Warriors of Change

Warriors of Change From Silence to Strength, We Rise. https://t.me/warriorsofchange

28/06/2025

কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে (২৫) ঘরের দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযোগে বলা হয়, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী। ঘটনার রাতে ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। নারী রাজি না হলে তিনি জোর করে দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চাচি শ্বশ্রবতী বর্মণ জানান, ‘পাশের বাড়িতে পূজা হচ্ছিল। শব্দ শুনে দৌড়ে পূজার অনুষ্ঠানে যাই এবং লোকজন ডেকে আনি। পরে সবাই মিলে গিয়ে দেখি দরজা ভাঙা, ঘরে ঢুকে ভাতিজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।’
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, ‘চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকেই ফজর আলীকে ধর্ষণের সময় হাতেনাতে দেখি।’
ভুক্তভোগীর চাচা নকুল বর্মণ বলেন, ‘আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে, কালকে আমাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা হলে কী হবে? আমরা আতঙ্কে আছি। দ্রুত বিচার চাই।’

“বাংলাদেশ আর্মির সাথে ৩০ মিনিটের এক্সপিরিয়েন্স!”ঘটনা রবিবার রাতের, জিনিসটা প্রসেস করে পোস্ট করতে সময় লেগে গিয়েছে।তারি...
26/06/2025

“বাংলাদেশ আর্মির সাথে ৩০ মিনিটের এক্সপিরিয়েন্স!”

ঘটনা রবিবার রাতের, জিনিসটা প্রসেস করে পোস্ট করতে সময় লেগে গিয়েছে।

তারিখ: ২২.০৬.২০২৫
সময়: রাত ৩:১৫
গন্তব্য: হল (মিরপুর ডিওএইচএস)

ভার্সিটির ১০ জন টাঙ্গুয়ার হাওর থেকে ফিরছি। নেত্রকোনা থেকে বাসে উঠি রাত ১১:০০ টায়।
বাস রাত ৩:০৫/১০ এর দিকে খিলক্ষেত নামায়। ১০ জন ৩ টা সিএনজি নিলাম, ১ টায় ৪ জন বাকি ২ টায় ৩ জন করে। আমি, আমার ২ সিনিয়র ১ সিএনজি তে উঠি। কুর্মিটোলা পার হয়ে পুলিশের চেকপোস্টে হলের আইডি কার্ড শো করি, চলে যেতে বলে। ইসিবি পার হয়ে কালশী স্টিল ব্রীজের উপর এসে আর্মি চেকপোস্টে সিগন্যাল দেয়, সিএনজি সাইড করে, আমাকে জিজ্ঞেস করে, “কোথায় যাবেন?” আইডি কার্ড শো করে বলি ভার্সিটি থার্ড ইয়ার এর স্টুডেন্ট, হলে যাচ্ছি, ট্যুর থেকে আসছি। ২ জন সৈনিক ছিলো, সাথে ২ জন পুলিশও ছিলো, বের হতে বলে। বের হয়ে সব বললাম, বাস ১১ টায় ছিলো, ৩ টায় নামিয়ে দিছে। আইডি পড়তে পারছে কিনা জানিনা, পড়তে পারলে সবচেয়ে ফানি কথা বলতো না, একবার বলে “আপনারা ঘুরতে গেছেন আপনাদের কি কলেজ থেকে পাঠিয়েছে?” আবার বলে “স্কুলে বলে গেছেন?” “হলে আপনার স্যার রুম চেক করেনা যে রুমে নেই আপনার?” এরপর বলে কল দেন স্যারকে। কথা না বলে ছাড়বোনা। যারা চলে গেছে তাদের আসতে বলে।

এমন না যে আমাদের সার্চ করে বা ব্যাগ চেক করে কিছু পেয়েছে। কিছু চেকই করেনাই!

