Mou's Cooking Hub এর পক্ষ থেকে কিছু কথা-
রান্না একটি আর্ট। শিল্পীর নিখুঁত রঙীন তুলিতে যেমন শিল্পকলা রূপ পায়। ঠিক তেমনি রাঁধুনীর নিপুণ দক্ষতায় রান্না হয়ে ওঠে লাজবাব ও সুস্বাদু। রান্না শেখা, রান্না করা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ঠিক কেমনভাবে রান্না করলে রান্না হয়ে উঠবে সুস্বাদু? এবং কৌতূহল! রান্নাকে সুস্বাদু করার ট্রিক্স নিয়ে।
আগেকার দিনে মেয়েরা শুধু গৃহে রান্না ও ঘর সংসারের কাজকর্ম নিয়ে থাকতো
। কিন্তু বর্তমানে আধুনিকতার আঙ্গিকে পৌঁছে মেয়েরা নিজেদের যুক্ত করছে বিভিন্ন পেশায় চাকুরীতে। ফলে সময় অনেকটাই কম। তবুও এই ব্যাস্ততার মাঝে অল্প সময়ে চটপট রান্না শেখা, রান্না করার চেষ্টা করে। এবং সময় পেলেই তারা রান্না ঘরে ঢুকে পড়ে বিভিন্ন আধুনিক রান্নার রেসিপি করতে ও রান্নাকে সুস্বাদু করার ট্রিক্স এক্সপেরিমেন্ট করতে।
দৈনিক ব্যস্ততায় বা অন্যমনস্কতায় অনেক সময় রান্না তে লবণ বেশি হয়ে যায় কখনো পুড়ে যায় কখনো ঝাল বেশি হয়ে যায় কখনো গলে যায়। আবার কখনো মশলা ঠিক না কষা কিংবা বেশি কষার জন্য তেতো হয়ে যায় ফলে স্বাদহীন রান্না হয়ে ওঠে। বিশেষ করে বাড়িতে অতিথি আসলে অনেক রেসিপি তো রান্না করা হয় সেই সাথে অনেক কাজ ও থাকে। তাই টেনশনের কিছু নেই রান্নাকে সুস্বাদু করার ট্রিকস ব্যবহার করে স্বাদহীন রান্নাকে ও চটজলদি মজাদার স্বাদযুক্ত করা যায়।
রান্নাকে সুস্বাদু করার ট্রিকস অনেক আছে তারই মধ্যে উল্লেখযোগ্য রান্নাকে সুস্বাদু করার ম্যাজিক ট্রিক্স ও সেই সাথে জেনে নিন স্বাদ নষ্ট হয়ে যাওয়া রান্নাকে চটজলদি মজাদার স্বাদযুক্ত করার উপায় এবং ভালো রান্না শেখা, রান্না করার জন্য বেশ কিছু জরুরী টিপস।