06/09/2025
আর কত প্রাণ ঝুঁকিতে থাকবে?
বরিশাল নার্সিং কলেজের হোস্টেলের একটি রুমের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ভাগ্য ভালো, সেই মুহূর্তে বিছানায় কেউ ছিল না। কিন্তু যদি থাকত? তাহলে কি আমরা আরেকটি অমূল্য জীবন হারাতাম?
এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়—এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কতটা অবহেলিত অবস্থায় আছে দেশের সরকারি নার্সিং হোস্টেলগুলো। যেখানে আমাদের ভবিষ্যৎ নার্সরা বাস করে, সেখানে ছাদের ফাটল, ভেজা দেয়াল, আর অরক্ষিত পরিবেশ যেন প্রতিনিয়ত মৃত্যুর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে।
👩⚕️ যারা সারাদিন রোগীর সেবা করে, তাদের জন্য কি একটু নিরাপদ আশ্রয়ও নিশ্চিত করতে পারি না?
এখনই সময় মুখ খুলবার। সময় এসেছে প্রশ্ন করার—কেন এই অব্যবস্থাপনা? কেন এত অবহেলা?
📢 আমরা চাই—নিরাপদ হোস্টেল, সম্মানজনক পরিবেশ, এবং একটি ভবিষ্যৎ যেখানে নার্সরা শুধু সেবা নিয়ে ভাববে, নিজের জীবন নিয়ে নয়।
এই পোস্ট শেয়ার করুন, আওয়াজ তুলুন। কারণ নীরবতা আর নিরাপদ নয়।
#বরিশালনার্সিংকলেজ #নার্সদের_নিরাপত্তা