Deshi Project

Deshi Project I mainly make videos about many kind of Entertainments.

26/04/2025

Something special moment with my buddies

28/02/2025

সবিনয়ে জানতে চাই …………..

এই যে ঘটা করে বৈষম্যবিরোধী ছাত্রদের —রাজনৈতিক দলের আত্মপ্রকাশের নামে জমকালো আয়োজন ( বিশাল প্যান্ডেল, বৈচিত্রময় সজ্জা, সারা দেশ থেকে যানবাহনে আনা-নেয়ার ব্যবস্থা, আপ্যায়ন)—-এদের আয়ের উৎস কি? জাতি তো জানতে চাইতেই পারে!

১) মূলত: এরা তো সদ্য বিদায়ী বেকার যুবক/যুবতী। সুতরাং ওদের পক্ষে দলীয় চাঁদা/ ডোনেশন দেওয়াও তো কঠিন! সেক্ষেত্রে তাদের তো অন্য কারো কাছ থেকে চাঁদা/ ডোনেশন/অন্য কোন উপায়ে টাকা নিতেই হয়েছে—-

২) তাহলে প্রশ্ন—কার কার কাছ থেকে এবং কোন প্রক্রিয়ায় খরচ মিটানো হচ্ছে—? নিশ্চই জনগনের জানার অধিকার আছে!

৩) এটা তো অনেক আগে প্রতিষ্ঠিত কোন দল না বা লেজুড়ভিত্তিক কোন দল নয় ( তাদের ভাষায়)——যে প্রচলিত ধারায় বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে চাঁদা/ডোনেশনের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে এবং অনুষ্ঠানে খরচ করে। তাহলে তারা বৈষম্যহীন সমাজব্যবস্থায় নিশ্চই স্বচ্ছ কোন পন্থা আবিস্কার করে ব্যয় করছে——এটা জাতির কাছে পরিস্কার করা দরকার।

৪) খরচের ( আয়-ব্যয়ের) নিশ্চই হিসাব আছে! যেমন: ব্যাংক একাউন্ট নম্বর/ যে মাধ্যমে টাকা আসছে —তাদের একাউন্ট——-কত টাকা এসেছে!! এতদসংক্রান্ত বিষয়াদি স্বচ্ছতা-জবাবদিহিতার জন্যেই প্রকাশ করা উচিত!

৫) এর ব্যত্যয় হলে মানুষ তো ধরেই নিতে পারে——সরকারী কোষাগার ব্যবহার করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথাকথিত কিংস পার্টির—এই আয়োজন।

আশাকরি নতুন দলের কর্ণধারগণ জাতির সামনে বিষয়গুলো পরিস্কার করবে!!!

24/07/2023

Ashiq Banaya Aap ne / Romantic Scene

24/07/2023

V.mklkhfte

21/07/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share