Deprived Elusions

Deprived Elusions 'অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে'

20/09/2024

বাংলাদেশ.....
মসজিদ থেকে মন্দির, পাগল থেকে পঙ্গু,নগর থেকে গ্রাম,পাহাড় থেকে সমতল।
কোথাও কেউ শান্তিতে নেই!

30/08/2024

বিরোধী মতামতের ইতিহাস:
২০০৯ থেকে ২০২৪:- রাজাকার, স্বাধীনতা বিরোধী, জামায়াত শিবির।
৫ই আগস্ট ২০২৪ থেকে:- স্বৈরাচারের দালাল/দোসর।
এদের চেহারা ভিন্ন, দল ভিন্ন কিন্তু ক্ষমতায় যাবার পর এদের প্রকৃতি সব এক।

22/08/2024

ইন্টারনেট যেমন এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছিল ভারতের বাধও তেমনি এমনি এমনি খুলে গিয়েছে। এই ভারত রক্ত চোষা জোক। সময় এখন ভারতকে তার প্রাপ্য প্রতিদান দেয়ার। শুধু মুখের কথায় না। কাজ করে দেখাতে হবে ভারতের এই জঘন্য কাজকর্মের বিরুদ্ধে। দেশ বিরোধী এবং অন্যায্য সকল চুক্তি বাতিল করতে হবে। বয়কট ভারতীয় পণ্য।




15/08/2024

এ কেমন নষ্টামি চলছে বাংলায়
Current secuation of Bangladesh.

#বাংলাদেশ



দিলদার মারা গেসেন,টেলি সামাদ মারা গেসেন,কিছুদিন আগে ভাদাইমাও মারা গেছে,বাঙালীরা বিনোদন খরায় ভুগতেছিল,সেই খরা থেকে বাচাতে...
20/05/2024

দিলদার মারা গেসেন,
টেলি সামাদ মারা গেসেন,
কিছুদিন আগে ভাদাইমাও মারা গেছে,
বাঙালীরা বিনোদন খরায় ভুগতেছিল,
সেই খরা থেকে বাচাতেই আবির্ভাব হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির। বছরে বছরে এদের নির্বাচন নাটক দেখতে পারাটা সত্যিই খুবই গর্বের।


#শিল্পীসমিতি
#শিল্পী_সমিতি_নির্বাচন_২০২৪



18/05/2024

"আকাশেরও ডানা আছে,
লোকে বলে মেঘ।
তুমি ছাড়া এ আকাশ বৃথা,
লোকে বলে আবেগ, আবেগ"

মাঝে মাঝে দূরে যাওয়া ভালো-
দূরে গেলে কাছে আসা যায়,
বোঝা যায়- কেউ কাছে ছিলো।

29/01/2024

বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই
ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়
পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা

15/05/2023

গহীন অরণ্যে, বিসৃত মরুর বুকে বা কোনো এক অতল মহীসোপানে অজানা এক গোধুলিতে কিংবা শিশির স্নিগ্ধ কোনো এক ভোরে হারিয়ে যাবো এই নশ্বর পৃথিবী ছেড়ে। সাড়ে সাতশো কোটি মানুষের ভীড়ে কভু কেউ খুজবে না আমারে।

15/08/2022

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Deprived Elusions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deprived Elusions:

Share