MS Gazi24

MS Gazi24 اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
Does man think that he will be left neglected? ৭৫:৩৬

29/08/2025

🌊 রিজিকের চিন্তা?
একবার এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল:
– রিজিকের চিন্তা এলে আপনি কী করেন?
বৃদ্ধ উত্তর দিলেন:

"আজ অবধি শুনিনি, গভীর সমুদ্রে থাকা কোনো নীল তিমি খাদ্যাভাবে মারা গেছে।
তাই যখনই রিজিক নিয়ে আমার হৃদয়ে দুশ্চিন্তা আসে,
নিজেকে সান্ত্বনা দিই এই বলে—
সমুদ্রের সেই বিশাল প্রাণীর পেট যিনি ভরাতে পারেন,
তাঁর পক্ষে আমার মতো ক্ষুদ্র এক মানুষের জন্য রিজিক জোগাড় করা কোনো ব্যাপারই না!"

24/08/2025

সাপের খেলা
MS Gazi24

23/08/2025

আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনি তোমার জন্মের আগে থেকেই তোমার রিযিক লিখে রেখেছেন। কেউ তা ছিনিয়ে নিতে পারবে না, আর তুমি চাইলে পালিয়েও তা এড়িয়ে যেতে পারবে না।

21/08/2025

রিযিক ভাগাভাগি করলে কখনো কমে না, বরং বরকত বাড়ে। যত বেশি তুমি দাও, আল্লাহ তত বেশি তোমাকে ফিরিয়ে দেন।

18/08/2025

পুরুষের যুদ্ধটা চলে নিজের মগজে
তা প্রকাশ পায় না কোন খবরের কাগজে।@

18/08/2025

তোমার কষ্ট,
তোমার চোখের পানি,
সব তিনি জানেন এবং দেখেন।
তিনি অবশ্যই সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ!!

17/08/2025

মানুষ দুর্বলের সাথে... বীরত্ব দেখায়,
শক্তিশালীর চামচামি করে।

14/08/2025

সবজি ওজন করার সময়, যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তাতে তেমন কোনো পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় বসে— তখন ওজনে দশ-বিশ টাকার হেরফের হয়ে যেতে পারে।

এখানে আসল কথা ওজন নয়, বরং আপনি কোথায় অবস্থান করছেন সেটাই বড় বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষের সংস্পর্শে থাকতে, উত্তম পরিবেশে থাকতে,
এবং নিজের সম্মান ও মর্যাদা সবসময় অটুট রাখতে।
Sabit International

04/08/2025

جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا

04/08/2025

ﷺﷺﷺ

04/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

04/08/2025

"সবর হলো এ তিনটি বিষয়—
১। তুমি নিজের কষ্ট নিয়ে কথা বলবে না,
২। নিজের দুর্দশা কাউকে জানাবে না,
৩। আত্মপ্রশংসা করবে না।
— সুফিয়ান আস-সাওরী (রহি.)
[সূত্র : তাফসীর ইবনে কাসীর, ১/৬২]

1. "তুমি নিজের কষ্ট নিয়ে কথা বলবে না" — আল্লাহর উপর ভরসা রেখে কষ্টের কথা মানুষকে না বলা, বরং আল্লাহর কাছে বলা (যেমন ইয়াকুব আ. বলেছিলেন:

> "আমি আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি" – সূরা ইউসুফ ১২:৮৬)

2. "নিজের দুর্দশা কাউকে জানাবে না" — মানে অভিযোগ বা নালিশ না করে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা।

3. "আত্মপ্রশংসা করবে না" — নিজেকে ধৈর্যশীল বা ভালো বান্দা মনে করে অহংকার না করা।

Address

Dhaka
3600

Alerts

Be the first to know and let us send you an email when MS Gazi24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category