স্বাভাবিক ভাবেই রাতের ৩ টায় কোনো স্যার কল ধরেনাই। ওই মোমেন্টে কাওকে না পেয়ে কল দেই আমার এক ফ্রেন্ড, ক্যাপ্টেন আর্মি তে। এটাই ছিলো আমার ভুল।

ওর সাথে সৈনিক কথা বলে, এরপর আমাকে বলে, “সাইডে আসেন। কাকে কল দিছেন আপনি? উনাকে কেন কল দিছেন?”
আমাকে ৪ আঙুল দিয়ে পুশ করে, পাশেরজনকে বলে, “এই লাঠিটা দে তো!”
আমি বলি, “আপনি গায়ে হাত দিলেন কেন? লাঠি নিয়ে থ্রেট দিতে চাচ্ছেন?”

তখন বলে, “আপনি দাঁড়ান। সিনিয়র আসতেছে!”

পাশে একজন জেসিও ছিলো মনে হয়, উনি আমাদের সাথে কথা বলেন, সব কিছু বুঝে তিনি ছেড়ে দিতে চাইলেন কিন্তু সৈনিক ২ জন সিনিয়র ছাড়া ছাড়বে না। তাদের নাকি দাদা আছে একজন, দাদা আসলে আমাদের ল শিখায় দিবেন। তো আমরা দাদা এবং সিনিয়রের জন্য ওয়েট করতে করতে ২ জন পুলিশের জ্ঞান শুনছি, আমার ভবিষ্যতে কিছু হবেনা আমার।

সিনিয়র আসলেন ২ প্লাটুনে প্রায় ৩০-৪০ জন, আর্মির ২ পিকআপ। সিনিয়র অফিসার গাড়ি থেকে নেমে আমাদের কাছে এসে বলে, “আপনাদের মধ্যে কে কথা বলবেন? আমিও ল স্টুডেন্ট, কি হয়ছে বলুন।”

হলের অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট স্যারের সাথে কথা হয় এতক্ষণে, আমি নাকি ২ জন সৈনিকের সাথে বেয়াদবি করছি। স্যারের সাথে কথা বলার পরেও ছাড়েনি আমাদের।

সৈনিকদের মুখে কথা একটাই, “কই ওয়?” কথা বলতে বলতে সৈনিকদের মধ্যে একজন আমাকে টেনে গাড়ির পাশে নিয়ে ৮-১০ জন মিলে লাঠি দিয়ে পেটাতে থাকে। ৩০ সেকেন্ডে ৫০/৬০ টা হিট পরে আমার পশ্চাৎ দেশে। প্রসেস করার আগেই দেখি একজন আমার ঘাড় নামাতে চাচ্ছে যেন ভালোমত পেটাতে পারে। অকথ্য ভাষায় গালাগালি তো আছেই। কয়েকটা হিট হাতে লাগে, এক আঙুলে কাটে, আরেকটায় রক্ত জমে যায়। এরপর অফিসার ডাকে, তখন আবার ওখানে নিয়ে যায় আমাকে।

এরমধ্যে তাদের “দাদা” পৌঁছায় স্পটে, আবার আমাকে ডেকে নিয়ে যায়। আরেকবার বস্তা পেটানোর মতো পেটানো হয়। অফিসার টের পেয়ে ডেকে নিয়ে যায়। এরপর সবার আইডি কার্ড চেক করে চলে যেতে বলেন।
এরমধ্যে ৩ বার সিএনজিতে উঠি, ৩ বার আমাকে নামায় পেটানোর জন্য। সিএনজি ডানপাশ দরজা বন্ধ থাকায় ড্রাইভার কে ২/৩ বার বলে দরজা খুলিয়ে নামায়। দাদা এইবার বলেন কান ধরতে, কান ধরে বসতে। বলতে বলে, “আর জীবনে এমন করবনা। আমার ভুল হইছে। আমার শিক্ষা হইছে।” এরমধ্যেও হিট করা হয় কয়েকবার। এই ২৫-৩০ মিনিটের ভিতর কমপক্ষে ২৫০-৩০০ বার হিট করা হয় আমাকে। ছবি দেখলেই বুঝা যাবে। পকেটে ফোন ছিলো, ফোনের ছবিও দিয়ে দিয়েছি।

