MS Gazi24

MS Gazi24 اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
Does man think that he will be left neglected? ৭৫:৩৬

26/10/2025

হয়তো আল্লাহর জন্য ছেড়ে দেন,
নয়তো আল্লাহর উপর ছেড়ে দেন।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ।

24/10/2025

জীবনের আসল সফলতা হলো জান্নাতে পোঁছানো, বাকি সব কেবল ধোঁকা!!!

16/10/2025

বাঘ প্রতিদিন মাংস খায়, তবু চিন্তাহীন থাকে —
মানুষ সামান্য ভাত খেয়েও দুশ্চিন্তায় জর্জরিত।
আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন,
তবুও মানুষ ভয় পায়, অন্যের হক ভুলে যায়।
আসল শান্তি রিজিকে নয় — বিশ্বাসে ও সৎ পথে।
আল্লাহ আমাদের সঠিক জ্ঞান ও শান্তি দান করুন

সন্দেহ নয়, গর্ব করুন। আপনি হীরার মতোই মূল্যবান!
14/10/2025

সন্দেহ নয়, গর্ব করুন। আপনি হীরার মতোই মূল্যবান!

12/10/2025

আপনি কখনোই বুঝতে পারবেন না, যে কোথায় কিভাবে আপনার রিযিক চলে এসেছে,
কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী,
আলহামদুলিল্লাহ।

08/10/2025

🔴Live প্রচুর বৃষ্টি হচ্ছে। MS Gazi24

08/10/2025

আমরা দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য, কিন্তু চলে যাব দীর্ঘ সময়ের জন্য।

06/10/2025

কে আছে এমন, যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে
আর আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন...?
না, আল্লাহ কাউকে তাড়িয়ে দেন না —
আমরাই দূরে সরে যাই নিজের অজান্তে...
তবুও সেই দরজা আজও খোলা —
ফিরে আসার জন্য, কাঁদার জন্য, ক্ষমা পাওয়ার জন্য।

02/10/2025

পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক।
ভেঙে পড়া দুর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।

জীবন আসলে এক ক্ষণস্থায়ী সফর।আমরা ভাবি সময় অগাধ, অথচ বাস্তবে সেটা একমুঠো বালুর মতো ধীরে ধীরে ফসকে যায়, আর ফেরত আসে না।মান...
01/10/2025

জীবন আসলে এক ক্ষণস্থায়ী সফর।
আমরা ভাবি সময় অগাধ, অথচ বাস্তবে সেটা একমুঠো বালুর মতো ধীরে ধীরে ফসকে যায়, আর ফেরত আসে না।

মানুষ আসে এই পৃথিবীতে—হাসি, কান্না আর স্বপ্ন নিয়ে।
তারপর একদিন নিঃশব্দে মিলিয়ে যায় অনন্ত অজানায়।

প্রতিদিন সূর্য ওঠে আর অস্ত যায়, তেমনি আমাদের জীবনও একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হয়।
মৃত্যু কাউকে ফাঁকি দেয় না—সে রাজা কিংবা প্রজা, ধনী কিংবা গরিব—সবাইকে সমানভাবে স্পর্শ করে।

শেষ মুহূর্তে সঙ্গে থাকে না টাকা, ক্ষমতা বা নাম-যশ।
থেকে যায় শুধু মানুষের মনে রেখে যাওয়া ভালোবাসা আর সুন্দর স্মৃতিগুলো।

তাই অহংকারে নয়, ভালোবাসায় পৃথিবীকে জিতে নাও।
ঘৃণার বদলে দয়া আর ক্ষমার বীজ বুনো।
হাসি বিলাও, সৎ কাজ রেখে যাও,
কারণ এই সামান্য জীবনকে মহান করার রহস্য এখানেই লুকিয়ে আছে।

জীবন ছোট, কিন্তু মহিমান্বিত হতে পারে,
যদি প্রতিটি দিনকে শেষ দিনের মতো মূল্য দিই
এবং এমন কিছু রেখে যাই, যা মৃত্যুর পরও আলো হয়ে জ্বলতে থাকে।

25/09/2025

"জমিনের কতো বিখ্যাত লোক আসমানে অখ্যাত,
আর জমিনের কতো অখ্যাত লোক আসমানে বিখ্যাত।"

#আর

23/09/2025

আল্লাহ তায়ালা আপনার জন্য যে রিজিক নির্ধারণ করে রেখেছেন,,অন্য কারো জন্য তা নষ্ট হবে না।
🤍🌿

Address

Dhaka
3600

Alerts

Be the first to know and let us send you an email when MS Gazi24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category