোন আচারেই ব্যাবহার করা যাবে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ।

#তেঁতুলের_আচার #আচার #তেঁতুল

ইজি প্যানকেক তৈরি করার পদ্ধতিউপকরণ‌:ময়দা-১ কাপচিনি- ২ টেবিল চামচবেকিং পাউডার- ২ টেবিল চামচলবণ- ১ চা চামচডিম– ১ টি, বিট ক...
23/04/2024

ইজি প্যানকেক তৈরি করার পদ্ধতি
উপকরণ‌:

ময়দা-১ কাপ
চিনি- ২ টেবিল চামচ
বেকিং পাউডার- ২ টেবিল চামচ
লবণ- ১ চা চামচ
ডিম– ১ টি, বিট করা

দুধ- ১ কাপ
তেল- ২ টেবিল চামচ
মধু- পরিবেশনের জন্য

প্রণালী:

(১) একটি বড় বোল-এ ময়দা, বেকিং পাউডার ও লবণ মেশান। তাতে দুধ, ডিম ও তেল নিয়ে ভালো করে মিক্স করুন।

(২) মাঝারি আঁচে একটি ফ্রাইং প্যান-এ হালকা তেল মেখে গরম করুন। লিকুইড মিক্সচার-টি (Mixchar) থেকে বড় চামচ দিয়ে (এক একটি প্যানকেক-এর জন্য কমপক্ষে ১/৪ কাপ ) ফ্রাইং প্যান-এ ছাড়ুন।

(৩) দুই সাইড-এই ব্রাউন করে তারপর নামান।

(৫) তারপর প্যানকেক-গুলোর উপর মধু ঢেলে গরম গরম পরিবেশন করুন।

খুব সহজে অল্প সময়ে মজাদার এই আইটেম-টি বানিয়ে সকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন। এটি একই সাথে টেস্টি এবং হেলদি একটি ডিশ!

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mou's Cooking Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category