লাস্টলি, অফিসার নিজে দাড়িয়ে সিএনজিতে উঠায় ৩ জনকে। বাকি ৪ জনকে বারবার বলে “রাস্তার ওইপাশে চলেন, আপনাদের গাড়িতে উঠিয়ে দিই।” অফিসারের নজর থেকে সরিয়ে তাদেরও একই ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা ছিলো তাদের। কিন্তু অফিসার থাকায় হয়তো এটা সম্ভব হয়নি।

রবিবার দুপুরে ভার্সিটির মেডিকেলে গিয়ে সব বলি, ঔষধ, ওইন্টমেন্ট দেয়। এরপরে সোমবার ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরে যাওয়ার পর সব শুনে বেড রেস্ট দেয়। আপাতত এটাই আপডেট।

Sady Sayem

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ খমেনী। ভাষনে তিনে বলেন, আমি মহান ইরানি জাতিকে অভিন...
26/06/2025

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ খমেনী। ভাষনে তিনে বলেন,

আমি মহান ইরানি জাতিকে অভিনন্দন জানাতে চাই... ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের বিজয়ের জন্য। ইরান আমেরিকার মুখে কষে একটি থাপ্পড় মেরেছে।

এত হম্বিতম্বি ও অহংকার সত্ত্বেও ইরানের আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা প্রায় ধ্বংস ও চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করেছে, কারণ ভেবেছে তারা যদি হস্তক্ষেপ না করে, তাহলে হয়তো ইহুদিবাদী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে।

ইরান গুপ্তহত্যা পরিকল্পনার সাথে জড়িত তিন মোসাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছেইরান বুধবার ইসরায়েলের মোসাদের জন্য গুপ্তচরব...
25/06/2025

ইরান গুপ্তহত্যা পরিকল্পনার সাথে জড়িত তিন মোসাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে

ইরান বুধবার ইসরায়েলের মোসাদের জন্য গুপ্তচরবৃত্তি এবং দেশে গুপ্তহত্যার সরঞ্জামাদি পাঁচারের অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিদেশী গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এদ্রিস আলি, আজাদ শোজাই এবং রসুল আহমেদকে ওরুমিয়া শহরে ফাঁসি দেওয়া হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের মতে, এই ব্যক্তিরা প্রতিবেশী একটি দেশে অবস্থিত একজন গুরুত্বপূর্ণ মোসাদ এজেন্টের সাথে কাজ করেছিল এবং মাদকের ছদ্মবেশে ইরানে গুপ্তহত্যার সরঞ্জামাদি পাচার করেছিল। ইরানের একজন ব্যক্তিকে গুপ্তহত্যার জন্য সরঞ্জামগুলি ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

পড়ে আপনার টাইম লাইনে রেখে দিন----ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।ইবরাহীম(আঃ...
24/06/2025

পড়ে আপনার টাইম লাইনে রেখে দিন----

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

কিন্তু সুলাইমান(আঃ) এর মৃত্যুর পর ই/হু/দীরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামত সংযোজন-বিয়োজন করার মতন ধৃষ্টতা দেখায়।
তারা তাওরাতে সংযোজন করে যে, "আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ্‌'র শা/স্তির মুখে পড়েছে। যেমনঃ
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।
তাদেরকে যে জায়গায় আশ্রয় দেয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করতো!

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২ লাখ ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে!

আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলুপ এঁটে চুপ করে বসে আছেন আর চোখে ঠুঁলি পরে সবকিছুকে না দেখার ভান করছেন!

দেশে একটা সরকারি কলেজের শিক্ষার্থী কাম ছাত্রদলের রাজনীতি করা একটা মেয়েকে ধর্ষণ করে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হইসে, কি...
24/06/2025

দেশে একটা সরকারি কলেজের শিক্ষার্থী কাম ছাত্রদলের রাজনীতি করা একটা মেয়েকে ধর্ষণ করে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হইসে, কিন্তু টু আওয়াজ নাই কোথাও!

