Nursing Student BD

Nursing Student BD নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫ যারা অংশগ্রহণ করবেন, যেকোনো তথ্যের জন্য ম্যাসেজ করতে পারেন!
ধন্যবাদ

23/10/2025

💥সামনে আরও ২টি সরকারি সিনিয়র স্টাফ নার্স নিয়োগ আসবে।

📌৩৪৮০টি সিনিয়র স্টাফ নার্স পদ সৃজন

❇️ ২০২৫-২৬ অর্থ বছরে-৯৪১টি, [চলমান ৮২৮টি]
❇️ ২০২৬-২৭ অর্থবছরে=১২৪৮টি এবং
❇️ ২০২৭-২৮ অর্থবছরে=১২৯১টি)

পড়াশোনা করতে থাকুন। ৩ টি সারকুলারের মধ্যে যেকোনো ১ টিতে আপনার চাকরি হবে।

27/09/2025

যারা আজ কমপ্রেহেনসিভ লাইসেন্স পরীক্ষায় পাস করেছেন, সবাইকে প্রানঢালা শুভেচ্ছা।

26/09/2025

লাইসেন্সিং পরীক্ষায় যে বেসিক থেকে পড়ার কোনো বিকল্প নেই তার প্রমাণ এইবারের কমপ্রিহেনসিভ এক্সাম..

মিডওয়াইফারী গাছও বের হয়েছে 😆
22/09/2025

মিডওয়াইফারী গাছও বের হয়েছে 😆

কম্প্রিহেন্সিভ পরীক্ষা সেপ্টেম্বর ২০২৫ এর প্রবেশপত্র প্রিন্ট সংক্রান্ত নোটিশ প্রকাশ।
18/09/2025

কম্প্রিহেন্সিভ পরীক্ষা সেপ্টেম্বর ২০২৫ এর প্রবেশপত্র প্রিন্ট সংক্রান্ত নোটিশ প্রকাশ।

আর কত প্রাণ ঝুঁকিতে থাকবে?বরিশাল নার্সিং কলেজের হোস্টেলের একটি রুমের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ভাগ্য ভালো, সেই মুহূর্তে বিছানায়...
06/09/2025

আর কত প্রাণ ঝুঁকিতে থাকবে?

বরিশাল নার্সিং কলেজের হোস্টেলের একটি রুমের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ভাগ্য ভালো, সেই মুহূর্তে বিছানায় কেউ ছিল না। কিন্তু যদি থাকত? তাহলে কি আমরা আরেকটি অমূল্য জীবন হারাতাম?

এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়—এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কতটা অবহেলিত অবস্থায় আছে দেশের সরকারি নার্সিং হোস্টেলগুলো। যেখানে আমাদের ভবিষ্যৎ নার্সরা বাস করে, সেখানে ছাদের ফাটল, ভেজা দেয়াল, আর অরক্ষিত পরিবেশ যেন প্রতিনিয়ত মৃত্যুর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে।

👩‍⚕️ যারা সারাদিন রোগীর সেবা করে, তাদের জন্য কি একটু নিরাপদ আশ্রয়ও নিশ্চিত করতে পারি না?

এখনই সময় মুখ খুলবার। সময় এসেছে প্রশ্ন করার—কেন এই অব্যবস্থাপনা? কেন এত অবহেলা?

📢 আমরা চাই—নিরাপদ হোস্টেল, সম্মানজনক পরিবেশ, এবং একটি ভবিষ্যৎ যেখানে নার্সরা শুধু সেবা নিয়ে ভাববে, নিজের জীবন নিয়ে নয়।

এই পোস্ট শেয়ার করুন, আওয়াজ তুলুন। কারণ নীরবতা আর নিরাপদ নয়।

#বরিশালনার্সিংকলেজ #নার্সদের_নিরাপত্তা

03/09/2025

ডিউটি টাইমে বসে বসে স্টাফ আপুদের বাড়ীর গল্প শুনতে বেশ ভালোই লাগে 😐😐

03/09/2025
03/09/2025

কিছুদিন পরে এমন অবস্থা হবে যে, জেনারেল লাইনের থেকে নার্সিং লাইনে স্টুডেন্ট বেশি।
#ঘরে_ঘরে_নার্স 🙂

হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো।মেয়েটির বয়স ১৬ ...
03/09/2025

হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো।
মেয়েটির বয়স ১৬ বছর, জীবন পুরোটাই বাকি। এখন হাত কেটে ফেলা ছাড়া আর কিছু করার নেই। কবিরাজি চিকিৎসার ৭ দিন পর ফলাফল।

পোস্টটি জনসচেতনতায় শেয়ার করার অনুরোধ রইল।
✅ হাড়-জোড়ার সমস্যা হলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের কাছে যান।
❌ ভুল চিকিৎসা = আজীবনের ক্ষতি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Student BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share