
19/03/2025
যারা কথায় কথায় বলে মানবাধিকার,
তাদের কাছে আমার প্রশ্ন?
মুসলিম নিধোন করাই কি তাহলে মানবাধিকার😭।আল জাজিরার একটা প্রতিবেদনে দেখলাম ফিলিস্তিনির একজন বাবা তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে হাউ মাউ করে কেদে কেদে বলছে, আমার কাশেম গতকাল বায়না ধরেছিল মাছ দিয়ে সেহরি খাবে!
দেশের যে পরিস্থিতি মূল্যস্ফীতির কারণে অনেকদিন যাবৎ পরিবারকে নিয়ে ভালো-মন্দ খাওয়া হয়নি। অবশেষে আল্লাহ ব্যবস্থা করে দিলেন।আমার সন্তানের মা সন্তানের আনন্দে আত্মহারা হয়ে রান্না করলেন। আমি পানি আনতে বাহিরে গেলাম।ফিরে এসে একসাথে সেহরি করবো।
বসলাম হঠাৎ কোত্থেকে জানি বিকট শব্দে সবকিছু অন্ধকার হয়ে গেল। চার-পাশটা শুধু অন্ধকার। ধোয়া আর আগুনের লেলিহান শিখা 😭।খুব ছোটাছুটি করলাম কিন্তু কিছুই চিনতে পারছিলাম না। ধ্বংসস্তূপের কাছে যেতেই ঝাপটে ধরল প্রতিবেশীরা। সামনের দিকে আর এগুত দিল না। পরের দিন ধ্বংসস্তূপ সরিয়ে আমার কাশেম এবং তার মাকে বের করলাম।
আমার সন্তান এবং তার মা হয়তো জান্নাতে এখন ইফতার করছে । আমিও তাদের কাছে যেতে চাই খুব তাড়াতাড়ি।
আমার খুব জানতে ইচ্ছে করে জাতিসংঘের সেই নর পিচাসদের কাছ থেকে মুসলিমরা কি তাহলে মানুষ নয়!তাহলে কি মুসলিমদের বেঁচে থাকার অধিকার নেই??
যদি মুসলিমদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে গোটা বিশ্বের 250 কোটি মুসলিমদের কে একবারে হত্যা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিন। একজন মুসলিম হিসাবে দুনিয়ায় বেঁচে থেকে এসব বর্বরতা আর দেখতে চাই না। আর শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান।আয়েস করে দিন পার করুন।কারণ একদিন আপনাদেরকে এভাবেই মরতে হবে।
#ভাইরালভিডিওシ #ফিলিস্থিন া