সুকর্ণা ইস্পিতা মেয়েটার নাম। ভোলা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বাবা অটো রিকশা চালান।

ঘটনা আজ থেকে আরো পাঁচদিন আগের। কর্ণফুলী লঞ্চে কেবিন বুক করে ধর্ষণ করা হয় ইস্পিতাকে। ধর্ষণের পরে নদীতে ফেলে দেয়া হয়। তার চারদিন পরে পঁচা গলা লাশ পাওয়া যায় চাঁদপুরে একটা নদীর পাশে।

ইস্পিতা ছাত্রদল করতো। মৃত্যুর আগে সে ছাত্রদল ছেড়ে দিলো। ছাত্রদল ছেড়ে দেয়ার পরেরদিনই তার মৃত্যু। তার মৃত্যুর মধ্যে খুব বেশি রহস্য আছে বলে আমার মনে হয় নাই। মৃত্যুর সংবাদ পাওয়ার পরে মনে হইছিল হয়তো খুব বেশি কমপ্লিকেটেড একটা ক্যেস। কিন্তু এখন হচ্ছে না।

ইস্পিতার হত্যার সাথে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে ভোলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিমকে। তার সাথে জড়িত আছে ছাত্রদলের আরেক নেত্রী ইমা।

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত হয়েছেন ৫০ জনে...
22/06/2025

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত হয়েছেন ৫০ জনের বেশি।

সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ডোয়েলায় (Dwelaa) মার ইলিয়াস গির্জার ভিতরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা করার সময় সন্ত্রাসীরা ওই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা সেখানকার প্রশাসনের।

[সাধারণত মধ্যপ্রাচ্যে মুসলিম কোন দেশে ইসরায়েল আর পশ্চিমারা কোন অঘটন ঘটিয়ে একটি ব্যাকল্যাশে পড়লেই তারা তাদের প্রক্সি আইএস সন্ত্রাসীদেরকে দিয়ে এই অপকর্মগুলো করায়। এমন সব বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ঐ চরম উগ্রবাদী গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় দিনশেষে।]

কেন আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে নিচে তার ব্যাখ্যা :-প্রথম কারণঃ ইরান–ইসরায়েল যুদ্ধ লোকাল নাই আরএই যুদ্...
22/06/2025

কেন আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে নিচে তার ব্যাখ্যা :-

প্রথম কারণঃ ইরান–ইসরায়েল যুদ্ধ লোকাল নাই আর

এই যুদ্ধ এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল না।
আজ আমেরিকা সরাসরি ইরানে হামলা করেছে।

এর মানে কী?

*এক সুপ্রতিষ্ঠিত পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকা
*এক ধর্মীয় বিপ্লব-ভিত্তিক আঞ্চলিক শক্তি ইরান
*আর মধ্যপ্রাচ্যের প্রধান ভূখণ্ড নিয়ন্ত্রণকারী একটি রাষ্ট্র ইসরায়েল
-এখন সক্রিয় যুদ্ধের দিকে যাচ্ছে

তিনটি পক্ষ যদি সরাসরি মুখোমুখি হয়, তা কখনোই শুধু ওদের ব্যাপার থাকে না, এটা হয়ে যায় আন্তর্জাতিক ব্যাপার।

দ্বিতীয় কারণঃ তেলের রুট + ধর্মীয় বিভাজন

এই যুদ্ধ শুধু সীমান্ত নয়, এই যুদ্ধের নিচে আছে:

*তেলের নিয়ন্ত্রণ
*শিয়া-সুন্নি বিভক্তি
*ইহুদি-মুসলিম দ্বন্দ্ব

আমার মনে হচ্ছে, এই সংঘর্ষ শুধু বুলেটের না, বরং বিশ্বাসের, অস্তিত্বের, ইতিহাসের।

আর ইতিহাস বলে: ধর্মীয় যুদ্ধ থামানো যায় না, কারণ সেগুলো শুধু রাজনীতি দিয়ে চলে না।

