
04/04/2023
রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকন্ড।আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ৫৩টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা এছাড়াও রয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি।
শত শত ব্যবসায়ীদের আহাজারিতে ভারী চারপাশ। আগুনে শুধু দোকান পুরছে না পুরছে হাজার হাজার মানুষের জীবন।হাজার হাজার মানুষের জীবন চলতো এই দোকানগুলো থেকেই।