29/08/2025
🌊 রিজিকের চিন্তা?
একবার এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল:
– রিজিকের চিন্তা এলে আপনি কী করেন?
বৃদ্ধ উত্তর দিলেন:
"আজ অবধি শুনিনি, গভীর সমুদ্রে থাকা কোনো নীল তিমি খাদ্যাভাবে মারা গেছে।
তাই যখনই রিজিক নিয়ে আমার হৃদয়ে দুশ্চিন্তা আসে,
নিজেকে সান্ত্বনা দিই এই বলে—
সমুদ্রের সেই বিশাল প্রাণীর পেট যিনি ভরাতে পারেন,
তাঁর পক্ষে আমার মতো ক্ষুদ্র এক মানুষের জন্য রিজিক জোগাড় করা কোনো ব্যাপারই না!"