তৃতীয় কারণঃ বিশ্ব আগেই উত্তপ্ত ছিল যেমন এই ঘটনার আগে কী চলছিল?
1. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: এখনো চলছে
2. চীন-তাইওয়ান উত্তেজনা: মাত্র সময়ের ব্যাপার
3. যুক্তরাষ্ট্রের অঙ্গসংগঠিত আগ্রাসন নীতিমালা

এই তিনটা মোর্চায় আগুন ছিলই। এখন ইরান-ইসরায়েল আগুন ঢালল চতুর্থ ফ্রন্টে। এখন যদি আরেকটা ফ্রন্ট খোলে, সেটাই হবে শেষ খোঁচা।

চতুর্থ কারণঃ আধুনিক যুদ্ধ আর আগের মতো না

এইবার যুদ্ধ হবে:
*ড্রোন দিয়ে
*সাইবার হ্যাকিং দিয়ে
*মিডিয়া ম্যানিপুলেশন দিয়ে
*পারমাণবিক হুমকি দিয়ে

এখানে আর শুধু সৈন্য লাগে না, এখানে লাগে ক্ষমতা, তথ্য আর নিয়ন্ত্রণ। এবং এসবের সবটায় বড় খেলোয়াড়রা ঢুকে গেছে।

পঞ্চম কারণঃ ইরান কখনো হার মানে না

ইরাকের সাদ্দাম হোসেন ইরানকে হারাতে পারেনি, আমেরিকা বারবার নিষেধাজ্ঞা দিলেও ইরান মাথা নিচু করেনি। আজকের ইরান যুদ্ধ জানে, ধৈর্য জানে, প্রতিরোধ জানে।

আমার বিশ্বাস,
এই যুদ্ধ ইরান হারবে না, কিন্তু পুরো দুনিয়াকে ভেতর থেকে নাড়িয়ে দেবে।

সর্বশেষ কারণঃ হিস্ট্রি রিপিট হয়, যদি কেউ থামাতে না পারে

*প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল একটি হত্যা দিয়ে
*দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি চুক্তিভঙ্গ দিয়ে
*আর এখন? শুরু হয়ে গেল ধর্ম দিয়ে

আমি তাই বলছি না যুদ্ধ হবে কিন্তু আমি বলছি, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা শুধু এখনো তার নাম দিই নাই।

এই পোস্ট রেখে দিও, ধর্ম নিয়েই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং জয় হবে ইরানের জয় হবে ইসলামের ইনশাআল্লাহ।

ইসরায়েলী বাহিনী ইরানের আইআরজিসির কুদস ফোর্সের ফিলিস্তিন বিভাগের দায়িত্বে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনা...
21/06/2025

ইসরায়েলী বাহিনী ইরানের আইআরজিসির কুদস ফোর্সের ফিলিস্তিন বিভাগের দায়িত্বে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদিকে হত্যার ঘোষণা দিয়েছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা ৩৮ দিন (১৪ মে থেকে) ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছেন তার সমর...
21/06/2025

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা ৩৮ দিন (১৪ মে থেকে) ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছেন তার সমর্থকেরা। এ আন্দোলনের কারণে ঢাকা দক্ষিণের প্রায় এক কোটি মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। করপোরেশনে অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে সংস্থাটিতে জন্মনিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স সনদ বিতরণসহ সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নিজেই নিজেকে "মাননীয় মেয়র" ঘোষণা দিয়ে নগর ভবনে সভা করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন। যদিও মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আর সুযোগ নেই বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ।

ভারতীয় মিডিয়ার জ্বালা শুরু হয়ে গেছে।
21/06/2025

ভারতীয় মিডিয়ার জ্বালা শুরু হয়ে গেছে।

03/06/2025

>>>এইমাত্র পাওয়া

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Warriors of Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share